Supreme Court – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 11 May 2022 07:34:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Supreme Court – The News বাংলা https://thenewsbangla.com 32 32 স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টে স্থগিত, ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন https://thenewsbangla.com/independent-india-supreme-court-suspended-british-era-sedition-law/ Wed, 11 May 2022 07:33:25 +0000 https://www.thenewsbangla.com/?p=15043 স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টে স্থগিত; ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইন। আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন; এখন এই আইনে কোনও মামলা নয়, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের পর্যালোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও মামলা রুজু করা যাবে না; বলে জানাল দেশের শীর্ষ আদালত। ইতিমধ্যেই এই রাষ্ট্রদ্রোহ আইনে যে সমস্ত মামলা রুজু হয়েছে; তার প্রেক্ষিতে কাউকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্র অথবা রাজ্য সরকার। এছাড়া, রাষ্ট্রদ্রোহ আইনে যাঁরা জেলে বন্দি রয়েছেন; তাঁরাও জামিনের জন্য আবেদন করতে পারবেন, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন। রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে ১২৪এ একটি জামিন-অযোগ্য ধারা; এই ধারায় তিন বছর থেকে যাবজ্জীবন সাজার বিধান আছে। কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত; রাষ্ট্রদ্রোহ আইনে কোনও মামলা নয়, এবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বুধবার অন্তর্বর্তীকালীন এই নির্দেশ জারি করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্না বলেছেন; “যতদিন ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারার পুনর্বিবেচনার প্রক্রিয়া শেষ হচ্ছে; ততদিন এই ধারাটি স্থগিত রাখা ঠিক হবে”।

গত মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে প্রশ্নের মুখে; সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা দেয় কেন্দ্র। তাতে জানানো হয়, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হবে। হলফনামায় কেন্দ্র জানায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন বিলোপের পক্ষে। স্বাধীনতার ৭৫ বছরে, ‘আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যেই; এই আইন বিলোপ জরুরি। তাই ভারতীয় দণ্ডবিধির ১২৪(এ) ধারা পুনরায় পরীক্ষা ও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কোন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র।

এর আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, “রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই; তবে প্রয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশিকা প্রয়োজন”। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যদের বেঞ্চ বলেছে; “এটা স্পষ্ট যে ১২৪এ ধারা সময়োপযোগী নয়; ঔপনিবেশিক শাসনের লক্ষ্যে সেই ধারা চালু করা হয়েছিল। আমাদের আশা, যখন বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে; ততক্ষণ ভারতীয় দণ্ডবিধির ১২৪এ ধারায় কোনও এফআইআর দায়ের করা, তদন্ত চালু রাখা বা পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার”।

এই প্রসঙ্গে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমারের মত; “স্বাধীন দেশে রাষ্ট্রদ্রোহ আইন একেবারেই অপ্রয়োজনীয়; ব্রিটিশ জমানার এই আইনের অপব্যবহার নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল”।

]]>
হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে স্থানিয় ভাষা ব্যবহারে জোর প্রধানমন্ত্রী মোদীর https://thenewsbangla.com/hindi-english-exclude-pm-modi-insists-to-encourage-local-language-in-state-courts/ Sat, 30 Apr 2022 07:14:27 +0000 https://www.thenewsbangla.com/?p=15009 হিন্দি ইংরেজি নয়, রাজ্যের আদালতে; স্থানিয় ভাষা ব্যবহারে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিনকয়েক আগেই অমিত শাহ, দেশে ইংরেজির বিকল্প হিসেবে; হিন্দিকে গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে; দেশের সব মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। এই পরিস্থিতিতে, এবার সম্পূর্ণ ভিন্ন সুর; প্রধানমন্ত্রী মোদীর গলায়। দেশের বিচার ব্যবস্থাকে আরও উন্নত করতে; আঞ্চলিক ভাষা ব্যবহারের উপরেই জোর দিলেন মোদী। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে, এক সম্মেলনে এমনটাই বললেন তিনি।

ঠিক কী বলেছেন মোদী? শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে; বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। যোগ দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকাল সাড়ে ১০টায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে ভাষণ দেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রমানা ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের বিচারপতিদের যৌথ সম্মেলনে, মোদী বলেন; “আদালতে আঞ্চলিক ভাষা ব্যবহারে জোর দিতে হবে আমাদের; এর ফলে আমজনতার বিশ্বাস বাড়বে দেশের বিচার-ব্যবস্থার প্রতি। বিচার-ব্যবস্থার সঙ্গে আরও বেশি করে; সংযোগ অনুভব করবেন তাঁরা”।

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে; হিন্দি আগ্রাসনের অভিযোগ বারবার উঠেছে। সেই বিতর্কই নতুন করে উসকে দিয়েছে; অমিত শাহর সাম্প্রতিক মন্তব্য। বহু ভাষা ও মিশ্র সংস্কৃতির দেশ ভারতে; হিন্দিকে জাতীয় ভাষা করার কথা বলে ক্ষোভের মুখে পড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও শাসক দল বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ইংরেজির বিকল্প হিসেবে হিন্দিকে গ্রহণ করার; আবেদন জানাতে দেখা গিয়েছিল তাঁকে। এরপরই ব্যপক সমালোচনা শুরু হয় দেশ জুড়ে। দক্ষিণের রাজ্যগুলি, শাহর এহেন হিন্দি আগ্রাসনের প্রতিবাদে সরবও হয়েছিল।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন; কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন; কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মত রাজনৈতিক ব্যক্তিত্ত্ব থেকে শুরু করে সুরকার এ আর রহমানের মতে প্রখ্যাত ব্যক্তিরাও, অমিত শাহর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী; পদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীও তীব্র প্রতিবাদ জানান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; এর প্রতিবাদ করেছেন। এরপরই শনিবার প্রধানমন্ত্রী মোদীর এহেন মন্তব্য; সেই বিতর্কে রাশ টানার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

]]>
মানুষের ক্ষতি করে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নয় জানাল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-refuses-to-pass-order-on-security-for-doctors-in-government-hospitals/ Tue, 18 Jun 2019 10:36:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14043 ডাক্তার সুরক্ষার জন্য যখন তৎপর নবান্ন; লালবাজারও প্রস্তুত সুরক্ষা দিতে; তখনই উল্টো পথে হেঁটে রায় দিল সুপ্রিম কোর্ট। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে;আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই আবেদন নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত।

এদিন আদালত স্পষ্ট জানিয়ে দেন; ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে; সাধারণ মানুষকে অবহেলা করা যাবে না। সুপ্রীম কোর্ট বলেন; শুধুমাত্র ডাক্তারদের দৃষ্টিকোণ থেকে নয়; পরিস্থিতিটির “সামগ্রিক দৃষ্টিভঙ্গি” মাথায় রাখতে হবে। নাগরিকদের সমস্যায় ফেলে; আদালত ডাক্তারদের সুরক্ষা দিতে পারবে না বলে জানায়। তবে তারা ডাক্তার-সুরক্ষার বিরুদ্ধে নন।

আরও পড়ুন: সংবিধানের বাইরে গিয়ে শপথে গুরুর নাম যোগ করলেন সাংসদ

বেঞ্চ জানায়; ডাক্তারদের সুরক্ষা বিষয়টি গুরুতর এবং তা নিয়ে আলোচনা প্রয়োজন।কিন্তু এই মুহূর্তে ঘটনাটি অত্যন্ত জরুরি নয়। বিচারপতি দীপক গুপ্ত ও সূর্য কান্ত জানান; ”পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে চলা ডাক্তার ও চিকিৎসাকর্মীদের কর্মবিরতির জন্যই আজ; মঙ্গলবার শুনানি দিতে রাজি হয়েছিলাম। কর্মবিরতি যখন উঠে গেছে; তখন কোন তাড়াহুড়ো নেই পিটিশন দাখিলে”।

আরও পড়ুন: কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, ভারতীয় সেনার হাতে নিকেশ তিন জঙ্গি

কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজে; এক রোগী মৃত্যু ঘিরে শুরু হয় চিকিৎসা সংকট। মৃতের পরিবার জুনিয়ার ডাক্তারদের উপর চড়াও হয়। মাথার খুলির হাড় ভেঙ্গে দেওয়া হয়; এক জুনিয়ার ডাক্তারের। ১১ই জুন থেকে সুরক্ষার দাবীতে; কর্মবিরতি ঘোষণা করে জুনিয়ার ডাক্তাররা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর; এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা হরতাল ডাকেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তার আশ্বাস দেন।

আরও পড়ুন: লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

এনআরএস মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ায় গোটা দেশ। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন শুক্রবার কর্মবিরতি দিয়ে প্রতিবাদ শুরু করে। রবিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দায় তাঁরা।

মঙ্গলবার এআইএমএস-এ ডাক্তার এসোসিয়েশনের জানায়; “পশ্চিমবঙ্গের ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তে সহমত হয়ে এআইএমএসের ডাক্তরাও তাদের দায়িত্বে ফিরবেন যত তাড়াতাড়ি সম্ভব”। তাঁরা এও জানান; “আমরা আন্তরিকভাবে আশা করি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী; কেন্দ্রীয় সরকার শীঘ্রই ডাক্তারের নিরাপত্তা সম্পর্কিত একটি নতুন কেন্দ্রীয় আইন আনবে। তিনি ব্যর্থ হলে ভবিষ্যতে আবার ধর্মঘট করতে বাধ্য হব আমারা।”

]]>
যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার https://thenewsbangla.com/supreme-court-orders-in-former-police-commissioner-rajiv-kumar-case/ Fri, 17 May 2019 05:27:33 +0000 https://www.thenewsbangla.com/?p=13005 সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন মমতার প্রিয় অফিসার; আইপিএস ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। যে কোন দিনই গ্রেফতার হবেন রাজীব কুমার। রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না; এই রক্ষাকবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

তবে সাত দিন সময়সীমা; দেওয়া হয়েছে রাজীব কুমারকে। এর মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারবেন। তবে শুক্রবার থেকেই রাজীব কুমারকে নজরবন্দী করে রেখেছে সিবিআই। নিজেদের হেফাজতে নিয়ে এবার রাজীব কুমারকে; জেরা করতে পারবে সিবিআই।

আরও পড়ুনঃ বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হল দিল্লির স্বরাষ্ট্র দফতরে

রাজীব কুমারকে নিয়ে সিবিআই মমতা; বা রাজ্য কেন্দ্র সংঘর্ষ অনেক দিন ধরেই চলছে। গত বুধবার নির্বাচন কমিশন; সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে বলাই যায়। এডিজি সিআইডির পদ থেকে সরিয়ে; রাজীব কুমারকে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন।

বাংলা থেকে সরিয়ে রাজীব কুমারকে পাঠান হয়েছে দিল্লিতে; কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরে। বৃহস্পতিবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দিতে হবে; দিল্লিতে স্বরাষ্ট্র দফতরে, এমনটাই নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁর রক্ষাকবচ তুলে নিল দেশের শীর্ষ আদালত। এর ফলে প্রবল চাপে; মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পুলিশ অফিসার।

সারদা কাণ্ডে তাঁকে নিয়ে উত্তাল হয়; রাজ্য তথা দেশের রাজনৈতিক মহল। সিবিআই লাউডন স্ট্রিটে তাঁর বাসভবনে হানা দেওয়ার পর; সিবিআই কর্তাদের বাড়ির ভিতর ঢুকতে বাধা দেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তারপর সিবিআই কর্তাদের ধাক্কা মারতে মারতে; থানায় নিয়ে যান কলকাতা পুলিশের কর্তারা।

পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে; ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং রাজীব কুমারও।

আইপিএস জীবন শুরু থেকেই; তিনি রয়েছেন পশ্চিমবঙ্গতে। ২০১৬ সালে সুরজিৎ কর পুরকায়স্থের জায়গায়; তিনি কলকাতা পুলিশ কমিশনার হন। ২০১৩ সালে চিটফান্ড কেলেঙ্কারী মামলায়; রাজ্য সরকার যে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিল; তার দায়িত্বে ছিলেন রাজীব কুমার।

এবার তাঁকে পাকাপাকি ভাবে বাংলা ছাড়া করেছে নির্বাচন কমিশন। আর গ্রেফতার করা যাবে না; রক্ষাকবচ তুলে নিল সুপ্রিম কোর্ট। ফলে এবার সব দিক দিয়ে চরম বিপদে পড়লেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার।

]]>
ক্ষমা চেয়েও আবার এক ভুল, রাহুলকে আদালত অবমাননার নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/chowkidar-chor-supreme-court-issues-contempt-notice-against-rahul-gandhi/ Tue, 23 Apr 2019 12:03:02 +0000 https://www.thenewsbangla.com/?p=11513 ভোটের মধ্যেই রাফাল বিতর্কে ফের একরাশ লজ্জা নিয়ে এল কংগ্রেস ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্য। দুদিন আগেই চৌকিদার চোর বলায় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয় রাহুল গান্ধীকে। ভোট প্রচারে ভুল হয়ে গেছে বলেই সোমবার ক্ষমা চান রাহুল। এরপর ফের চৌকিদার চোর বলে টুইট করে আবার বিপদে রাহুল। চৌকিদার কে? রাহুলকে এবার আদালত অবমাননার নোটিশ ধরিয়ে প্রশ্ন করল দেশের শীর্ষ আদালত। ক্ষমা চেয়েও শোধরান নি, তাই ভোটের মধ্যে চৌকিদার বিতর্কে ল্যাজেগোবরে রাহুল গান্ধী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেয়েছিলেন রাহুল। ২২ শে এপ্রিলের মধ্যে জবাব দিতে হত কংগ্রেস সভাপতিকে। ২৩ শে এপ্রিল দেশের শীর্ষ আদালত এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানানর কথা ছিল। কিন্তু সোমবার নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন রাহুল গান্ধী। কিন্তু শোধরান নি রাহুল। ফের চৌকিদার চোর বলে টুইট করায় এবার রাহুলকে আদালত অবমাননার নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষের মাঝে তৃতীয় দফায় ভোটের বলি এক ভোটার

রাফাল চুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নানা সময়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে সকলকে বিভ্রান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ ছিল বিজেপির। সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে রায় দেওয়ার পরও তা ভুল উদ্ধৃত করে বলেছেন, “সুপ্রিম কোর্ট বলেছে, চৌকিদার চোর হ্যায়”। এরই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তারই শুনানিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ ডোমকলে বোমা ছোঁড়ার ভিডিও ভাইরাল, দেখুন দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার লাইভ ভিডিও

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদালত নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও মন্তব্য করেনি বা নির্দেশ দেয়নি। ফলে রাহুলের মন্তব্য করা সঠিক হয়নি। আগামী ২২ এপ্রিলের মধ্যে রাহুলকে জবাব দিতে হত। মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন রাহুল? ভোটের মুখে জবাব তলব করে সুপ্রিম কোর্টের নোটিশ কংগ্রেস সভাপতিকে। আর এই জন্যই তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন রাহুল।

আরও পড়ুনঃ এই বুথটা আমার, এখানে এত পুলিশ কেন, রাজ্য পুলিশকেই শাসানি তৃণমূল বিধায়কের

রাহুলের বিরুদ্ধে রাফাল মামলায় আদালত অবমাননার অভিযোগ বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির হয়ে দায়ের করেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি। সুপ্রিম কোর্টের বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন রাহুল, এমন অভিযোগই করা হয়। যার প্রেক্ষিতেই মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ রাহুলকে নোটিশ পাঠিয়ে ছিল। ভুল মন্তব্য করে রাফাল নিয়ে ব্যাকফুটে ছিল কংগ্রেস ও রাহুল। আর এই জন্যই ক্ষমা চেয়ে নেন রাহুল।

আরও পড়ুনঃ ডোমকলের মোমিনপুরে তৃণমূলের হামলায় দুই মহিলা বিজেপি সমর্থক গুরুতর আহত

কিন্তু শোধরান নি রাহুল। ফের মোদীকে লক্ষ্য করে চৌকিদার চোর বলায় রীতিমত খেপে যায় দেশের শীর্ষ আদালত। চৌকিদার কে? প্রশ্ন করে রাহুলকে এবার শোকজ নোটিশ পাঠাল দেশের শীর্ষ আদালত। ভোটের মধ্যেই চৌকিদার চোর বিতর্কে এই মুহূর্তে ল্যাজেগোবরে রাহুল গান্ধী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের মধ্যেই চরম লজ্জা, চৌকিদার চোর বলায় ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে https://thenewsbangla.com/rahul-gandhi-says-sorry-to-supreme-court-for-chowkidar-chor-comments/ Mon, 22 Apr 2019 07:01:42 +0000 https://www.thenewsbangla.com/?p=11379 ভোটের মধ্যেই রাফাল বিতর্ক একরাশ লজ্জা নিয়ে এল কংগ্রেস ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্য। চৌকিদার চোর বলায় সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হল রাহুল গান্ধীকে। ভোট প্রচারে ভুল হয়ে গেছে বলেই সোমবার ক্ষমা চাইলেন রাহুল। আর এই নিয়েই এবার রাহুলকে আক্রমণ বিজেপির।

চৌকিদারকে চোর বলে ভোটের মুখে সুপ্রিম কোর্টের নোটিশ পেয়েছিলেন রাহুল। ২২ শে এপ্রিলের মধ্যে জবাব দিতে হত কংগ্রেস সভাপতিকে। ২৩ শে এপ্রিল দেশের শীর্ষ আদালত এই নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানানর কথা ছিল। আর এই নিয়েই ফের কংগ্রেস বিজেপি তরজা তুঙ্গে উঠেছিল। কিন্তু নিঃশর্তে ক্ষমা চেয়ে নিলেন রাহুল গান্ধী।

রাফাল চুক্তি নিয়ে তৈরি হওয়া বিতর্কে নানা সময়ে অযৌক্তিক ও বিতর্কিত মন্তব্য করে সকলকে বিভ্রান্ত করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এমনটাই অভিযোগ ছিল বিজেপির। সুপ্রিম কোর্ট রাফাল নিয়ে রায় দেওয়ার পরও তা ভুল উদ্ধৃত করে বলেছেন, “সুপ্রিম কোর্ট বলেছে, চৌকিদার চোর হ্যায়”। এরই বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তারই শুনানিতে রাহুল গান্ধীকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ হারবেন বুঝেই নির্বাচন কমিশনকে টার্গেট মমতার, কটাক্ষ অমিতের

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, আদালত নরেন্দ্র মোদীকে নিয়ে কোনও মন্তব্য করেনি বা নির্দেশ দেয়নি। ফলে রাহুলের মন্তব্য করা সঠিক হয়নি। আগামী ২২ এপ্রিলের মধ্যে রাহুলকে জবাব দিতে হত। মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন রাহুল? ভোটের মুখে জবাব তলব করে সুপ্রিম কোর্টের নোটিশ কংগ্রেস সভাপতিকে। আর এই জন্যই তড়িঘড়ি ক্ষমা চেয়ে নিলেন রাহুল।

চৌকিদার চোর হ্যায়। যা সুপ্রিম কোর্ট সরাসরি নাকচ করেছে। এর আগেও কংগ্রেস বারবার দাবি করেছে, রাফালে চুক্তির টাকা নিয়ে মোদী অনিল আম্বানিকে দিয়ে দিয়েছেন। যা শীর্ষ আদালত কখনও বলেনি। তাই সেই নিয়েই জবাব চাওয়া হয়েছে। কেন সুপ্রিম কোর্টের মুখে কথা বসাচ্ছেন রাহুল? জবাব দিতে হত আগামী ২২ তারিখের মধ্যে।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে তৃণমূল ছেড়ে কি বিজেপিতে যোগ দিচ্ছেন মমতার দুই বিধায়ক

রাহুলের বিরুদ্ধে রাফাল মামলায় অবমাননার অভিযোগ বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির হয়ে দায়ের করেন সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি। সুপ্রিম কোর্টের বক্তব্য বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন রাহুল, এমন অভিযোগই করা হয়। যার প্রেক্ষিতেই মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ রাহুলকে নোটিশ পাঠিয়ে ছিল। ভুল মন্তব্য করে রাফাল নিয়ে ব্যাকফুটে কংগ্রেস ও রাহুল।

আরও পড়ুনঃ বাংলার ভোট ময়দান কাঁপাতে আজ যোগী অমিতের ৮ সভা রাজ্যে

গত সপ্তাহে রাফালের ‘চুরি যাওয়া’ নথিকে প্রামাণ্য বলে স্বীকৃতি দেয় আদালত। তারপরই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, “এতদিন দেশ বলছিল চৌকিদার চোর। সুপ্রিম কোর্টও এখন সেই কথাই বলছে। প্রমাণ হয়ে গেল চৌকিদারই চোর”। সোমবার এই মন্তব্যের জন্যই আদালতে ক্ষমা চেয়ে নিলেন রাহুল।

বিজেপির দায়ের করা মামলাতেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নিলেন রাহুল। আর এটাকেই এই মুহূর্তে ভোটের ইস্যু করেছে বিজেপি। শুরু হয়ে গিয়েছে বিজেপি কংগ্রেস তরজা। তবে এই ঘটনায় যে কংগ্রেস ভোট প্রচারে বেশ ব্যাকফুটে চলে গেল সেটা বলছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন বাবুল সুপ্রিয়

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-has-given-some-relief-to-bishnupur-bjp-candidate-soumitra-khan/ Fri, 12 Apr 2019 09:52:28 +0000 https://www.thenewsbangla.com/?p=10688 শুধু মনোনয়ন জমা দিতে ১ দিনের জন্য বাঁকুড়ায় ঢুকতে পারবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ার জেলাশাসক দফতরে আগামী ১৬ই এপ্রিল মনোনয়ন জমা দেবেন তিনি। আর বিষ্ণুপুরে ঢুকতেও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে অনুমতি নিতে হবে বাঁকুড়ার জেলাশাসকের কাছ থেকে। কিন্তু এর বেশি স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। বহাল থাকল কলকাতা হাই কোর্টের রায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

সুপ্রিম কোর্ট এর নির্দেশের পর কি বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁঃ

আরও ৩ সপ্তাহ বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সৌমিত্রর বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল। এর ফলে বেকায়দায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে মাত্র ১ টি বিধানসভায় প্রচার করতে পারছেন সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় লোকসভা নির্বাচনের আগে কীভাবে তিনি প্রচার করবেন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, সৌমিত্র খাঁকে নিয়ে হাইকোর্টের এই রায়ের পরই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার এই মামলাতেই রায় দেয় দেশের শীর্ষ আদালত। ‌সম্প্রতি, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি এবারের বিষ্ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। চলতি বছরের প্রথম দিকেই একটি বিস্ফোরক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর বিরুদ্ধে বড়জোড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়।

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা

সম্পর্কে সৌমিত্রর পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি ‘দাদা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ‘দাদা’ সৌমিত্র, পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডলকে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি দেওয়া হবে বলে ওই যুবককে আশ্বাস দেওয়া হয় বলেও অভিযোগ। কিন্তু, দুবছর কেটে গেলেও চাকরি পাননি প্রশান্ত। টাকাও ফেরত পাননি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলায় তাঁর বাঁকুড়া জেলাতে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়। ভোট প্রচারের জন্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ফের হাইকোর্টের দারস্থ হলে, বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়ে দেয় আদালত।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

তবে এই সঙ্গে বালি চুরিতে মদত এবং অস্ত্র মামলায় আগাম জামিন মিলেছে সৌমিত্রর। তবে বাঁকুড়ায় ঢুকতে না পারলে সৌমিত্র খাঁ কীভাবে প্রচার করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

নিজের কেন্দ্র বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়া জেলাতেই ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৌমিত্র খাঁ। তাঁর বাঁকুড়া প্রবেশের ওপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার উপরেই দেশের । সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সেখানেই মাত্র ১ দিন মনোনয়ন জমা দেবার জন্য ছাড় পেলেন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান
আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-says-stolen-rafale-document-admissible-in-court-setback-for-modi-govt/ Wed, 10 Apr 2019 07:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=10439 ভোটের ঠিক আগে রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায়ে জোর ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। রাফাল চুক্তির নথি নিয়ে কেন্দ্রের আপত্তিকে খারিজ করে দিল শীর্ষ আদালত। ফাঁস হওয়া নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুনঃ রাহুলের নির্বাচনী কেন্দ্র ওয়ানাড ভারতে নাকি পাকিস্তানে, সন্দেহ প্রকাশ অমিতের

রাফাল মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার। রাফাল মামলায় নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করল সর্বোচ্চ আদালত। কেন্দ্রের ক্লিনচিট দেওয়া নিয়ে আপত্তিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। বলা যেতে পারে ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। গতবছর ডিসেম্বরে রাফাল নিয়ে যে রায় দেওয়া হয়েছিল তার পুনর্বিবেচনা করা হবে বলেই জানিয়ে দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ।

আরও পড়ুনঃ মহাজোটের ভরসা আলী হলে বাকিদের ভরসা বজরঙ বলী, মন্তব্য আদিত্যনাথের

রঞ্জন গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল শীর্ষ আদালত। এরপর প্রতিরক্ষা মন্ত্রকের একাধিক নথি ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। যেখানে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর দফতর রাফাল চুক্তি নিয়ে যে সমান্তরাল সমঝোতা চালাচ্ছিল তাতে আপত্তি জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক। এই খবর প্রকাশিত হওয়ার পরই আদালতের রায় পুনর্বিবেচনার দাবিতে পরপর পিটিশন দাখিল হয়।

আরও পড়ুনঃ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মহাজোটের ভরাডুবির আশঙ্কা, ইঙ্গিত সমীক্ষায়

রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আপত্তি জানিয়েছিল কেন্দ্রী সরকার। সরকারের যুক্তি ছিল, প্রতিরক্ষা মন্ত্রক থেকে চুরি গিয়েছে রাফাল নথি। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নথি প্রামাণ্য হিসেবে যেন বিচার না-করা হয়। বুধবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বে়ঞ্চ সেই আপত্তি খারিজ করে দিয়েছে। গগৈ ছাড়াও বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল ও কেএম জোসেফের বেঞ্চ সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

গোপন নথি প্রকাশ্যে আসার পর সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল প্রথমে দাবি করেন, প্রতিরক্ষামন্ত্রক থেকে রাফাল সংক্রান্ত নথি চুরি গিয়েছে। প্রতিরক্ষামন্ত্রক থেকে কীভাবে নথি চুরি গেল? সুরক্ষা কোথায় তবে? এ প্রশ্নে বিরোধীরা সরব হওয়ার পরই ১৮০ ডিগ্রি ঘুরে অ্যাটর্নি জেনারেল দাবি করেন, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করা হয়েছে। যা সরকারি গোপনীয়তাকে লঙ্ঘন করেছে। ফলে এই নথিকে ‘প্রামাণ্য নথি’ হিসেবে গ্রাহ্য করা যায় না।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

এর আগে, গত ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে অনিয়ম হয়েছে বলে যে সমস্ত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল, সেগুলি সবই খারিজ করে দেয় আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

বুধবারের রায়ের পর ফের বিজেপিকে তুলধোনা করল কংগ্রেস। ভোটের ঠিক একদিন আগে এই নির্দেশে অস্বস্তিতে বিজেপি। আর এটাকেই ভোট প্রচারের হাতিয়ার করেছে কংগ্রেস। আবেদনকারীর মধ্যে প্রশান্ত ভূষণ ও অরুণ শৌরি এটাকে ভোটের আগে মোদী সরকারের হার বলে বর্ণনা করেছেন।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন
আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে ফিল্ম রিলিজ আটকানোর মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-dismisses-pitition-to-stop-pm-narendra-modi-biopic-release/ Tue, 09 Apr 2019 08:56:38 +0000 https://www.thenewsbangla.com/?p=10355 ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী-চিত্র ‘পিএম নরেন্দ্র মোদী’-র মুক্তি আটকাতে যে মামলা দায়ের করা হয়েছিল তা বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত। কংগ্রেস এর তরফ থেকে এই বাইওপিক আটকানোর যে মামলা করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুরো বিষয়টা নির্বাচন কমিশনের উপর চাপাল দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ ৩৭০ ধারা বিলোপ হলে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি ফারুক আবদুল্লাহর

নরেন্দ্র মোদীর জীবনী-চিত্র ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটির মুক্তি স্থগিতের জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন কংগ্রেসের এক নেতা। সোমবার শীর্ষ আদালতের মত ছিল, ‘পিএম নরেন্দ্র মোদী’ ছবিটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। এই অবস্থায় কোনও নির্দেশ দেওয়া যায় না।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান

কিন্তু মঙ্গলবার, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, এই ফিল্ম মুক্তি নিয়ে যে মামলা করা হয়েছে তা বাতিল করে পুরো বিষয়টি নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হল। এই সংক্রান্ত বিষয় এবার দেখবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

ছবিতে অত্যন্ত আপত্তিকর কিছু রয়েছে, তা যদি আবেদনকারী প্রমাণ করতে পারেন, তা হলে কোনও নির্দেশ দেওয়া যেতে পারে, এমনটাই জানান হয়েছিল। কিন্তু মঙ্গলবার সেই রকম আপত্তিকর কিছুই দেখাতে পারে নি কংগ্রেস নেতা। তারপরেই এই ফিল্মের মুক্তি নিয়ে করা মামলা বাতিল করে দেয় আদালত।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকে সহ্য করা হবে না, ভোট ইস্তেহারে বলছে বিজেপি

ভোটের মুখে ‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তির সম্ভাবনা নিয়ে বিরোধীরা প্রথম থেকেই ছিল সরব। তাদের অভিযোগ, ভোটের মরসুমে ওই ছবি মুক্তি পেলে বিজেপি বাড়তি সুবিধা পাবে। ছবিটির মুক্তি আটকাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস নেতা আমন পানওয়ার। তিনি আদালতে আর্জি জানান, তাঁকে যেন প্রধানমন্ত্রীর বায়োপিকের একটি কপি দেওয়া হয়। তা খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, ছবির কপি কোনও এক ব্যক্তিকে দেওয়ার জন্য কেন নির্দেশ দেব!

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

আবেদনকারীর আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে যুক্তি দেন, ‘পিএম নরেন্দ্র মোদীর প্রযোজক সন্দীপ সিংহ জানিয়েছেন, আগামী ১১ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছে, প্রযোজক হয়তো আশা করছেন, সেন্সর বোর্ডের ছাড়পত্র তিনি পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ তিন তালাকের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ অনুচিত, বলছেন মুসলিম মহিলারা

সিঙ্ঘভির যুক্তি, ছবিটিকে মুক্তির অনুমতি দিলে তা সংবিধানের কাঠামোকে আঘাত করবে। কিন্তু মঙ্গলবার, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে এই ফিল্ম মুক্তি নিয়ে যে মামলা করা হয়েছে তার কোন যুক্তি নেই তাই এটা বাতিল করা হল। ভোট বলে এই ফিল্ম এর মুক্তি আটকানোর কোন যুক্তি নেই বলেই জানিয়ে দিল আদালত। এর জেরে বিজেপি কং ভোট লড়াই আরও জমে উঠেছে।

আরও পড়ুনঃ ভারতীয়দের বাঁদরের সঙ্গে তুলনা করলেন রাহুলের গুরু পিত্রোদা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতীকে রাজ্যে ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা https://thenewsbangla.com/mamata-moves-supreme-court-to-prevent-bharati-ghoshs-entry-in-state/ Thu, 04 Apr 2019 11:16:43 +0000 https://www.thenewsbangla.com/?p=9976 ভারতী ঘোষকে বাংলায় ঢোকা থেকে আটকাতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। প্রাক্তন আইপিএস অফিসার এবং ২০১৯ লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ যেন পশ্চিমবঙ্গে ঢুকতে না পারেন তার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সরকার। আর এই নিয়েই ফের সরগরম বিজেপি বনাম তৃণমূল রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ভারতী ঘোষের বিরুদ্ধে চলা মামলার তদন্তের কথা উল্লেখ করে এই আবেদন করা হয়। ভোট প্রচারকে হাতিয়ার করে ভারতী ঘোষকে যেন এই রাজ্যে প্রবেশ করার অনুমতি না দেওয়া হয়। রাজ্য তথা পশ্চিম মেদিনীপুর জেলায় যেন ঢুকতে না পারেন বিজেপি নেত্রী, এমনটাই দাবি করা হয়েছে দেশের শীর্ষ আদালতে।

আরও পড়ুনঃ দুই বছর পর পাহাড়ে ফের প্রকাশ্যে বিমল গুরুং রোশন গিরি

এই আবেদনের মূল কারণ হিসেবে বলা হয়েছে, ভারতী ঘোষ জেলায় ঢুকলে তদন্তকে প্রভাবিত করতে পারেন। জানা গিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে। ভারতী ঘোষ কি নিজের কেন্দ্রে প্রচার করতে পারবেন না? উঠে গেল প্রশ্ন।

আরও পড়ুনঃ চৌকিদারের ডান্ডা দেখে ভয় পেয়েছে কংগ্রেস, মন্তব্য বিবেকের

ভারতী ঘোষের বিরুদ্ধে মামলা করেন পশ্চিম মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী চন্দন মাজি। চন্দন মাজি অভিযোগ করেন, ভারতী ঘোষ হুমকি দিয়ে চাঁদা আদায় করতেন। টাকা ও সোনা আদায় করা ছিল তাঁর লক্ষ্য। এই অভিযোগ নিয়ে শুরু হয় তদন্ত। শুরু হয় রাজ্য সরকারের মামলা।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এই অভিযোগের পরেই, সিআইডি ভারতী ঘোষের অবৈধ সম্পত্তির খোঁজে তল্লাশি চালান কলকাতার আনন্দপুরে ভারতী ঘোষের তিনটি বাড়িতে। সিআইডি ৬ ফেব্রুয়ারি এই তল্লাশির পর দাবি করে, তাঁর আস্তানা থেকে উদ্ধার হয়েছে নগদ আড়াই কোটি টাকার নতুন নোট। এ ছাড়া অন্যান্য সামগ্রী।

আরও পড়ুনঃ পাকিস্থানে বিমানবাহিনীর হামলা, বাংলায় কাঁদল দিদি

এরপর বিজেপি নেত্রী ভারতী ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা করে রাজ্য পুলিশ। সেই সব মামলার অভিযোগ তদন্ত করছে সিআইডি। মামলার তদন্তের স্বার্থে ভারতী ঘোষের স্বামীকেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

আরও পড়ুনঃ গাধা না ঘোড়া, দিনভর বিতর্কের পর জানা গেল খচ্চরের পিঠে ভোটপ্রার্থী

গত ডিসেম্বরে ভারতী ঘোষের অনেকটা পদাবনতি ঘটিয়ে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে তাঁকে বদলি করা হয় উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে। এটা মেনে নিতে পারেননি ভারতী ঘোষ। তিনি নতুন পদে যোগ না দিয়ে চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ দীপক অধিকারী(দেব) এর বিপক্ষে প্রার্থী করে বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুনঃ মমতার সঙ্গে পারবে না, রাজ্যস্তরের অন্যান্য নেতাদের সঙ্গে মোদীকে লড়ার চ্যালেঞ্জ

লোকসভা ভোট ২০১৯ এ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকেও বাঁকুড়া জেলায় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। ভারতী ঘোষের ব্যাপারেও যদি কোর্ট নিষেধাজ্ঞা জারি করে তাহলে অনিবার্যভাবেই ভোট প্রচারে ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারবেন না।

আরও পড়ুনঃ মমতার দাবি না মেনে জঙ্গলমহল থেকে ৩০ কোম্পানি বাহিনী তুলছে নির্বাচন কমিশন

লোকসভা ভোটের আগে প্রার্থীরা প্রচারের জন্য যদি নিজেদের কেন্দ্রে উপস্থিত থাকতে না পারে তাহলে স্বাভাবিকভাবেই তা বিজেপির পক্ষে বড় ধাক্কা হবে। আর এই নিয়েই শুরু হয়েছে বিজেপি তৃণমূল জোর বিতর্ক। তৃণমূল ভয় পেয়েছে, তাই প্রার্থীদের আটকানোর চেষ্টা করছে দাবি বিজেপির। সবাই অপরাধী, তাই ব্যবস্থা নেওয়া হচ্ছে, দাবি তৃণমূলের। আর এই নিয়েই উত্তপ্ত রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বিবেক দুবেকে তৃণমূলের এজেন্ট বলে কটাক্ষ মুকুল রায়ের

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>