Team India – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 18 Jun 2019 06:35:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Team India – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক https://thenewsbangla.com/sargical-strike-against-pakistan-by-home-minister-amit-shah-in-controversy/ Tue, 18 Jun 2019 06:35:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14007 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের; সোমবার কড়া সমালোচনা করে পাক সেনাবাহিনী। রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচকে; অমিত শাহ “আর একটা স্ট্রাইক” বলেন। পাকিস্তান দুটোকে এক মানতে নারাজ। এরপরেই দুই দেশের মধ্যে ফের শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

জল্পনা শুরু হয় অমিত শাহ-র টুইটে। তিনি বলেন, “পাকিস্তানের ওপর আর একটা স্ট্রাইক, ফল সেই একই!” রাজনৈতিক মহল মনে করছে; শাহ হয়ত কাশ্মীর পুলওয়ামা হামলা ও জাইশ-ই-মোহাম্মদ ক্যাম্পে ২৬ শে ফেব্রুয়ারির বিমান হামলার কথা বলতে চেয়েছেন।

আরও পড়ুনঃ লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

সোমবার এই নিয়ে মুখ খোলে; পাকিস্তান সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মেজর জেনারেল আসিফ ঘাফুর বলেন; “একটি ক্রিকেট ম্যাচ এবং বিমান হামলা কখনোই তুলনা করা যায় না”। তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে এই কথা বলেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান এই ম্যাচ নিয়ে; একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার ফলে; শহিদ হন ৪০জন ভারতীয় জওয়ান। প্রতিবাদে সেই সময় পাক ম্যাচ বয়কটের ডাক ওঠে দেশ জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত ১৬ জুন বিশ্বকাপে অনুষ্ঠিত হল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন বিরাট, রোহিত, হার্দিকরা।

আরও পড়ুনঃ ফের বিশ্বকাপে ভারতের হাতে নাস্তানাবুদ পাকিস্তান, বিশ্বকাপে ফল ৭-০

রবিবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় ইতিহাস তৈরি করল। বিশ্বকাপে সাতবারের সাক্ষাতে; সাতবারই পাকিস্তানকে হারাল ভারত। ম্যাঞ্চেস্টারে মহারণেও চিত্র একই। ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং; টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

এই পরাজয়ের পর পাকিস্তানেই; দলের বিরুদ্ধে ক্ষোভ বেড়েছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়; অধরাই রইল পাকিস্তানের। সেমিফাইন্যালে ওঠার রাস্তাও প্রায় শেষ। ভারতের কাছে হেরে পাক ক্রিকেটাররা; দেশে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

]]>
ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি https://thenewsbangla.com/indian-crickter-pay-homage-to-indian-army-at-pulwama/ Fri, 08 Mar 2019 08:30:31 +0000 https://www.thenewsbangla.com/?p=7834 পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের রেশ এবার সরাসরি চলে এল খেলার মাঠে। রাঁচীতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিরাট কোহালিদের মাথায় প্রথাগত ইন্ডিয়া ক্যাপের বদলে দেখা যাচ্ছে ভারতীয় সেনার টুপি। খেলার মাঠে সেনার টুপি পরে নামাটাও ক্রিকেটের ইতিহাসে প্রথম।

এর আগে নিহত জওয়ানদের জন্য নীরবতা পালন বা জঙ্গি হামলার প্রতিবাদে কালো ব্যান্ড পরে খেলোয়াড়েরা নেমেছেন। কিন্তু এবার নজিরবিহীন দৃশ্য দেখল রাঁচী। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানাতে ভারতীয় ক্রিকেট-বাহিনীর প্রতিনিধি হিসেবে এতকালের ব্যবহৃত টুপিটাই বদলে দিল কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিরা। ভারতীয় ক্রিকেটারদের মাথায় আজ ভারতীয় সেনার টুপি।

ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি/The News বাংলা
ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি/The News বাংলা

ভারতীয় বোর্ডই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সেনার টুপিতে কোহলিদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেয়। শত্রুপক্ষ বা জঙ্গীদের থেকে নিজেদের আড়াল করতে ঝোপঝাড়ের সঙ্গে মিশে থাকা যে সবুজ এবং খয়েরি রংয়ের টুপি ব্যবহার করে সেনাবাহিনী, ধোনির ঘরের মাঠে সেটাই পরতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের। সমস্যা ছিল, দলের সব সদস্যের জন্য দ্রুত এই বিশেষ ধরনের টুপির ব্যবস্থা করা। শুক্রবার সকালেই নাকি সকলের জন্য টুপি পৌঁছে যায়।

পুলওয়ামার জের এমনিতেই খেলায় এসে পড়েছে পুরোদস্তুর। ভারতীয় বোর্ড পাকিস্তানের নাম না-করে আইসিসি-র কাছে দাবি জানিয়েছে, ‘সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশের’ সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হোক। ভারতের সেই দাবি ক্রিকেটের নিয়ামক সংস্থা উড়িয়ে দিলেও ভারতীয় বোর্ড এদিন ফের বলেছে, “তারা পিছিয়ে আসছে না”। এখনও বোর্ড বলে চলেছে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশকে বহিষ্কারের দাবিতে তারা অনড়।

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কি না, তা নিয়ে তর্ক উঠেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, হারভজন সিংহের মতো প্রাক্তনরা বলেছেন, পাকিস্তানকে বিশ্বকাপে বয়কট করা উচিত। আবার সুনীল গাভাস্কার, শচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তিরা বলেছেন, না-খেলে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে যাব কেন? ভারতের খেলাই উচিত। এর মধ্যেই ধোনি-কোহলিদের ফৌজি টুপিতে মাঠে নামার এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট মহলে কী প্রভাব ফেলে, সেটাও দেখার।

ভারতীয় দলে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার নিদর্শন যথেষ্টই রয়েছে। নিজের শহরে যিনি শেষ ম্যাচ খেলতে নামছেন, সেই ধোনিই যেমন ভারতীয় সেনার সব চেয়ে বড় ভক্ত। তিনি ভারতীয় টেরিটরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল। ধোনির ক্রিকেট সরঞ্জামের ব্যাগও সেনার পোশাকের আদলে তৈরি।

টেরিটরিয়াল আর্মির সাম্মানিক লেফটন্যান্ট কর্নেল হওয়ায় অনেক সময়েই তাঁকে সেনাবাহিনীর জ্যাকেট বা ট্রাউজার্স পরতে দেখা গিয়েছে। সেনা ঘাঁটিতে গিয়ে ট্রেনিংও করেছেন ধোনি। নিজের শহরে শেষ ম্যাচে সেনার টুপিতে মাঠে নামতে তিনি বেশ উৎসাহীই বলে জানিয়েছেন। অধিনায়ক কোহলি-সহ অনেক ভারতীয় ক্রিকেটারই পুলওয়ামার ঘটনা নিয়ে টুইট করেছেন। এমনকি, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়েও তাঁরা বলেছেন, দেশ এবং বোর্ড যা ঠিক করবে, সেটাই তাঁরা মানবেন।

কারও কারও যদিও মনে হচ্ছে, আইসিসি যে তাদের দাবি উড়িয়ে দিল, তারই প্রত্যাঘাত করতে চাইছে না তো ভারতীয় বোর্ড? ধোনি-কোহলিদের ভারতীয় সেনার টুপিতে মাঠে নামিয়ে বোর্ড কি নিয়ামক সংস্থাকে বার্তা দিতে চাইছে যে, তাদের প্রতিবাদ চলবেই!

]]>
ইতিহাস গড়ে মেলবোর্নে জিতে অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার পথে টিম ইন্ডিয়া https://thenewsbangla.com/india-beat-australia-in-3rd-test-in-melbourne-by-137-runs-to-take-2-1-lead-in-four-match-test-series/ Sun, 30 Dec 2018 03:24:06 +0000 https://www.thenewsbangla.com/?p=4925 The News বাংলা, মেলবোর্ন: ইশান্ত এর বাউন্সার নাথন লিও-র ব্যাট ছুঁয়ে উইকেটকিপার রিশভ পন্থের গ্লাভসে। ব্যাস, ইতিহাস গড়ে মেলবোর্নে তৃতীয় টেস্টে জিতে আরও একটা বড় ইতিহাসের দোরগোড়ায় বিরাটের ভারত। সিরিজে এগিয়ে ২-১। এই প্রথমবার অস্ট্রেলিয়ায় একটি সিরিজে দুটি টেস্ট জিতল ভারত। চতুর্থ ও শেষ টেস্ট সিডনীতে।

আরও পড়ুনঃ চিন সীমান্তে ভগবান হয়ে পর্যটকদের উদ্ধার ভারতীয় সেনার

‌দরকার ছিল মাত্র আর দুই উইকেট। তা হলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ লিড নিয়ে নিত ভারত। রবিবার বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২৫৮/৮। জিততে প্রয়োজন ১৪১ রান। ভারতের দরকার ছিল ২ টি উইকেট।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

তৃতীয় টেস্ট জয়ে কোহলি অ্যান্ড কোম্পানির সামনে কাঁটা দুটি। বৃষ্টির আশঙ্কা এবং ৬১ রানে অপরাজিত প্যাট কামিন্স।‌ সকালেই এই বৃষ্টি ভারতের সামনে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এনেছিল। শেষ পর্যন্ত ৩৭ বছর পর মেলবোর্নে জিতল ভারত। ১৩৭ রানে জিতল ভারত। এর আগে মেলবোর্নে ভারত জিতেছিল ১৯৭৭ ও ১৯৮১ সালে।

আরও পড়ুনঃ ভক্তকে বিখ্যাত করে বিপদে ফেলে দিয়েছেন লিওনেল মেসি

শচীন, সৌরভ, দ্রাবিড়, কুম্বলে, ধোনির আমলেও মেলবোর্নে জেতে নি ভারত। কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে এক সিরিজে দুটো টেস্ট জেতে নি ভারত। ফোর্থ ও লাস্ট টেস্ট সিডনিতে। জিতলে বা ড্র করলে ভারত প্রথমবার অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে আসতে পারবে। সেটা বিরাটের এই টিমের পক্ষে সম্ভব বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: সপ্তশৃঙ্গর পর সপ্ত আগ্নেয়গিরি, বিশ্বরেকর্ডের দোরগোড়ায় বাঙালি

প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিং করে অস্ট্রেলিয়াকে একা শেষ করে দেওয়া বুমহরা ম্যান অফ দ্য ম্যাচ। দু‌ ইনিংসে ৮৬ রানে ৯ উইকেট বুমরার। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছিলেন জশপ্রিত বুমহরা।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

এই টেস্ট জিতে নিজের ১৫০ তম টেস্ট জিতল ভারত। ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির বিদেশের মাঠে ১১ টি টেস্ট জেতার রেকর্ড স্পর্শ করলেন বিরাট। ২০ টি শিকার ধরে এখনই এক সিরিজে সবচেয়ে বেশি শিকার ধরা ভারতীয় উইকেটকিপার হয়ে গেছেন রিশভ পন্থ। সিডনীতে সেই রেকর্ড আরও উন্নত হবে।

আরও পড়ুনঃ ডন ব্র্যাডম্যানের ঠিক পরেই ‘রানমেশিন’ বিরাট কোহলি

জেতার পর চাপা পড়ল বিরাটের অস্ট্রেলিয়াকে ফলো অন না করানোর বিতর্ক। বৃষ্টির জন্য টেস্ট ড্র হয়ে গেলে অনেক সমালোচনার মধ্যে পড়তে হত ক্যাপ্টেন বিরাট ও কোচ শাস্ত্রীকে।

একনজরে দেখে নি ‌তৃতীয় টেস্টের রেজাল্ট: ইন্ডিয়া প্রথম ইনিংস ৪৪৩-৭(decl)‌/অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১৫১‌/ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ১০৬-৮(decl)‌/অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ২৬১। ইন্ডিয়া জিতল ১৩৭ রানে।

পড়ুন ফুটবল নিয়ে হাড় হিম করা অদ্ভুত সত্য গল্পঃ
প্রথম পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
দ্বিতীয় পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা
তৃতীয় ও শেষ পর্বঃ পৃথিবী এগোলেও তান্ত্রিকের কালো জাদু টোনায় ডুবে আফ্রিকা

]]>
সৌরভের পর বিরাট ওষুধে স্লেজিং শেষ অস্ট্রেলিয়ার https://thenewsbangla.com/after-sourav-ganguly-its-virat-kohli-ends-the-australia-sledging-in-cricket-field/ Thu, 22 Nov 2018 04:04:23 +0000 https://www.thenewsbangla.com/?p=2863 The News বাংলা, Sports: শুরুটা হয়েছিল সেই সৌরভ গাঙ্গুলীর আমল থেকেই। মাঠে চোখে চোখ রেখে কথা বলা, এক ইঞ্চি জায়গা না ছাড়া। ইটের বদলে পাটকেল ফিরিয়ে দেওয়া। বিরাট কোহলির আমলে সেটাতেই এখন ‘মাস্টার’ টিম ইন্ডিয়া। সেই ভয়েই কি ‘স্লেজিং’ বন্ধ অস্ট্রেলিয়ার? না কি ব্যক্তিগত দক্ষতার অভাব?

Image Source: Google

প্রতিপক্ষের বোলার কিংবা ব্যাটসম্যানকে কিছু বলে তাতিয়ে দেওয়া, ক্রিকেটে খুব সাধারণ একটি ব্যাপার। আর এই কাজে অস্ট্রেলিয়াই সবার থেকে এগিয়ে ছিল বহু বছর ধরে।

তারাই কিনা এখন স্লেজিং ও আগ্রাসন এড়িয়ে যাচ্ছে! অন্য সবার মত বিষয়টি চোখে লেগেছে ফাফ ডু প্লেসি আর মিচেল জনসনের। অজি ক্রিকেট থেকে হঠাৎ স্লেজিং হারিয়ে যাওয়াটা ঠিক মানতে পারছেন না তারা। অবাক হচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

Image Source: Google

ডু প্লেসির নেতৃত্বে সম্প্রতি, অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু অন্য সময়ের চেয়ে এবার পরিস্থিতি ছিল ভিন্ন। অজিরা ছিলেন ঠাণ্ডা মেজাজে।

আসলে বল টেম্পারিং ইস্যুতে স্টিভেন স্মিথ- ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞার পরই বদলে গেছে তাদের ক্রিকেট অঙ্গন। অচেনা এই অস্ট্রেলিয়াকে দেখে ডু প্লেসির কিছুটা হলেও অস্বস্তি। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অনেক বদলে গিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। মাঠে বিপক্ষকে উত্যক্ত করার প্রবণতা ওদের আগের চেয়ে অনেক কম’।

Image Source: Google

বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় গিয়েই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা তাদের চিরসেনা আগ্রাসী রূপ দেখিয়েছিল বলেই দুই মেজাজের তফাতটা খুব ভাল ভাবে টের পাচ্ছেন ডু প্লেসি, ‘ওখানে যা হয়েছিল, তার তুলনায় এখন ওরা অনেক নরম। মাঠে আগের মতো আর বেশি কথা বলে না ওরা। বরং ক্রিকেটের মাধ্যমে নিজেদের বেশি প্রকাশ করার চেষ্টা করছে। ক্রিকেটটা সাধারণত যে রকম হয়, সে রকমই হচ্ছে এখানে’।

Image Source: Google

ক্রিকেট ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত। তাই বলে ‘স্লেজিং’ চর্চা একেবারে বন্ধ করে দেয়া উচিত নয় বলে মনে করছেন ডু প্লেসি, ‘এটা ঠিক, যে নিয়মের মধ্যে থেকেই সব কিছু করা উচিত। কিন্তু সেটা করতে গিয়ে যদি ক্রিকেটারদের নিজেদের স্বাভাবিক প্রবৃত্তিগুলো একেবারে দূরে সরিয়ে দিতে হয়, তা হলে তার প্রভাব তো পারফরম্যান্সে পড়তেই পারে’।

২০১৪ সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত, সেবার কোহলির সঙ্গে লড়াইটা ভালোই জমেছিল মিচেল জনসনের। মেলবোর্ন টেস্টে ভারতীয় ব্যাটিং তারকাকে বল ছুঁড়ে বিতর্কেও জড়ান তিনি। দীর্ঘ চার বছর পর আবারও ঘরের মাটিতে ভারতকে আতিথ্য দিচ্ছে অজিরা।

Image Source: Google

বৃহস্পতিবার, টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়ে গেল তাদের লড়াই। আসন্ন এই সিরিজকে সামনে রেখে, সম্প্রতি এক টুইটের জবাবে মিচেল জনসন লিখেছেন, ‘স্লেজিং বন্ধ হলে তো বিরাটের সেই আগ্রাসী বিদায় দেওয়ার দৃশ্যও দেখতে পাচ্ছি না’।

জনসনের টুইটেই স্পষ্ট- অজি ক্রিকেটে স্লেজিং বন্ধ হওয়াটা মানতে পারছেন না তিনিও। তবে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগেই তাদের সতর্ক করেছে ক্রিকেট বিশেষজ্ঞরা। ভুলেও বিরাট কোহলি ও তাঁর টিমকে স্লেজ না করতে।

Image Source: Google

কারণ স্লেজিং এ নাকি বিরাট কোহলি উত্তেজিত হলে তাঁর খেলা আরও ভালো হয়ে যায়। আর তাই এই সফরে মুখ বুজে ক্রিকেট খেলাই লক্ষ্য অস্ট্রেলিয়ার।

তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন ভারত, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের সঙ্গে এখন আর সেই তফাৎ নেই অস্ট্রেলিয়ার। ফারাক আর নেই। বলে বলে একা ম্যাচ বের করে নেবার ক্রিকেটাররা অবসর নিয়েছেন। আর তাই ব্যক্তিগত দক্ষতা কমায় তাদের স্লেজিংও শেষ।

সুপ্রিম কোর্ট থেকে নিযুক্ত ভারতীয় ক্রিকেটের বর্তমান কর্তারা আবার বিরাট কোহলিকে অতিরিক্ত আক্রমণাত্মক হতে বারণ করেছেন। তবে টিম যখন ক্রিকেট অস্ট্রেলিয়া আর উল্টো দিকে যখন বিরাট কোহলি, তখন মাঠে যখন খুশি ফিরে আসতে পারে স্লেজিং ও আক্রমণাত্মক আচরণ।

]]>
ক্রিকেট পৃথিবী জয়ের প্রথম যুদ্ধে জয়ী ১৮ বছরের পৃথ্বী https://thenewsbangla.com/18th-years-old-prithvi-win-the-first-battle-of-cricket-world/ Thu, 04 Oct 2018 13:23:46 +0000 https://www.thenewsbangla.com/?p=798 বিশেষ রিপোর্ট: প্রথম ব্যাটে-বলে লাগার আওয়াজটাই বুঝিয়ে দিল এ ছেলে থাকার জন্য এসেছে। আর তারপর, ‘এলাম, দেখলাম, জয় করলাম’। এই প্রবাদটা নিজের জীবনের সমর্থক শব্দ বানিয়ে নিয়েছে সে। বৃহস্পতিবার, নতুন জীবনের প্রথম যুদ্ধটাও অনায়াসে জিতল পৃথ্বী সাউ। ফের টেস্ট ক্রিকেটের ওপেনিংয়ে যেন ‘আক্রমনাত্মক’ সুনীল গাভাসকারকে ফিরে পেল টিম ইন্ডিয়া।

রঞ্জি ট্রফিতে নেমেই সেঞ্চুরি, দলীপ ট্রফিতে নেমেই সেঞ্চুরির পর এবার টেস্ট ক্রিকেটে নেমেই সেঞ্চুরি। এই রেকর্ড ‘ক্রিকেটের ভগবান’ সচিনেরও নেই। মাত্র ১৮ বছর বয়সে টেস্ট খেলার সুযোগ পেয়েই সেঞ্চুরি হাঁকিয়ে নিজের উপস্থিতি যেন সাড়ম্বরে জানান দিল ‘বিস্ময় বালক’ পৃথ্বী সাউ।

মাত্র ১৪ বছর বয়সেই স্কুলের হয়ে নেমে এক ইনিংসে ৩০০ বলে ৫৪৬ রান করে প্রথম নজরে আসে পৃথ্বী। তখনই ছোটবেলার সচিনের সঙ্গে তুলনা শুরু হয়ে যায়। মাত্র ১৭ বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার।

অভিষেকেই রঞ্জি, দলীপে সেঞ্চুরির পর এই বালক যে খুব তাড়াতাড়ি ভারতের হয়ে টেস্ট খেলবে, তা নিয়ে সন্দেহ ছিল না কারোরই। আর প্রথম সুযোগেই বাজিমাত। বৃহস্পতিবার, রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করে ১৫৪ বলে ১৩৪ রানের ঝকঝকে ইনিংস।

আরও পড়ুন – গল্প হলেও সত্যি:মহিলা অঙ্গের জন্য দিতে হত ট্যাক্স

প্রথম টেস্টের প্রথম ইনিংসেই অনায়াস সেঞ্চুরি। তারপরেও, খেলার গতির বিরুদ্ধে হঠাৎ আউট হয়ে ক্রিজেই তার আফসোস ক্রিকেটপ্রেমী ভারতবাসীকে বুঝিয়ে দিয়েছে যে, আরও রান-খিদে নিয়ে পরবর্তী সচিন আরও উন্নত হয়ে হাজির হয়েছে।

টেস্ট শুরুর আগে ‘বাচ্চা ছেলে’র চাপ কমাতে কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, রঞ্জি ট্রফির মতই খেলতে। জীবনের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ‘বাচ্চা’ বানিয়ে সেই পৃথ্বীই খেলল চাপহীন, অসাধারণ একটি ইনিংস।

এই ইনিংস যে শিখর ধাওয়ান ও মুরলি বিজয়ের টেস্ট কেরিয়ারে বড়সড় প্রশ্ন চিন্হ ঝুলিয়ে দিল তাই নয়, রোহিত শর্মা সহ অনেকেরই টেস্ট ক্রিকেটে ফিরে আসার রাস্তাও বন্ধ করে দিল।

আরও পড়ুন – কি কি কারণে লোকসভা ভোটে ডুবতে পারে ‘মোদী ম্যাজিক’

১৮ বছর ৩২৯ দিনে টেস্ট অভিষেক হল পৃথ্বী সাউর। অভিষেকেই টেস্ট ক্রিকেটের বেশ কয়েকটি রেকর্ড পকেটে। সচিনের মত এই ছেলেও যে ২২ গজে রাজত্ব করতে এসেছে সেটা প্রথম দিনেই ভারতীয় ফ্যানদের কাছে পরিষ্কার।

১৯৭৫ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল ভারতের সর্বকালের সেরা টেস্ট ওপেনার সুনীল গাভাসকারের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম সিরিজেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি এসে গেছেন। দেশের মাটিতে সেঞ্চুরি করলেও পৃথ্বীর আসল পরীক্ষা কিন্তু অস্ট্রেলিয়ার পেস বাউন্সের পিচেই হবে।

গাভাসকার শুরুতেই দেখিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সচিন ছাপ রেখেছিলেন পাকিস্তানের পিচে। অস্ট্রেলিয়ার সঙ্গে যুদ্ধে ওপেন করে পৃথ্বী সফল হলে সচিনের পর আবার একজন ‘ক্রিকেট ভগবান’ এর আগমন হয়েছে বলেই মেনে নেবে ভারত ও বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ।

]]>