Terrorist – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 24 Apr 2019 08:42:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Terrorist – The News বাংলা https://thenewsbangla.com 32 32 হিন্দুদের সংস্কৃতি কাউকে জঙ্গি হতে উৎসাহ দেয় না, মন্তব্য অমিতের https://thenewsbangla.com/amit-saha-says-hindu-culture-never-encourages-someone-to-be-terrorist/ Wed, 24 Apr 2019 06:36:53 +0000 https://www.thenewsbangla.com/?p=11543 ভোপাল থেকে মালেগাঁও বিষ্ফোরনে অভিযুক্ত প্রজ্ঞাকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন অমিত শাহ। মালেগাঁও একটি নির্বাচনী জনসভায় জানান, একজন হিন্দু কখনও সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকতে পারে না।

মধ্যপ্রদেশের ছাতারপুরে একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, একজন হিন্দু কখনও সন্ত্রাসবাদী হতে পারে না, হিন্দু সংস্কৃতি কখনোই কাউকে ক্ষতি করতে উৎসাহ প্রদান করে না; কিন্তু কংগ্রেস হিন্দুদের জঙ্গি তকমা দিচ্ছে। সাধ্বী প্রজ্ঞাকে বিজেপির প্রার্থীপদ মনোনয়ন দেওয়াকে তিনি সত্যাগ্রহ বলে উল্লেখ করেন।

এদিন কংগ্রেসের বিরুদ্ধে তোষনের রাজনীতি করার অভিযোগ করেন অমিত শাহ। ভোপালের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিংহকে হিন্দুবিদ্বেষী বলে কটাক্ষ করেন তিনি। মা ভারতীর সম্মান রক্ষা ও সুরক্ষা প্রদান করাই বিজেপি আসল লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই মমতার সিনেমা আটকে দিল নির্বাচন কমিশন

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিষ্ফোরনের পরেই উঠে আসে সাধ্বী প্রজ্ঞার নাম। সম্প্রতি বিষ্ফোরন মামলায় জামিন পেয়েছেন তিনি। তাঁকে তৎকালীন কংগ্রেস সরকার ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়েছে বলে বহুবার দাবি করেছিলেন তিনি। কারাগারে থাকাকালীন জোর করে হামলার দায় স্বীকার করার জন্য অকথ্য অত্যাচার চালানো হতো বলেও কিছুদিন আগেই জানিয়েছিলেন তিনি।

সাধ্বী প্রজ্ঞা হিন্দুত্বের প্রচার মুখ হিসেবে বিশেষ পরিচিত। ছাত্রীবস্থায় সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপি বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত ছিলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা এবং দুর্গাবাহিনীর সাথেও যুক্ত তিনি।

আরও পড়ুনঃ সাইকেল প্রতীকে ভোট দিতে বলায় প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মার বিজেপি কর্মীদের

আসন্ন ১২ই মে ভোপাল লোকসভা কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৮৯ সাল থেকে ভোপাল লোকসভা কেন্দ্রে একবারের জন্যেও জয়লাভ করেনি কংগ্রেস এবং ওই সময় থেকেই ভোপাল বিজেপির দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। বিজেপি সাংসদ অশোক সঞ্জার ২০১৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ৩ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

আরও পড়ুনঃ তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষের মাঝে তৃতীয় দফায় ভোটের বলি এক ভোটার

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বদলা সেনার, পুলওয়ামা জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সাজ্জাদ খতম https://thenewsbangla.com/another-success-of-the-indian-army-terrorist-mastermind-gets-killed/ Mon, 11 Mar 2019 05:58:23 +0000 https://www.thenewsbangla.com/?p=8057 বদলা ভারতীয় সেনার। ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। মুখোমুখি লড়াইয়ে খতম পুলওয়ামা কান্ডের অন্যতম মাস্টারমাইন্ড জইশ ই মহম্মদ জঙ্গি সাজ্জাদ। সাজ্জাদ সহ তিন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। রবিবার সারারাত গুলির লড়াই চলে।

আরও পড়ুনঃ পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের পিংলিশ এলাকায় সেনার সঙ্গে লড়াইয়ে খতম তিন জৈশ-এ -মহম্মদ এর জঙ্গি। মৃত জঙ্গিদের সনাক্ত করেছে সেনা। মৃতদের মধ্যে একজন পাকিস্তানি জঙ্গিও আছে, যার নাম সাজ্জাদ বলে জানা যাচ্ছে। পুলওয়ামা হামলায় এই জঙ্গি সাজ্জাদের গাড়ি ব্যবহার করা হয়েছিল সিআরপিএফের কনভয়ে বিস্ফোরণ ঘটাতে।

আরও পড়ুনঃ সপ্তদশ লোকসভা ভোট ৭ দফায়, দেখে নিন কবে কোথায় কত আসনে ভোট

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনা। জঙ্গিদের থেকে উদ্ধার করা হাতিয়ার আর বিস্ফোরক পাক জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদের বলে জানিয়েছে ভারতীয় সেনা। সেনা ত্রালে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়ার পর, রবিবার সকাল থেকে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চালায়।

ত্রালের পিংলিশ এলাকায় সেনার এনকাউন্টার শুরু হয়। এই অভিযানে সেনার সিআরপিএফ আর জম্মু কাশ্মীরের পুলিশের এসজিও জওয়ানেরা যুক্ত ছিল। সেনার এনকাউন্টারে খতম হয়েছে তিন জৈশ এর জঙ্গি। তিনজনের মধ্যে এক জঙ্গি পাকিস্তান এবং বাকিরা স্থানিয় বলে জানা গেছে।

বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

এদিনও সেনা জঙ্গি লড়াই শুরু হওয়ার পর স্থানিয় কাশ্মীরি যুবকরা একত্রিত হয়ে সেনার উপর পাথর ছুঁড়ে জঙ্গিদের পালাতে সাহায্য করে। কিন্তু সেনা গুলি না করেই পাথরবাজদের পালাতে বাধ্য করে। এখনও পর্যন্ত দুই জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনা। এর মধ্যে আছে সাজ্জাদ খান ও মুদাসির আহমেদ খান ওরফে মহম্মদ ভাই নামে দুই জইশ জঙ্গি।

পিংলিশ এরিয়ায় জইশ জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই অপারেশন শুরু করে সেনা। এই সাজ্জাদ খানই পুলওয়ামা কান্ডে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটি জোগাড় করে দেয়। পেশায় সে একজন ইলেকট্রিশিয়ান।

শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে 'নায়ক'/The News বাংলা
শহীদ জওয়ানকে সম্মান নয়, সেনাকে পাথর ছুঁড়ে দেশদ্রোহীরাই ভারতে ‘নায়ক’/The News বাংলা

পুলওয়ামার পুরো অপারেশনে ফোনের মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়িতে আত্মঘাতী জঙ্গি আদিলের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছিল সাজ্জাদ। এই সাজ্জাদকে মেরে বড় বদলা নিল ভারতীয় সেনা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ https://thenewsbangla.com/jaish-e-mohammed-issued-notice-to-terrorist-be-prepared-to-flee-from-pakistan/ Sun, 03 Mar 2019 15:22:00 +0000 https://www.thenewsbangla.com/?p=7400 পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। এর সঙ্গেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পাক সরকার, আশঙ্কা জইশের।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা

ইমরান খান সরকার তাদের প্রশিক্ষন শিবির বন্ধ করে দিতে পারে। বন্ধ করে দিতে পারে তাদের মাদ্রাসাগুলি আটক করতে পারে জইশ নেতাদের। এমনটাই আশঙ্কা করেছে জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানরা। প্রবল আন্তর্জাতিক চাপে তাদের বিরুদ্ধে বড় কোন ব্যবস্থা নিতে পারে পাক সরকার, এমনটাই আশঙ্কা জইশের। এরপরেই নোটিশ জারি করে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাদের জঙ্গিদের। পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আফগানিস্তান বা অন্য কোন ইসলামিক রাষ্ট্রে পালাতে হতে পারে বলেই সতর্ক করা হয়েছে এই নোটিশে।

Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা
Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ/The News বাংলা

পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়ার চাপে বিপর্যস্ত। নিজের গদি বজায় রাখতে যে কোন মুহূর্তে ইমরান খানের সরকার ভোল বদলাতে পারে। সাবধান থাকুন, তৈরি থাকুন। যে কোন সময় আমাদের পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে। রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সর্বময় নেতা মাসুদ আজহার বহাল তবিয়তে বেঁচে আছেন।

আরও পড়ুনঃ ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ও ডেরা স্বীকার মাসুদ ভাইয়ের

এদিকে, ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে নিল জইশ ই মহম্মদ সৃষ্টিকর্তা মাসুদ আজহারের ভাই। তছনছ মাসুদ-সাম্রাজ্য, খতম ভাই ইব্রহিম, শ্যালক ইউসুফ সহ শীর্ষ জইশ নেতারা। এবার প্রমান দিল মাসুদ আজহারের ভাই মৌলনা আম্মর। পাকিস্তানে এক জনসভায় স্বীকার করে নিয়েছে মহম্মদ আম্মর। যে নিজেও টার্গেটে ছিল কিন্তু ঐসময় না থাকায় বরাত জোরে বেঁচে যায়।

আরও পড়ুনঃ ইমরান খানকে ভারতের পরমাণু অস্ত্র হুমকি দিলেন আসাদউদ্দিন ওয়েসি

পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”। ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে।

আরও পড়ুনঃ স্টাইল থেকে ফ্যাশন সবেতেই এখন অভিনন্দনের ছোঁয়া

সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়। তিনি জানিয়েছেন ওখান থেকেই ৫০ টি মৃতদেহ সরান হয়। তাঁর কাছে ভিডিও আছে বলেও দাবি করেছেন ওই সাংবাদিক।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

এইসঙ্গে হামলায় খতম হয়েছে মাসুদ আজহারের ভাই ইব্রাহিম আজহার। ইব্রাহিম কান্দাহার বিমান অপহরণের সঙ্গে যুক্ত ছিল। পাশাপাশি নিহত হয়েছে মাসুদের শ্যলাক ইউসুফ আজহার সইফ। সব মিলিয়ে মঙ্গলবার ভোর রাতের হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে যে দাবি করা হচ্ছিল তা সত্যি বলেই প্রমাণ হচ্ছে।

আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

এদিকে রবিবারই খবর ছড়িয়ে পরে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

এই খবর ছড়িয়ে পরার পরেই জইশ ই মহম্মদ জঙ্গি প্রধানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, দলের সৃষ্টিকর্তা মাসুদ আজহার বেঁচে আছেন। এই খবর জানানোর সঙ্গে সঙ্গেই রবিবার সন্ধ্যায় নিজেদের জঙ্গি ক্যাডারদের নোটিশ জারি করে সতর্ক করল জইশ ই মহম্মদ জঙ্গি কর্তারা। যে কোন সময় পাকিস্তান ছেড়ে পালাতে হতে পারে, জানান হয়েছে সতর্ক বার্তায়।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের
আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব https://thenewsbangla.com/baba-ramdev-says-better-to-fight-war-against-pakistan-than-terrorist-daily/ Wed, 20 Feb 2019 15:05:39 +0000 https://www.thenewsbangla.com/?p=7058 রোজ রোজ মার না খেয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে চান রামদেব। চোরাগোপ্তা নয়, চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক মুখোমুখি লড়াই চান বাবা রামদেব। বিখ্যাত এই যোগগুরু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সামনা সামনি লড়াই একমাত্র রাস্তা যেটা পরে আছে। শুধু তাই নয়, পাকিস্তান যেমন ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদত দিচ্ছে, ভারতেরও উচিত পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়ছে তাদের মদত দেওয়া, বলেছেন রামদেব।

আরও পড়ুনঃ পুলওয়ামা হামলার জেরে পাক বন্দিকে পিটিয়ে মারল ভারতীয়রা

রোজ মার না খেয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিখ্যাত যোগা গুরু বাবা রামদেব। কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছেন। আর শান্তি ছেড়ে যুদ্ধের কথা বলে গোটা পৃথিবী জুড়ে শোরগোল ফেলে দিয়েছেন বাবা রামদেব।

আরও পড়ুনঃ ইমরানের সুরেই পাকিস্তানের পক্ষে মুখ খুললেন কাশ্মীরের এই নেত্রী

বাবা রামদেব বলেন, “পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে ভারতের সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। পাকিস্তান ও সন্ত্রাসবাদীদের মুখের ওপর জবাব দিতে হবে। সবার আগে পাকিস্তানকে তিন টুকরো করে দিতে হবে”।

আরও পড়ুনঃ ভারতের সব মন্দির গুঁড়িয়ে দেবার হুমকি পাকিস্তানের মন্ত্রীর

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ৪৯জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। মাসুদ আজাহার পাকিস্তানে বসেই ভারতের বিরুদ্ধে এই জঙ্গি সংগঠনটি চালায়।

আরও পড়ুনঃ ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

রামদেব বলেছেন, “পাকিস্তানের জঘন্য কার্যকলাপে ভারতের প্রায় ৫০ হাজার সেনা ও সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে। এখন আমাদের পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। রোজ রোজ মার খাওয়ার চেয়ে বরং যুদ্ধে মুখোমুখি লড়াই করা দরকার এবং পাকিস্তানকে এমন শিক্ষা দিতে হবে যাতে তারা আগামী ৫০ বছর উঠে দাঁড়াতে না পারে”।

আরও পড়ুনঃ পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত রিলায়েন্সের মুকেশ আম্বানির

পতঞ্জলির একটি বিপণির উদ্বোধনের পর সাংবাদিকদের অবাক করে রামদেব বলেন, “বালুচিস্তানে যারা স্বাধীনতার জন্য লড়াই করছে, তাদের আর্থিক ও রাজনৈতিকভাবে সাহায্য করা উচিত ভারতের। তাদেরকে অস্ত্র দিয়েও সাহায্য করাও উচিত ভারতের। বালুচিস্তানকে স্বাধীন করতে সব ধরনের সহায়তা করা উচিত। তবেই শিক্ষা দেওয়া যাবে পাকিস্তানকে”।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

তিনি আরও বলেন, “পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের সঙ্গে যুক্ত করতে হবে। পাক অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিতে হবে”। তিনি আরও বলেন, “পাকিস্তান যাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, সে জন্য দেশটির বিদ্রোহীদের সমর্থন দেওয়া উচিত ভারতের। পাকিস্তান তাদের জঘন্য কার্যকলাপ বন্ধ না করা পর্যন্ত এটা করতে হবে ভারতকে”। একজন যোগীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যান সাংবাদিকরা। শুধু ভারত নয়, বাবা রামদেবের কথায় শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে।

আরও পড়ুনঃ সবাইকে টেক্কা দিয়ে এবারের মাধ্যমিকে সেরা খোকা ৪২০

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীয় সেনার বদলা, খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই পাক জঙ্গি https://thenewsbangla.com/pulwama-terror-attack-indian-army-killed-2-jaish-e-mohammed-terrorist/ Mon, 18 Feb 2019 05:40:42 +0000 https://www.thenewsbangla.com/?p=6965 বদলা নিল ভারতীয় সেনা। খতম পুলওয়ামা কাণ্ডে জড়িত দুই জঙ্গি, কামরান ও রশিদ গাজি। বড়সড় সাফল্য ভারতীয় সেনার। দুই জঙ্গিই পুলওয়ামা কাণ্ডে জড়িত ছিল। দুজনেই ‘জইশ ই মহম্মদ’ প্রধান মাসুদ আজাহারের খুব ঘনিষ্ঠ। ভারতীয় সেনার চরম বদলা, পাল্টা দেওয়া শুরু করল ভারতের সেনা। দুই জইশ জঙ্গিকে গুলিকে মেরেছে সেনা। ১০ ঘণ্টার গুলির লড়াইয়ের পর দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই

গতকাল রাতেই কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা হয়। পুলওয়ামার কাছেই টহলদারি ভারতীয় সেনার উপর গতকাল রাতে অতর্কিতে গুলি চালায় পাক জঙ্গিরা। গুলি লেগে ভারতীয় সেনার এক মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুই জঙ্গিকে মারার পাশাপাশি আরও চার জঙ্গির খোঁজে চলছে সার্চ অপারেশন। রাতেই একটি বাড়ি ঘিরে ফেলে সেনা। সারারাত চলেছে গুলির লড়াই। এরপরেই দুই জঙ্গির গুলি লাগা দেহ পায় সেনা। আরও ৪ জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পুলওয়ামা কাণ্ডের ৪দিনের মধ্যেই আবার হামলা চালাল পাক জঙ্গিরা। এদিকে কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় সেনার ‘অপারেশন অল আউট’। এদিনের যৌথ অভিযানে আছে সেনা, আধাসেনা বা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ দল। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর এসেছে। খতম দুই পাক জঙ্গি। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে যৌথ বাহিনীর সার্চ অপারেশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জানা গেছে, পুলওয়ামার পিংলানে ২ থেকে ৩ জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনা সেখানে গেলে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। তাতেই এক তরুণ আর্মি মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ঘিরে ফেলে ভারতীয় সেনা। এলাকায় রাতভর চলে গুলির লড়াই। এই নিয়ে ৪ দিনে ৪৫ জন ভারতীয় সেনার মৃত্যু হল জঙ্গি হামলায়। এদিনের ঘটনায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পরে, এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

জানা গেছে, রাত ১টার পর পুলওয়ামায় লুকিয়ে থাকা ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ধরতে সার্চ অপারেশনে যায় ভারতীয় সেনা। সেখানেই জঙ্গিদের আচমকা হামলায় এক তরুণ আর্মি মেজর সহ ৪জন গুরুতর আহত হন। হাসপাতাল নিয়ে যাবার পথেই তাঁদের মৃত্যু হয়। রাতভর চলছে গুলির লড়াই। এখনও গুলির লড়াই চলছে। একটি বাড়িতে ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে আছে বলেই খবর পায় ভারতীয় সেনা। তারপরেই বাড়ি ঘিরে শুরু হয় গুলির লড়াই। সেখানেই পুলওয়ামা কাণ্ডের দুই পাণ্ডা কামরান ও রশিদ গাজিকে খতম করেছে সেনা।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পুলওয়ামা এলাকায় পিংলানে ওই বাড়ি থেকেই কামরান ও রশিদ গাজি নামে দুই পাক জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে ভারতীয় সেনা। পুলওয়ামার পিংলানে ২ জঙ্গিকে একটি বাড়ির মধ্যেই ঘিরে ফেলে ভারতীয় সেনা, এমনটাই জানা যাচ্ছে। আরও জঙ্গির খোঁজে চলছে অপারেশন অল আউট। তবে এত জওয়ানের মৃত্যু কি করে হচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি https://thenewsbangla.com/special-task-force-of-kolkata-police-arrested-jamaat-ul-mujahidin-terrorist/ Sat, 16 Feb 2019 10:50:37 +0000 https://www.thenewsbangla.com/?p=6884 কাশ্মীরে ভয়ঙ্কর পাক হামলার পর এবার কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাবুঘাট থেকে গ্রেফতার করেছে ওই বাংলাদেশি জামাত জঙ্গিকে। কি কারণে ওই জেএমবি জঙ্গি এই বাংলায় এসেছিল তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা। বর্ধমানে খাগরাগড় বোমা বিস্ফোরণ কাণ্ডেও এই জঙ্গি জড়িত ছিল বলেই পুলিশের রিপোর্ট।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়েই শনিবার ভোরেই বাবুঘাট অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ওই বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গিকে। আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের ওই জঙ্গি ২০১৮ সালে বৌদ্ধ গয়া বোমা বিস্ফোরণের মাস্টার মাইন্ড বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। বর্ধমানে খাগরাগড় বোমা তৈরি কাণ্ডেও এই জঙ্গি জড়িত ছিল বলেই পুলিশের রিপোর্ট।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

জানা গেছে, STF PS Case No. 1/2018 dated 02.02.2018 u/s 121/121A/123/125/120B IPC, 4/5 E.S Act and 18/20 U.A.P.A Act 1967 ধারায় এই জঙ্গির বিরুদ্ধে আদালতে মামলা করেছে স্পেশাল টাস্ক ফোর্স। এই আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের এই জঙ্গির বাড়ি বাংলাদেশের বারপেটা থানার চেংলিমারি পোস্ট অফিসের পানপাড়া গ্রামে। এর বাবার নাম আলিমুদ্দিন ইসলাম।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

ভোরবেলায় বাবুঘাটের কাছে এই জামাত উল মুজাহিদিন জঙ্গি কি করছিল সেটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই জঙ্গি ভারতের আসাম থেকে পড়াশোনা করেছে। পরে এক ট্রাক ড্রাইভারের হেল্পার হিসাবেও কাজ করেছে। বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে কৌসর ও আব্দুল মাজিদের সংস্পর্শে এসে সে জঙ্গি দলে নাম লেখায়।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

জামাত উল মুজাহিদিন জঙ্গি কৌসর, কালু, আদিল, হাসান, উমর, পয়গম্বর, কাদের গাজি, কৌসর এইসব জঙ্গিদের কাছে সে ট্রেনিং নেয় বলেই জানা গেছে। ২০১৮র জানুয়ারীতে এরা সবাই মিলে বৌদ্ধ গয়া যায় ও সেখানে স্থানীয় জঙ্গিদের সঙ্গে মিলে প্রথমে রেইকি করে ও তারপর বোমা বিস্ফোরণ ঘটায়। বৌদ্ধ গয়ায় বোমা বিস্ফোরণ ঘটানোর পর আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের ওই জঙ্গি ব্যাঙ্গালোর গিয়ে একটি ডাকাত দলে নাম লেখায়। নিজেকে লুকিয়ে রাখতেই সে এই পদ্ধতি নেয় বলেই মনে করছে গোয়েন্দারা।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বৌদ্ধ গয়ার মতই কলকাতায় রেইকি করতে এসেছিল এই জঙ্গি, মনে করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। বৌদ্ধ গয়া বোমা বিস্ফোরণ এর আর এক পাণ্ডা কৌসরকে জেল থেকে আদালতে যাওয়ার সময় কি করে ছাড়িয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা করেই কলকাতা এসেছিল সে। এমনটাই মনে করছে গোয়েন্দারা। এই জঙ্গির কাছ থেকে বেশ কিছু ম্যাপ ও কাগজপত্র উদ্ধার করেছে পুলিস। শনিবারই তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভয়ঙ্কর রিপোর্ট পাক জঙ্গি হাফিজ সাইদের টাকায় ভারতে তৈরি হয়েছে মসজিদ https://thenewsbangla.com/in-a-horrendous-report-with-the-money-of-pakistani-terrorist-hafeez-saeed-a-mosque-has-been-built-in-india/ Mon, 15 Oct 2018 09:48:49 +0000 https://www.thenewsbangla.com/?p=1209 নিজস্ব সংবাদদাতা: পাক জঙ্গি গোষ্ঠীর টাকায় ভারতে তৈরি হয়েছে মসজিদ। ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সাইদের লস্কর-ই-তৈবা র টাকায় হরিয়ানার পালওয়াল জেলায় একটি বড় মসজিদ তৈরি হয়েছে বলে রিপোর্ট দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। রিপোর্ট হাতে আসার পরই নড়ে চড়ে বসেছে ভারতীয় গোয়েন্দারা।

হরিয়ানার পালওয়াল জেলার উত্তাওয়ার গ্রামে খুলাফা-ই-রাশিদিন মসজিদটি সম্পূর্ণ তৈরি হয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সাইদের লস্কর-ই-তৈবার টাকায়। NIA এর রিপোর্ট জমা পরেছে কেন্দ্রের কাছে।

সেপ্টেম্বরের ২৬ তারিখে, দিল্লিতে জঙ্গি যোগসাজশ ও জঙ্গিদের টাকাপয়সা দেওয়ার তদন্তে ধরা পড়ে ৩ জন। জেরা করে জানা যায়, এদের মধ্যে একজনের নাম মহম্মদ সলমান। যে হরিয়ানার পালওয়াল জেলার উত্তাওয়ার গ্রামে খুলাফা-ই-রাশিদিন মসজিদের ইমাম। এরপরই অক্টোবরের ৩ তারিখে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর গোয়েন্দারা ওই মসজিদে তদন্ত করতে যায়।

বেশ কিছু কাগজপত্র ও ডকুমেন্টস, সিডি উদ্ধার করে NIA গোয়েন্দারা। তদন্তে প্রমান হয়েছে এই মসজিদটি সম্পূর্ণ তৈরি হয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সাইদের লস্কর-ই-তৈবার টাকায়। যে এখন পাকিস্তানে জামাই আদরেই আছে বলে ভারতের বরাবরের অভিযোগ।

উত্তাওয়ার এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মসজিদটি তৈরি করার সময় জমি নিয়ে ঝামেলা হয়েছিল। তবে, ইমাম যে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তা তারা বুঝতেই পারেন নি। ইতিমধ্যেই NIA এই মসজিদের ব্যাংক আক্যাউন্ট, ও কারা কারা ডোনেশন দিয়েছে তা খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মসজিদের কর্মীদের।

মহম্মদ সলমান, মহম্মদ সালিম ও সাজ্জাদ আব্দুল ওয়ানি নামে ৩ জনকেই, পাক জঙ্গি গোষ্ঠী থেকে টাকা নিয়ে তা ভারতে জঙ্গি কার্যকলাপে মদত দেবার কাজে ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে লাহোরে অবস্থিত ফালাহ-ই-ইনসানিয়ত ফাউন্ডেশন বা FIF নামে একটি NGO থেকে টাকা নেবার প্রমান পায় গোয়েন্দারা। এই NGO টি জঙ্গি হাফিজ সাইদের লস্কর-ই-তৈবার আরেকটি সংগঠন জামাত-উড-দাওয়ার।

লস্কর-ই-তৈবার এই টাকা ভারতে পাক জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হত। মহম্মদ সালমান এই টাকা দিয়েই মসজিদটি গড়ে তোলে ও নিজে ইমাম হয়ে বসে। এই মসজিদ জঙ্গিদের আশ্রয় দেওয়া ও লুকোনোর জায়গা হিসাবে ব্যবহার করত ইমাম সলমান, জানিয়েছে গোয়েন্দারা। মসজিদ গড়তে লস্কর-ই-তৈবার কাছ থেকে ৭০ লাখ টাকা নেয় সলমান।

যদিও মসজিদের বর্তমান ইমাম মহম্মদ জামশেদ এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে আগের ইমাম সলমানের কাছে এত টাকা কি করে এল তা নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের টাকা দিয়েই মসজিদ তৈরি হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

তবে, মহম্মদ সলমানকে জেরা করে এই সংক্রান্ত বিষয়ে আরও অনেক তথ্য জানা গেছে বলেই জানিয়েছে NIA। তবে, তদন্তের স্বার্থে সেগুলি প্রকাশ্যে আনা হয় নি। তবে যেভাবে সলমানের সঙ্গে সব সম্পর্ক শেষ করতে চাইছে বর্তমান মসজিদ কর্তৃপক্ষ তাতে গ্রামবাসীদের মনেও এবার সন্দেহের উদ্রেক হয়েছে।

]]>