Suicide – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 22 Jun 2019 06:07:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Suicide – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাবা মার সম্পর্কের টানাপোড়েন, পৃথিবী ছাড়ল জি ডি বিড়লা স্কুলের মেধাবী ছাত্রী https://thenewsbangla.com/tension-of-parents-relationship-cause-of-the-death-of-g-d-birla-school-girl/ Sat, 22 Jun 2019 05:42:42 +0000 https://www.thenewsbangla.com/?p=14264 জি ডি বিড়লা স্কুলে ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে; তৈরী হয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি। অনেক প্রশ্ন উঠছে; ছাত্রীর এই রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। বাবা মার সম্পর্কের টানাপোড়েনই; কি মেয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ; ছাত্রীর বাবা মাকেও জেরা করবে; এই মৃত্যুর কারণ জানতে।

আত্মহত্যা করার আগে; ছাত্রী একটি সুইসাইড নোট লিখে যায়। সেখানে লেখা ছিল, “দিন দিন মা-বাবার থেকে দূরত্ব বেড়ে যাওয়াই তাঁর মৃত্যুর কারণ। তার মৃত্যুর জন্য কাউকে যেন বিব্রত করা না হয়”। কেন বাবা-মা এর থেকে দুরত্ব? কি ঘটেছিল বাবা মা এর মধ্যে? উঠছে নানান প্রশ্ন।

ছাত্রীর নাম কৃত্তিকা পাল; দশম শ্রেণীর ছাত্রী। শুক্রবার দুপুরে সে সিক্সথ ক্লাসের মনিটরকে বলে, “আমার শরীর খারাপ লাগছে; আমি সিক রুমে যেতে চাই”। এই বলে সে ক্লাসের বাইরে বেড়িয়ে আসে। তবে কৃত্তিকা সিক রুমেও যায়নি; সে গেছিল টয়লেটে।

পরের ক্লাসে এসে ম্যাডাম কৃত্তিকাকে দেখতে পাননি। সন্ধান শুরু করতে; টয়লেট থেকে দরজা ভেঙে; বের করা হয় রক্তাক্ত ওই ছাত্রীকে। হাতের শিরা কাটা অবস্থায়; অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাকে। মুখে প্লাস্টিক জড়ানো ছিল। উদ্ধার হয় ৩ পাতার একটি সুইসাইড নোটও। তাতে পারিবারিক অশান্তির কথা আছে; পুলিশ সূত্রে এমনটাই খবর।

ওই ছাত্রীর হাতের শিরা কাটা ছিল। তার মুখ থেকে সাদা গ্যাঁজলা উঠছিল; বলেও জানিয়েছে পুলিশ। শিরা কাটা অথচ মুখে প্লাস্টিকের প্যাকেট জড়ান কেন? আর এই দুটোই ভাবাচ্ছে পুলিশকে। এটি হত্যা না আত্মহত্যা; খতিয়ে দেখছে পুলিশ।

সিসিটিভি মনিটর করার লোক থাকলে, শুক্রবার স্কুলে কৃত্তিকার গতিবিধি নজর করা যেত; বলেই মনে করছে পুলিশ। এদিকে কৃত্তিকার কাছে উদ্ধার হওয়া সুইসাইড নোটে; পারিবারিক বিবাদের কথা উল্লেখ থাকায় ধন্দে তদন্তকারীরা। তার বাবা, মা এবং পরিবারের সদস্যদের; জিজ্ঞাসাবাদের কথাও ভাবা হচ্ছে।

আগে বেশ কয়েকবার বিভিন্ন ঘটনায়; রানিকুঠির জিডি বিড়লা স্কুল খবরের শিরোনামে এসেছে। কখনও ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা; কখনও স্কুলের ফি বৃদ্ধি নিয়ে উত্তপ্ত হয়েছে স্কুল। অভিভাবকদের চাপে পড়ে স্কুল চত্বরের ভিতরে; অপ্রীতিকর ঘটনা নজরে আনতে সিসিটিভি বসানো হয়েছে। কিন্তু তারপরও যে দুর্ঘটনা এড়ানো যায়নি; শুক্রবারের ঘটনাই তার প্রমাণ।

]]>
দেনার দায়ে ফের আত্মহত্যা বাংলার আলু চাষির https://thenewsbangla.com/potato-farmer-of-bardhaman-district-in-west-bengal-commits-suicide/ Mon, 25 Mar 2019 08:26:53 +0000 https://www.thenewsbangla.com/?p=9213 দক্ষিণের আতঙ্ক ফিরে এল বাংলায়। ফের আত্মহত্যা বর্ধমানের এক আলু চাষির। এবার চাষের ব্যপক ক্ষতি হওয়ায় কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন বর্ধমানের কালনার এক আলু চাষি।

চলতি বছর টানা বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আলু চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগেও বিষ খেয়ে আত্মহত্যা করেছেন আলু চাষিরা। এবার আলু চাষের ক্ষতি হওয়ায় ঋণের দায়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন কালনার কয়াগ্রামের মাধব মাঝি নামে এক ভাগ চাষি।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

স্থানিয় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ও বৌমার সোনার গহনা বন্ধক রেখে ভাগে চার বিঘা জমিতে চাষ করেছিলেন মাধব মাঝি, এমনটাই জানা গেছে। ঋণ শোধ করতে পারবেন না আর পারিবারিক অশান্তি হতে পারে সেই জ্বালায় তিনি আত্মহত্যা করেন বলেই গ্রাম সূত্রে খবর।

আরও পড়ুনঃ কর্মীর শ্লীলতাহানির প্রতিবাদে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির, নেতৃত্বে অর্জুন

মাধব মাঝির চার বিঘার মধ্যে প্রায় তিন বিঘা জমিতে আলুর চাষ করেছিলেন। বৃষ্টিতে জমিতে চাষের সব আলুই জলের তলায় চলে যায়। ফলে পচে যায় সব আলু। আর তাই ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় মাধবকে। ব্যাঙ্ক ঋণ শোধ করার কোন উপায় ছিল না তাঁর।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

মাধব মাঝির পরিবার সূত্রে খবর, যে পরিমানে আলুর ক্ষতি হয়েছে তাতে আয় প্রায় হয়নি বললেই চলে। ফলে প্রাপ্যটাকায় ঋণ শোধ করা এবং বৌমার সোনার গহনা ছাড়ানো সম্ভব ছিল না।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

অন্যদিকে ব্যাঙ্ক এর ধার শোধের চিন্তাও বাড়তে থাকে। রবিবার সন্ধে নাগাদ কীটনাশক খেয়ে নেন মাধব মাঝি। গুরুতর অসুস্থ অবস্থায় কালনা মহকুমা হসপিটালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় মাধব মাঝি নামে ওই চাষির।

এই ঘটনায় বর্ধমানের আলু চাষিদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন ঋণ মকুবের মত ব্যবস্থা নেবে না প্রশাসন, প্রশ্ন উঠেছে। ব্যাঙ্ক থেকে ঋণ শোধের তাগদাও দেওয়া হয় বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
লোকসভা ভোটে টিকিট না পেয়ে আত্মহত্যার অভিনয় বিধায়কের https://thenewsbangla.com/andhra-pradesh-mla-pretends-to-slit-wrist-for-being-denied-election-ticket/ Mon, 18 Mar 2019 09:50:29 +0000 https://www.thenewsbangla.com/?p=8697 আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষন বাছাইয়ের পর শুরু হয়েছে বিভিন্ন দলের প্রার্থী তালিকা ঘোষণা। আর প্রার্থী তালিকা ঘোষনার পরেই বিভিন্ন দলের টিকিট না পাওয়া নেতাদের ক্ষোভ বাড়তে শুরু করেছে। চলছে দল বদলের পালাও। এবার টিকিট না পেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের এক বিধায়ক।

বিধায়কের নাম সুনীল কুমার। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ভোটে লড়ার টিকিট পাবেন বলে প্রত্যাশা করেছিলেন। কিন্তু তিনি আগেই খবর পান যে এবার তাকে টিকিট দেওয়া হচ্ছে না। আর তাতেই ক্ষোভ প্রকাশ করে তিনি চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন। দলীয় প্রধানের কাছে আত্মহত্যার চেষ্টার ভিডিও পাঠিয়ে দেন।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

সোশ্যাল মিডিয়ায় সুনীল কুমার হাতের শিরা কাটার একটি ভিডিও আপলোড করে দেন। ভিডিওটিতে তাকে দলের প্রধান জগন মোহন রেড্ডির উদ্দেশ্যে বলতে শোনা যায়, তিনি ৫ বছর দলের সাথে থাকা সত্ত্বেও তাকে দলের তরফে টিকিট দেওয়া হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রীকে উপযুক্ত জবাব দিতে চান নিজের আত্মহত্যার মাধ্যমে।

আরও পড়ুনঃ ভারত-পাক ক্ষেপণাস্ত্র যুদ্ধ শুরু হওয়ার আগেই কি কারণে বন্ধ হল

আত্মহত্যার চেষ্টা করলেও তার আঘাত তেমন গুরুতর নয়। অনেকে বলছেন, দলের প্রধানকে ব্ল্যাকমেল করতেই তিনি পুরোটাই অভিনয় করছেন।

সম্প্রতি অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সাথে তার সখ্যতা বাড়ছিল বলে সূত্রের খবর। তার ফলেই দলের তরফে তাকে টিকিট দেওয়া হয়নি। আর তার জেরেই এই সিদ্ধান্ত নেন ঐ বিধায়ক।

আরও পড়ুনঃ বিরোধী মহিলা প্রার্থীদের ‘মাল’ সম্বোধন করে কুরুচিপূর্ণ আক্রমণ ফিরহাদের

কিন্তু বিধায়কের এই আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার ভিডিও দেখিয়ে ব্লাকমেলের চেষ্টা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। টিকিট না পেয়ে দল ছাড়া থেকে শুরু করে অনেক কিছুই করেছেন নেতারা। তবে হাতের শিরা কেটে লোকদেখানোর চেষ্টা ভারতীয় গণতন্ত্রে এই প্রথম বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চাকুরী মেলেনি, আত্মহত্যা বাংলার ইঞ্জিনিয়ারিং ছাত্রের https://thenewsbangla.com/engineering-student-commits-suicide-in-bengal-for-unemployment/ Sat, 16 Mar 2019 11:18:27 +0000 https://www.thenewsbangla.com/?p=8612 কর্মসংস্থান তৈরিতে কে এগিয়ে? রাজ্য না কেন্দ্র? ভোটের বাজারে কর্মসংস্থান তৈরির কৃতিত্ব নিতে কেউই পিছিয়ে নেই। কিন্তু আসল চিত্র বেআব্রু হয়ে যাচ্ছে মর্মান্তিক কিছু ঘটনায়। দুই দিন আগেই এসএসসি পরীক্ষায় চাকুরীপ্রার্থীদের অনশনে অংশগ্রহন করে এক গর্ভবতী চাকুরী প্রার্থীর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। আর এবার চাকুরী না পেয়ে অবসাদে আত্মঘাতী হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্র।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

আত্মঘাতী ছাত্রের নাম উৎপল ঘোষ। তার বাড়ি বীরভূমের সিউড়িতে। শনিবার সকালেই তার নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংএর ছাত্র উৎপল ঘোষ মানসিক অবসাদে ভুগছিলেন। বাড়ির লোকজনের সাথে ঠিকমতো কথা বলতেন না এমনকি বন্ধু বান্ধবদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছিল সে। খাওয়া দাওয়াও ঠিক মতো করত না বলে জানিয়েছে ছাত্রের বাড়ির লোকেরা।

আরও পড়ুনঃ বিশ্বজুড়ে বাড়ছে নারীদের স্তন ক্যানসার, ভয়াবহ এই রোগের প্রধান ৮টি লক্ষণ

বছর তিনেক আগেই ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ সম্পূর্ণ করলেও এখনও চাকুরীর জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। বহু জায়গায় চাকুরীর পরীক্ষা দিয়েও লাভ হয়নি৷ অবশেষে আত্মহননের পথই বেছে নেন তিনি।

প্রতিদিনের মতো গতকাল রাতেও খাওয়া দাওয়ার শেষে উৎপল নিজের ঘরে চলে যায়৷ শনিবার সকালে অনেক ডাকাডাকির পরেও তার কোনও সাড়া পাওয়া যায়না। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় অনেকের সন্দেহ হয়। তারপরেই দরজা ভেঙে ফেলা হয়। উদ্ধার হয় উৎপলের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

উৎপলের বাবা একটি চিটফান্ড সংস্থার কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। হঠাৎ চিটফান্ড সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় উৎপলের বাবা চাকুরী হারান। ইদানিং তার পরিবার অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিল। এদিকে অনেক চেষ্টা করেও চাকুরী না পেয়ে কঠোর সিদ্ধান্ত নেয় উৎপল।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মানুষের আত্মহত্যার কারণগুলি জেনে নিন https://thenewsbangla.com/why-human-committed-suicide-learn-the-causes-of-suicide/ Sat, 09 Mar 2019 09:47:41 +0000 https://www.thenewsbangla.com/?p=7909 ঠিক কোন কোন কারণে মানুষ আত্মহত্যা করে তা সঠিকভাবে খুঁজে বের করা বেশ কঠিন। কিছু গবেষণার মাধ্যমে জানা গেছে কেন একজন মানুষ আত্মহত্যা করে। মানুষের আত্মহত্যার কারণগুলি জেনে নিন।

ব্যক্তিগত কারণঃ দীর্ঘদিন অসহনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণা বা কষ্টের কারণে মানুষ আত্মহত্যা করতে পারে। দীর্ঘদিন এই অসহনীয় যন্ত্রণা একসময় তারা আর সইতে না পেরে আত্মহত্যা করতে পারে। একই সাথে যদি অনেকগুলো সমস্যা এসে হাজির হয় এবং তখন ব্যক্তি সবগুলো সমস্যার সম্মিলিত চাপ যদি নিতে না পারে, তখন ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করতে পারে।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

ব্যক্তি জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির মাঝে দুরত্ব, ব্যক্তির মাঝে হতাশার জন্ম দিতে পারে এবং তখন মানুষ আত্মহত্যা করতে পারে। কতটুকু প্রত্যাশা করা যাবে আর কতটুকু করা যাবে না, এই বিষয়ে যদি ব্যক্তির সচেতনতার অভাব থাকে তবে তাদের হতাশা তত বেশি হবে। কেউ যদি অন্যের কাছ থেকে আদর, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা ইত্যাদির প্রাপ্তির জন্য অতিরিক্ত প্রত্যাশা থাকে তবে তারা বেশ ঝুঁকিতে আছে বলা যায়।

আরও পড়ুনঃ জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণের জীবনের ৮টি অলৌকিক ঘটনা

মাদকসেবনঃ যে সব ব্যক্তি মাদকদ্রব্য গহণ করে বা বিভিন্ন ধরনের ড্রাগ নেয় তাদের আত্মহত্যার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় ১০ গুণ বেশি। আাবার যারা ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গহণ করে তাদের আত্মহত্যার ঝুঁকি সাধারণ একজন মানুষের তুলনায় প্রায় ১৪ গুণ বেশি। কারণ এসব ব্যক্তি এমনিতেই মাদকদ্রব্য গ্রহণজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে এবং এর সাথে তাদের ব্যক্তিগত ও সমাজিক নানা সমস্যা দেখা দিলে তারা আর নিয়ন্ত্রণ করতে পারেনা।

আরও পড়ুনঃ প্রেমিকাকে নিজের করে পেতে কি কি করতে হয় পুরুষকে

বংশগতি বা জেনেটিক ফ্যাক্টরঃ শুধুমাত্র ব্যক্তিগত ও সামাজিক বিষয়গুলো আত্মহত্যা বিষয়টিকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। আত্মহত্যার সাথে বংশগতির কোন সম্পর্ক আছে কিনা তা জানার জন্য বিজ্ঞানীরা পরিবার, অভিন্ন যমজ ও পোষ্যপুত্রদের নিয়ে গবেষণা করে দেখেছেন যে, আত্মহত্যার সাথে বংশগতির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আরও পড়ুনঃ বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজির সঙ্গেই সেরা বাঙালি প্রতিভা মমতা

সামাজিক কারণঃ আত্মহত্যার জন্য সামাজিক বিভিন্ন ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অন্যান্য ফ্যাক্টরগুলোর মধ্যে আছে পরিবারে আত্নহত্যার ইতিহাস থাকা, বন্ধু-বান্ধবদের কটু কথার স্বীকার হওয়া, বাবা মা বা পরিবারের অন্যান্য মানুষের দ্বারা ক্রমাগত কটুকথা শুনতে থাকা, কৃষ্টিগত বিশ্বাস, লিঙ্গগত বৈষম্য, পরিবারের আর্থিক অবস্থা, আধুনিক জীবনের চাপ, বিবাহিত জীবনের ঝগড়া বিবাদ, বিচ্ছেদ, চাকরী চলে যাওয়া, অর্থনৈতীক ধস, শিক্ষা, অ্যাবিউজ, প্রিয় কোন মানুষের মৃত্যু ইত্যাদি।

আরও পড়ুনঃ পাকিস্তানি চায়ের বিজ্ঞাপনের ভাইরাল ছবিতেও ভারতীয় পাইলট অভিনন্দন

বিশেষভাবে উল্লেখ্য যে বিবাহিতদের তুলনায় অবিবাহিতদের ভিতর আত্মহত্যার হার বেশি, কারণ অবিবাহিতদের তুলনায় বিবাহিতদের সামাজিক বন্ধন বেশি থাকে। গবেষণাতে দেখা যায় যে, যেসব মহিলাদের বা মানুষের সন্তান হয়না তারা বেশি আত্মহত্যা করে। আবার পরিবার,সমাজ বা রাষ্ট্র যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করে তখন ব্যক্তি আত্মহত্যা করতে পারে।

আরও পড়ুনঃ বাংলাতে এখন গরুর দুধের থেকেও অনেক বেশি দামি গো মুত্র

সামাজিক অন্যান্য ফ্যাক্টরগুলোর মধ্যে আছে পরিবারে আত্নহত্যার ইতিহাস থাকা, বন্ধু-বান্ধবদের কটু কথার স্বীকার হওয়া, বাবা মা বা পরিবারের অন্যান্য মানুষের দ্বারা ক্রমাগত কটুকথা শুনতে থাকা, কৃষ্টিগত বিশ্বাস, লিঙ্গগত বৈষম্য, পরিবারের আর্থিক অবস্থা, আধুনিক জীবনের চাপ, বিবাহিত জীবনের ঝগড়া বিবাদ, বিচ্ছেদ, চাকরী চলে যাওয়া, অর্থনৈতীক ধস, শিক্ষা, অ্যাবিউজ, প্রিয় কোন মানুষের মৃত্যু ইত্যাদি।

আরও পড়ুনঃ অদ্ভুত জেল যেখান থেকে আর বাড়ি ফিরতে চায় না কয়েদিরা

মানসিক কারণঃ আত্মহত্যার জন্য মানসিক কারণগুলোও গুরুত্বপূর্ণ। মানসিক কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আশাহীনতা। এছাড়া সারাক্ষণ নেগেটিভ চিন্তা করাও গুরুত্বপূর্ণ। যারা সর্বদা নেতিবাচক চিন্তা করতে থাকে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে।

আরও পড়ুনঃ নিয়ম মেনে ভারতের জাতীয় পতাকা তুলে রাখা যায় রাতেও

তাছাড়া যারা এক বা একাধিকবার প্রচেষ্টা করেও সফল হতে পারেনা, তাদের পিতা মাতা, পরিবার বেশির ভাগ সময় তাদের বিভিন্ন অন্যায় আবদার মেনে নেয়, ফলে তারা তাদের অবিভাবকদের ভয় ভীতি দেখানোর জন্য আত্মহত্যার প্রচেষ্টা চালায়। অনেকে বিভিন্ন বিষয় নিয়ে অপরাধবোধে ভোগে এবং আত্মহত্যার দিকে ধাবিত হয়। আবার অনেকে সমস্যার সমাধান করার ক্ষমতার অভাবে কি করবে বুঝতে না পেরে আত্মহত্যা করে বসে।

আরও পড়ুনঃ জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে ৬০ বছর পরেও একঘরে ‘নেহেরুর বউ’
আরও পড়ুনঃ জয় হিন্দ, ভারতের প্রজাতন্ত্র দিবসের সোনার অক্ষরে লেখা ইতিহাস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
মেঝেতে খেলছে ভাইবোন, মাথার উপর ঝুলছে বাবা মা https://thenewsbangla.com/brother-and-sister-are-playing-on-the-floor-parents-are-hanging-over-the-head/ Sat, 08 Dec 2018 04:18:25 +0000 https://www.thenewsbangla.com/?p=3734 The News বাংলা, সোনারপুরঃ মর্মান্তিক ঘটনা সোনারপুরে। দুই ছোট্ট ছেলে মেয়েকে খেলায় ব্যস্ত রেখে আত্মহত্যা করল বাবা মা। বাবা মাকে মাথার উপর ঝুলতে দেখে হতবাক শিশুরা।

মেঝোতে খেলায় মত্ত ভাইবোন৷ মাথার উপর ঝুলন্ত বাবা ও মা৷ আচমকা উপরে তাকিয়ে বাবা ও মাকে এই অবস্থায় দেখে চিৎকার ৪ বছরের ছেলের৷ তার চিৎকার শুনে দৌড়ে আসে পাশের বাড়ির কাকিমা৷ দরজায় তালা লাগানো৷ জানলা খুলে ভদ্রমহিলা শিশু দুটির বাবা মা দুজনকেই দেখেন ঝুলন্ত অবস্থায়৷ শিউরে ওঠেন তিনি। মর্মান্তিক ঘটনায় শোকাচ্ছন্ন গোটা এলাকা।

আরও পড়ুনঃ কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

প্রতিবেশীদের ডেকে দরজার তালা ভেঙে উদ্ধার করা হয় তাপস নাইয়া ও প্রিয়াঙ্কা নাইয়াকে৷ তবে, সোনারপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদেরকে মৄত বলে ঘোষনা করেন চিকিৎসকরা৷ ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে পুলিশ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনেই আত্মঘাতী হয়েছেন৷ কারণ বন্ধ ঘরে শিশু দুটি ছাড়া আর কেউ ছিল না। তদন্ত শুরু করেছে পুলিশ৷

সোনারপুর থানার বৈষ্ণবপাড়া এলাকার বাসিন্দা তাপস ও প্রিয়াঙ্কার ২০১৩ সালে বিয়ে হয়৷ আগে থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল৷ তাদের ৪ বছরের একটি ছেলে ও ২ বছরের একটি মেয়ে রয়েছে৷ কয়েকদিন আগেই ঘটা করে স্বামীর জন্মদিন পালন করেছিলেন প্রিয়াঙ্কা৷

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

প্রতিবেশীদের সুত্রে জানা গিয়েছে, দুজনের মধ্যে নানান কারণে মান অভিমান হত৷ প্রায়ই ঝামেলা হত৷ ঘটনার আগে ঘর থেকে দুজনের ঝগড়ার শব্দ পান প্রতিবেশীরা৷

তবে তার জেরে এই ঘটনা ঘটাবে দুজন, তা বুঝতে পারেন নি কেউই৷ প্রতিবেশীরাই তাদের ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান৷ আপাতত প্রতিবেশীদের কাছেই রয়েছেন তাদের সন্তানরা৷ পাশের বাড়ির কাকীমার কোল থেকে নামতেই চাইছে না ছোট আরাধ্যা৷ আয়ুষ নিজের মনেই বিড়বিড় করে কি সব বকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা৷

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

যারা নিজেদের সন্তানের কথা ভাবে না, তারা কি মানুষ? একসঙ্গে এক দড়িতে ঝুলে আত্মহত্যা করা গেল আর একসঙ্গে সংসার করা গেল না? একসঙ্গে এই সুন্দর পৃথিবীতে বাঁচা গেল না? বাচ্চাগুলোর মুখ চেয়েও কি বাঁচা যেত না? অনেক প্রশ্ন প্রতিবেশিদের। কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার কেউই নেই।

বাচ্চা দুটোর কি হবে, সেটাই এখন ভাবাচ্ছে স্থানীয় মানুষদের। আপাতত শিশু দুটির বাবা মার শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। শিশু দুটির ট্রমা কাটাতে চিকিৎসা করাতে হতে পারে আশঙ্কা প্রতিবেশীদের।

]]>