Terrorism in Syria – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 15 Dec 2018 08:19:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Terrorism in Syria – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ https://thenewsbangla.com/syrians-leaving-home-to-refugee-camps-for-avoiding-fights-and-terrorism/ Sat, 15 Dec 2018 08:12:47 +0000 https://www.thenewsbangla.com/?p=4242 The News বাংলাঃ ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে সিরিয়ার মানুষ। সিরিয়ার পূর্বাঞ্চল ছেড়ে হাজার হাজার মানুষ পালাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। গোলাগুলি ও বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে হাজার হাজার মানুষ।

আরও পড়ুনঃ বিক্ষোভে ক্ষতির আশঙ্কায় বন্ধ আইফেল টাওয়ার

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট বা আই এস এর সর্বশেষ দখলকৃত এলাকায় তুমুল লড়াই চলছে। সেখানকার অধিবাসীরা প্রচণ্ড গোলাগুলি ও বোমাবর্ষণের মাঝে খাদ্যাভাব, ঠাণ্ডা ও বৃষ্টিপাতে কাবু হয়ে পড়েছে। তারপরে বেড়েছে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচার।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

আইএস দখলকৃত সেই এলাকা থেকে সম্প্রতি প্রায় কয়েক হাজার অসামরিক লোক পালিয়ে আসতে সক্ষম হয়েছে। দামাস্কাসে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র মারওয়া আওয়াদ বলেন, ‘চলতি মাসের জুলাই থেকে লড়াইয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় হাজিন ও আশপাশের এলাকাগুলো থেকে অন্তত ১৬ হাজার লোক তাদের বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আরও পড়ুনঃ জেল হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

পালিয়ে আসা নারী পুরুষদের জন্য আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁবুর ভেতরে ঠাণ্ডার প্রকোপ থাকলেও অন্তত তারা বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছে।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

গত সপ্তাহে দিয়ের এজোরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএল ও আই এস এর মধ্যে লড়াই শুরু হওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে আসে। তারা শীতকালের প্রচণ্ড ঠাণ্ডা ও বৃষ্টিপাত উপেক্ষা করে একটানা কয়েকদিন পায়ে হেঁটে সেখানে পৌঁছায়।

আরও পড়ুনঃ ‘পেলেই ছিঁড়ে খাবে’, কঠিন লড়াই করে বেঁচে ইরাকের নারীরা

সেখানে আশ্রয় নিয়েছে সদ্য মা হওয়া এক নারী কামেলা। তার স্বামী বলেন, ‘ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমরা আমাদের বাড়িঘর ত্যাগ করেছি। সেখানে খাবার মতো কিছুই পাওয়া যাচ্ছিল না। সব ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা লুঠ করে নিচ্ছে’।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় এসডিএফ জিহাদের সর্বশেষ ওই ঘাঁটি পুনরুদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে। পাল্টা জোর লড়াই করছে ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরাও।

ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google
ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীদের অত্যাচারে দেশ ছাড়ছে মানুষ/Image Source: Google

হাজিন ও এর আশপাশের এলাকাগুলোতে জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো আইএস এর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। এতে বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানি ঘটছে, বলে জানিয়েছে ব্রিটেনের মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এই বিমান হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫০০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ১২০ শিশু রয়েছে।

আরও পড়ুনঃ মোদী সরকারের সাফল্য, বিজয় মালিয়াকে ভারতে ফেরতের নির্দেশ ব্রিটিশ আদালতের

স্থানীয় আশ্রয় শিবির কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বলেন, সম্প্রতি আল-হোল থেকে প্রায় এক হাজার সাতশ বেসামরিক লোক এখানে এসেছে। প্রতিদিনই আশ্রয় শিবিরগুলিতে শরণার্থীদের ভিড় বাড়ছে বলেই জানান তিনি। তবে, ইসলামিক স্টেট সন্ত্রাসবাদীরা আর তাদের এই শেষ দুর্গ বাঁচিয়ে রাখতে পারবে না বলেই আশা করছে সিরিয়ার বাসিন্দারা।

]]>