Suvendu vs Adhir – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 29 Dec 2018 13:32:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Suvendu vs Adhir – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’ https://thenewsbangla.com/bjps-friend-adhir-chowdhury-is-presently-the-mir-jafar-of-murshidabad/ Sat, 29 Dec 2018 13:28:39 +0000 https://www.thenewsbangla.com/?p=4900 The News বাংলা, সালারঃ “অধীর চৌধুরী মীরজাফর”। শনিবার মুর্শিদাবাদের সালারে এক জনসভায় এইভাবেই অধীর চৌধুরীকে আক্রমন করলেন পরিবহণ মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। তবে এই নিয়ে অধীর চৌধুরীর কোন মন্তব্য পাওয়া যায় নি।

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

“বিভিন্ন রাজ্যের ভোটে বিজেপির হারে যত না দুঃখ বিজেপির হয়েছে, তার থেকে বেশি কষ্ট পেয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলার মানুষ সিরাজদের সম্মান করেন, মীরজাফরদের ঘৃনা করেন। অধীর চৌধুরী মীরজাফর”। মুর্শিদাবাদের সালারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে আজ এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সালারে তৃণমূল কংগ্রেসের সভা থেকেই অধীর ও বিজেপিকে একযোগে আক্রমণ শুভেন্দুর।

আরও পড়ুন: রবিবার বাংলাদেশ ভোটে ফের শেখ হাসিনা বনাম খালেদা জিয়া

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বিগ্রেড সভা প্রস্তুতি উপলক্ষে মুর্শিদাবাদের সালার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার দুপুরে সালার বাসস্ট্যান্ডে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভামঞ্চ থেকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও বিজেপিকে আক্রমণ করেন পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

এদিন শুভেন্দু অধিকারী অধীর চৌধুরীকে কটাক্ষ করে বলেন, “সম্প্রতি বিভিন্ন রাজ্যে বিজেপির হারার জন্য যতটা কষ্ট বিজেপির হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে অধীর চৌধুরীর। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোট হোক আর বিজেপি সঙ্গে থাকুক, তৃণমূলের বিরুদ্ধে হযবরল জোট তৈরি করবে আমরা জানি”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

আরও পড়ুন: জেলেই সুমন চট্টোপাধ্যায়, সিবিআই নজরে বাংলার আরও তিন সাংবাদিক

শুভেন্দু অধিকারী আরও বলেন, “যা অধীর চৌধুরী বলেন, তাই বিজেপি বলে, বিজেপি যা বলে সেটাই সিপিএম বলে। তবে, আগামী দিনে মুর্শিদাবাদে তিনটি লোকসভা আসনই দখল করবে তৃণমূল। মুর্শিদাবাদ জেলা সিরাজদের সম্মান করে, মিরজাফরকে ঘৃণা করে। অধীর চৌধুরী হল বিশ্বাসঘাতক তাই তিনি মিরজাফর”।

আরও পড়ুন: হাজার হাজার রুটি নষ্ট করে কৃষক আন্দোলনে ইতিহাস বাংলার বামেদের

এদিন শুভেন্দু অধিকারী ব্লেন, “যদি ছত্রিশগড়, রাজস্থান বিজেপিকে বদলাতে পারে তাহলে বহরমপুর লোকসভা নির্বাচনে বিশ্বাসঘাতক অধীর চৌধুরীকেও পরাজিত করবেন মানুষ”। অন্যদিকে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলে আর সাম্প্রদায়িক বিভাজন করে”।

'বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর'/The News বাংলা
‘বিজেপির বন্ধু অধীর চৌধুরী মুর্শিদাবাদের বর্তমান মীরজাফর’/The News বাংলা

বারো হাজারের বেশি কৃষক বিজেপি শাসিত রাজ্যে আত্মহত্যা করেছেন, বলে জানান তিনি। তাঁর অভিযোগ, সাধারন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পনেরো লক্ষ টাকা কেটে নেওয়া হয়েছে। দুই লক্ষ চাকরি তো দুরের কথা, নোটবন্দি করেছেন বিজেপি সরকার, ফলে অনেক ছেলে কাজ হারিয়ে নিঃস্ব হয়েছেন। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

শুভেন্দু অধিকারী জানান, আগামী লোকসভা নির্বাচনে মোদী ও মমতার লড়াই হবে দেশে। শনিবার এই সভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোসারফ হোসেন, কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম রায় সহ জেলার তৃণমূল নেতৃত্বরা।

]]>