Tej Pratap Yadav – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 02 Apr 2019 10:00:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tej Pratap Yadav – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লালুপ্রসাদের বাড়িতে আড়াআড়ি ফাটল, লাভের অংক কষছে এনডিএ শিবির https://thenewsbangla.com/controversy-arise-in-lalu-prasad-yadavs-family-before-election/ Tue, 02 Apr 2019 10:00:19 +0000 https://www.thenewsbangla.com/?p=9746 লোকসভা ভোটের আগেই রাজনৈতিক মতানৈক্যে আড়াআড়ি দুই ভাগ হয়ে গেল লালুপ্রসাদ যাদবের দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব। সোমবারই লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ নিজে আলাদা দল গড়ে নির্বাচনে লড়ার কথা ঘোষনা করেন। লালুর ঘরের ভোট ভাগাভাগিতে নিজেদের সুবিধা দেখছে এনডিএ তথা বিজেপি ও জেডিইউ।

আরও পড়ুনঃ কেরালায় রাহুলের প্রার্থী হওয়া নিয়ে বাম কংগ্রেস বাকবিতন্ডা তুঙ্গে

বৃহস্পতিবারই নতুন দল গড়ার ঘোষণা করেছিলেন তেজপ্রতাপ। এরপর গতকালই আনুষ্ঠানিকভাবে নতুন দল গঠন করেন তিনি। তিনি নতুন এই দলের নাম রেখেছেন লালু-রাবড়ি মোর্চা। আসন্ন লোকসভা নির্বাচনে ২০টি আসনে প্রার্থীও দেবে তার দল।

আরও পড়ুনঃ হুমকি দিয়ে ভোট চাইবার ভিডিও প্রকাশ্যে, মিমির হয়ে শাসানি পঞ্চায়েত প্রধানের

তবে তেজপ্রতাপের মূল লড়াই বিজেপির বিরুদ্ধে বলে তিনি জানিয়েছেন। নরেন্দ্র মোদী দেশের জনগনকে বোকা বানিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। এক্ষেত্রে রাহুল গান্ধীর মতো তরুন জননেতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দরকার বলে তিনি জানান।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

এদিন নাম না করে আরজেডির দিকেও তিনি আঙ্গুল তোলেন। তিনি বলেন, দলের কর্মীদের ভুল বোঝানো হচ্ছিল। মূলত তার অভিযোগ তেজস্বী যাদবের দিকেই। লালুপ্রসাদের দল আরজেডি প্রার্থী দিলেও তিনি সেখানে প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন। এর এতেই লাভের অংক কষছে বিজেপি ও জেডিইউ জোট।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>