Tarunjyoti Tewari – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 08:50:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Tarunjyoti Tewari – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’ https://thenewsbangla.com/paresh-gunadhar-birendra-leaders-daughters-got-govt-jobs-due-to-corruption-bengali-girls-crying/ Thu, 16 Jun 2022 08:46:32 +0000 https://www.thenewsbangla.com/?p=15499 পরেশ, গুণধর, বীরেন্দ্র, দুর্নীতি করে নেতার মেয়েদের চাকরি হয়েছে, কাঁদছে ‘বাংলার মেয়েরা’। ২০২১ এর বিধানসভা নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের রাজনৈতিক স্লোগান ছিল; ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। সেই স্লোগানে মুগ্ধ হয়ে, মমতাকেই তৃতীয়বারের জন্য; বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন রাজ্যের ভোটাররা। কিন্তু কলকাতা হাইকোর্টে একের পর এক নিয়োগ দুর্নীতির মামলায়, এটা একেবারে পরিস্কার; বাংলা নিজের মেয়েকে চাইলেও; সেই মেয়ের সরকার বাংলার মেয়েদের চাইছে না; শুধুই নেতাদের মেয়েদের চাইছে।

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খাঁড়া, কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর বীরেন্দ্র বসু মল্লিক; মাত্র কয়েকটি নাম উঠে এসেছে, যাদের দুর্নীতি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে প্রমাণিত। প্রত্যেকেই দুর্নীতি করে, নিজের মেয়েকে; ঢুকিয়ে দিয়েছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরিতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে; এই তিন নেতারই মেয়েদের চাকরি গেছে। বাংলা নিজের মেয়েকেই চেয়েছে; কিন্তু রাজ্য সরকার চেয়েছে শুধুই নেতাদের মেয়েকে।

আরও পড়ুন; ‘তৃণমূল-বাম সেটিং’, প্রাথমিক টেট দুর্নীতি, চাকরি গেল সিপিএম নেতার মেয়েরও

কম নম্বর পেয়েও তালিকায় নাম না থাকলেও, ইন্টারভিউ না দিয়েও, সবাইকে সরিয়ে হাইস্কুলের শিক্ষক নিয়োগ তালিকায় একেবারে উপরে উঠে এসে; বাড়ির কাছে হাইস্কুলে চাকরি পান; রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে, দুর্নীতির প্রমাণ মেলায়; তার চাকরি যায় বেতন ফেরত দেবার নির্দেশ দেয় আদালত।

এবার ২৬৯ জন শিক্ষকের চাকরি বাতিল করার পাশাপাশি, ২০১৪র প্রাথমিক টেট দুর্নীতি মামলায়; সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ২৬৯ জনকে প্রাথমিক শিক্ষকের পদ থেকে বরখাস্ত, বেতন বন্ধ ও বেতন ফেরতের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন; প্রাথমিকে বরখাস্তের তালিকায়, পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতির দুই মেয়ে

আদালতের নির্দেশে হুগলি জেলায় ৬৮ জনকে; প্রাইমারি শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি; গুণধর খাঁড়ার ২ মেয়ের নাম। তৃণমূল নেতার দুই মেয়ে সীমা ও শিবানী; প্রাথমিক শিক্ষক হিসাবে চাকরিতে যোগ দেয়। মঙ্গলবার সকালে জেলায় বরখাস্তের যে তালিকা পৌঁছেছে; তাতে ৫ নম্বরে নাম রয়েছে শিবানী খাঁড়ার; আর ৮ নম্বরে নাম সীমা খাঁড়া প্রামাণিকের।

২৬৯ জনের তালিকায় রয়েছে পূর্ব বর্ধমানের ১৭ জনের নাম; তার মধ্যে ২ নম্বরে নাম রয়েছে কালনার ‘দাপুটে’ সিপিএম নেতা ও কালনা পুরসভার দুবারের প্রাক্তন সিপিএম কাউন্সিলর; বীরেন্দ্র বসু মল্লিকের মেয়ে বৈশাখী বসু মল্লিকের নামও। কেঁচো খুঁড়তে একে একে বেরোচ্ছে বড় বড় কেউটে। তৃণমূলের পাশাপাশি দুর্নীতি করে চাকরি পেয়েছে; সিপিএম নেতার মেয়েও। প্রমাণ হয়ে গেছে, বাংলা নিজের মেয়েকে চাইলেও; সেই মেয়ের সরকার বাংলার মেয়েদের চাইছে না; শুধুই নেতাদের মেয়েদের চাইছে।

]]>
ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না https://thenewsbangla.com/magic-oil-prices-are-low-but-people-can-not-see-it/ Tue, 24 May 2022 12:56:01 +0000 https://www.thenewsbangla.com/?p=15191 ম্যাজিক, তেলের দাম কমল; অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না! কেন্দ্রের পর রাজ্য সরকারও পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে; নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পেট্রোল পাম্পে নাকি, কেন্দ্রের কমানোর পরে; একটা টাকাও কমেনি দাম। তাহলে রাজ্য সরকার কি তেলের দাম কমায়নি? কেসটা কি? মুখ্যমন্ত্রী বলার পরেও; পেট্রোল-ডিজেলের দাম কমল না?

গত শনিবার কেন্দ্রীয় সরকার, পেট্রোল উপর কেন্দ্রীয় আবগারি শুল্ক ৮ টাকা; এবং ডিজেলের উপর শুল্ক ৬ টাকা কমিয়েছে। এর ফলে, পেট্রোলের দাম লিটার প্রতি ৯.৫ টাকা; এবং ডিজেলের দাম ৭ টাকা কমেছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী নবান্নে বসে, সাংবাদিক বৈঠক করে; পেট্রোলের ওপর ২.৮০ টাকা এবং ডিজেলের ওপর ২.০৩ টাকা কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্র কর ছাড় দেওয়ার পর; গত ২২ তারিখ রাজ্যে পেট্রোলের দাম ছিল, ১০৬.৩০ টাকা। রাজ্য ২.৮০ টাকা ছাড়ের কথা ঘোষণা করে ২৩ তারিখ। তাহলে ২৪ তারিখ পেট্রোলের দাম হবার কথা; (১০৬.০৩ – ২.৮০)= ১০৩.২৩ টাকা। কিন্তু বাস্তবে তা হয় নি; ২২ তারিখ আর ২৪ তারিখের তেলের দাম একই আছে।

আরও পড়ুনঃ “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি

রাজ্য কর ছাড় দেওয়ার পরেও; কেন কমল না পেট্রোল ডিজেলের দাম? পরে জানা গেল, আসল রহস্য। আরে বাবা, কেন্দ্রের ছাড়েই তো লুকিয়ে আছে রাজ্যের ছাড়। সেটা কিরকম?

আসলে কেন্দ্র পেট্রোল-ডিজেল থেকে যা টাকা আয় করে; সেখান থেকে একটা অংশ রাজ্যকে ফেরত দেয়। মুখ্যমন্ত্রীর অঙ্কের ভাষায় কেন্দ্রের ছাড় দেওয়া; পেট্রোলের ৮ টাকা থেকে রাজ্য ফেরত পেত ১.৮০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ৬ টাকা থেকে রাজ্য ফেরত পেত ১.০৩ টাকা। তো কেন্দ্র ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে; তার থেকে রাজ্যর পাওনাও কমল। তাহলে কেন্দ্রের ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে; রাজ্যেরও ছাড় দেওয়া হল কিনা?

পরিস্কার হিসাব দিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, “কেন্দ্র সেস ওঠায়নি, কর কমিয়েছে; ফলে তেলের দাম কমলেও, লোকসানের মুখে পড়েছে রাজ্য”। পেট্রোল-ডিজেলে মানুষকে ছাড় দিতে গিয়ে; কেন্দ্র রাজ্যের কত টাকার ক্ষতি করল, তাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “পেট্রোলে কেন্দ্র শুল্ক ছাড় দেওয়ায়; প্রতি লিটার পেট্রোল থেকে ১ টাকা ৮০ পয়সা আয় কমেছে রাজ্য সরকারের। একইভাবে ডিজেলে রাজ্যের আয় কমেছে ১ টাকা ৩ পয়সা। এর আগে আমরা সেসে; ১ টাকা ছাড় দিয়েছি। ফলে সবমিলিয়ে পেট্রোলে লিটার পিছু আমরা ২ টাকা ৮০ পয়সা; ও ডিজেলে ২ টাকা ৩ পয়সা কম নিচ্ছি”।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার টোপ, বর্ধমানে যুবতীকে লাগাতার ধ’র্ষ’ণ তৃণমূল নেতার

২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি রাজ্য সরকার, পেট্রোল-ডিজেলের ওপর; ১ টাকা কর ছাড়ের কথা ঘোষণা করেছিল। ২০২১ সালের ১ টাকা ছাড় এবং এখন কেন্দ্রের বর্তমান ৮ টাকা ছাড়ের মধ্যে; রাজ্যের ফেরত পাওয়া ১.৮০ টাকা যোগ করে পেট্রোলে ২.৮০ টাকা, ডিজেলে ২ টাকা ৩ পয়সা রাজ্যের ছাড় হল কিনা?

মানুষের উপকার করতে গিয়ে; রাজ্যের ইনকাম কমিয়ে দিয়েছে কেন্দ্র। সেটাই তো পেট্রোল ডিজেলে রাজ্যের ছাড়; তাই নয় কি? আপনারা যারা রাজ্যেরও ছাড় শুনেই; পেট্রোল পাম্পে গিয়ে ঝামেলা করছেন, আসল তথ্য জেনে যাবেন তো! কি মুশকিল, না জেনেই চেঁচালে হবে।

লিখলেন, মানব গুহ

]]>
“পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা”, বোঝালেন তরুণজ্যোতি https://thenewsbangla.com/mamata-banerjee-also-lying-about-reducing-petrol-diesel-price-said-tarunjyoti-tewari/ Tue, 24 May 2022 07:27:42 +0000 https://www.thenewsbangla.com/?p=15172 কেন্দ্রের পর রাজ্য সরকারও পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে; ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পেট্রোল পাম্পে নাকি, কেন্দ্রের কমানোর পরে একটা টাকাও কমেনি দাম। তাহলে রাজ্য সরকার কি তেলের দাম কমায়নি? এমনই বড় অভিযোগ করলেন; বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। “পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়”; রীতিমত হিসাব কষে বোঝালেন আইনজীবী তরুণজ্যোতি।

কি লিখলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি? “রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী নবান্নে বসে, সাংবাদিক বৈঠক করে; পেট্রোলের ওপর ২.৮০ টাকা এবং ডিজেলের ওপর ২.০৩ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন্দ্র ছাড় দেওয়ার পর, গত ২২ তারিখ রাজ্যে পেট্রোলের দাম ছিল; ১০৬.৩০ টাকা। রাজ্য ২.৮০ টাকা ছাড়ের কথা ঘোষণা করে ২৩ তারিখ। তাহলে ২৪ তারিখ পেট্রোলের দাম হবার কথা (১০৬.০৩ – ২.৮০)= ১০৩.২৩ টাকা। কিন্তু বাস্তবে তা হয় নি; ২২ তারিখ আর ২৪ তারিখের তেলের দাম একই আছে।

মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের মুখে প্রেস-কনফারেন্সে স্বীকার করেছেন; কেন্দ্র পেট্রোলের ওপর লিটার প্রতি ৮ টাকা ছাড় দেওয়াতে রাজ্যের লোকসান হচ্ছে। অর্থাৎ এটা সুস্পষ্ট করে মাননীয়া নিজেই বুঝিয়ে দিয়েছেন যে; কেন্দ্র পেট্রোল-ডিজেল থেকে যা টাকা প্রাপ্ত করে; সেখান থেকে একটা অংশ রাজ্যকে ফেরত দেয়। দিদির অঙ্কের ভাষায় কেন্দ্রের ছাড় দেওয়া, ৮ টাকা থেকে; রাজ্য ফেরত পেত ১.৮০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ৬ টাকা থেকে, রাজ্য ফেরত পেত ১.০৩ টাকা।

আরও পড়ুনঃ বিপদে পার্থ পরেশ অনুব্রত, তৃণমূলের তিন নেতার সম্পত্তির দিকে নজর দিল সিবিআই

২০২১ সালের ২১শে ফেব্রুয়ারি রাজ্য সরকার, পেট্রোল-ডিজেলের ওপর; ১ টাকা ছাড়ের কথা ঘোষণা করেছিল। ২০২১ সালের ১ টাকা ছাড় এবং কেন্দ্রের বর্তমান ৮ টাকা ছাড়ের মধ্যে; রাজ্যের ফেরত পাওয়া ১.৮০ টাকা যোগ করে ২.৮০ টাকা, রাজ্যের ছাড় বলে চালিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এবার সাধারণ মানুষ পেট্রোল পাম্পে গিয়ে, নিশ্চয়ই বুঝতে পারছেন; দিদির ২.৮০ টাকা ছাড়ের পরও পেট্রোল-ডিজেলের দাম কমল না কেন? কেন্দ্রের কাঁধে ব’ন্দুকটা রেখে, আবার বাংলার মানুষকে বোকা বানালেন মাননীয়া; বাস্তবে উনি ১ পয়সাও দাম কমালেন না। এভাবে আর কতদিন মানুষকে বোকা বানাবেন মাননীয়া”? তবে এই নিয়ে এখনও মুখ খোলেনি নবান্ন।

]]>
হাইকোর্টে মামলা হতেই, অনুব্রতর গাড়ির লালবাতি খুলতে নির্দেশ ফিরহাদের https://thenewsbangla.com/tarunjyoti-tewari-case-in-calcutta-high-court-firhad-hakim-instructed-to-remove-red-light-from-anubrata-mandal-car/ Fri, 29 Apr 2022 14:20:50 +0000 https://www.thenewsbangla.com/?p=14989 কলকাতা হাইকোর্টে মামলা হতেই; অনুব্রতর গাড়ির লালবাতি খুলতে নির্দেশ ফিরহাদের। গাড়িতে লালবাতি লাগানোর মামলায়; বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ল না তৃণমূল। হাইকোর্টে এই নিয়ে মামলা হতেই; মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন; “অনুব্রতর লালবাতি লাগানোর অধিকার নেই; বলে ওটা খুলিয়ে দেব”।

অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি লাগানো নিয়ে; শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা করেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি প্রশ্ন তোলেন, “গত ৫ এপ্রিল লালবাতি লাগানো গাড়ি করে; বোলপুর থেকে কলকাতা এসেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু লালবাতি লাগানোর এক্তিয়ার রয়েছে; এমন কোনও পদে নেই তিনি। তাহলে কী করে লালবাতি লাগানো গাড়ি চড়ে; এতটা রাস্তা এলেন তিনি? কেনই বা চারটে জেলার পুলিশ; তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিল না?”

হাইকোর্টে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, জনস্বার্থ মামলা করার পরই; এদিন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম সাফ জানিয়ে দিয়েছেন; “অনুব্রত-র গাড়িতে লালবাতি লাগানো ঠিক হয়নি; অনুব্রতর গাড়ির লালবাতি খুলতে হবে; গাড়ি বাজেয়াপ্ত করতে বলেছি”।

আরও পড়ুনঃ দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ক্যানসার কেয়ার নেটওয়ার্কের উদ্বোধনে নরেন্দ্র মোদী ও রতন টাটা

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন; “কারা লালবাতি-নীলবাতি গাড়ি চড়তে পারেন; তার নির্দিষ্ট তালিকা আমরা প্রকাশ করেছি। পুলিশ প্রশাসনকে; কড়া হতে বলেছি। নীলবাতি-লালবাতির অপব্যবহার হচ্ছে। অনধিকার যারা লাল বা নীলবাতি ব্যবহার করছেন; তাদেরকে শুধু বাতি খুললেই হবে না; পুলিশকে বলেছি গাড়িটিও বাজেয়াপ্ত করতে। মুখ্যমন্ত্রী নিজে একথা বলেছেন। অনুব্রত লাল বা নীলবাতি ব্যবহার করতে পারেন না; ওটা খুলে দেব”।

কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রকের নির্দেশে, কেউ ব্যক্তিগত গাড়িতে লালবাতি লাগাতে পারেন না। মন্ত্রী, বিধায়ক, সাংসদ-রাও নন। অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়িতে; নীলবাতি লাগানোর অনুমতি রয়েছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনুব্রত, লালবাতি লাগানো গাড়ি কি করে চড়লেন?

বিজেপি নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি প্রশ্ন তুলেছেন; “কেন শাস্তি হবে না অনুব্রত মণ্ডলের? কেন চার জেলার পুলিশ দেখেও; কিছুই বলল না? ছাড় কি শুধুই তৃণমূল নেতাদের জন্য? সাধারণ কোন মানুষ এটা করলে; পুলিশ কি করত?” সব মিলিয়ে গাড়িতে লালবাতি লাগিয়ে সমস্যায় অনুব্রত মণ্ডল। পাশে দাঁড়াল না রাজ্য প্রশাসন, এমনকি নিজের দল তৃণমূলও।

]]>