মাঝে আর মাত্র একটি বছর, তাই আগামী লোকসভা ভোটের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে; আট সদস্যের টাস্ক ফোর্স গড়লেন সনিয়া গান্ধী। সেই টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু; রয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিংহ সুরজেওয়ালা ও কেসি বেণুগোপাল। অদ্ভুত ভাবে এই কমিটিতে রাখা হয়নি; রাহুল গান্ধীকে।
আরও পড়ুনঃ একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের
টাস্ক ফোর্সের পাশাপাশি মঙ্গলবার রাজনৈতিক বিষয়ক কমিটি এবং আগামী ২ অক্টোবরের কাশ্মীর থেকে কন্যাকুমারী; ‘ভারত জোড়ো যাত্রা’ সমন্বয় কমিটিও গড়েছেন সনিয়া। রাজনৈতিক বিষয়ক কমিটিতে আছেন রাহুল; পাশাপাশি রয়েছেন কংগ্রেসের অন্দরে বিক্ষুদ্ধ হিসেবে পরিচিত গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা।
প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল; কিন্তু শেষপর্যন্ত সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও; পিকে কংগ্রেসে যোগদান করেননি; কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও; কাজ করছেন না। অগত্যা বিকল্প এক ভোটকুশলীকে; বড় দায়িত্ব দিল সোনিয়ার দল। তিনি সুনীল কানুগোলু; বয়স চল্লিশেরও কম। প্রচারে থাকতে পছন্দ করেন না; এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর দেখা মেলে না। তবে প্রচারবিমুখ এই তরুণ ভোটকুশলীর; অতীত রেকর্ড বেশ ঈর্ষনীয়।
২০১৪-তে বিজেপির রণকৌশল তৈরির টিমে ছিলেন সুনীল; ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তাঁর রণকৌশলেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসেন। সুনীল কানুগোলু দীর্ঘদিন প্রশান্ত কিশোরের সহযোগী হিসাবে কাজ করেছেন। প্রশান্তের পরিবর্তে সুনীল কিভাবে কাজ করেন; সেটাই এখন দেখার।
]]>