Terror Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 01 May 2019 17:05:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Terror Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 জঙ্গিবাদে মদত দেওয়ায় শ্রীলঙ্কায় বন্ধ হতে চলেছে জাকিরের টিভির সম্প্রচার https://thenewsbangla.com/zakir-naiks-peace-tv-channel-blocked-in-sri-lanka-after-terror-attack/ Wed, 01 May 2019 16:57:20 +0000 https://www.thenewsbangla.com/?p=12146 ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে মুসলিম তরুণদের উদবুগ্ধ করার অভিযোগ বহুবারই এসেছে মুসলিম ধর্মগুরু জাকির নায়েকের বিরুদ্ধে। সম্প্রতি শ্রীলঙ্কায় জঙ্গিহানায় ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। আর জঙ্গিবাদকে মদত দেওয়ায় বন্ধ করা হল জাকির নায়েকের টিভি চ্যানেল।

শ্রীলঙ্কায় হামলার মাস্টারমাইন্ড জাহরিন হাসিমের সাথে ইসলাম ধর্ম প্রচারক জাকির নায়েকের ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে জল্পনা আরও বেড়েছে। এর আগেও অশান্তি ছড়ানোর অভিযোগে ভারতেও জাকিরের ‘পিস’ টিভির সম্প্রচার বন্ধ করা হয়। এবার একই পথ অনুসরণ করতে চলেছে শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ মোদী সরকারের বড় সাফল্য, মাসুদ আজাহার আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা

শ্রীলঙ্কার কয়েকটি কেবল অপারেটর ইতিমধ্যেই এই জেহাদি পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে৷ সরকারিভাবে দেশজুড়ে জেহাদি স্যোশাল নেটওয়ার্ক বন্ধ করার বিজ্ঞপ্তি জারি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

সোমবারই ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে কেরল থেকে গ্রেফতার করা হয় বছর সাতাশের এক ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম রিয়াস আবু বকর। দেশের মধ্যে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল তার। ধৃত আবু বকর ইসলামিক স্টেট সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত থাকার কথাও স্বীকার করে নিয়েছে।

আরও পড়ুনঃ মৃত ঘোষণার ৫ বছর পর ভিডিওতে এসে হুমকি দিলেন ইসলামিক স্টেট জঙ্গি প্রধান

শ্রীলঙ্কা বিস্ফোরনের অন্যতম মূল চক্রী জাহরিন হাসিমের সাথে রিয়াসের যোগাযোগ ছিল বলে তদন্তে জানা গিয়েছে। গোয়েন্দাদের জেরায় ধৃত ব্যক্তি নিজেকে জাকিরের একনিষ্ঠ ভক্ত ও সমর্থক হিসেবে জানিয়েছে। সুনির্দিষ্ট প্রমান পেয়েই এবার জাকিরের প্রচারিত সমস্ত নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিতে চলেছে শ্রীলঙ্কা।

এর আগে ২০১৬ সালে ভারতে জাকিরের পিস টিভির বিরুদ্ধে পদক্ষেপ নেয় ভারত সরকার। পিস টিভির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে জেহাদি পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।

আরও পড়ুনঃ শ্রীলঙ্কার পথে হেঁটে ভারতে বোরখা নিষিদ্ধ করার দাবি জানাল শিবসেনা

বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়েছে জাকিরের পিস টিভি। এবার বিদেশের আরও একটা দেশে নিষিদ্ধ করা হল জাকিরের পিস টিভি। সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করা হল পিস টিভি।

জঙ্গিবাদে মদত দেওয়ায় ২০১৬ সালেই ভারতে বন্ধ করে দেওয়া হয় জাকিরের পিস টিভির সম্প্রচার। এবার জঙ্গিদের মদতদাতা হিসাবেও উঠে এল জাকির নায়েকের নাম। এবার বিশ্ব জুড়েই পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়ার দাবি উঠল।

]]>
পুলওয়ামা কান্ডে পাক জঙ্গিদের ভার্চুয়াল সিমের রহস্যভেদে ভারত https://thenewsbangla.com/virtual-sims-used-in-pulwama-terror-attack-india-to-approach-us-for-help/ Mon, 25 Mar 2019 08:31:31 +0000 https://www.thenewsbangla.com/?p=9204 পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের ওপর আক্রমণের সময় জঙ্গিরা সীমান্তের ওপারের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ভার্চুয়াল সিম ব্যবহার করেছিল। এটা একদম নতুন পদ্ধতি। সূত্রের খবর, পুলওয়ামায় জঙ্গি আক্রমণের সময় জইশ-ই-মহম্মদের আত্মঘাতী বোমা হিসেবে যে জঙ্গি নিজেকে উড়িয়ে দিয়েছিল, সে পাকিস্তান এবং কাশ্মীরে থাকা হ্যান্ডলারদের সঙ্গে “ভার্চুয়াল সিম” ব্যবহার করে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছিল। সেই ভার্চুয়াল সিমের পরিষেবা প্রদানকারী সংস্থাটি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে ভারত সরকার মার্কিন সরকারকে অনুরোধ করতে চলেছে।

আরও পড়ুনঃ শেষ হল ভয়ঙ্কর আইএস জঙ্গি গোষ্ঠী, খতম জেহাদি সাম্রাজ্য

সূত্রটি জানাচ্ছে, পুলওয়ামায় জঙ্গি আক্রমণ স্থল এবং তার পরবর্তীকালে ত্রাল আবং অন্যান্য যে সকল স্থানে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সব স্থানে তদন্ত করে এবং তল্লাশি চালানোর সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে আত্মঘাতী জঙ্গি, আদিল দার, ভার্চুয়াল সিমের মাধ্যমে সারাক্ষণ সীমান্তের ওপারে জইশ-ই-মহম্মদের ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল।
এই ঘৃণ্য আক্রমণের মূলচক্রী মুদাসসির খান ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

গত ১৪ই ফেব্রুয়ারি দক্ষিন কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ান ভর্তি বাসে বিপুল বিস্ফোরকসহ গাড়ি নিয়ে আত্মঘাতী ওই হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। এরপর ভারতের বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জইশের জঙ্গি ঘাঁটিতে পালটা আক্রমণ চালিয়ে ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তানকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ আমেরিকার

‘ভার্চুয়াল সিম’ ব্যবহার করার এই যে একেবারেই নতুন পদ্ধতির মাধ্যমে দুপারের জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছিল, সেটি তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরিষেবা প্রদানকারী সংস্থা। এই প্রযুক্তিতে কম্পিউটার একটি টেলিফোন নম্বর তৈরি করে আর ব্যবহারকারী পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে তাদের স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেয়।

ওই টেলিফোন নম্বরটি হোয়াটস অ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ট্যুইটার এই ধরণের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির সঙ্গে যুক্ত থাকে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি থেকে ব্যবহারকারীর স্মার্টফোনে একটি ভেরিফিকেশন কোড যায় আর সেই কোড স্মার্টফোনের মাধ্যমে ভেরিফাই করলেই ব্যবহারকারী ভার্চুয়াল সিম ব্যবহার করতে পারে।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

আধিকারিকরা জানাচ্ছেন, পুলওয়ামার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করেই সারা সময় ধরে পাকিস্তানে বসে থাকা জইশ হ্যান্ডলার এবং এপারে মুদাসসির খানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল। আধিকারিকরা আরও জানাচ্ছেন, যে নম্বরগুলি ব্যবহৃত হয়েছিল সেগুলি শুরু হয়েছিল ‘+১’ দিয়ে, যা মোবাইল স্টেশন ইন্টারন্যাশানাল সাবস্ক্রাইবার ডিরেক্টরি নম্বর (এমএসআইএসডিএন) অনু্যায়ী মার্কিন যুক্তরাষ্ট্রেই ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী

যে ফোন নম্বর গুলি ‘ভার্চুয়াল সিম’-এর সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল সেগুলোর বিস্তারিত তথ্য জানানোর জন্য ভারতের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হবে। একই সঙ্গে কারা সেই ফোনগুলি ব্যবহার করেছিল, কোন আইপি অ্যাড্রেস থেকে করা হয়েছিল সেই সব বিষয় নিয়েও তথ্য দিতে অনুরোধ করা হবে।

আরও পড়ুনঃ আইএমএফ রিপোর্টে দ্রুততম অর্থনৈতিক বৃদ্ধির তালিকায় ভারত

দেশের নিরাপত্তা সংস্থাগুলি জানার চেষ্টা করছে ভার্চুয়াল সিমের জন্য কারা অর্থ দিয়েছিল, যদিও তারা নিশ্চিত যে এই কাজের জন্য ২৬/১১-র মত এবারও জঙ্গিরা ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেছিল। ২৬/১১-র জঙ্গিহানার তদন্তে উঠে এসেছিল ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে কলফোনিক্সের কাছে ২২৯ ডলার অর্থ পাচার হয়েছিল।

ওই অর্থ গিয়েছিল ইতালির ব্রেসিয়ায় অবস্থিত ‘মদিনা ট্রেডিং’ থেকে এবং সেটা পাঠিয়েছিল পাক-অধিকৃত কাশ্মীরের বাসিন্দা জাভেদ ইকবাল, যেখানে ইতালীয় পুলিশের তদন্তে উঠে আসে জাভেদ ইকবাল কষ্মিনকালেও কোনও দিন ইতালিতে পা রাখেনি। সেখানে তদন্তে উঠে এসেছিল ইকবালের নামে প্রায় ৩০০ বার টাকা পাচার হয়েছিল। তদন্ত শেষে ইতালীয় পুলিশ এটাই সাব্যস্ত করেছিল অচেনা, সাধারণ মানুষের পরিচয়পত্র চুরি করে বা জাল করে তাদের নাম ব্যবহার করে টাকা পাচার করা হয়। এবারেও সেরকম হয় নি তো? তদন্ত চলছে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পুলওয়ামা জঙ্গিহানাকে দুর্ঘটনা বলে দেশ ও সেনাকে অপমান https://thenewsbangla.com/digvijaya-singh-congress-leader-calls-pulwama-terror-attack-an-accident/ Tue, 05 Mar 2019 15:16:02 +0000 https://www.thenewsbangla.com/?p=7588 পুলওয়ামায় জঙ্গিহানা নিয়ে রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য চলছেই। এবার পুলওয়ামায় সি আর পি এফ কনভয়ে পাক জঙ্গিদের সন্ত্রাসবাদী হানাকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আর এই নিয়ে দ্বিতীয়বারের মতো পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে এলেন এই প্রবীন কংগ্রেস নেতা।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

মঙ্গলবার সকালে দিগ্বিজয় সিং ট্যুইটারে পুলওয়ামা নিয়ে একটি মন্তব্য করেন। তিনি ট্যুইট করে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানরা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। জঙ্গি হামলায় তারা শহিদ হননি। আর এরপরেই তার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

ট্যুইটে তিনি আরও জানান, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে দেশের জনসাধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম সন্দেহ প্রকাশ করেছে। সরকারের উচিৎ সেই সমস্ত প্রশ্নের জবাব দেওয়া। আরও একবার কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিজেপি রাজনীতি করছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

পাকিস্তানকে প্রত্যাঘাতের দাবি সারা দেশ জুড়ে ছিল। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের এক একজন নেতা ভিন্ন ভিন্ন মন্তব্য করে ঘটনার সকল সত্যতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

উল্লেখ্য, দিগ্বিজয় সিং আগেই সার্জিক্যাল স্ট্রাইকে নিহত সন্ত্রাসবাদীদের সংখ্যা নিয়ে প্রশ্ন করেছিলেন। আর এবার পুলওয়ামার ঘটনাকে নেহাতই দুর্ঘটনা বলে মন্তব্য করে ঘটনার গুরুত্বকেই লঘু করে দিলেন, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতার এই মন্তব্যকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেস নেতাকে কটাক্ষ করে বলেন, কংগ্রেস যেভাবে সেনাকে মিথ্যেবাদী প্রমান করার জন্য উঠেপড়ে লেগেছে, এরকম কোন গনতান্ত্রিক রাষ্ট্রেই হয় না।

আরও পড়ুনঃ জঙ্গিদের সরাসরি সেনাবাহিনীতে নিচ্ছে ইমরানের পাকিস্তান
আরও পড়ুনঃ ম্যাডাম খুব তাড়াতাড়ি যুদ্ধ বিমানে বসতে চাই, নির্মলাকে অভিনন্দন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দুদিনের মধ্যে কাশ্মীরে আরও বড় হামলার ছক পাক জঙ্গিদের https://thenewsbangla.com/terror-attack-like-pulwama-may-happen-in-kashmir-by-jaish-e-mohammed/ Thu, 21 Feb 2019 19:15:07 +0000 https://www.thenewsbangla.com/?p=7117 পুলওয়ামা কাণ্ডই শেষ নয়। পুলওয়ামার চেয়েও আরও বড়সড় হামলার ছক কষেছে পাক জঙ্গি গোষ্ঠীগুলি। ভারতীয় গোয়েন্দা রিপোর্টেই উঠে এসেছে এমন বিস্ফোরক তথ্য। জঙ্গিদের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা, মোবাইলে কথোপকথন শুনে এই নিয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে গোয়েন্দারা।

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর তথ্য উঠে এল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। জানা গিয়েছে, পুলওয়ামার থেকেও বড়ো নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছে জইশ-ই-মহম্মদ। উদ্দেশ্য সাধনে তারা প্রায় ৫০০ কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করেছে একটি গাড়িতে। পুলওয়ামার মতোই আবার আত্মঘাতী হামলা হবে আগামী দু দিনের মধ্যে।

আরও পড়ুনঃ ভারতের নদী থেকে একফোঁটাও জল দেওয়া হবে না পাকিস্তানকে

গোয়েন্দাদের কাছে এই তথ্য উঠে এসেছে জইশ নেতা ও কাশ্মীরে থাকা জঙ্গিদের মধ্যে হওয়া মোবাইল কথোপকথনে। জঙ্গিদের ফোনের কথোপকথনেই উঠে এসেছে, ভারতে হামলা চালানোর জন্য গত বছরের ডিসেম্বর মাসেই সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছে প্রায় ২১জন ফিদায়েঁ জঙ্গি বা আত্মঘাতী জঙ্গি। এরা যেমন জম্মু কাশ্মীরে হামলা চালাতে পারে, তেমনই দেশের অন্যপ্রান্তও রয়েছে তাদের নিশানায়।

আরও পড়ুনঃ ফের জঙ্গি কার্যকলাপ, কাশ্মীরের সোপিয়ানে শুরু গুলির লড়াই

বিশেষ করে বিভিন্ন রাজ্যের রাজধানীগুলি। গোয়েন্দা সূত্রে আরও খবর, পুলওয়ামা হামলার প্রস্তুতি নিয়ে জইশ-ই-মহম্মদ একটি ভিডিও প্রকাশ করবে। তাতে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে শহিদের ভুমিকায় দেখানো হবে। এর মাধ্যমে মূলত কাশ্মীরি যুবকদের জঙ্গি দলে টানার চেষ্টা করা হবে। একই সঙ্গে পুলওয়ামা হামলার পর ভারতের ক্রোধ ও ভয়কে আরও বাড়িয়ে তুলতেও পরবর্তী হামলাগুলি চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারের তিন তালাক অর্ডিন্যান্সে সই রাষ্ট্রপতির

গোয়েন্দারা জানিয়েছেন, জইশ-এর নেতাদের যোগাযোগের সূত্র ধরেই এই তথ্য তাঁদের হাতে উঠে এসেছে। গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট করেই জানানো হয়েছে, কাশ্মীরের সিমপওয়ারনি জেলায় চৌকিবল ও তাঙ্গধারের মধ্যে ফের নিরাপত্তাবাহিনীর ওপর আইইডি হামলা চালাতে পারে জঙ্গিরা।

খুব সম্ভবত আগামী দুদিনের মধ্যেই ওই হামলা চালানো হতে পারে। সেই উদ্দেশেই একটি সবুজ রঙের স্করপিও গাড়িতে বিস্ফোরক ভরা হয়ে গিয়েছে বলেও তথ্য উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে। ভারতীয় সেনা কর্তৃপক্ষকে গোয়েন্দারা জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতে অনুপ্রবেশের জন্য আরও ৪-৫ জন জঙ্গি অপেক্ষা করছে।

আরও পড়ুনঃ প্রভিডেন্ট ফান্ডে সুদ বাড়িয়ে চাকুরিজীবীদের মুখে হাসি ফোটালেন মোদী

তারা কাশ্মীরের গুরেজ সেক্টরে সীমান্তের ওপার থেকে এ দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত। তবে শুধু ওই ৪-৫ জন জঙ্গিই নয়, এলাকার কাশ্মীরি যুবকদের সাহায্য নিয়েই তারা আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে। সূত্রের খবর, ভারতের রাজনৈতিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জইশ-ই-মহম্মদ। পুলওয়ামা হামলা নিয়ে চাপান-উতোরের মধ্যেই ফের একটা বড়সড় হামলা চালাতে পারে তারা।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনকে ভয় পাইয়ে ভারতীয় বায়ুসেনায় যুক্ত হল তেজস

গত ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের হত্যাকাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ঘটনার ১০০ ঘণ্টার মাথায় নিকেশ করা হয়েছে হামলার মাস্টারমাইন্ডদের। নরেন্দ্র মোদী ও ইমরান খানের একাধিক হুমকি ও পাল্টা হুমকিতে সরগরম হয়েছে ভারত-পাকিস্তানের রাজনীতি। আর এরপরই ফের একবার উঠে এসেছে জঙ্গিদের হামলার গোপন ছকের খবর। এবার প্রায় ৫০০ কেজি বিস্ফোরক বোঝাই স্করপিও নিয়ে আরও বড় হামলা চালানোর ছক রয়েছে জঙ্গিদের। এমনই দাবি ভারতীয় গোয়েন্দাদের।

আরও পড়ুনঃ চিরশত্রুকে শিক্ষা দিতে ভারত পাক যুদ্ধ চান বাবা রামদেব

পুলওয়ামা কাণ্ডের পর গত ১৬ থেকে ১৭ই ফেব্রুয়ারির মধ্যে কাশ্মীর থেকে পাকিস্তানে ও পাকিস্তান থেকে কাশ্মীরে একাধিক ফোন কল থেকেই এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দা রিপোর্ট পাবার পরই, দিল্লিতে দফায় দফায় একাধিক বৈঠকে বসছেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। যে বৈঠকের মধ্যে অন্যতম বড় ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় উপদেষ্টার বৈঠক।

আরও পড়ুনঃ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি

ফলে ভূস্বর্গ কাশ্মীরে ফের একবার আক্রমণের আশঙ্কায় রীতিমত নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়েছে। ২১ জন জইশ জঙ্গি গত ডিসেম্বর মাসে ভারতে আসে। তাদের সামনে ৩টি আলাদা আলাদা জঙ্গি হামলার ছক সাজানো ছিল। যার মধ্যে ২টি হামলা কাশ্মীরের বাইরে কোথাও করার পরিকল্পনা করছিল জঙ্গিরা।

এদিকে বৃহস্পতিবার জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদ্দিনের তরফে একটি ভিডিও প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, আর কোনও কাশ্মীরিকে যদি আঘাত করা হয়, তাহলে তার পাল্টা হিসাবে কাশ্মীরের বুকে কর্মরত শ্রমিকদের ছাড়বে না জঙ্গি সংগঠন হিজাবুল মুজাহিদ্দিন! উল্লেখ্য, কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের দিকেই নিশানা রেখেছে হিজবুল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদদের মধ্যে বাংলার ২জন সেনা জওয়ান https://thenewsbangla.com/44-martyrs-in-kashmir-2-crpf-soldiers-of-bengal-were-killed-in-terror-attack/ Fri, 15 Feb 2019 09:03:47 +0000 https://www.thenewsbangla.com/?p=6839 কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় রাজ্যের জওয়ানের মৃতের সংখ্যা বেড়ে হল ২। হাওড়ার পর এবার নদিয়ার আরও এক জওয়ানের মৃত্যু সংবাদ এসে পৌঁছেছে তাঁর গ্রামের বাড়িতে। ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন তার মধ্যে বাংলার এই দুই সেনা রয়েছেন।

বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। তার মধ্যেই আছেন বাংলার যুবক বাবলু সাঁতরাও। জইশ ই মহম্মদের করা এই আত্মঘাতী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন। সিআরপিএফের জওয়ান বাবলু তাঁদেরই এক জন। হাওড়ার বাউরিয়ার চককাশি রাজবংশী পাড়ার বাসিন্দা বাবলু রেখে গেলেন স্ত্রী ও চার বছরের মেয়েকে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁতরা পরিবার এই চরম দুঃসংবাদ জানতে পারেন। গোটা পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

কাশ্মীরের পুলওয়ামায় পাক জইশ ই মহম্মদ আত্মঘাতী হামলায় শহিদ বাবলু সাঁতরা /The News বাংলা
কাশ্মীরের পুলওয়ামায় পাক জইশ ই মহম্মদ আত্মঘাতী হামলায় শহিদ বাবলু সাঁতরা/The News বাংলা

অন্যদিকে নদিয়ার তেহট্টের হাঁসপুকুরিয়া গ্রামের ছেলে সুদীপ বিশ্বাসও যোগ দিয়েছিলেন সিআরপিএফ-এ। সিআরপিএফ এর ৯৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন সুদীপ। জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হয়েছে নদিয়ার জওয়ান সুদীপ বিশ্বাস বলেই তাঁর বাড়িতে খবর এসেছে। শুক্রবার সকালে তাঁর বাড়িতে ফোন করে এই দুঃসংবাদ দেওয়া হয়।

কাশ্মীরের পুলওয়ামায় পাক জইশ ই মহম্মদ আত্মঘাতী হামলায় শহিদ সুদীপ বিশ্বাস/The News বাংলা
কাশ্মীরের পুলওয়ামায় পাক জইশ ই মহম্মদ আত্মঘাতী হামলায় শহিদ সুদীপ বিশ্বাস/The News বাংলা

১৪ তারিখ বিকেল ৩টের সময়ও বাড়িতে ফোন করেছিল নিহত জওয়ান সুদীপ বিশ্বাস। এটাই ছিল বাড়িতে করা তাঁর শেষ ফোন। ফোনে কথা হয় বাবা ও মায়ের সাথে। খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসবে বলে জানিয়েছিল বাবা ও মাকে। হ্যাঁ বাড়ি ফিরছে সুদীপ অনেক আগেই তবে কফিনবন্দি হয়ে। সুদীপের মৃত্যূতে শোকের ছায়া নেমে এসে তাঁর গ্রামের বাড়ি সহ গোটা গ্রামে। বাড়ির লোকেরা ও প্রতিবেশীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে সুদীপ আর নেই।

দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা
দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা

ঘটনার খবর পাওয়ার পরেই হাওড়ার সাঁতরা পরিবারে ও নদিয়ার বিশ্বাস পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুই জেলার দুই বাড়িতেই ভিড় করেছেন গোটা পাড়ার মানুষ। দুই পরিবারই যাতে অসুবিধার মধ্যে না পরে, তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করবে পাড়ার মানুষ। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে দুই শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। দুই শহিদের বাড়িতেই ফোন করে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক দিয়ে সিআরপিএফ জওয়ানদের ৫৪ নম্বর ব্যাটেলিয়নের একটি কনভয় যাচ্ছিল। প্রায় ২৫০০ জওয়ানের একটি দলকে জম্মু থেকে কাশ্মীর নিয়ে যাওয়া হচ্ছিল। এই কনভয়েই একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। জানা গেছে, এই গাড়িতেই ছিলেন হাওড়ার বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাস। প্রথমে সেই কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সেনা সূত্রে খবর, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি গিয়ে ধাক্কা মারে সিআরপিএফ এর একটি গাড়িতে। প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক ছিল ওই মহিন্দ্রা স্করপিও গাড়িতে।

দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা
দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী/The News বাংলা

জানা গিয়েছে, বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল জইশ জঙ্গি আদিল আহমেদ। বছর দেড়েক আগে জঙ্গি সগঠনে যোগ দিয়েছিল আদিল। এই বিস্ফোরণেই নিহত হন ৪৪জন জওয়ান। তারপর ছত্রভঙ্গ জওয়ানদের উপর গুলিবৃষ্টি করতে থাকে জঙ্গিরা। এই হামলার দায় নিয়েছে জইশ ই মহম্মদ। শুক্রবারই কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, সঙ্গে সিআরপিএফ এর ডিজি। সকালেই উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা
জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত অসংখ্য জওয়ান/The News বাংলা

সেনা সূত্রে খবর, জম্মু-শ্রীনগর হাইওয়েতে অবন্তীপুরা এলাকায় হঠাৎই কনভয়ের মাঝে ঢুকে আসে একটি মহিন্দ্রা স্করপিও গাড়ি। যাতে প্রায় ৩৫০ কেজি আইইডি বোঝাই করা ছিল৷ সেনা কনভয়ের সঙ্গে ধাক্কায় প্রবল বিস্ফোরণ ঘটে। এরপর কনভয়টিকে ঘিরে ফেলে জঙ্গিরা। লাগাতার গুলি চালিয়ে ঝাঁজরা করে দেওয়া হয় গাড়িটিকে। শহিদ হন ৪৪ জন সিআরপিএফ জওয়ান, গুরুতর জখম হয়েছেন আরও ১৫ জন। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন আর কোন আলোচনা নয়, বদলার দাবি গোটা দেশ জুড়ে। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী নেতা রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের আগে জম্মু-কাশ্মীরে এই বড়সড় জঙ্গি হামলা ভোট বানচাল করা ও সার্জিক্যাল স্ট্রাইকের বদলা বলেই দাবি করেছে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ। এই ঘটনায় পাকিস্তানের হাত আছে, পরিস্কার জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

]]>