Teacher Recruitment – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 20 Jun 2022 16:45:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Teacher Recruitment – The News বাংলা https://thenewsbangla.com 32 32 লজ্জার বাংলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেই সরানোর নির্দেশ https://thenewsbangla.com/shame-bengal-tet-scam-calcutta-high-court-orders-remove-primary-education-council-president-manik-bhattacharya/ Mon, 20 Jun 2022 14:31:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15565 লজ্জার বাংলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি-কেই সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দেওয়ার পাশাপাশি; নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্বে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী। প্রাইমারি টেট নিয়োগে দুর্নীতি নিয়ে বিগত কয়েকদিন ধরেই; নানান বিতর্ক মাথাচাড়া দিয়েছে। এবার এর জেরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে; অপসারিত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আগামীকাল মঙ্গলবার; দুপুর ২টোর মধ্যে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত; কিছু তথ্য চেয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, পর্ষদের তরফে সেই নথি পেশ করা হয়নি; উল্টে আদালতকে ভুল পথে চালনা করা হয়েছে বলেই অভিযোগ। আর এর সম্পূর্ণ দায় মানিক ভট্টাচার্যের; এমনটাই দাবী হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “আজকে ২৭৮৭ জন আবেদনকারীদের মধ্যে ১ জনেরও, নম্বর পুণর্মূল্যায়নের জন্য দাখিল করা আবেদনপত্র; আদালতে পেশ করা হয়নি। পর্ষদের এই আচরণ গ্রহনযোগ্য নয়”।

আরও পড়ুনঃ “লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর

২০১৪’র প্রাথমিক টেট মামলায়; গত সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ মতো সিবিআইয়ের তদন্তকারীদের মুখোমুখি হন; প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য ও সচিব রত্না চক্রবর্তী বাগচী। সেই মতো নির্ধারিত সময়ের আগেই; সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে যান দুজনেই।

আরও পড়ুনঃ গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

সিবিআই সূত্রে খবর, তদন্তকারীরা জানতে চান; কার নির্দেশে ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করা হয়েছিল? শুধু ২৬৯ জনকেই কেন ১ নম্বর করে বাড়ানো হল? নম্বর বাড়ানোর সিদ্ধান্ত কে নিয়েছিল? সরকারি ফাইলে তার কোনও তথ্য আছে কিনা। এই জিজ্ঞাসাবাদের এক-সপ্তাহের মধ্যেই, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে; প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের কাছে যে নথি পেশ করা হয়েছে; তা নিয়েও সন্দেহ আছে। পর্ষদের পেশ করা নথি, ফরেন্সিক পরীক্ষার জন্য দিল্লিতে পাঠাতে বলল হাইকোর্ট।

]]>
“লাখখানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সাফাই মুখ্যমন্ত্রীর https://thenewsbangla.com/teacher-recruitment-scam-50-100-cases-out-of-lakhs-jobs-wrong-said-mamata-banerjee/ Mon, 20 Jun 2022 14:04:34 +0000 https://www.thenewsbangla.com/?p=15562 “লাখ খানেকের মধ্যে ৫০-১০০টা ভুল হতেই পারে”; শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে এবার সাফাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে; একের পর এক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যেই তার জেরে রীতিমতো বিপাকে পড়েছে; রাজ্যের শাসক দল তথা রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের বহু নেতার নামেই; নিয়োগ সম্পর্কিত দুর্নীতির অভিযোগ উঠেছে। জেরা চলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়; ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এবার সেই দুর্নীতি মামলা নিয়ে; বি’ষ্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে; গিয়েছে মমতার মন্ত্রী-কন্যার চাকরি। আড়াইশোর উপরে প্রাথমিকে চাকরি যাওয়ার তালিকা। বিরোধীরা হইচই করলেও মুখ খোলেননি; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর কথায়; “লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে”। এর পাশাপাশি ঘাসফুল শিবিরের নেতা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা প্রসঙ্গ টেনে এনে; মুখ্যমন্ত্রী মমতা কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। নাম না করেই নন্দীগ্রামের বিধায়কের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ; “এই ছেলেগুলোর চাকরি চলে গেলে; যাঁদের চাকরি দাদামণি দিয়েছেন, তাঁদের কী হবে”?

আরও পড়ুনঃ গভীর চক্রান্তের জাল ছিঁড়ে বেরিয়ে আসা পশ্চিমবঙ্গের আজ জন্মদিন

শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে, এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বলেন; “এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে; তা শুধরে নিতে হবে, এবং সময় দিতে হবে। বেকারদের আমরা চাকরি দেব; তাতে যদি কোনও সমস্যা হয়, তা মিটিয়ে নিতে হবে”।

শুভেন্দুর নাম না করে মুখ্যমন্ত্রী আরও বলেন; “আর যে দাদামণি চাকরি দিয়েছেন; তাঁর হিসেব কে নেবে? সিবিআই তাঁদের ধরবে না? মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর; সেই সব জায়গায় দাদামণি চাকরি দিয়েছেন। পুরুলিয়া জেলায় চাকরি দেননি; বঞ্চিত করেছিলেন ওঁদের। আমার বাড়িতে এসেছিলেন; চাকরি দিয়েছিলাম”।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে; একহাত নিয়েছেন গেরুয়া শিবিরকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করে যারা লাফাচ্ছে; সেই বিজেপির এমপি এমএলএ-রাও ছাড় পাবেন না। বড় বড় কথা, সিবিআই-ইডি-র ভয় দেখাচ্ছেন। এটা ত্রিপুরা নয় যে; ১০ হাজার চাকরি খেয়ে নিয়েছে”।

]]>
শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন https://thenewsbangla.com/education-minister-education-minister-of-state-minister-daughter-state-administration-plagued-by-corruptions/ Wed, 18 May 2022 13:33:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15112 শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, দুর্নীতির জালে জর্জরিত রাজ্য প্রশাসন। রাজ্যের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, মন্ত্রীর মেয়ে, সব দুর্নীতির তদন্ত সিবিআইয়ের হাতে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়; জড়িত শিক্ষামন্ত্রী-রাই। অভিযোগ, একসময়ের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বর্তমানের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী; দুজনেই যুক্ত নিয়োগ দুর্নীতিতে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে; দুজনকেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

সিবিআই হাজিরার নির্দেশের পরই; হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে; মামলা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে; চ্যালেঞ্জ করে মামলা হয়। তবে তাতেও কোন লাভ হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের করা মামলায় নির্দেশ দিতে; অস্বীকার করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

এরপরই পরিস্কার হয় ‌যে, সন্ধ্যে ৬টার মধ্যে আদালত অবমাননার মামলা এড়াতে; সিবিআই দফতরে ‌যেতেই হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে; সিবিআই অফিসে পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরার নির্দেশ।

এদিনই অন্য একটি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা; সিঙ্গল বেঞ্চে ফিরিয়ে দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তারপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই হাজিরার নির্দেশ দিল আদালত। এরপরই পালটা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাতেও কোন লাভ হয়নি।

এদিকে এসএসসির গ্রুপ সি নিয়োগে, দুর্নীতি সংক্রান্ত সন্দীপ প্রসাদের করা মামলায়ও; পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে এফআইআর করার নির্দেশও দিয়েছেন; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘দুর্নীতিবাজদের কলার ধরে নিয়ে যাওয়া উচিত সিবিআইয়ের’; মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে; ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কিন্তু ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেলেন মন্ত্রী। পরেশ অধিকারীর মামলা শুনবে না; বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। মামলা থেকে অব্যাহতি চাইল; বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ।

এদিকে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশ পেয়ে; মন্ত্রীকে ফোন করেন সিবিআই আধিকারিকরা। তিনবার ফোন করে সুইচড অফ পাওয়ায়; যোগাযোগ করতে পারেননি তাঁরা। মন্ত্রীকে ই-মেলে নির্দেশ দেওয়া হয় যে; রাত আটটার মধ্যে হাজির হতে হবে তাঁকে। যদিও মন্ত্রী পরেশ অধিকারীর তরফে, ফোনে বা ই-মেলে কোনওরকম উত্তর আসেনি।

]]>
বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি, মেধা তালিকায় নাম না থাকলেও মন্ত্রীর মেয়ের চাকরি https://thenewsbangla.com/bengal-teacher-recruitment-scam-calcutta-high-court-order-cbi-inquiry-against-paresh-adhikari/ Wed, 18 May 2022 03:24:39 +0000 https://www.thenewsbangla.com/?p=15101 বাম থেকে ঘাসফুলে বাবা; মেধা তালিকায় নাম না থাকলেও মেয়ের চাকরি। ঠিক কী ঘটেছিল; ঘটনাপ্রবাহ কী? ১৭ অগাস্ট, ২০১৮; তৃণমূলে যোগ দেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা পরেশ অধিকারী। আর তারপরেই ২০১৮-তে স্কুলে চাকরি পান পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী। মেধা তালিকায় নাম না থেকেও; চাকরি হয় পরেশের মেয়ে অঙ্কিতা! এমনকি তাঁকে কোন ইন্টারভিউ দিতে হয়নি। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে, শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে; ফের কলকাতা হাইকোর্টে মামলা হল। পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে ডেকে; জেরা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে। পাশাপাশি তাঁকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্যও; সুপারিশ করা হয়েছে রাজ্য সরকারের কাছে। যা এককথায় নজিরবিহীন।

বাম আমলে খাদ্যমন্ত্রী, তৃণমূল জমানায় রাজ্যের শিক্ষা-প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যার; শিক্ষক পদে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে; কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। অভিযোগ দুর্নীতি করে মন্ত্রীর মেয়েকে, মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও; শিক্ষিকা পদে নিয়োগ করা হয়েছে।

একেবারে হাইজাম্প ফর্মুলায় যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে; মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মন্ত্রীকেও মামলার পক্ষ করার নির্দেশ দিয়েছে; বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার দুপুর ৩টের সময় মামলার শুনানি শুরু হয়; মন্ত্রীর ব্যক্তিগত সহায়ককে মামলার নোটিস ধরাতে বলেছে আদালত।

অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের তালিকায় নাম ছিল না। কিন্তু তাঁর বাবা পরেশচন্দ্র অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিতেই; তালিকায় এক নম্বরে পৌঁছে যান অঙ্কিতা অধিকারী। কোচবিহারে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগের জন্য; এসএসসি তালিকা প্রকাশ হয়েছিল। SC জাতিভুক্তদের জন্য মেধা তালিকার ওয়েট-লিস্টে; প্রথমে নাম ছিল ববিতা বর্মনের। অথচ পরে এসএসসি-র ওয়েবসাইটে রাষ্ট্রবিজ্ঞানের তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনের ওয়েট-লিস্টে; দেখা যায় ববিতার নাম চলে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম।

চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের সময়েও; অঙ্কিতাকে দেখা যায়নি বলেই অভিযোগ। হঠাৎ করে মেধাতালিকায় নাম ওঠা অঙ্কিতাকে মেখলিগঞ্জে তাঁর বাড়ির পাশের স্কুলে যোগ দিতে দেখে অবাক রাজ্যের হবু শিক্ষকরা। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে ঘুরপথে, বেআইনীভাবে; স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন বলেই অভিযোগ। পরেশ অধিকারীকে এবার সিবিআই জেরার নির্দেশ দিল হাইকোর্ট।

]]>