Terrorist Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 30 Apr 2019 04:50:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Terrorist Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জঙ্গি হামলা থেকে শিক্ষা নিয়ে অবশেষে বোরখা নিষিদ্ধ করল শ্রীলঙ্কা https://thenewsbangla.com/sri-lanka-finally-bans-burkha-all-facial-coverings-after-terrorist-attack/ Tue, 30 Apr 2019 04:46:51 +0000 https://www.thenewsbangla.com/?p=11992 শ্রীলঙ্কায় অবশেষে নিষিদ্ধ করা হল হিজাব, নিকাব এবং বোরখা। মুখমন্ডলের আচ্ছাদন ঢাকা থাকে, এই ধরনের সমস্ত প্রকার পোষাকের ওপর নিষেধাজ্ঞা করা হয়েছে, সুরক্ষার স্বার্থে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই ব্যবস্থার কথাই জানানো হয়েছে।

কিন্তু কেন নিষিদ্ধ বোরখা? কিছুদিন আগেই সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় প্রায় ৩৭৫ জনের। ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন হামলার সাথে জড়িতদের ছবি প্রকাশ করে এই হামলার দায় স্বীকার করেছে। এরপরেই ইসলামী জঙ্গিবাদ থেকে সতর্ক হতে বোরখা নিষিদ্ধ করার পথে হাঁটে শ্রীলঙ্কা।

প্রাথমিক উদ্যোগে বোরখা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে, কারন অনেক সময়েই ঢাকা বোরখার আড়ালে জঙ্গিরা নিজেদের লুকিয়ে রাখে। উল্লেখ্য, শ্রীলঙ্কার রবিবারের জঙ্গি হামলায় কয়েকজন মহিলাকেও চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় সন্ত্রাসবাদী হামলা চালান জঙ্গিদের প্রভাবিত করেছেন জাকির নায়েক

বোরখার আড়ালে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, তাই এই পোষাক নিষিদ্ধ করার কথা ভাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপলা সিরিসেনার সঙ্গে সোমবার মন্ত্রীসভার সদস্যদের সাথে বৈঠকে বোরখা নিষিদ্ধ করার ক্ষেত্রে সমর্থন মেলে এবং অবশেষে নিষিদ্ধ হয়।

গত সপ্তাহেই শ্রীলঙ্কায় কয়েকটি গির্জায় ইস্টার সানডের প্রার্থনা সভায় অংশ নেয় সেদেশের সংখ্যালঘু খ্রিস্টানরা। ৩ টি গির্জায় এবং ৫ টি হোটেলে ধারাবাহিক বিষ্ফোরনে মৃত্যু হয় ৩৬ জন বিদেশী এবং ৫ জন ভারতীয় সহ মোট প্রায় ৩৭৫ জনের।

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার বদলা নিতেই পাল্টা খ্রিষ্টানদের ওপর হামলা চালানো হয়েছে বলে ভিডিওবার্তায় দাবি করেছে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠন।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তো বটেই, দক্ষিন এশিয়ার সাম্প্রতিক ইতিহাসে এতো বড় জঙ্গি হামলার নজির নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সন্ত্রাসবাদ রুখতে এর আগেও এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বহু দেশে সন্ত্রাসবাদ রুখতে বোরখা নিষিদ্ধ করা হয়েছে।

এর মধ্যে চাদ, ক্যামেরুন, গ্যাবন, মরক্কো, অস্ট্রিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম ও চীনের জিনজিয়াং প্রদেশ উল্লেখযোগ্য। এবার সন্ত্রাসবাদ রুখতে একই পথে হাঁটল শ্রীলঙ্কা। ভারতে কবে? প্রশ্ন উঠেছে আমজনতার মধ্যে।

]]>
হাসপাতালে জঙ্গি হামলা, জম্মু কাশ্মীরে আরএসএস নেতাকে গুলি করল জঙ্গিরা https://thenewsbangla.com/rss-leader-wounded-in-terrorist-attack-at-kishtwar-district-hospital-of-jk/ Tue, 09 Apr 2019 08:20:21 +0000 https://www.thenewsbangla.com/?p=10349 ফের জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে। হামলা এবার হাসপাতালে। এবার জম্মু কাশ্মীরে আরএসএস নেতাকে লক্ষ্য করে গুলি করল জঙ্গিরা। ওই আরএসএস নেতা অল্পের জন্য বেঁচে গেলেও এই জঙ্গি হামলায় এক নিরাপত্তা কর্মী মারা গেছেন। কাশ্মীরের কিশ্তওয়ার জেলা হাসপাতালে হামলা চালায় জঙ্গিরা। ওই নেতা ও মেডিক্যাল অফিসারের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ভোটের আগে আয়কর হানায় কোটি কোটি টাকা লেনদেনে অভিযুক্ত কংগ্রেস

চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতা ওই জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার বলেই জানা গেছে। এক নিরাপত্তা কর্মী সুলিন্দার কুমার এই জঙ্গি হামলায় ঘটনাস্থলেই মারা গেছেন বলেই জানা গেছে। চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতা ও ওই জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

ঘটনাস্থলে গেছে বিশাল সেনা ও পুলিশ বাহিনী। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। দুই জঙ্গি এই হামলা চালায় বলে জানা গেছে। জঙ্গিরা ওই নিরাপত্তা কর্মীর অস্ত্র নিয়ে যায় বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ মিগ ২১-র হামলায় পাক যুদ্ধবিমান এফ ১৬ ভেঙে পড়ার ব়্যাডার ইমেজ প্রকাশ বায়ুসেনার

কেন চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতার উপর জঙ্গি হামলা হল সেটাই খতিয়ে দেখছে সেনা গোয়েন্দারা। নিরাপত্তা কর্মী সুলিন্দার কুমার, চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতার রক্ষী হিসাবেই ছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতা মেডিক্যাল অফিসার হিসাবেই ওই হাসপাতালে যান স্বাস্থ্য দফতরের নির্দেশেই।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

চন্দ্রকান্ত শর্মা নামে ওই আরএসএস নেতা ও মেডিক্যাল অফিসারের গুলি লেগেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলেই জানিয়েছেন ডাক্তাররা। তাঁর চিকিৎসা চলছে। দুই জঙ্গির খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে ভোটকর্মীদের কিছু হলে সম্পূর্ণ দায়ি থাকবেন সেই জেলার জেলাশাসক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক https://thenewsbangla.com/terrorist-attack-to-indian-port-from-sea-route-like-26-11-mumbai-attacked/ Tue, 05 Mar 2019 06:46:23 +0000 https://www.thenewsbangla.com/?p=7504 আরও বেশ কিছু আজমল কাসভ এর মত জঙ্গি ভারতে পাঠিয়ে হাজার হাজার সাধারন মানুষকে মেরে ভারতকে শিক্ষা দিতে চায় পাক জঙ্গিরা। ২৬/১১ এর মত ফের জঙ্গি হামলার ছক কষছে জেহাদি জঙ্গি গোষ্ঠীগুলি। না, কোন সূত্রের খবর নয়। অকাট্য প্রমাণ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। আর এই কথা জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ ঘরে ঢুকে মারব জঙ্গিদের, প্রকাশ্যে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার ‘বালাকোটের অপমানের’ বদলা নিতে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে পাক জঙ্গিরা। প্রমাণ এসেছে ভারতীয় সিক্রেট সার্ভিসের কাছে, জানিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান

মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা
মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক/The News বাংলা

২৬/১১-এর মুম্বইয়ে ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। এদের পোশাকি নাম ‘সমুন্দর জেহাদি’ বা সমুদ্র জেহাদি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের কাছে পাওয়া বিভিন্ন সূত্রে দেখা গিয়েছে, পাকিস্তানের মদতে তৈরি বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের ‘সমুদ্র জেহাদ’ নামে দল তৈরি করেছে।

আরও পড়ুনঃ ভারত পাকিস্থান ও চীন এর হাতে সেনা ও অস্ত্র কত

এরা বিভিন্ন সমুদ্র পথ দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। এর সবটাই হচ্ছে পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এমনটাই জানা যাচ্ছে নৌসেনা সূত্রে। উল্লেখ করা যেতে পারে, কয়েক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল যে ভারতীয় নৌসেনাকে নিশানা করতে পারে জঙ্গিরা। বালাকোটে ভারতের বিমান হানার পর সেই সম্ভাবনা আরও জোরদার হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বার।

আরও পড়ুনঃ মমতার পর সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন মেহেবুবা

ভারতে লোকসভা ভোটের মধ্যে বা তার আগেই ২৬/১১-র মুম্বাইয়ের মত ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের ভারত কাঁপাতে প্রস্তুতি নিচ্ছে পাক-মদতপুষ্ট উগ্রবাদী ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’। ২৬/১১-এর মুম্বইয়ের মতই ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলার কায়দায় ফের সমুদ্রপথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষেছে পাকিস্তানের মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী গোষ্ঠী। জইশ ই মহম্মদ ও লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠী এই চক্রান্তের পিছনে আছে বলেই পরিষ্কার জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ ভারত সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আধুনিক নজরদারি

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, বালাকোট হামলার বদলা নিতেই পাকিস্তানের মদপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠন যৌথভাবে ‘সমুন্দর জেহাদি’ বা ‘সমুদ্র জেহাদি গোষ্ঠী’ নামে দল তৈরি করেছে। এরা সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে ভারতের মূল ভুখণ্ডে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে। তবে কোন শহর জঙ্গিদের টার্গেট সেটা এখনও পরিষ্কার জানা যায়নি বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু

পাকিস্তানের ‘ডার্ক স্টেট’-এর নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য ২০০৮ সালে ভারতের ব্যস্ততম নগরী মুম্বাইয়ের বুকে এক জঙ্গি হামলায় পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ১৭৮ জনের মর্মান্তিক মৃত্য হয়। ঠিক সেই ভাবেই যত বেশি সংখ্যক মানুষ মারতে চায় জঙ্গিরা। দেশের সব সমুদ্র বন্দরকে সতর্ক করা হয়েছে গোয়েন্দাদের তরফ থেকে।

আরও পড়ুনঃ পাকিস্তানের কোপে এবার প্রিয়াঙ্কা চোপড়া
আরও পড়ুনঃ Exclusive পাকিস্তান থেকে পালানোর জন্য তৈরি থাকুন জঙ্গিদের জানাল জইশ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই https://thenewsbangla.com/terrorist-attack-again-on-the-indian-army-in-kashmir-heavy-firing-is-going-on/ Mon, 18 Feb 2019 02:57:07 +0000 https://www.thenewsbangla.com/?p=6948 কাশ্মীরে ভারতীয় সেনার উপর আবার জঙ্গি হামলা, চলছে গুলির লড়াই। পুলওয়ামার কাছেই টহলদারি ভারতীয় সেনার উপর অতর্কিতে গুলি চালায় পাক জঙ্গিরা। গুলি লেগে ভারতীয় সেনার এক মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। এখনও চলছে গুলির লড়াই। এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই

পুলওয়ামা কাণ্ডের ৪দিনের মধ্যেই আবার হামলা চালাল পাক জঙ্গিরা। এদিকে কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় সেনার ‘অপারেশন অল আউট’। এদিনের যৌথ অভিযানে আছে সেনা, আধাসেনা বা সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ দল। এখনও পর্যন্ত ৫জনের মৃত্যুর খবর এসেছে। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলছে যৌথ বাহিনীর সার্চ অপারেশন।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জানা গেছে, পুলওয়ামার পিংলানে ২ জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে ভারতীয় সেনা সেখানে গেলে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। তাতেই এক তরুণ আর্মি মেজর সহ চার জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গেছে। ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। এমনটাই জানা যাচ্ছে। এলাকায় চলছে গুলির লড়াই। এই নিয়ে ৪ দিনে ৪৫ জন ভারতীয় সেনার মৃত্যু হল জঙ্গি হামলায়। এদিনের ঘটনায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পরে, এক সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

জানা গেছে, রাত ১টার পর পুলওয়ামায় লুকিয়ে থাকা ২ থেকে ৩ জন জইশ ই মহম্মদ জঙ্গিকে ধরতে সার্চ অপারেশনে যায় ভারতীয় সেনা। সেখানেই জঙ্গিদের আচমকা হামলায় এক তরুণ আর্মি মেজর সহ ৪জন গুরুতর আহত হন। হাসপাতাল নিয়ে যাবার পথেই তাঁদের মৃত্যু হয়। রাতভর চলছে গুলির লড়াই। এখনও গুলির লড়াই চলছে। ২ থেকে ৩ জন জঙ্গি লুকিয়ে আছে বলেই জানা যাচ্ছে, ভারতীয় সেনা সূত্রে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

পুলওয়ামা এলাকায় একটি গ্রামেই ২ থেকে ৩ জন পাক জইশ ই মহম্মদ জঙ্গি লুকিয়ে আছে বলে জানা গেছে, ভারতীয় সেনা সূত্রে। তাদের সঙ্গেই চলছে গুলির লড়াই। পুলওয়ামার পিংলানে ২ জঙ্গিকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা, এমনটাই জানা যাচ্ছে। চলছে অপারেশন অল আউট। তবে এত জওয়ানের মৃত্যু কি করে হচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
অভিজাত হোটেলে আল শাহবাব জঙ্গি হামলা, বহু মানুষের হতাহতের আশঙ্কা https://thenewsbangla.com/militant-attack-in-a-elite-hotel-gunfire-and-explosions-feared-death-of-many/ Tue, 15 Jan 2019 16:37:09 +0000 https://www.thenewsbangla.com/?p=5667 কেনিয়ার নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেলে ভয়ঙ্কর হামলা চালিয়েছে সন্ত্রাসবাদীরা। মঙ্গলবার সন্ধ্যায় কেনিয়ার রাজধানী নাইরোবির একটি অভিজাত হোটেলে ঢুকে পড়ে কয়েকজন বন্দুকধারী। এরপর থেকে শোনা যাচ্ছে বোমা ও এলোপাথাড়ি গুলির শব্দ। হোটেলের পার্কিং লটে বোমার আঘাতে বেশ কিছু গাড়ি দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে।

হোটেলের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণের আওয়াজও আসছে। জ্বলছে আগুন। মনে করা হচ্ছে, ভেতরে ঢুকেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে কোন জঙ্গি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, হোটেলের ভেতরে ও বাইরে গোলাগুলি চলছে। হতাহতের ব্যাপারে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

চাঁদ ও মঙ্গল গ্রহে যাওয়ার উপযুক্ত স্পেসএক্স স্টারশিপ এর ছবি প্রকাশ

নতুন বছরের শুরুতেই খারাপ খবর, বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাই

সোমালিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আল-শাহবাব এই হামলার দায় স্বীকার করেছে। এর আগেই এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করেন, কেনিয়ার সন্ত্রাস তদন্ত বিভাগের প্রধান জর্জ কিনোতি।

হোটেল ঘিরে কেনিয়া সরকারের নিরাপত্তারক্ষীরা পালটা অভিযান শুরু করেছে। সংবাদসংস্থা এপির সংবাদদাতা জানান, ওই হোটেলে থাকা অনেক ব্যক্তি ভেতরে জঙ্গিদের হাতে পণবন্দি হয়ে আছেন। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে দূর থেকেই। শোনা যাচ্ছে গুলির লড়াই। বেসরকারি সূত্রে জানা যাচ্ছে যে, এখন পর্যন্ত ৩জন সাধারণ মানুষ ও একজন জঙ্গি মারা গেছেন। তবে এই সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অভিজাত হোটেলটিতে বিভিন্ন দেশের নাগরিকরাও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চারজন সশস্ত্র ব্যক্তিকে হোটেলে ঢুকতে দেখেছেন। প্রবেশের আগে পার্কিংয়ে থাকা বেশ কিছু গাড়িও বোমা মেরে জ্বালিয়ে দেয় তারা।

আরও পড়ুনঃ

গুগলের ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ওয়াচ

ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

তিন বছর আগে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ওয়েস্টগেট নামে একটি শপিং মলে হামলার করেছিল সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল-শাহবাব। হামলায় কানাডার এক কূটনীতিবিদসহ অন্তত ৭১জন নিহত এবং ২০০ জন আহত হন। ইসরায়েলের আংশিক মালিকানাধীন ওয়েস্টগেট নামের ওই শপিং মলে বন্দুকধারীরা অনেক মানুষকে পণবন্দি হিসেবে আটক করে রেখেছিল। পরে গুলি চালিয়ে তাদের অনেককেই হত্যা করা হয়। হতাহতদের মধ্যে ফ্রান্স, ব্রিটেন, কানাডা ও আমেরিকার নাগরিক ছিলেন।

আগেও, সোমালিয়ার অবস্থিত কেনিয়ার একটি সেনা ছাওনিতে হামলা চালিয়ে ১০০র উপর সেনাকে মেরে ফেলে এই আল-শাহবাব জঙ্গিসংগঠনটি। ২০১৫ তে গ্যারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে ১৫০ জনকে মেরে ফেলে এই জঙ্গি গোষ্ঠী আল-শাহবাব। কেনিয়ার আমেরিকান এম্ব্যাসিতে জঙ্গি গোষ্ঠী আল-শাহবাব এর হামলায় প্রায় ২০০ জন মারা যায়। সেইসব ঘটনার পুনারাবৃত্তি হতে চলেছে মঙ্গলবারের হামলার ঘটনায়, বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

নিরপাত্তা বাহিনী এখনো হামলা ঠেকানো ও নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত রয়েছে। হোটেলের ভিতর থেকে মুহুর্মুহু বোমা গুলির আওয়াজ আসছে। পণবন্দি হিসেবে যাদের আটক রাখা হয়েছে তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে নিরাপত্তা সূত্র থেকে জানানো হয়েছে।

সোমালিয়ায় কেনিয়ার সেনা উপস্থিতির প্রতিবাদেই এইসব হামলা চালানো হয় বলে আগেই বারবার জানিয়েছে আল-শাহবাব জঙ্গিসংগঠনটি। হামলাকারীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১১ সাল থেকেই কেনিয়া তাদের দেশে আল শাহবাব গেরিলা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। স্থানীয়রা জানিয়েছে, হামলাকারীরা গ্রেনেড ছুড়তে থাকে এবং নির্বিচারে গুলি চালাতে থাকে।

অভিজাত হোটেলটির মধ্যে এখনও ঢুকতে পারেনি কেনিয়ান সেনা কম্যান্ডোরা। হোটেলের মধ্যে অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আল শাহবাব গেরিলা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে কেনিয়া সেনা কমান্ডোদের গুলির লড়াই চলছে।

আরও পড়ুনঃ

পশ্চিম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বলে স্বীকৃতি অস্ট্রেলিয়ার

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ

‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

নিজের দেশেই হামলা চালাতে ইরাককে অনুমতি দিলেন প্রেসিডেন্ট আসাদ

অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
Breaking News: কাশ্মীরে ফের জঙ্গী হানা, গুলির লড়াই https://thenewsbangla.com/again-terrorists-attack-at-kashmir-heavy-firing-with-security-guards/ Thu, 25 Oct 2018 17:45:35 +0000 https://www.thenewsbangla.com/?p=1506 কাশ্মীর: কাশ্মীরের ত্রাল সেক্টরে লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গী হানা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই আক্রমণ হয়। লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে জঙ্গী হানার ঠিক আগেই ৪ জন জঙ্গীর সঙ্গে অনান্তনাগে গুলির লড়াই হয় নিরাপত্তারক্ষীরা।

Google Image

জানা গেছে, রাত ৯ টা নাগাদ ২ জন জঙ্গী হানা দেয় লুরগ্রামে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে। জঙ্গীদের গুলিতে মারা যান একজন সেপাই। আহত হন আরও একজন সেপাই। এনগমসিয়ামলিনা নামে ওই সেপাই ক্যাম্পের গার্ড ছিলেন। জঙ্গীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

জঙ্গীদের এলোপাথাড়ি গুলি মাথায় লাগে ওই সেপাইয়ের। এছাড়াও ক্যাম্পের আর এক গার্ড থাকে ধোনিটির গায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরেই জঙ্গীদের সঙ্গে ৪২ রাস্ট্রীয় রাইফেলস ক্যাম্পে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

]]>