Tathagata Roy – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 30 Apr 2022 04:25:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tathagata Roy – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পদ্ম শিবিরে তুমুল ডামাডোল, সামাল দিতে বাংলায় আসছেন অমিত শাহ https://thenewsbangla.com/amit-shah-is-coming-to-bengal-to-handle-the-absard-situation-of-bengal-bjp/ Sat, 30 Apr 2022 04:23:59 +0000 https://www.thenewsbangla.com/?p=14996 পদ্ম শিবিরে তুমুল ডামাডোল; সামাল দিতে বাংলায় আসছেন অমিত শাহ। ‘আব কি বার, ২০০ পার’, না ২০০ পার তো হয়নি; উল্টে ১০০ পেরোয়নি বিজেপি। একুশের নির্বাচনে ২০০ পারের লক্ষ্যে; জোর ধাক্কা খেতে হয়েছে। এরপরে কলকাতা পুরসভা নির্বাচনেও চূড়ান্ত ভরাডুবি। রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচনে; শোচনীয় পরাজয় হয়েছে। দুবার উপনির্বাচনে হারের ধারা অব্যাহত রয়েছে; শান্তিপুর, দিনহাটা এমনকী আসানসোলও হাতছাড়া হয়েছে। এরপর গোদের উপর বিষফোঁড়ার মত শুরু হয়েছে, নেতায় নেতায় ঝামেলা। চূড়ান্ত ডামাডোল বঙ্গ বিজেপিতে। আর এবার সেটা সামাল দিতেই; বাংলায় আসতে হচ্ছে; স্বয়ং অমিত শাহকে।

একুশের নির্বাচনে পরাজয়ের পর; এই প্রথম বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গেছে, সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং শিলিগুড়িতে একটি জনসভা করবেন তিনি। কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে; দফায় দফায় সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। এখন রাজ্য বিজেপিতে যে ডামাডোল অবস্থা চলছে; তা থামাতে তিনি কি ব্যবস্থা নেন সেটাই দেখার বিষয়।

ঠিক কী পরিস্থিতি বিজেপির?‌ একের পর এক ভোটে হারার পড়ে; আদি বনাম নব্য বিজেপির লড়াইয়ে সংগঠন তলানিতে গিয়ে ঠেকেছে। বিভিন্ন শিবিরে ভাগ বঙ্গ বিজেপি। যত নেতা তত শিবির। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য, সবার যেন আলাদা আলাদা শিবির। তথাগত রায় ও দিলীপ ঘোষ এর বাক্য বিনিময়। লকেট চ্যাটার্জিকে সহ্য করতে পারেন না সুকান্ত মজুমদার। আরও কত ব্যক্তিগত সমস্যা। বিধায়ক–সাংসদরা দল ছাড়তে শুরু করেছেন। এই আবহে বাংলায় আসছেন সভাপতি অমিত শাহ। তাহলে কী ড্যামেজ কন্ট্রোল করতেই বাংলায় বিজেপির চাণক্য? উঠছে প্রশ্ন।

এরমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী; জেলা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হলেন। সাংগঠনিক গ্রুপ থেকে লেফট হয়েছেন; বিধায়ক অশোক দিন্দা। শুভেন্দু অধিকারীর জেলার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট হওয়া নিয়ে; আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী নন্দীগ্রামের বিজেপি বিধায়কের সঙ্গে; বিজেপি নেতা সাহেব দাসও লেফট হয়েছেন।

অমিত শাহ কি কি ব্যবস্থা নেন; সেটাই এখন দেখার। যদিও বঙ্গ বিজেপি নেতারা ডামাডোলের কথা উড়িয়ে দিয়ে বলেছেন; “অমিত শাহজি আসছেন। পরবর্তী পদক্ষেপ নিয়ে, কলকাতায় রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের সঙ্গে; সাংগঠনিক বৈঠক করবেন”।

]]>
রামনামে বাধাদানকারীদের বাঙালি হিন্দুর শত্রু বললেন মেঘালয় রাজ্যপাল তথাগত রায় https://thenewsbangla.com/jai-shri-ram-meghalaya-governor-tathagata-roy-enemy-of-bengali-hindu/ Mon, 03 Jun 2019 10:20:46 +0000 https://www.thenewsbangla.com/?p=13486 রামনামে বাধাদানকারীদের বাঙালি হিন্দুর শত্রু বললেন তথাগত রায়। আর এর জেরেই ফের বিতর্কে; বিজেপি নেতা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এই মন্তব্যে তিনি যে; বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই লক্ষ্য করে বলেছেন; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

“জয় শ্রী রাম” ধ্বনি নিয়ে বিতর্ক চলছেই। রামচন্দ্রের নামে জয়সূচক ধ্বনি দেওয়ায়; সম্প্রতি বেশ কয়েকবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে; কটাক্ষ উড়ে এসেছে বিভিন্ন মহল থেকে। এবার মুখ্যমন্ত্রীর নাম না করেই; ভগবান রামচন্দ্রের অবমাননাকারীদের বাঙালির শত্রু; বলে কটাক্ষ করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

বাংলায় ট্যুইট করে তথাগত রায় লিখেছেন; “আমরা বাঙালি হিন্দুরা যে দুর্গাপুজো করি, যার অন্য নাম অকাল বোধন। তার সূত্রপাত করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র; রাক্ষসবধের জন্য দেবীর আশীর্বাদ পেতে। সেই শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দেওয়াকে; যারা নিন্দা করে তারা মূর্খ তো বটেই, বাঙালি হিন্দুর শত্রুও।”

উল্লেখ্য, রামায়নের মূল রচয়িতা ছিলেন মহর্ষি বাল্মিকী। কিন্তু মূল রামায়নে অকালবোধনের কোনও উল্লেখ নেই। তবে কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণে; রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গা পুজোর উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে কৃত্তিবাস ওঝা; তার লেখা বাংলা রামায়ণে কালিকা পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণের ঘটনার কিছুটা পরিবর্তন করে; রামের অকালবোধনের প্রবেশ ঘটিয়েছিলেন।

বাংলায় লেখা কৃত্তিবাসী রামায়ণ থেকে আমরা জানতে পারি; রাম নিজেই শরৎকালে দুর্গার অকালবোধন পুজো করেছিলেন। আর তারপর থেকেই শরৎ কালে; অনুষ্ঠিত হয়ে আসছে বাঙালি হিন্দুদের সেরা উৎসব দুর্গোৎসব। শরতের দুর্গা পুজো ‘অকালবোধন’ হিসেবেই পরিচিত।

বলা হয়, শরৎকাল দক্ষিনায়নের সময়। এই সময়ে দেবতারা নিদ্রায় আছন্ন থাকার ফলে; পুজো করার বিধি নেই। ফলে, এই সময় দেবতাকে পূজা করতে হলে; তাকে জাগরিত করতে হয়। এই প্রক্রিয়াটিকেই বলা হয় বোধন। রাম ও রাবণের যুদ্ধের সময়; অকালে শরৎকালে রাম এই দুর্গা পুজো করেছিলেন বলেই শরতের দুর্গা পুজোকে অকালবোধন বলে।

আর এবার সেই জয় শ্রী রাম বিতর্কে; নতুন করে ইন্ধন যোগালেন বিজেপি নেতা ও মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপাল বিজেপি নেতার ভাষাতেই বলছেন; দাবি তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়ে ভোটের ফলপ্রকাশের পরেও; ফের সরগরম বাংলার রাজনীতি।

]]>