Surgical Strike again – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 15 Mar 2019 10:28:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Surgical Strike again – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সীমান্ত পেরিয়ে আবার জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের https://thenewsbangla.com/india-conducts-surgical-strikes-against-terrorists-inside-the-myanmar/ Fri, 15 Mar 2019 10:20:46 +0000 https://www.thenewsbangla.com/?p=8513 সীমান্ত পেরিয়ে আবার সার্জিক্যাল স্ট্রাইক ভারতের। তবে এবার পাকিস্তানে নয়। এবার মায়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারত। তবে সরকারি সূত্রে এখনও কিছু জানান হয়নি এই বিষয়ে।

পুলওয়ামা কান্ডের রেশ এখনও কাটেনি। কাশ্মীরের পুলওয়ামায় ঠিক এক মাস আগে গত ১৪ই ফেব্রুয়ারি ভারতীয় জওয়ানদের ওপর হামলা চালায় জইশ ই মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন। শহিদ হন ৪৯ জন জওয়ান। তার পরিপ্রেক্ষিতে ২৬শে ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। আর এবার সার্জিক্যাল স্ট্রাইক চালান হল ভারত মায়ানমার সীমান্তে। ২০১৫ ও ২০১৮ সালের পর পুনরায় মায়ানমার সীমান্তে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাল ভারত।

আরও পড়ুনঃ মসজিদে বন্দুকধারীর গুলি বৃষ্টি, হতাহত বহু

জানা গেছে, মায়ানমার ভূখন্ডে ভারত মায়ানমার সীমান্তের কাছে ভারত ও মায়ানমায়ের যৌথ উদ্যোগে রোহিঙ্গা ও নাগা জঙ্গিদের ওপর আঘাত হানা হয়। ভারত মায়ানমার সীমান্তের বিস্তৃত অংশ ঘন বনাঞ্চলে আবৃত। আর সেখানেই গড় উঠেছিল বেশ কয়েকটি রোহিঙ্গা ও নাগা জঙ্গি ঘাঁটি। এই সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো থেকে ক্রমাগত মায়ানমারের অভ্যন্তরে অচলাবস্থা তৈরি করা হচ্ছিল এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় অপরাধে প্রশ্রয় দেওয়ায় এদের প্রত্যক্ষ মদত ছিল।

আরও পড়ুনঃ ফের তৃণমূলের বড় উইকেট পতনের সম্ভাবনা, বিজেপিতে যোগদানের জল্পনা

অবশেষে জঙ্গিদের ঘাঁটিগুলো ধংস করার সিদ্ধান্ত নেওয়া হয় যৌথ তরফে। এরপর গত দুই সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়। পাক জঙ্গি সংগঠনগুলি এই রোহিঙ্গা ও নাগা জঙ্গিদের সাহায্যে মায়ানমারের পাশাপাশি ভারতেও জঙ্গি হামলা ঘটাতে পারে বলেই আশঙ্কা ছিল ভারতীয় গোয়েন্দাদের। এইজন্য এই জঙ্গি ঘাঁটি গুলি ধ্বংস করা দরকার ছিল।

আরও পড়ুনঃ অর্জুনকে ওপেন চ্যালেঞ্জ অভিষেকের, দীনেশ ত্রিবেদীকে ২ লাখ ভোট জেতাব

মিজোরাম লাগোয়া মায়ানমার সীমান্তে বহুদিন ধরেই সক্রিয় আরাকান আর্মি। সম্প্রতি ভারত মায়ানমারের সাথে উন্নত যোগাযোগের লক্ষ্যে বেশ কিছু প্রকল্প গড়ে তোলে এইজায়গায়। কিন্তু আরাকান আর্মি ও নাগা সন্ত্রাসবাদীরা এই কাজে বাধার সৃষ্টি হচ্ছিল। তার পরিপ্রেক্ষিতেই মায়নামারের সঙ্গে যৌথ ব্যবস্থা নেয় ভারত। এই সন্ত্রাসবাদীদের পেছনে পাক ও চিনের মাথাও কাজ করছে বলে গোয়েন্দাদের তরফে জানান হয়েছিল।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

এর ফলে শুধু ভারত পাক সীমান্তে নয়, ভারতের সব সীমান্তেই জঙ্গি গোষ্ঠী ধ্বংস করার লক্ষ্যে ফের সফল ভারতীয় সেনা। পুলওয়ামা কান্ডের পরেই ভারতের তরফে ঘোষণা করা হয়েছিল যে ভারতের যেকোন সীমান্তেই জঙ্গি কার্যকলাপ ধ্বংস করা হবে। তার পরেই প্রথমে পাকিস্তান ও পরে মায়ানমার সীমান্তে ধ্বংস করা হল জঙ্গি ঘাঁটি।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে https://thenewsbangla.com/surgical-strike-again-in-pakistan-before-the-lok-sabha-poll-said-mamata-banerjee/ Mon, 11 Mar 2019 14:05:57 +0000 https://www.thenewsbangla.com/?p=8125 “লোকসভা ভোটের আগে এপ্রিলে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”, সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, তাঁর কাছে খবর আছে নরেন্দ্র মোদী সরকার ভোটের আগেই পাকিস্তানে আরও একটা স্ট্রাইক করবে। মমতা বোঝান, ভোটে ফায়দা লাভের জন্য বিজেপি আবার একটা সার্জিক্যাল স্ট্রাইক এর নাটক করবে। বিজেপির কথাতেই ৭ দফায় লোকসভা ভোট হচ্ছে বাংলায়, পরিস্কার জানিয়ে দিলেন মমতা।

আরও পড়ুনঃ পাকিস্থান চিনকে ভয় দেখিয়ে বালাশোরে পিনাক রকেট ছুঁড়ল ভারত

বাংলায় ৭ দফায় ভোট নিয়ে বিজেপিকে ঠুকলেন মমতা। সোমবার সন্ধ্যায় নবান্নে মমতা জানান, বিজেপির পরিকল্পনাতেই বাংলায় ৭ দফায় ভোট হচ্ছে। তিনি জানান, “তাতে তৃণমূলের কোন সমস্যা হবে না। ভালই হয়েছে, আমি সময় নিয়ে গোটা রাজ্যে প্রচার করতে পারব”।

আরও পড়ুনঃ মমতাকে মুকুলের ভয় দেখিয়ে কি রাজ্যে মন্ত্রী হচ্ছেন অর্জুন

এরপরেই তিনি জানান, “লোকসভা ভোটের আগে পাকিস্তানে ফের একটা স্ট্রাইক হবে”। মোদী সরকার সেটা করাবে। তিনি এটাই বলতে চান যে, ভোটের বাজারে নিজেদের প্রচার করতেই এটা করবে মোদী সরকার। তবে এই স্ট্রাইক কি ধরণের হতে পারে তা আর খোলসা করেননি তিনি।

এর আগে ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ ও ২৬ শে ফেব্রুয়ারী ২০১৯ দুবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। ২৯ শে সেপ্টেম্বর ২০১৬ তে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক করে। ধ্বংস করা হয় জঙ্গি ঘাঁটি।

আরও পড়ুনঃ রমজান মাসে নির্বাচনে কোনও সমস্যা নেই, ববিকে পাল্টা দিলেন ওয়েসি

২৬ শে ফেব্রুয়ারী ২০১৯, পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে ভারতের বিমান বাহিনী। সবুজ সংকেতের অপেক্ষাতেই ছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক যেন প্রথম সার্জিক্যাল স্ট্রাইকের পুনরাবৃত্তি। তবে এবার মাটিতে নয়। আকাশপথে। পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় যুদ্ধবিমান। পুলওয়ামা কাণ্ডের বদলা নিতে এক হাজার কেজি বোমা ফেলে গুঁড়িয়ে দেওয়া হয় পাক মাটিতে তৈরি হওয়া একাধিক জঙ্গি ঘাঁটি। হামলার কথা স্বীকার করে নেয় পাকিস্তানও।

আরও পড়ুনঃ সুব্রত বক্সির বদলে কলকাতা দক্ষিণ কেন্দ্রে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়

পুলওয়ামা জঙ্গি হামলার পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, ভারত এর উপযুক্ত জবাব দেবে। পাশাপাশি তিনি জানান, সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে। এরপরই পাকিস্তানের মাটিতে ঢুকে যাবতীয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা।

আরও পড়ুনঃ যোগ্য প্রার্থীর অভাবে চোখে সর্ষে ফুল রাজ্য বিজেপির, প্রার্থীর খোঁজে বৈঠক দিল্লিতে

তারপরেই এই নিয়ে শুরু হয় রাজনৈতিক লড়াই। ভোটের মুখে ফায়দা তোলার চেষ্টা করছে মোদী সরকার, অভিযোগ ওঠে বিরোধীদের তরফ থেকে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটা স্ট্রাইক হবে বলে দাবি করলেন। মমতার বক্তব্য শোনার পরেই সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। “মমতা সব জেনেই বসে আছেন”, জানিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। “মমতা সেনাকে নিয়ে রাজনীতি করছেন, মানুষ এর জবাব দেবে”, জানিয়েছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ বাংলার কোন লোকসভা আসনে কবে ভোট দেখে নিন
আরও পড়ুনঃ লোকসভা ভোটে বিজেপির একমাত্র ভরসা সেই নরেন্দ্র মোদীই
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে নজিরবিহীন ৭ দফা ভোটে সুবিধা বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>