Tej Bahadur Yadav – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 May 2019 06:52:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tej Bahadur Yadav – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/sc-dismisses-ex-army-tej-bahadur-yadavs-plea-in-varanasi-against-modi/ Fri, 10 May 2019 06:49:06 +0000 https://www.thenewsbangla.com/?p=12655 আগেই মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন; নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে ভোটে লড়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বরখাস্ত সেনা জওয়ান তেজ বাহাদুর যাদব; অবশেষে সুপ্রিম কোর্টও তার ভোটে লড়ার আবেদন খারিজ করে দিয়েছে।

৬ই মে উত্তরপ্রদেশের বারানসীর সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুর যাদব নির্বাচন কমিশন এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়; বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে থাকা বেঞ্চ জানিয়ে দেয়; নির্বাচনে লড়ার যোগ্যতাসম্পন্ন নন তেজ বাহাদুর।

দুই বছর আগে সেনা জওয়ানদের খারাপ কোয়ালিটির খাবার পরিবেশনের অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তেজবাহাদুর; সেনার শৃঙ্খলা না মানার অভিযোগে ২০১৭ সালেই চাকুরী থেকে বরখাস্ত করা হয় তাকে; বিধিভঙ্গকারী হিসেবে বরখাস্ত হয়েছিলেন; ফলে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

সেক্ষেত্রে চাকুরী থেকে বরখাস্ত হবার ৫ বছরের মধ্যে নির্বাচনে তিনি লড়তে পারবেন না বলে জানানো হয়েছে। যদি কোন ব্যক্তি ভারত সরকারের অধীনে বা কোনও রাজ্য সরকার এর অধীনে চাকরী করে; আর তাঁকে যদি তাকে দুর্নীতি করার জন্য বা আনুগত্য প্রদর্শন না করার জন্য বরখাস্ত করা হয়; এমন কোন ব্যাক্তির নমিনেশন গ্রাহ্য করা হবে না; এটাই নিয়ম।

১৭ তম লোকসভা নির্বাচনে সপা প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তেজবাহাদুর; প্রথম বার মনোনয়নে বরখাস্ত সেনা হিসেবে নিজেকে উল্লেখ করলেও দ্বিতীয় বারের মনোনয়নে তা উল্লেখ করেননি তিনি।

প্রার্থী হিসেবে লড়তে হলে নো অবজেকশনের শংসাপত্র দরকার; যা ছিলনা তেজ বাহাদুর এর। তা সত্ত্বেও ভোটে লড়ার দাবিতে সুপ্রিম কোর্টে দরবার করেছিলেন তিনি; অবশেষে তার আবেদনকে নস্যাৎ করলো সুপ্রিম কোর্ট।

এর আগেই তেজ বাহাদুরকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে ঘিরে তোলপাড় হয় রাজনীতি; সদ্য প্রকাশিত একটি ভিডিওতে এই সেনা জওয়ানকে বলতে শোনা যায়; ৫০ কোটি টাকা পেলেই নরেন্দ্র মোদীকে তিনি হত্যা করবেন।

ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো বলে জানিয়েছেন তেজবাহাদুর; কিন্তু হঠাৎ ভোটের মুখে এই ভিডিও প্রকাশ করার পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন তিনি; ভিডিও প্রকাশ্যে আসতেই এই ভিডিওকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির বক্তব্য; মোদীকে হত্যা করতে একজন অপরাধীকেও প্রার্থী করতে বিরোধীরা পিছুপা হচ্ছে না।

]]>
৫০ কোটি টাকা পেলেই খুন করতে পারি মোদীকে, বিষ্ফোরক মন্তব্য https://thenewsbangla.com/tej-bahadur-yadav-is-allegedly-ready-to-kill-pm-narendra-modi-for-50-crore/ Wed, 08 May 2019 05:15:06 +0000 https://www.thenewsbangla.com/?p=12566 ৫০ কোটি টাকার বিনিময়ে খুন করবেন মোদীকে; বিষ্ফোরন মন্তব্য তেজবাহাদুরের। আর এই নিয়েই তোলপাড় গোটা দেশ। ভুল তথ্য দেওয়ার অভিযোগে; কদিন আগেই বারাণসীর সমাজবাদী পার্টির প্রার্থী; তথা বরখাস্ত সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ান তেজবাহাদুরের নমিনেশন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

৫০ কোটি টাকা পেলেই খুন করবেন নরেন্দ্র মোদীকে; স্বীকারোক্তি বারাণসীর সমাজবাদী পার্টির প্রার্থী তথা বরখাস্ত সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ান তেজবাহাদুরের। সদ্য প্রকাশিত একটি ভিডিওতে; এই সেনা জওয়ানকে বলতে শোনা গিয়েছে; ৫০ কোটি টাকা পেলেই নরেন্দ্র মোদীকে তিনি হত্যা করবেন। কাদের কাছ থেকে নরেন্দ্র মোদীকে হত্যা করার সুপারি আশা করেন; প্রশ্ন তুলেছে বিজেপি।

আরও পড়ুনঃ ভারতে না হলে কি পাকিস্তানে রামের নাম উচ্চারিত হবে, মমতাকে প্রশ্ন অমিতের

ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো; বলে জানিয়েছেন তেজবাহাদুর। কিন্তু হঠাৎ ভোটের মুখে এই ভিডিও প্রকাশ করার পেছনে; বিজেপির চক্রান্ত দেখছেন তিনি। ভিডিও প্রকাশ্যে আসতেই; সমাজবাদী পার্টির প্রার্থীর এই বক্তব্যকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির বক্তব্য, মোদীকে হত্যা করতে; একজন অপরাধীকেও প্রার্থী করতে বিরোধীরা পিছুপা হচ্ছে না।

দুই বছর আগেই; সেনা জওয়ানদের খারাপ কোয়ালিটির খাবার পরিবেশনের অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তেজবাহাদুর। সেনার শৃঙ্খলা না মানার অভিযোগে; ২০১৭ সালেই চাকুরী থেকে বরখাস্ত করা হয় তাকে। তারপরেই বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দল; সেনাবাহিনীর জন্য পরিবেশন করা খাদ্যের গুনমান নিয়ে প্রশ্ন তোলে। বিজেপির সেনাবাহিনী নিয়ে প্রীতির ব্যাপারে; তারা সন্দেহ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ দিলীপ ঘোষ ও আসামের মন্ত্রীর গাড়িতে হামলা, তৃণমূল বিজেপি সংঘর্ষ

১৭ তম লোকসভা নির্বাচনে; সপা প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন তেজবাহাদুর। প্রথমবার মনোনয়নে বরখাস্ত সেনা হিসেবে নিজেকে উল্লেখ করলেও; দ্বিতীয় বারের মনোনয়নে তা উল্লেখ করেননি তিনি। প্রার্থী হিসেবে লড়তে হলে নো অবজেকশনের শংসাপত্র দরকার; যা ছিলনা তেজবাহাদুরের।

এরপরেই তাঁর নমিনেশন বাতিল করে দেয়; নির্বাচন কমিশন। তা সত্ত্বেও মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার দাবিতে; সুপ্রিম কোর্টে দরবার করেছেন তিনি। এরই মধ্যে বিষ্ফোরক ভিডিও প্রকাশ নিয়ে সরগরম বারাণসীর রাজনীতি। টাকার বিনিময়ে প্রধানমন্ত্রীকে খুনের দাবী তোলায়; গ্রেফতার হতে পারেন তেজবাহাদুর। ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো; বিজেপি এখন রাজনীতি করছে; জানিয়েছেন তেজবাহাদুর।

]]>
শালিনী যাদবের পরিবর্তে তেজবাহাদুর যাদব বারাণসীতে মোদীর বিরুদ্ধে সমাজবাদী প্রার্থী https://thenewsbangla.com/tej-bahadur-yadav-is-sp-candidate-against-modi-instead-of-shalini-yadav/ Tue, 30 Apr 2019 13:01:37 +0000 https://www.thenewsbangla.com/?p=12028 শালিনী যাদব নন। বারাণসীতে রাতারাতি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমাজবাদী প্রার্থী করা হল বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদবকে। নির্দল প্রার্থী হিসাবে বারাণসী লোকসভা কেন্দ্রে নমিনেশন জমা দিয়েছিলেন তেজ বাহাদুর। সেনার উপরই ভরসা রাখল আখিলেশ যাদবের দল।

নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে হঠাৎ রাতারাতি সমাজবাদী প্রার্থী হয়ে যাচ্ছেন তেজ বাহাদুর যাদব। সমাজবাদী প্রার্থী বারাণসীতে মোদীর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল শালিনী যাদবকে। তবে শেষ পর্যন্ত আর মোদীর বিরুদ্ধে লড়তে তাঁর উপর আর ভরসা রাখতে পারল না আখিলেশ যাদবের দল।

কে এই তেজ বাহাদুর যাদব? গত বছরেই বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওতে জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন, সেনার খাবারের মান নিয়ে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই ফের লজ্জায় রাহুল, হাতজোড় করে ক্ষমা চাইতে হল আদালতে

ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের। যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প। ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না।

তিনি আরও অভিযোগ করেন, অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়। কারণ খাবার নাকি শেষ হয়ে যায়। এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল এই জওয়ানের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ পায়ের ছাপ দেখিয়ে ভারতীয় সেনার দাবি, ইয়েতির অস্তিত্ব আজও আছে হিমালয়ে

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়। এরপরেই বিএসএফ থেকে বরখাস্ত হতে হয়েছিল তেজ বাহাদুর যাদবকে। কয়েকমাস পরে তাঁর পুত্র হরিয়ানার রেওয়ারির বাড়িতে আত্মহত্যা করে। ২২ বছরের সন্তান রোহিত যাদবের দেহ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়

বহিষ্কৃত এই প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব ওই কেন্দ্রে প্রার্থী করেছিলেন শালিনী যাদবকে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই চরম সমস্যায় রাহুল, ভারতীয় নাগরিক প্রমাণ দিতে হবে দু সপ্তাহের মধ্যে

কিন্তু একেবারে শেষ মুহূর্তে তাঁকে সরিয়ে নেওয়া হল এবং ঐ কেন্দ্রে সাইকেল প্রতীক দেওয়া হল প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবকে। ট্যুইটারে সমাজবাদী পার্টির তরফে এই ঘোষণা করা হয়। এরপরেই শোরগোল পরে গেছে দেশ জুড়ে।

তেজ বাহাদুর আগেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ফলে তাঁর নাম শেষ পর্যন্ত গৃহিত হয় কি না, সেদিকেই তাকিয়ে সমাজবাদী পার্টি। তেজ বাহাদুরের আবেদন গ্রাহ্য হলে শালিনী যাদব মনোনয়ন প্রত্যাহার করবেন। মঙ্গলবার ওই কেন্দ্রে স্ক্রুটিনির পরই জানা যাবে মোদীর প্রধান প্রতিপক্ষ কে হবেন।

]]>
সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন মোদী, বললেন বিতর্কিত বিএসএফ তেজ বাহাদুর https://thenewsbangla.com/tej-bahadur-yadav-says-its-fight-between-asli-and-nakli-chowkidar/ Sat, 20 Apr 2019 09:10:03 +0000 https://www.thenewsbangla.com/?p=11306 শনিবার কাঠফাটা গরমের বিকেলে নয়া দিল্লীর তিস হাজারি কোর্ট থেকে বেরিয়ে তেজ বাহাদুর যাদব একটু ফাঁকা জায়গায় গিয়ে তাঁর সাক্ষাৎকার দিতে কিছুতেই রাজি হলেন না। মানুষের ভিড় থেকে দূরে ফাঁকা জায়গায় যাওয়া যে তাঁর পক্ষে নিরাপদ নয় তাও তিনি জানালেন। অগত্যা ভিড় আর হট্টগোলের মাঝেই তাঁর সঙ্গে কথা বলতে হল। শুরুতেই তেজ বাহাদুর জানিয়ে দেন এই লড়াই আসল ও নকল চৌকিদারের।

আরও পড়ুনঃ বাংলা থেকে লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পাঁশুটে রঙের সাফারি স্যুট পরিহিত, বিএসএফের প্রাক্তন সেনানী, তেজ বাহাদুর যাদব এবার বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছেন। তিনিই সেই ব্যক্তি যিনি ২০১৪ সালের জানুয়ারী মাসে এক ভিডিও বার্তায় বলেছিলেন যে বিএসএফের সেনানীদের নিয়মিত অখাদ্য খাবার দেওয়া হয়, কারণ বিএসএফের উপরমহলের দুর্নীতি।

আরও পড়ুনঃ মমতার সভা ছেড়ে চলে গেল মানুষ, মাঝপথে ভাষণ বন্ধ করে বসে পড়লেন মমতা

সেই ভিডিও প্রকাশিত হওয়ার পরে চারদিকে তোলপাড় পড়ে যায়, যাদব বিখ্যাত হয়ে ওঠেন। যদিও ওই বছরেরই শেষে সেনা আদালতের রায়ে তাঁর অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয় এবং বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুনঃ মমতাকে বুঝতে আমারও ভুল হয়েছিল, মানুষের তো হবেই, বললেন মোদী

বিএসএফের ভিতরের দুর্নীতির প্রতিবাদ করে ব্যর্থ হয়ে, যাদবের মনে হয় যে একমাত্র সংসদে গিয়ে যদি সব কিছু বলা যায়, তাহলেই এই দুর্নীতি রোধ করা সম্ভব। তাঁর ভাষায়, “আমি কোনদিনই ভাবিনি যে আমি প্রত্যক্ষ রাজনীতিতে আসব। কিন্তু সশস্ত্র বাহিনীর ভিতরের দুর্নীতি প্রকাশ্যে আনতে গিয়ে দেখলাম প্রধানমন্ত্রী বিষয়টিকে কোনও গুরুত্বই দিলেন না। এমনকি ন্যুনতম কোনও ব্যবস্থাও নিলেন না”।

আরও পড়ুনঃ মমতার সভা আলো করে বসে দাগী সমাজবিরোধী, নির্বাচন কমিশনে গেল বিরোধীরা

লোকসভায় ৫৪৩টি কেন্দ্র থাকতে বারাণসী কেন বেছে নিলেন যাদব? “প্রধানমন্ত্রী প্রথমবার সেনাবাহিনীর রাজনীতিকরণ শুরু করেছেন। এরকম আগে কখনো হয় নি। তাই বারাণসী থেকে প্রার্থী হয়ে আমি তাঁকে প্রশ্ন করতে চাই কেন তিনি সেনাবাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করছেন”। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছিলেন। এবারেও তিনি ওই আসন থেকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুনঃ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগ চার কাউন্সিলর সহ কয়েক হাজার তৃণমূল কর্মীর

সশস্ত্র বাহিনীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা এবং বাহিনীর ভিতরের দুর্নীতি মূল প্রতিপাদ্য হলেও আরও বেশ কিছু নির্দিষ্ট ইস্যু নিয়েও সরব হওয়া প্রয়োজন বলে তাজ বাহাদুর যাদব মনে করেন। তাঁর মতে, দেশ রক্ষার কাজে কোনও বিএসএফ জওয়ানের মৃত্য হলে তাঁকে শহীদ আখ্যা দেওয়া হয়, কিন্তু তাঁর জীবদ্দশায় তাঁকে কখনও সরকারীভাবে কোনও ভালো কাজের জন্য স্বীকৃতি দেওয়া হয় না। এমনকি তাঁদের ঠিকমত খাবারও দেওয়া হয় না।

অর্ণব উধাও রহস্যে আরও পড়ুনঃ নোডাল অফিসার স্বামীর উধাও হওয়া নিয়ে নির্বাচন কমিশনকে তোপ দাগলেন স্ত্রী অনিশা

বিএসএফের কার্যপদ্ধতির মধ্যে কোনও ফাঁকফোকর আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তেজ বাহাদুর কিছু বলতে অস্বীকার করেন। তবে তিনি জানান যে, সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে তা ঠিকমত দেওয়া হয় নি। তার সুযোগ নিচ্ছে জঙ্গিরা। ওপরতলার রাজনীতিক এবং বিএসএফের ওপর মহলের ঔদাসিন্যের জন্যই অনুপ্রবেশকারীরা এদেশে প্রবেশ করতে পারছে। তিনি আরও অভিযোগ করেন যে, বাহিনীর জওয়ানদের একটানা ১৮ ঘন্টারও বেশি কাজ করতে বাধ্য করা হয়।

আরও পড়ুনঃ দুদফায় ভোট থেকে শিক্ষা নিয়ে বাংলায় তৃতীয় দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী

যাদব জানান যে, তাঁর ভিডিও প্রকাশের মূল উদ্দেশ্য ছিল বাহিনীর জওয়ানদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা সকলকে জানানো। যদি তিনি বুঝতে পারতেন, যারা ক্ষমতায় আছেন তাঁরা দুর্নীতিকেই সমর্থন করবেন এবং তিনি তাঁর চাকরি খোয়াবেন, তাহলে তিনি মোটেই এমন কাজ করতেন না।

প্রসঙ্গত ২০১৭-র এপ্রিলে সামরিক আদালত তেজ বাহাদুর যাদবের বিসেওএফ থেকে বহিষ্কার করার রায়ে জানায়, “তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অখাদ্য খাবার পরিবেশনের যে অভিযোগ এনেছেন, তা ভিত্তিহীন, এবং এই ধরণের অভিযোগের ক্ষেত্রে বাহিনীর যে নিয়ম কানুন আছে তা তিনি লঙ্ঘন করেছেন”।

আরও পড়ুনঃ দার্জিলিংয়ে আবার ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন, ১৯ মে পাহাড়ে ফের ভোট

যাদবকে যখন সশস্ত্র বাহিনী থেকে বহিষ্কার করা হয় তখন তাঁর অর্থনৈতিক অবস্থা ভালো যাচ্ছিল না। তার ওপর এবছর গোড়ার দিকে তিনি তাঁর ছেলেকে হারান এবং তাঁর বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। “যে কঠিন সময়ই আসুক না কেন, একজন সেনার তা মোকাবিলা করার মত মানসিক দৃঢ়তা থাকে, কারণ সে জাতিকে রক্ষা করতে বদ্ধপরিকর।”

যাদব দাবি করেন, তিনি তাঁর দাবির সপক্ষে শুধু সাধারণ মানুষের সমর্থনই পাচ্ছেন তাই নয়, তাঁর প্রচারের জন্যও সাধারণ মানুষ অর্থ দিয়ে সাহায্য করছেন। এর জন্য তাঁকে কোনও রাজনৈতিক দলের সাহায্য নিতে হচ্ছে না। এখন দেখার ভোট বাক্সে তেজ বাহাদুরকে কতটা সমর্থন করবেন বারানসীর মানুষ।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সেনার খাবারের মান নিয়ে প্রশ্ন তোলা তেজ বাহাদুর বারাণসীতে প্রার্থী মোদীর বিরুদ্ধে https://thenewsbangla.com/tej-bahadur-yadav-ex-bsf-jawan-contesting-election-against-narendra-modi-from-varanasi/ Sat, 30 Mar 2019 06:14:20 +0000 https://www.thenewsbangla.com/?p=9493 সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি। বহিষ্কৃত প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। শনিবার এই খবর ঘোষণা করলেন তিনি নিজেই। সেনার খাবারের মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা দেশে হইচই ফেলে দিয়েছিলেন এই বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদব।

আরও পড়ুনঃ কংগ্রেস ক্ষমতায় এলে মোদীর নীতি আয়োগ তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাহুল

গত বছরেই বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওতে জওয়ান তেজ বাহাদুর যাদব প্রশ্ন তুলেছিলেন, সেনার খাবারের মান নিয়ে। ভিডিওয় তাঁর অভিযোগ ছিল, অত্যন্ত নিম্নমানের খাবার খেতে দেওয়া হয় তাঁদের। যেটুকু বা দেওয়া হয়, তার পরিমাণ অত্যন্ত অল্প। ফলে বেশিরভাগ দিনেই পেট ভরে না।

আরও পড়ুনঃ মোদীর ব্রিগেড সভার অনুমতি নির্বাচন কমিশনে পাঠিয়ে দিল সেনা

তিনি আরও অভিযোগ করেন, অনেক জওয়ানকে আবার রাতে না খেয়ে শুয়ে পড়তে হয়। কারণ খাবার নাকি শেষ হয়ে যায়। এমনকী জওয়ানদের জন্য বরাদ্দ চাল, ডাল পাশ্ববর্তী গ্রামে অল্প দামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছিল জওয়ানদের পক্ষ থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিও দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ মোদীর মিশন শক্তির ঘোষণায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হয়নি, জানিয়ে দিল কমিশন

এই নিয়ে মুখ খুলতে হয় সেনাপ্রধান বিপিন রাওয়াতকেও। সেনাপ্রধান জানিয়েছিলেন, “জওয়ানদের অভিযোগ থাকতেই পারে। কিন্তু কোথায় অভিযোগ জানাতে হবে, সেটাও বোঝা দরকার। আমার কাছে সরাসরি অভিযোগ জানান যেতে পারে। নয়তো সেনাবাহিনীর সদর দপ্তরে কমপ্লেন বক্সে তা জমা দেওয়া হোক। তা না করে প্রকাশ্যে এভাবে অভিযোগ জানানো ঠিক নয়”।

আরও পড়ুনঃ খোদার কসম মোদীকে জেলে ঢোকাবো, এনসি নেতা জাভেদ রানার মন্তব্যে উত্তাল দেশ ‌‌‌

এরপরেই বিএসএফ থেকে বরখাস্ত হতে হয়েছিল তেজ বাহাদুর যাদবকে। কয়েকমাস পরে তাঁর পুত্র হরিয়ানার রেওয়ারির বাড়িতে আত্মহত্যা করে। বরখাস্ত হয়ে যাওয়া বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদবের ২২ বছরের সন্তান রোহিত যাদবের দেহ বন্ধ ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয়। ওই যুবকের হাতে বন্দুক ছিল। পরিবারের তরফে জানানো হয়, এটি আত্মহত্যার ঘটনা।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে বাংলায় বিপুল উত্থান পদ্মের, ইঙ্গিত সমীক্ষায়

ভারতীয় নিরাপত্তা বহিনীতে দায়িত্বে থাকা জওয়ানদের যে খাবার দেওয়া হয়, তা মুখে তোলার অযোগ্য।’ বছর দুয়েক আগে এই অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। পরে অবশ্য ‘মিথ্যে’ অভিযোগ আনার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়। সেই তেজ বাহাদুর এবার বারাণসীতে নির্দল প্রার্থী মোদীর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা

ভোটের দিন ঘোষণার পর থেকেই এবার খবরে বারাণসী লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন উত্তরপ্রদেশের চাষিরাও। এবার বহিষ্কৃত প্রাক্তন বিএসএফ সেনাকর্মী তেজ বাহাদুর যাদবও নির্দল প্রার্থী হিসাবে বারাণসীতে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ভোটের বাজারে জমে উঠছে বারাণসী লোকসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>