Surgical Strike – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 04 May 2019 13:46:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Surgical Strike – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ইউপিএর সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেম বলায় মোদীকে কটাক্ষ রাহুলের https://thenewsbangla.com/modi-insulted-indian-army-to-say-upa-surgical-strike-is-video-game-said-rahul/ Sat, 04 May 2019 13:36:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12343 ইউপিএর সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেম; বলায় মোদীকে কটাক্ষ রাহুলের। শনিবার এক সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদীকে; একহাত নেন রাহুল গান্ধী

তৎকালীন ইউপিএ সরকারের সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেম বলায় মোদীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। ভিডিও গেমের দ্বারা চালিত সার্জিক্যাল স্ট্রাইক; এই মন্তব্যকে সেনাবাহিনীর অপমান; বলে মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

আরও পড়ুনঃ রামায়ণ মহাভারতের অপব্যাখ্যা করায় সীতারামের বিরুদ্ধে এফআইআর দায়ের রামদেবের

শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেন; স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সম্পত্তি নয়; কিন্তু তিনি সেনাবাহিনীকে ব্যক্তিগত সম্পত্তি বলেই মনে করেন। রাহুল আরও বলেন; ইউপিএ সরকারের আমলের সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেম বলায় কংগ্রেসের অপমান হয়নি; বরং তাতে সেনাবাহিনীর অপমান হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

সম্প্রতি পাকিস্তানের ওপর ভারতের এয়ার স্ট্রাইকের ব্যাপারে কংগ্রেসের মনোভাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী; এবং বিজেপি সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বিজেপির বিভিন্ন স্তরের নেতারা কংগ্রেসের সমালোচনা করেছেন। ২০০৮ সালে মুম্বাই হামলার পরে তৎকালীন ইউপিএ সরকার; কোনও জবাব দিতে পারেনি বলেও বারবার কটাক্ষ করেছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত লোকসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর

সেনাবাহিনী নিয়ে কংগ্রেস; রাজনীতি করে না বলেও এদিন মন্তব্য করেন রাহুল। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ দাবি করেছিলেন, তাঁর সরকারের সময়েও পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে। কিন্তু মনমোহন সরকার তখন কোনও কৃতিত্ব দাবি করেনি।

সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, নরেন্দ্র মোদীর পতন আসন্ন; এবং সেটা মোদীর মুখ দেখেই বোঝা যায়। তিনি আরও দাবি করেন; কংগ্রেস মোদী সরকারকে বিভিন্ন দিক থেকে পর্যুদস্ত করে দিয়েছে। ফলে মোদী সরকারের ফেরার কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

বিজেপির তরফ থেকে রাহুলের এই বক্তব্যকে বাচ্চা ছেলের কাঁদুনি বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে; প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা শেষ হয়ে যাওয়াতেই; ভুল বকছেন রাহুল। ভোটের মধ্যেই এবার দুই সরকারের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে শুরু হল তরজা।

]]>
মমতা কি পাকিস্তানের কণ্ঠ, বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার https://thenewsbangla.com/mamata-banerjee-is-being-the-voice-of-pakistan-claims-defence-minister-nirmala-sitharaman/ Mon, 18 Mar 2019 06:20:35 +0000 https://www.thenewsbangla.com/?p=8666 ভোটের মুখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক প্রশ্ন দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের। “আপনি কি পাকিস্তানের কন্ঠ?”, কলকাতায় এসে মমতাকে এই বিতর্কিত প্রশ্ন নিৰ্মলার।

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাক জইশ জঙ্গিদের হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। জঙ্গি হামলার জবাব দিতে ভারতের বিমানবাহিনী গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট সহ ৩ জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করার জন্য বিমান হামলা চালায়।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

এই হামলার পর বিমান বাহিনীর সাফল্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রশ্ন তোলেন। প্রশ্ন তোলেন পাক জঙ্গিদের মৃত্যুর সংখ্যা নিয়েও। এরই পাল্টা কলকাতায় এসে দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন মমতাকে প্রশ্ন করেন, “আপনি কি পাকিস্তানের কন্ঠ?”

রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। সেখানেই তিনি তোলেন এই বিতর্কিত প্রশ্ন।

আরও পড়ুনঃ ২০২৫ সালের পর ভারতের অংশ হবে পাকিস্তান, ঘোষণা আরএসএস নেতার

ওই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বালাকোটে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্য জরুরি ছিল। কেন্দ্রীয় সরকার উগ্রপন্থাকে নির্মূল করতে বিমান হানার সিদ্ধান্ত নিয়েছিল।”

এরপরেই তিনি মমতার উদ্দেশে প্রশ্ন ছোড়েন, “যেখানে দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয়ে এ কাজে সমর্থন করা দরকার, সেখানে আপনি প্রমাণ চাইছেন? আপনি কার পক্ষে? দেশের পক্ষে নাকি পাকিস্তানের পক্ষে? আপনি কি পাকিস্তানের কণ্ঠস্বর?”

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “আমাদের মাত্র একজন বৈমানিককে আইন মেনে ওরা ছাড়তে বাধ্য হয়েছে। অথচ আমাদের এখানে কেউ কেউ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্য ধন্য করছেন। আর পাকিস্তানের টেলিভিশনে আমাদের এসব নেতার বক্তব্য বারবার প্রচার করছে”।

নির্মলা আরও বলেন, “পাকিস্তানের টিআরপি বাড়াতে আসরে নেমেছে আমাদের নেতা নেত্রীরা।” তিনি বলেন, “মুম্বাইয়ে ২৬/১১ হামলার পর তৎকালীন মনমোহন সিংয়ের সরকার এয়ার স্ট্রাইক করার হিম্মত দেখাতে পারেনি। কিন্তু মোদীজি সেই সাহস দেখিয়েছেন। কত দিন আমরা চুপ করে থাকব?”

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

নির্মলা সীতারামন পশ্চিমবঙ্গের মমতা সরকারকে বামফ্রন্ট সরকারের ‘ক্লোন’ বলে উল্লেখ করেন। তিনি প্রশ্ন করেন, “এ কোন বাংলা? এই বাংলা কি বন্দেমাতরমের? আন্দামানের সেলুলর জেলে গিয়ে দেখেছি প্রত্যেকটা সেলে কোনো না কোনো বাঙালি বিপ্লবী ছিলেন। এটা কি সেই বাংলা?”

সীতারমন মমতার উদ্দেশে আরও বলেছেন, “আপনি দুর্গার মতো একসময় বাম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আপনি যে সন্ত্রাসের অত্যাচার সহ্য করেছিলেন, ক্ষমতায় এসে সেই অত্যাচার-সন্ত্রাস আপনিও করছেন”।

আরও পড়ুনঃ মিমি নুসরত এর চরিত্র নিয়ে কটাক্ষ বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ

তিনি আরও বলেন, ‘বাংলায় অবশ্যই বিজেপি ক্ষমতায় আসবে। আমরা এই লক্ষ্যের লড়াইয়ে পাশে আছি। ৩৪ বছর বামফ্রন্টের শাসনের পর মানুষ পরিবর্তন চেয়েছিল। কিন্তু এ কি সেই পরিবর্তন? যেখানে মানুষ সন্ত্রাসের আবহে ভোট দিতে পারেন না। প্রার্থী নিজের মনোনয়ন জমা দিতে পারেন না। বাংলায় আবার পরিবর্তন চাই।”

এদিকে প্রতিরক্ষামন্ত্রীর এসব মন্তব্যের পর তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “প্রতিরক্ষামন্ত্রী আলোচনার বিষয়বস্তুতে না গিয়ে কেবল তৃণমূলের নিন্দায় সময় ব্যয় করেছেন। অথচ দেশের নিরাপত্তা, অর্থনীতি আজ বিপন্ন।”

আরও পড়ুনঃ তৃণমূলের তারকা প্রার্থী নিয়ে অশ্লীল ও বিতর্কিত মন্তব্য ক্ষিতির

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “ওদের হাতে সীমান্ত সুরক্ষিত নয়। ফলে আসল আলোচনায় না গিয়ে নির্বাচনী প্রচারই করেছেন। ওরা এখন সমাজকে দ্বিখণ্ডিত করার রাজনীতি করছে। বাংলার মানুষ এবার এর জবাব দেবে ব্যালটে।”

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে https://thenewsbangla.com/surgical-strike-again-in-pakistan-before-the-lok-sabha-poll-said-mamata-banerjee/ Mon, 11 Mar 2019 14:05:57 +0000 https://www.thenewsbangla.com/?p=8125 “লোকসভা ভোটের আগে এপ্রিলে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”, সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর কাছে খবর আছে নরেন্দ্র মোদী সরকার ভোটের আগেই পাকিস্তানে আরও একটা স্ট্রাইক করবে। মমতা বোঝান, ভোটে ফায়দা লাভের জন্য বিজেপি আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক এর নাটক করবে। বিজেপির কথাতেই ৭ দফায় লোকসভা ভোট হচ্ছে বাংলায়, পরিস্কার জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

বাংলায় ৭ দফায় ভোট নিয়ে বিজেপিকে ঠুকলেন মমতা। সোমবার সন্ধ্যায় নবান্নে মমতা জানান, বিজেপির পরিকল্পনাতেই বাংলায় ৭ দফায় ভোট হচ্ছে। তিনি জানান, “তাতে তৃণমূলের কোন সমস্যা হবে না। ভালই হয়েছে, আমি সময় নিয়ে গোটা রাজ্যে প্রচার করতে পারব”।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

এরপরেই তিনি জানান, “লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”। মোদী সরকার সেটা করাবে। তিনি এটাই বলতে চান যে, ভোটের বাজারে নিজেদের প্রচার করতেই এটা করবে মোদী সরকার। তবে এই স্ট্রাইক কি ধরণের হতে পারে তা আর খোলসা করেননি তিনি।

এর আগে ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ ও ২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ দুবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ তে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে। ধ্বংস করা হয় জঙ্গি ঘাঁটি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

২৬ শে ফেব্রুয়ারী ২০১৯, পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে ভারতের বিমান বাহিনী। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হয় পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তানও।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুলওয়ামা জঙ্গি হামলার পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, ভারত এর উপযুক্ত জবাব দেবে। পাশাপাশি তিনি জানান, সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। এরপরই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

তারপরেই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক লড়াই। ভোটের মুখে ফায়দা তোলার চেষ্টা করছে মোদী সরকার, অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটা স্ট্রাইক হবে বলে দাবি করলেন। মমতার বক্তব্য শোনার পরেই সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। “মমতা সব জেনেই বসে আছেন”, জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। “মমতা সেনাকে নিয়ে রাজনীতি করছেন, মানুষ এর জবাব দেবে”, জানিয়েছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের https://thenewsbangla.com/opposition-to-be-taking-along-in-the-next-surgical-strike/ Wed, 06 Mar 2019 12:52:34 +0000 https://www.thenewsbangla.com/?p=7684 পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকে নিহত জঙ্গিদের সংখ্যা কত, তা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। সংখ্যা নিয়ে ধোঁয়াশা যতই বাড়ছে, ততই বিরোধীদের প্রশ্নবাণ তীক্ষ্ণ হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে। এরপর এয়ার স্ট্রাইকে যাবার সময় যুদ্ধবিমানের সাথে বিরোধীদের বেঁধে নিয়ে যাবেন বলে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী বি কে সিং। এরপরেই শুরু হয়েছে জোর বিতর্ক।

মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

পুলওয়ামায় জঙ্গিহানার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে জওয়ানদের নিয়ে রাজনীতি করার অভিযোগ আনে বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ধাপ এগিয়ে গিয়ে পুলওয়ামার হামলার জন্য মোদীকে সরাসরি দায়ী করেন। বোমা ঠিক জায়গায় ফেলা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মোদী আগে থেকেই হামলার ব্যাপারে সব কিছু জানতেন বলে তিনি মন্তব্য করেন।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

গত কয়েকদিন ধরেই পুলওয়ামায় জঙ্গিহানা নিয়ে রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য চলছেই। এর মধ্যেই গত মঙ্গলবার পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে পাক জঙ্গিদের সন্ত্রাসবাদী হানাকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। আর এই নিয়ে এর আগেও পুলওয়ামা নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরে আসেন এই প্রবীন কংগ্রেস নেতা।

মঙ্গলবার সকালে দিগ্বিজয় সিং ট্যুইটারে পুলওয়ামা নিয়ে একটি মন্তব্য করেন। তিনি ট্যুইট করে লেখেন, পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানরা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। জঙ্গি হামলায় তারা শহিদ হননি। আর এরপরেই তার মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয় দেশ জুড়ে।

কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

এরপর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ থেকে সিধুর প্রশ্নেও জেরবার হতে হয়েছে সরকারকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে সন্ত্রাসবাদীদের মৃত্যুর চেপে যাওয়া নিয়েও ব্যাপক জলঘোলা হয়েছে। মৃতের সংখ্যা আগে ৩০০ বলা হলেও পরে বিজেপির সভাপতি অমিত শাহ এক জনসভায় মৃতের সংখ্যা ২৫০ বলে উল্লেখ করেন৷ এই থেকেই বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলছেন বিরোধীরা।

এবার বিরোধীদের এই সমালোচনাকেই এক হাত নিলেন বিদেশ প্রতিমন্ত্রী বি কে সিং। তার করা এক ট্যুইটে তিনি মন্তব্য করেন, একটি জায়গায় প্রচুর মশা উৎপাত করছিল। সেখানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এবার মশা গোনা গুরুত্বপূর্ণ, নাকি ঘুমোতে যাওয়া।

ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

এখানেই তিনি থেমে থাকেন নি। এরপর এয়ার স্ট্রাইকে যাবার সময় যুদ্ধবিমানের সাথে বিরোধীদের বেঁধে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। আর ফেরার সময় তাদেরকেও জঙ্গিঘাঁটিতে ফেলে আসতে বলেন, যাতে তারা সেখানে বসে মৃত জঙ্গিদের সংখ্যা গননা করতে পারে। তিনি ঠুকেছেন মমতা, কেজরিওয়াল সহ বিরোধী নেতাদের।

পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব

উল্লেখ্য, বায়ুসেনার তরফে আগেই জানানো হয়েছিলো, সরকার সময় মতো প্রমান দেবে, তবে বায়ুসেনার কাজ লক্ষ্যে আঘাত হানা, এবং সেক্ষেত্রে তারা ১০০% সফল। কেন্দ্রীয় সরকারের তরফে যদিও জানানো হয়েছে, বালাকোটের ওই জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইকের আগে ৩০০ মোবাইল টাওয়ার সক্রিয় ছিলো, যা থেকেই মৃতদের পরিসংখ্যান নিয়ে একটা ধারনা পাওয়া যায়।

এদিকে বিদেশ প্রতিমন্ত্রী বি কে সিং এর এই মন্তব্যের পরেই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের তোপের মুখে পরেছেন তিনি।

]]>
পাকিস্তানে বিমানহানার প্রমাণ সরকারের হাতে, বাকি সব গুজব https://thenewsbangla.com/proofs-of-surgical-strike-only-in-the-hands-of-indian-government-rest-all-are-fake/ Wed, 06 Mar 2019 12:39:40 +0000 https://www.thenewsbangla.com/?p=7686 পাকিস্তানে বিমানহানার যে ছবিগুলো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সংবাদমাধ্যমে পাওয়া যাচ্ছে তা সম্পূর্ণ বেসরকারি। এর সঙ্গে ইন্ডিয়ান এয়ারফোর্সের কোন সম্পর্ক নেই। একথা পরিষ্কার ভাবে জানাল ইন্ডিয়ান এয়ার ফোর্স।

পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

সকাল থেকেই বিভিন্ন সংবাদ চ্যানেল স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি বালাকোটের সার্জিকাল স্ট্রাইকের ‘প্রমাণ’ হিসেবে দেখাচ্ছে। সেই ছবি যে ভারতীয় বায়ুসেনার দেওয়া চিত্র নয়, তা পরিষ্কার জানিয়ে দিল এয়ারফোর্স। এয়ারফোর্স সূত্রে খবর, তারা সব রকম প্রমাণ ভারতীয় সরকারের হাতে তুলে দিয়েছে। ভারতীয় বায়ু সেনা এও জানিয়েছে, যে তারা কোনরকম ছবি এখনও সোশ্যাল মিডিয়া বা কোন সংবাদমাধ্যমকে দেয়নি।

মতুয়াদের বড়মার মৃত্যু রহস্যজনক, চাঞ্চল্যকর অভিযোগ

গত ২৬এ ফেব্রুয়ারী পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের ১২টি মিরাজ ফাইটার জেট ১০০০ কেজি বোমা ফেলে ধ্বংস করে দেয় পাকিস্তানের মাটিতে গড়ে ওঠা সব জঙ্গি ট্রেনিং ক্যাম্প। ১৪ই ফেব্রুয়ারী পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি আক্রমনের যোগ্য জবাব দিয়েছিল ভারত। নিকেশ হয়েছিল প্রায়ে ২৫০ থেকে ৩০০ জঙ্গি, এমনটাই দাবি করা হয় সরকারি তরফে। ১৯ মিনিটের অপারেশনে মাজা ভেঙ্গে গেছে পাকিস্তানের, বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়েছিল।

পুলওয়ামায় সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে সেনার তরফে অনেক সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। কিন্তু অনেকের কাছেই মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা ছিল। যদিও ভারতের বিমান হানায় বা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে খতম জইশ জঙ্গি ডেরা ও জইশ জঙ্গিরা, স্বীকার করে জঙ্গিরাই।


কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এর রাস্তায় হাঁটলেন বিজেপি নেতা

তারপর, নানা তর্ক বিতর্ক উঠে আসে এই সার্জিকাল স্ট্রাইক নিয়ে। এই ব্যাপারে সবার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ ও মৃতদের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী পুলওয়ালার সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে প্রধানমন্ত্রী মোদী সব কিছু জানতেন বলে মন্তব্য করেন। পাকিস্তানি বিভিন্ন সংবাদমাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সকল মন্তব্যকে হাতিয়ার করে।

ভোটের বাজার মাত করতে আসরে নামছে পিসি

এর দুদিন পরেই প্রমাণ দেখানোর দাবি তোলেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতিও দাবি করেন যে দেশের নাগরিক হিসেবে ভারতের সকলের বালাকোট অপারেশনের তথ্য জানার অধিকার রয়েছে।

দেশদ্রোহী আখ্যা পেয়েও নিজের বক্তব্যে অনড় কংগ্রেস নেতা

সার্জিকাল স্ট্রাইক ২ যে আসলে ঘটেছে তার প্রমাণ দিতেই সংবাদ মাধ্যমগুলো স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবিকে প্রমাণ বলে দাবি করছে। তবে, ভারতীয় বায়ু সেনা সেই সব ছবিগুলোকে ভুয়ো এবং বেসরকারি বলে জানিয়ে দিয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্সের সব ছবি শুধুমাত্র সরকারের হাতে আছে, জানিয়েছে বায়ুসেনা।

]]>
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ ১৬ এর অপব্যবহার, মার্কিন রিপোর্ট https://thenewsbangla.com/f-16-against-india-misused-by-pakistan-us-report-says/ Wed, 06 Mar 2019 07:29:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7633 পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এবং তারপরেই এফ ১৬ যুদ্ধবিমান নিয়ে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের অনুপ্রবেশ। আর এখানেই উঠেছে বিতর্ক। পাকিস্তান ভারতের বিরুদ্ধে এফ ১৬ যুদ্ধবিমানের অপব্যবহার করেছে বলে অভিযোগ। এই বিষয়ে রিপোর্ট তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ ভোটের আগে ভারতবাসীকে নতুন উপহার মোদীর

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রশাসনিক অধিকর্তা জানিয়েছেন, সম্প্রতি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন আবহের মধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে এফ ১৬ যুদ্ধবিমান অপব্যবহার করেছে।

আরও পড়ুনঃ ভারতের চাপে মাথা নত করল পাকিস্তান

ভারতীয় বায়ুসেনার তরফে গত বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার দ্বারা ধবংস করা এফ ১৬ বিমানের ধবংসাবশেষ প্রমান হিসেবে তুলে ধরে, যা মার্কিন সংস্থার তৈরি। বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের পরিপ্রেক্ষিতে পাকিস্তান যে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছে, তা পরিষ্কার। পাকিস্তান যদিও এফ ১৬ ব্যবহার করার দায় অস্বীকার করেছে।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

মার্কিন প্রশাসনিক দপ্তর এই ব্যাপারে নিশ্চিত হতে পাকিস্তানের কাছে আরো রিপোর্ট তলব করেছে। এর সাথে আরও জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের বিরুদ্ধে মার্কিন সংস্থার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান আমেরিকার সাথেও চুক্তি লঙ্ঘন করেছে।

আরও পড়ুনঃ ভারতীয় সাবমেরিনের ভয়ে কাঁপছে পাকিস্তান

মঙ্গলবার মার্কিন প্রশাসনিক দপ্তরের এক মুখপাত্র জানান, তারা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছেন। তিনি জাসনান, এফ ১৬ যুদ্ধ বিমান ব্যবহারের মেয়াদ চুক্তি অনুযায়ী শেষ হলেও পাকিস্তান তা মানেনি। তবে যাবতীয় চুক্তির ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেন নি। দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু বিষয় তিনি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করতে চান নি।

আরও পড়ুনঃ মুম্বাই হামলার মত ফের জলপথে জঙ্গি হামলার ছক

উল্লেখ্য ১৪ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠনের হানায় ৪৯ জন জওয়ান শহীদ হন। ২৬ শে ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায় জইশের হেড কোয়ার্টার লক্ষ্য করে। তারপরেই যুদ্ধের আবহ তৈরি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ফের বেলাগাম সিধু https://thenewsbangla.com/congress-leader-sidhu-creates-controversy-again-on-iaf-surgical-strike/ Mon, 04 Mar 2019 11:42:58 +0000 https://www.thenewsbangla.com/?p=7462 পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানা নিয়ে কেন্দ্রের ওপর বিরোধীদের আক্রমন চলছেই। ্পুলওয়ামায় হামলার পরেই পাকিস্তানের সাথে আলোচনার প্রস্তাবে বসার পরামর্শ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। এবার মৃত জঙ্গিদের পরিসংখ্যান ও বায়ুসেনার লক্ষ্যভেদ নিয়েও প্রশ্ন তুলে আরেকবার বিতর্কে জড়ালেন সিধু।

কেন্দ্র সরকারকে কটাক্ষ করতে গিয়ে সিধু মন্তব্য করেন, বায়ুসেনা কি ঠিকমত লক্ষ্যভেদ করতে পেরেছে, নাকি শুধু গাছ উপড়ে ফেলে ফিরে এসেছে!

উল্লেখ্য, পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পরেই পাকিস্তানের তরফে কারো মৃত্যুর কথা অস্বীকার করা হয় এবং কয়েকটি গাছের ছবি প্রকাশ করা হয়। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, ভারত কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি, কয়েকটি গাছ ফেলে দিয়েই ভারতীয় বায়ুসেনা ফিরে গেছে।

এরপর মৃতদের সঠিক সংখ্যা কত, তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়। ভিন্ন ভিন্ন সংখ্যাভিত্তিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন। মিথ্যা পরিসংখ্যান দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করারও অভিযোগ তোলেন তিনি। মৃতদের সংখ্যাকে বাড়িয়ে বলাকে সিধু নির্বাচনী চমক বলে মন্তব্য করেন।

বায়ুসেনার তরফে ইতিমধ্যেই বলা হয়েছে যে, মৃতদেহ গোনা বায়ুসেনার কাজ নয়, তাদের উদ্দেশ্য আসল লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং তারা এই উদ্দেশ্য পালনে সফল হয়েছেন। বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া যখন পরিষ্কার করেই অন্যান্য বিরোধীদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তখন বায়ুসেনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে পুনরায় বিতর্কের জন্ম দিলেন এই কংগ্রেস নেতা।

মাত্র ১৯ মিনিট সময় লেগেছে। তার মধ্যেই কাজ শেষ। পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের ১২টি মিরাজ ফাইটার জেট ১০০০ কেজি বোমা ফেলে ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের মাটিতে থাকা গড়ে ওঠা সব জঙ্গি ট্রেনিং ক্যাম্প। পুলওয়ামা কাণ্ডের যোগ্য জবাব দিয়েছিল ভারত। নিকেশ ২৫০ থেকে ৩০০ জঙ্গি, এমনটাই দাবি ছিল। ১৯ মিনিটের অপারেশনে মাজা ভেঙ্গে গেছে পাকিস্তানের, বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়েছে।

মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। মৃত ৩০০ জঙ্গি।

]]>
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব দিলেন বায়ুসেনা প্রধান https://thenewsbangla.com/air-chief-marshal-bs-dhanoa-clears-surgical-strike-confusion-on-pakistan/ Mon, 04 Mar 2019 10:25:45 +0000 https://www.thenewsbangla.com/?p=7439 পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকে ঠিক কতজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা এখনই কাটছে না। সার্জিক্যাল স্ট্রাইকের পরেই কেন্দ্রের বিরোধী দলগুলো মৃতদের সঠিক পরিসংখ্যান কত, সেই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। আদৌ সঠিক লক্ষ্যে আঘাত হানা হয়েছে কিনা, সেই বিষয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

ভারতীয় বায়ুসেনার তরফে যদিও জানানো হয়েছিলো, সঠিক সময়ে প্রমান উপস্থাপন করবে সরকার। কিন্তু এতে রাজনৈতিক তরজা কিছুতেই থামছে না। আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমের রিপোর্টে হতাহতের সংখ্যা নিয়ে পরিষ্কার করে কিছু উল্লেখ না করায় জল্পনা আরো বেড়েছে।

কেন্দ্র সরকার বিরোধী দলগুলোকে টার্গেট করে সেনাবাহিনীর প্রতি অবিশ্বাসের বাতাবরন তৈরির অভিযোগ এনেছে। এই অবস্থায় মুখ খুললেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।

সার্জিক্যাল স্ট্রাইকের ফলে কতজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে, সেই প্রশ্নের জবাবে ধানোয়া বলেন, বায়ুসেনার কাজ সঠিক লক্ষ্যে আঘাত হানা। মৃতদেহ গুনে দেখা বায়ুসেনার কাজ নয়। নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানা সম্ভব হয়েছে। বায়ুসেনা সেদিক থেকে সফল৷ তিনি আরও বলেন, কতজনের মৃত্যু হয়েছে, সেই পরিসংখ্যানের হিসেব সরকার দেবে।

মাত্র ১৯ মিনিট সময় লেগেছে। তার মধ্যেই কাজ শেষ। পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতের ১২টি মিরাজ ফাইটার জেট ১০০০ কেজি বোমা ফেলে ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানের মাটিতে থাকা গড়ে ওঠা সব জঙ্গি ট্রেনিং ক্যাম্প। পুলওয়ামা কাণ্ডের যোগ্য জবাব দিয়েছিল ভারত। নিকেশ ২৫০ থেকে ৩০০ জঙ্গি, এমনটাই দাবি ছিল। ১৯ মিনিটের অপারেশনে মাজা ভেঙ্গে গেছে পাকিস্তানের, বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়েছে।

মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। মৃত ৩০০ জঙ্গি।

এরপরেই এই অপারেশনের প্রমাণ চায় বিরোধীরা। মমতা, কেজরি হয়ে সিধু সবাই প্রমান চান। কেন্দ্র সরকার বিরোধী দলগুলোকে টার্গেট করে সেনাবাহিনীর প্রতি অবিশ্বাসের বাতাবরন তৈরির অভিযোগ এনেছে। এই অবস্থায় মুখ খুললেন এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া।

]]>
সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা https://thenewsbangla.com/indian-air-force-has-killed-masood-azhar-with-terrorists-in-the-surgical-strike/ Sun, 03 Mar 2019 09:00:08 +0000 https://www.thenewsbangla.com/?p=7378 বড় প্রশ্ন উঠছে? আরও বড় সাফল্য কি লুকিয়ে রয়েছে ভারতের জন্য? সেরকমটাই এখন মনে করা হচ্ছে। গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা? দেশি বিদেশি বেশ কিছু সংবাদমাধ্যমের সাংবাদিকরা রবিবার সেরকমই বলছেন। এই নিয়ে গোপনিয়তা নিয়েছে পাকিস্তান প্রশাসনও। তাদের দাবি কিডনির অসুখ নিয়ে পাক সেনা হাসপাতালে ভর্তি ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার।

আরও পড়ুনঃ পাকিস্তান ছাড়ার আগে অভিনন্দন বর্তমানের পাশে ভদ্রমহিলা কে

গত মঙ্গলবার ভোর ৩.৩০ এ শুরু হয় অপারেশন। ভোর সাড়ে তিনটেয় ভারতীয় বায়ুসেনার হিন্ডন এয়ারবেস থেকে আকাশে ওড়ে ১২টি মিরাজ ২০০০ জঙ্গিবিমান পাকিস্তানের বালাকোট এ প্রথম হামলা করে বিমান বাহিনী ভোর ৩.৪৫-৩.৫৩ এর মধ্যে। মুজাফরাবাদ এ ৩.৪৮-৩.৫৫। ও চাকোটিতে বোমা ফেলে ৩.৫৮ থেকে ৪.০৪ এর মধ্যে। ১৯ মিনিটের অপারেশনে সম্পূর্ণ বিধ্বস্ত সীমান্ত পাড়ের পাক জঙ্গি ঘাঁটিগুলি। দাবি করা হয় মৃত্যু হয়েছে ৩০০ থেকে ৩৫০ জঙ্গির। এই অপারেশনে জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কোমড় ভেঙ্গে গেছে, ভারতীয় বিমান বাহিনী সুত্রে এমনটাই জানান হয়।

আরও পড়ুনঃ ভারতকে হেয় করতে পাকিস্তানের মিথ্যা দাবিতে বেঘোরে প্রাণ গেল পাক পাইলটের

এর মধ্যে আছে বালাকোটে একটি জইশ ই মহম্মদের বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প। সেটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় বিমান বাহিনী। সেখানে ২৫০র উপর জঙ্গি নিকেশ হয়েছে বলেই জানা গেছে। জানা গিয়েছে, বালকোট সেক্টরে পাকিস্তানে জঙ্গিদের কন্ট্রোল রুম গুঁড়িয়ে দিয়েছে ভারত। এছাড়াও একাধিক জঙ্গি শিবিরে চরম প্রত্যাঘাত এনেছে ভারতীয় বায়ুসেনা। বালাকোটে এই ক্যাম্প থেকেই ভারতে পাক জঙ্গিদের নিয়ন্ত্রন করত জইশ ই মহম্মদ কর্তারা। ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এ শেষ হয়ে যায় সব।

আরও পড়ুনঃ জওয়ানদের হত্যার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাক আইএসআইয়ের

তারপর থেকেই পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয় ফাঁকা মাঠে বোমা ফেলেছে ভারত। কিন্তু ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ঠিক জায়গায় ‘হিট’ করেছে ভারতীয় বিমান। পাকিস্তানে থাকা ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো পরিষ্কার জানিয়ে দিয়েছেন, “ভারতের বায়ুসেনা জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে”।

আরও পড়ুনঃ ভারতকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেল, মুখ ও মুখোশের আড়ালে পাকিস্তান

ইতালির সাংবাদিক ফ্রান্সিকা মারিনো জানিয়েছেন, তিনি ওইদিন বালাকোটের ওই অঞ্চলে গিয়েছিলেন। যে ক্যাম্পে বোমা ফেলেছিল ভারত সেখান থেকে অনেক জঙ্গির লাশ বের করা হয়েছে। ঘটনার পর পাক সেনা গোটা এলাকা ঘিরে রেখেছিল কাউকে সেখানে ঢুকতে দেয়নি। যারা ফটো তোলার চেষ্টা করে তাদের সবার মোবাইল কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনা অভিনন্দনের স্ত্রী সাজিয়ে নোংরা রাজনীতি মোদী বিরোধীদের

এবার মনে করা হচ্ছে, বিমান হানার সময় ওই ক্যাম্পেই ছিলেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। মাসুদকেও ওই ক্যাম্পের সঙ্গেই উরিয়ে দিয়েছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে। যাকে বলে ‘প্রাইজ ক্যাচ’। বিমান হানার বোনাস। গত দুদিন ধরেই পাকিস্তান বলে চলেছে কিডনির সমস্যায় পাক সেনা হাসপাতালে ভর্তি মাসুদ আজাহার। কিন্তু মনে করা হচ্ছে, মাসুদ আজাহার ইতিমধ্যেই খতম হয়েছে ভারতের বিমান বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে।

আরও পড়ুনঃ কাশ্মীরে লড়ছে মরছে সেনা আর তাঁদের নিয়ে চলছে মুনাফার মারপিট

আসলে গত মঙ্গলবার ভোরের সার্জিক্যাল স্ট্রাইকেই খতম হয়ে গেছে ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার। জঙ্গিদের মনোবল নষ্ট হয়ে যাবে আর ভারতের কাছে এইভাবে ল্যাজেগোবরে হবার কথা প্রকাশ্যে এলে গোটা ভারতেই ছড়িয়ে থাকা পাক জঙ্গিরা ভয় পেয়ে যাবে, তাই এই ঘটনা প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে স্যাটেলাইট ছবিতে প্রমাণ হয়ে গেছে যে জইশ ই মহম্মদের একটি বড় জঙ্গি ট্রেনিং ক্যাম্প সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে যেখানে অনেক জঙ্গির মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতীয় সেনার সাহস ও বীরত্ব দেখিয়ে দেশে ফিরলেন অভিনন্দন

এখন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড জঙ্গি’ মাসুদ আজাহার এই হামলায় মারা গেছে কি যায়নি সেটা কয়েকদিন পরেই জানা যাবে। ঘটনা সত্যি হলে দুদিন পরই পাকিস্তান ঘোষণা করবে, কিডনি সমস্যায় মারা গেছেন মাসুদ আজাহার। আর সেটা হলে জানতে হবে, গত মঙ্গলবার সার্জিক্যাল স্ট্রাইকে মাসুদ আজাহারকেও কি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেটা হলে, এই সার্জিক্যাল স্ট্রাইককে একশ শতাংশ সফল বলা যাবে।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মমতার সন্দেহকে হাতিয়ার পাক মিডিয়ার https://thenewsbangla.com/mamata-banerjees-doubt-of-surgical-strike-by-iaf-used-by-pakistan-media/ Fri, 01 Mar 2019 14:46:35 +0000 https://www.thenewsbangla.com/?p=7295 পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই প্রত্যাঘাতের জন্য কেন্দ্র সরকারের ওপর ক্রমশ চাপ বাড়া এবং তার পরিপ্রেক্ষিতে গত ২৬শে ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার তরফ থেকে পাকিস্তানের ৮০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে বালাকোটে সহ তিন জায়গায় সার্জিক্যাল স্ট্রাইক চালান হয়। বায়ুসেনার তরফে জানানো হয়, এতে মাসুদ আজহারের দাদা, ভাই এবং শ্যালক সহ ৩০০-৩৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। বায়ুসেনা প্রধান পরিস্কার জানিয়ে দেন, সব প্রমাণ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বন্দি হয়েও ভারতীয় বায়ুসেনা অভিনন্দন এর সাহস দেখে কেঁপে গেল পাকিস্তান

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই মৃতদেহের সংখ্যা ও বায়ুসেনার ঠিক জায়গায় বোমা ফেলা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এই অপারেশনের প্রমান দেখাতে বলেছেন। এর আগে মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলে মন্তব্য করেছিলেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানা সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব কিছুই জানতেন। জেনেশুনেও তিনি জওয়ানদের নিরাপত্তার ব্যবস্থা করেন নি। ভারতের প্রথম শ্রেনীর একটি সংবাদমাধ্যমে প্রচারিত মমতার মন্তব্যের এই খবরকেই হাতিয়ার করেছে পাকিস্তানের প্রথম শ্রেনীর সংবাদমাধ্যম “দ্য এক্সপ্রেস ট্রিবিউন”।

আরও পড়ুনঃ পাকিস্তানের হাতে যুদ্ধবন্দি ভারতের যুদ্ধবিমান পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন

পাকিস্তানের এই পত্রিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর এই অভিযোগকেই তুলে ধরা হয়েছে। পুলওয়ামায় জঙ্গিহানার পরেই পাকিস্তানের দিকে আঙুল তুলে কাশ্মীরে ৪৯ জন জওয়ানের মৃত্যুর জন্য দায়ী জইশ ই মুহম্মদ জঙ্গি সংগঠনকে পাকিস্তানের মদত দানের অভিযোগ তোলা হয়। ঠিক তার পরের দিনই মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, নরেন্দ্র মোদী এই হামলার জন্য দায়ী এবং জেনে শুনেও প্রধানমন্ত্রী এই আক্রমণ ঠেকানোর কোনো ব্যবস্থা করেননি।

আরও পড়ুনঃ যা হয়েছে তা ট্রেলার, আসল ফিল্ম এখনও বাকি বললেন নরেন্দ্র মোদী

পুলওয়ামার আক্রমন ঠেকাতে প্রধানমন্ত্রী মোদী কোন ব্যবস্থা নেয়নি কেন, মমতার এই দাবিকে হাতিয়ার করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছিলেন, গোয়েন্দা বিভাগ আগে থেকে সতর্ক করা সত্ত্বেও কিভাবে কোন চেকিং ছাড়াই গাড়িগুলোকে সাধারণ ভাবে ছেড়ে দেওয়া হচ্ছিলো? ভোটে জেতার জন্যই নরেন্দ্র মোদী যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছেন বলে অভিযোগ জানান মমতা, যা ঐ পাকিস্তানি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ যুদ্ধের উত্তেজনা ভারত পাক সীমান্তে নামল ট্যাঙ্ক, সমুদ্রে প্রস্তুত যুদ্ধজাহাজ

পুলওয়ামার হামলার বাইরেও আরও কিছু বক্তব্যকে তুলে ধরা হয়েছে “দ্য এক্সপ্রেস ট্রিবিউন” নামের পাক সংবাদমাধ্যমে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বিজেপির বিরুদ্ধে পয়সা ঢেলে নেতা কেনার অভিযোগ তোলেন। বোরখা পরিয়ে ছেলেধরা সাজিয়ে বাচ্চা চুরির ঘটনা রটিয়ে দাঙ্গা লাগানোর অভিযোগও তোলেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্টের এই সমস্ত ইস্যুকেই হাতিয়ার করা হয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যমে। বাংলার মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে পাকিস্তানি সংবাদমাধ্যম হাতিয়ার করায় নিন্দায় সরব হয়েছেন ভারতীয়রা।

আরও পড়ুনঃ ভারতের কূটনৈতিক চাপে পাকিস্তান ফেরাচ্ছে পাইলট অভিনন্দনকে

আর এবার বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মমতার সন্দেহকে হাতিয়ার করল পাক মিডিয়া। জানান হয়েছে, ‘ভারত সরকারের দাবি কতটা ভুয়ো তা প্রমাণ করে দিল ভারতেরই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী’। আর এতেই বিশ্ব জুড়ে মুখ পুড়েছে দেশের। পাকিস্তান হাতিয়ার করেছে মমতার এই সন্দেহকেই।

আরও পড়ুনঃ ফের ভারতের আকাশে পাক বিমান, জবাব পেয়ে ঘুরে পালাল
আরও পড়ুনঃ যুদ্ধ লাগলে বাঁচতে সীমান্তে ১৪ হাজার বাঙ্কার নির্মাণ করছে ভারত
আরও পড়ুনঃ পাকিস্তানে ভারতের বিমানহানার সময় জন্ম নবজাতকের নাম মিরাজ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>