Taj Mahal – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 11:57:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Taj Mahal – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তাজমহলের ২২টি রহস্যময় বন্ধ দরজা খুলতে এলাহাবাদ হাইকোর্টে আবেদন https://thenewsbangla.com/taj-mahal-22-mysterious-closed-doors-must-open-plea-filed-lucknow-bench-of-allahabad-high-court/ Wed, 11 May 2022 11:57:20 +0000 https://www.thenewsbangla.com/?p=15049 বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ, কাশী-বিশ্বনাথের মন্দির নিয়ে বিতর্কের পরে; এবার আগ্রার তাজমহলও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতিমধ্যেই তাজমহল নিয়ে এলাহবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে; একটি আবেদন দাখিল করা হয়েছে। যেখানে বলা হয়েছে, তাজমহলের ২২টি ঘরই খুলে দিতে হবে; কারণ সেখানে হিন্দুদের দেবদেবীর মূর্তি ও শিলালিপি রয়েছে বলেই দাবি।

মুঘল সম্রাট শাহজাহান, স্ত্রী মমতাজের স্মরণে; যমুনার তীরে সাদা মার্বেল দিয়ে তাজমহল বানিয়েছিলেন। পারস্য, ভারতীয় ও ইসলামিক স্থাপত্যের অনন্য মিশ্রণে তৈরি তাজমহলকে; প্রেমের নির্দশনও বলা হয়। কিন্তু বিরোধ ছিল সেই সময় থেকেই। কোন কোন মহল থেকে দাবি করা হয়; তাজমহল আসলে হিন্দুদের বিশ্বাসের কেন্দ্র। যা নিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে; বিজেপির মিডিয়া ইনচার্জ আবেদন দাখিল করেছেন।

আবেদনকারী আবেদনে বলেছেন, তাজমহলের ভিতরের ২২টি ঘরই; খোলার অনুমতি দেওয়া উচিত। কারণ সেখানে হিন্দু ভাস্কর্য কিংবা শিলালিপি আছে কিনা; তা যাচাই করে দেখা উচিত। হাইকোর্টের কাছে দাবি জানানো হয়েছে; এএসআই এবং ইতিহাসবিদদের সমন্বয়ে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত করতে হবে।

বিতর্ক শুরু হয়েছে; ইতিহাসবিদ পিএন ওকের লেখা ‘ট্রু স্টোরি অফ তাজ’ বইটি নিয়ে। ওই বইয়ে তাজমহলকে শিবমন্দির বলে; উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের লখনউ বেঞ্চে; আবেদন করেছেন বিজেপি কর্মী ডাঃ রজনীশ। এই আবেদনে তাজমহলকে শিবমন্দির বা তেজো মহালয়া বলে দাবি করা হয়েছে। তাজমহলের বেসমেন্টে ২২টি কক্ষর মধ্যে; ২০টি খোলার অনুমতির জন্য পিটিশন দায়ের হয়েছে।

আবেদনকারী বলেছেন যে, তিনি জানতে পেরেছেন; ২০টি ঘরে তেজো মহালয়ার প্রমাণ রয়েছে। এটি একটি শিবমন্দির নাকি সমাধি; তা পরিষ্কার হওয়া উচিত। বন্ধ দরজা খুলে দিলে; এই বিরোধ চিরতরে চাপা পড়ে যাবে। আদালত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে, তবে বিশেষজ্ঞদের মতে; তাজের এই ২২টি বন্ধ দরজা খোলা সহজ হবে না। তাজের বন্ধ দরজা খুলতে অনেক বাধা রয়েছে।

প্রথমত, ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদাসম্পন্ন একটি বিল্ডিং টেম্পারিংয়ের জন্য; কোটি-কোটি টাকা এবং উচ্চ-পর্যায়ের বিশেষজ্ঞদের অনেক দল লাগবে। দ্বিতীয় কারণটি হল, তাজমহল একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ; তাই ইউনেস্কোও এই বিষয়ে হস্তক্ষেপ করবে। কিন্তু ২২টি দরজা বন্ধ কেন? সেটা এখনও কেউ জানেন না। তাজমহলের বন্ধ দরজার পেছনের রহস্য কী; তা খোলার পরই জানা যাবে।

]]>
‘তাজমহল’ গড়া শেষ না করেই মারা গেলেন ‘শাহজাহান’ https://thenewsbangla.com/shah-jahan-died-without-completing-taj-mahal/ Thu, 15 Nov 2018 06:32:23 +0000 https://www.thenewsbangla.com/?p=2415 The News বাংলা: না, শেষ হল না ‘তাজমহল’। মাঝপথেই আটকে গেল ‘তাজমহল’ তৈরির কাজ। কারণ, পথ দূর্ঘটনায় মারা গেলেন ‘শাহজাহান’। অবাক হচ্ছেন? এ শাহজাহান মুঘল সম্রাট নন, ইনি ফইজুল হাসান কাদরি, এযুগের ‘শাহজাহান’।

উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার কাসের কালান গ্রামে ছিল ফইজুল হাসান কাদরি ও তাজমুল্লি বেগম-এর সুখের সংসার। কিন্তু, গলার ক্যানসার হয়ে তাজমুল্লি বেগম মারা যান ২০১১ সালে। ৫৮ বছরের বিবাহিত জীবনে ছেদ পড়ে। আর তার পরের বছরই সম্রাট শাহজাহানের মত স্ত্রীর সমাধির উপরে ‘মিনি তাজমহল’ গড়ার কাজে হাত দেন কাদরি।

Image Source: Google

সাধ থাকলেও সাধ্যের তো সীমা থাকে! নিজের সব সম্বল নিয়ে নেমেছিলেন মাঠে। কিনেছিলেন মার্বেল আর ইমারতি সরঞ্জাম। কিন্তু বেশ খানিকটা গাঁথনি ওঠার পরে আটকে যায় কাজ। কারণ টাকা-পয়সার সংকুলান ছিল না।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা ও তারপরের গণহত্যার না জানা সত্যি

৬ বছর চেষ্ঠা করেও কাজ পুরো শেষ করতে পারেননি ‘শাহজাহান’ কাদরি। শেষ সম্বল দু’লক্ষ টাকা দিয়ে জয়পুর থেকে ফের মার্বেল আনাবেন বলে মনস্থ করেছিলেন। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না।

Image Source: Google

লাঠি ঠুকঠুক করতে কাজেকর্মে এখানে-ওখানে চলে যেতেন। ৮৩ বছর বয়সে গত বৃহস্পতিবার তেমনই বেরিয়েছিলেন। পথে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচাতে পারেননি তাঁকে। পরের দিন শুক্রবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: রামকৃষ্ণ বিবেকানন্দের রামকৃষ্ণ মিশন ছেড়ে বিপ্লবী হন এই নারী

মুঘল সম্রাট শাহজাহানের মত বুলন্দশহরের ‘শাহজাহান’, ফইজুল হাসান কাদরির কোনও সাম্রাজ্য ছিল না। দিন কেটেছে পোস্টমাস্টারের চাকরি করে। স্ত্রীর মৃত্যুর পরে কাসের কালান গ্রামে তিল তিল করে গড়ে তুলেছিলেন এই ‘মিনি তাজমহল’।

The News বাংলা

কথিত আছে সম্রাট শাহজাহান তাঁর শিল্পীদের হাতের আঙ্গুল কেটে দিয়েছিলেন যাতে তারা আর এইরকম একটি শিল্প সৃষ্টি করতে না পারে। আর একালের ‘শাহজাহান’ কি করলেন?

আরও পড়ুন: বিশ্বজুড়ে ভূমিকম্পের বেশ কিছু অজানা কাহিনী

উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী সমাজবাদী দলের নেতা শ্রী অখিলেশ যাদবের কাছে এই রকম এক প্রেম কাহিনীর কথা পৌঁছালে তিনি লখনউয়ে ডেকে পাঠান কাদরিকে। বাড়িয়ে দেন সাহায্যের হাত। টাকা দিতে চান ‘মিনি তাজমহলে’র বাকি কাজ শেষ করার জন্য।

Image Source: Google

কিন্তু, বিনীত ভাবে কাদরি জানান, এটা তিনি নিজেই গড়তে চান। তবে মুখ্যমন্ত্রী চাইলে গ্রামে একটি ইন্টার-কলেজ করে দিলে ভাল হয়। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই জমিতেই গড়ে দেন কলেজ। গাঁয়ের মেয়েরা এখন সেখানেই পড়ে। সেই কলেজের কিছুটা জমি কাদরিরই দেওয়া। মুঘল সম্রাট শাহজাহানকে এখানেও প্রেমে টেক্কা দিয়েছেন কাদরি।

আরও পড়ুন: নেতাদের কথা নয়, জীবন দর্শন নিয়ে মনে রাখুন কালামের উক্তি

তবে এখন তাঁর ইচ্ছাকে মর্যাদা দিতে এগিয়ে এসেছেন তাঁর আত্মীয়রা, এলাকার বাসিন্দারাও। কাদরির শেষ ইচ্ছা অনুযায়ী, তাঁর তাজমহলে স্ত্রী তাজমুল্লি বেগমের পাশেই সমাহিত করা হয়েছে তাঁকে। ‘মিনি তাজমহলে’র বাকি কাজও তাঁরাই সম্পূর্ণ করবেন বলে মনস্থ করেছেন।

The News বাংলা

ভালোবাসায় এ ‘তাজমহল’ হার মানিয়ে দিয়েছে আসল তাজমহলকেও। এক সম্রাট তাঁর চার বেগমের মধ্যে একজনের স্মৃতিতে গড়ে তুলেছিলেন বিশ্বের সপ্তম আশ্চর্য! সে তাজমহল নিয়ে রচিত হয়েছে কত কবিতা, গল্প, গান।

আরও পড়ুন: ফের ভাঙছে হিমবাহ, ভয়ঙ্কর বিপদের মুখে পৃথিবী

মুঘল সম্রাট শাহজাহানের তাজমহল নিয়ে স্বয়ং কবিগুরুও লিখে গেলেন অমর কবিতা
“কালের কপোলতলে শুভ্র সমুজ্জ্বল/এ তাজমহল”।
কিন্তু, এই ‘শাহজাহানে’র ‘তাজমহল’ নিয়ে লেখা হবে না কোন কবিতা। আদৌ এই ‘তাজমহল’ শেষ হবে কিনা তাও জানা নেই। তবুও ভালোবাসায় সে তাজমহলের চেয়ে এই অর্ধসমাপ্ত ‘তাজমহল’ অনেক- অনেক বেশি উজ্জ্বল।

]]>