TET Exam – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 15 Jun 2022 14:00:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg TET Exam – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি, বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল https://thenewsbangla.com/bankura-primary-teacher-incident-bengal-shocked-by-this-school-incident/ Wed, 15 Jun 2022 13:59:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15473 চাকরি ছাঁটাইয়ের পর এবার গ’ণপি’টুনি; বাংলার প্রাথমিক শিক্ষকদের একি হাল। এবার প্রাইমারি ছাত্রীকে ধরে টানাটানি; জামাকাপড় ছিঁড়ে কু’প্রস্তাব; প্রাথমিক শিক্ষককে গ’ণধো’লাই। দুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায়; চাকরি গেছে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। লজ্জায় মুখ ঢাকছে বাংলা। এবার আরও ভ’য়াবহ ঘটনা। প্রাথমিক শিক্ষকের কাছেও; তবে কি সুরক্ষিত নয় ছাত্রী? নতুন করে প্রশ্ন উঠছে বাঁকুড়া জেলার ঘটনায়।

প্রাথমিকে যেন প্রতিদিন নতুন নতুন লজ্জা; উপহার দিচ্ছেন শিক্ষকরা। এবার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লী’লতাহা’নি করার অভিযোগে; এক প্রাথমিক স্কুল শিক্ষককে গ’ণপি’টুনি দিলেন অভিভাবকরা। বাঁকুড়ার রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা; চমকে দিয়েছে গোটা রাজ্যকে। অভিভাবকদের প্রশ্ন তবে কি শিক্ষকদের কাছেও; সুরক্ষিত নয় ছোট্ট ছাত্রীরা? ইতিমধ্যেই পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে; আটক করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন; ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

স্থানীয় সূত্রে খবর, ওই না’বালিকার বাড়ি; কোতুলপুরের ডিঙ্গেররন এলাকায়। বাঁকুড়ার রঘুনাথপুর এলাকায়, একটি প্রাথমিক বিদ্য়ালয়ে; তৃতীয় শ্রেণিতে পড়ে ৮ বছরের ওই ছাত্রী। মঙ্গলবার মিড-ডে মিলের সামগ্রী নিতে; সে স্কুলে গিয়েছিল। অভিযোগ তখনই মুরারি মোহন মণ্ডল নামে ওই শিক্ষক ছাত্রীটিকে দেখে; ফাঁকা স্কুলে নানান ইঙ্গিত করেন বলে। অভিযোগ, তাকে কু’প্র’স্তাব দিয়ে একটু পাশে ডেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে; ও গায়ে হাত দিয়ে শ্লী’লতাহা’নি করে। তার জামা-কাপড়ও টেনে ছিঁড়ে দেওয়ার; চেষ্টা করা হয় ওই শিক্ষকের তরফ থেকে।

আরও পড়ুন; ২০১৪ সালে পোলিও মুক্ত দেশের স্বীকৃতি পায় ভারত, বাংলার মেটিয়াবুরুজে পোলিও হানা

এরপরই বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়ে; ওই না’বালিকা ছাত্রী। এনিয়ে পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করতেই; সে গোটা ব্যাপারটি খুলে বলে। স্কুল ফাঁকা থাকার সুযোগে, তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর উপরেই লা’লসা মেটাতে চেয়েছিল ওই শিক্ষক; অভিযোগ এমনটাই। বুধবার এনিয়ে স্কুলে গিয়ে প্রতিবাদ জানান অভিভাবকরা; এরপরই শুরু হয় গ’ণপি’টুনি। বেধ’ড়ক মা’রে অসুস্থ হয়ে পড়ে ওই শিক্ষক।

আপাতত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষককে; পুলিশ এনিয়ে খোঁজখবর শুরু করেছে। ছাত্রীর অভিভাবকরা, ওই শিক্ষকের বিরুদ্ধে; থানায় অভিযোগ করেছে। কি হচ্ছে বাংলার প্রাথমিক শিক্ষায়; মান কি এতই নেমে গেছে? এই ঘটনায় চমকে গেছে; গোটা বাংলার মানুষ।

]]>
‘পরীক্ষা দিতে হয় না, টাকা দিলেই চাকরি নিশ্চিত’, রঞ্জনের দুর্নীতির পর্দা ফাঁস https://thenewsbangla.com/calcutta-high-court-order-to-interrogate-ranjan-aka-chandan-mandal-regarding-primary-tet-recruitment/ Thu, 09 Jun 2022 04:30:26 +0000 https://www.thenewsbangla.com/?p=15317 ‘পরীক্ষা দিতে হয় না, টাকা দিলেই চাকরি নিশ্চিত’; রঞ্জনের দুর্নীতির পর্দা ফাঁস। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, তৃণমূলের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাস বর্ণিত ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ‘বাগদার রঞ্জন’কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি; তাকে হেফাজতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই; নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দুর্নীতিতে অভিযুক্ত এই রঞ্জনের আসল নাম চন্দন মণ্ডল; বলে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। তদন্তে সহযোগিতা না পেলে এবং সিবিআই প্রয়োজন মনে করলে; চন্দনকে হেফাজতে নিতে পারবে বলেও জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

কে এই রঞ্জন ওরফে চন্দন মণ্ডল?‌ উপেন বিশ্বাসের ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে; জনৈক ‘রঞ্জন’ প্রাথমিক–উচ্চ প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি করেন। প্রাথমিকের জন্য ১০ লক্ষ এবং উচ্চ প্রাথমিকের জন্য ১৫ থেকে ২০ লক্ষ টাকা; করে নেন ওই ‘রঞ্জন’। মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের জন্য; ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত দর উঠেছে। চাকরি না পেলে; টাকা ফেরত দেন বলেও সুখ্যাতি। ‘রঞ্জন’ অত্যন্ত ‘সৎ’ ব্যক্তি; কারণ তাঁকে টাকা দিয়ে কেউ চাকরি পাননি এই অভিযোগ নেই বলেই জানান উপেন বিশ্বাস।

আরও পড়ুনঃ আওতায় সব প্রতিবেশী দেশ, অগ্নি-৪ এর সফল পরীক্ষা করল ভারত

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হন উপেন; তাঁর ফেসবুক পোস্ট কোর্টের নজরে আনেন মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট হয়েছিল; তাতে ৮৬ জন পরীক্ষার্থী পাশ না করেও প্রাথমিক শিক্ষকের চাকরি করছেন বলেই অভিযোগ। চন্দন মণ্ডলের নাম উল্লেখ না করলেও; জনৈক ‘বাগদার রঞ্জন’-কে এই দুর্নীতির হোতা বলে উল্লেখ করেছিলেন উপেন।

আরও পড়ুনঃ ‘ভারতকে বয়কট’, কোন দেশের হিম্মত নেই, গবেটদের গল্পের গরু গাছে উঠেছে

আগামী ১৫ জুনের মধ্যে সিবিআই-কে এই নিয়ে; রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলায় ‘রঞ্জন’-এর সঙ্গে পার্টি করা হয়েছে; রাজ্য়ের প্রাক্তন অনগ্রসর এবং শ্রেণিকল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস-কেও। সৌমেন নন্দী নামে এক চাকরিপ্রার্থী; প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা করেছিলেন। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম জানান; ৮৭ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে; সেই দুর্নীতির মামলাতেই চন্দনের নাম উঠে আসে। এবার শুরু হল; সেই নিয়োগ দুর্নীতির তদন্ত; ইতিমধ্যেই সপরিবারে বাগদার বাড়ি ছেড়ে পালিয়েছেন চন্দন মণ্ডল।

]]>