Sukanta Mazumder – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 16 Jun 2022 04:02:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sukanta Mazumder – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব, হাত পা ভা’ঙব” https://thenewsbangla.com/budge-budge-tmc-leader-warned-bjp-if-cbi-arrest-canning-east-tmc-mla-saokat-molla/ Thu, 16 Jun 2022 03:58:35 +0000 https://www.thenewsbangla.com/?p=15483 “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; বাড়ি থেকে বেরোলেই হাত-পা ভা’ঙব”; প্রকাশ্য ভিডিও-তে এমনটাই হুঁ’শিয়ারি দিলেন বিধায়ক শওকত মো’ল্লার সহযোগী তৃণমূল নেতা সুব্রত বন্দ্যোপাধ্যায়। বিধায়ক শওকত মো’ল্লা গ্রেফতার হলে; এবার বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করার ও হাত-পা ভা’ঙার নি’দান দিলেন তৃণমূল নেতা। বজবজ দু-নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়; আবার বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতিও। রাজ্য প্রশাসনের পদে বসেও; গু’ণ্ডার মত হু’মকি দিলেন তৃণমূল নেতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পর এবার; কয়লা পা’চার কাণ্ডে শওকত মো’ল্লাকে বারবার জেরা করছে সিবিআই। কয়লা পা’চার কাণ্ডে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে; বারবার তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআই সূত্রে দাবি, আসানসোল থেকে পা’চার করা কয়লা; রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। এর মধ্যে ভিনরাজ্যের পাশাপাশি রয়েছে; নদিয়া, পুরুলিয়া, ক্যানিং।

যারা এই দু’ষ্কর্মের সঙ্গে যুক্ত, তাদের জেরা করে; তৃণমূল নেতা বিধায়ক শওকত মো’ল্লার নাম উঠে এসেছে বলে সিবিআইয়ের দাবি। এই বিষয়ে তৃণমূল বিধায়কের বয়ান খতিয়ে দেখার পাশাপাশি; তাঁর থেকেও নানান তথ্য জানতে চাইল সিবিআই। তবে দক্ষিণ ২৪ পরগনার দাপুটে এই তৃণমূল নেতা জানিয়েছেন; “সিবিআই চাপে মাথা নো’য়াবো না”।

আরও পড়ুনঃ ‘হাইকোর্টে বিপ্লব’, আজ আবার যুগান্তকারী রায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

আর এরপরেই প্রকাশ্যে হু’মকি ও হুঁ’শিয়ারি দিলেন; শওকত মো’ল্লার সহযোগী ও বজবজ দুনম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য ভিডিও-তে পরিস্কার শা’সানি দিলেন; “শওকত মো’ল্লা গ্রেফতার হলে, বিজেপি কর্মীদের ঘরছা’ড়া করব; যারা বাড়ির বাইরে বেরবে, তাদের হাত-পা ভা’ঙব”। বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সহ সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের; এই গু’ণ্ডামি দেখে শি’উরে উঠেছে গোটা বাংলা।

কি করে রাজ্য প্রশাসনে থাকা একজন নেতা; এইভাবে গু’ণ্ডাদের ভাষায় হু’মকি দিতে পারে? প্রশ্ন তুলেছে বিজেপি নেতারা। কেন পুলিশ এদের গ্রেফতার করছে না? প্রশ্ন তুলেছেন অনেক আমজনতাও। তৃণমূলের রাজ্যস্তরের নেতারা; এই ভিডিও দেখে বেশ বিব্রত; তারা জানিয়েছেন; “বিজেপি সিবিআইকে কাজে লাগিয়ে; তৃণমূল নেতাদের ‘হ্যা’রাস’ করছে। কিন্তু বিরোধীদের হু’মকি দেওয়া তৃণমূলের রীতি নয়; কে কি ব্যক্তিগত-ভাবে করছে, তার জন্য দল কোনভাবেই দায়ী নয়”।

]]>
রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ https://thenewsbangla.com/bjp-state-president-sukanta-majumdar-arrested-from-nabanna-toll-plaza-on-way-to-howrah/ Sat, 11 Jun 2022 12:33:12 +0000 https://www.thenewsbangla.com/?p=15420 মাঝ রাস্তায় গ্রেফতার, সুকান্ত মজুমদারকে হাওড়া যেতে দিল না; মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সুকান্ত মজুমদারকে হাওড়া যাবার পথে; নবান্নের টোল প্লাজায় আটকে লালবাজারে নিয়ে আসে; কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু থেকেই গ্রেফতার; বিজেপির রাজ্য সভাপতি। “উ’স্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত; সবই ব্যর্থ হব”; ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের।

পুলিশি বাধা উপেক্ষা করে, রাস্তায় বেরনোর অভিযোগে; গ্রেফতার করা হল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। শনিবার অশান্ত হাওড়ার পরিস্থিতি; দেখতে যাচ্ছিলেন তিনি। সেখানে যেতে তাঁকে আগেও বাধা দেওয়া হয়েছিল; কলকাতা পুলিশের তরফে। তাঁকে সকালের দিকে; বাড়িতেই কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে হাওড়ার পথে যেতে গেলেই; দ্বিতীয় হুগলি সেতুর উপর টোল প্লাজার কাছে তাঁকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুনঃ ‘অশান্তি আটকাতে সম্পূর্ণ ব্যর্থ’, হাওড়ার পুলিশে বদল করে স্বীকার করে নিল নবান্ন

নবীকে নিয়ে বিজেপি নেত্রীর, বিতর্কিত মন্তব্যের জেরে; শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া। উলুবেড়িয়ার মনসাতলায় অগ্নিদগ্ধ বিজেপি কার্যালয় পরিদর্শনে যান; বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তবে পথেই আটকানো হয় আরেক বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে; তবে সেসব বাধা পেরিয়ে পাঁচলায় পৌঁছে যান প্রিয়াঙ্কা। পুলিশি নিরাপত্তার জেরে নিউটাউনের বাড়ি থেকে; প্রথমে বেরতেই পারেননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পরে তিনি জোর করেই; বেরিয়ে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পৌঁছন। আর সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ সংখ্যা’লঘু তা’ণ্ডবে জ্বলছে পাঁচলা, বেছে বেছে বাড়িতে আগুন-ভা’ঙচুর-বো’মাবাজি

পুলিশ প্রিজন ভ্যানে তুলে বিজেপি রাজ্য সভাপতিকে; নিয়ে আসা হল লালবাজারে। এদিকে, হাওড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকায়; জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। সূত্রের খবর, নবান্নে এই বৈঠকে ছিলেন; মুখ্যসচিব, এডিজি আইনশৃঙ্খলা। এরপরেই হাওড়ায় পরপর তিনদিন অশান্তির জেরে; সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকরকে। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হলেন; প্রবীণ কুমার ত্রিপাঠী।

এমনকি সরিয়ে দেওয়া হল; হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের; ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন; স্বাতী ভাঙ্গারিয়া।

]]>