Suicide Terrorist Attack – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 17 Feb 2019 18:02:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Suicide Terrorist Attack – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সেনা কনভয়ে আত্মঘাতী হানা, পাক জঙ্গিদের টার্গেটে এবার পাকিস্তানই https://thenewsbangla.com/suicide-terrorist-attack-on-pakistan-army-at-least-9-killed-and-11-injured/ Sun, 17 Feb 2019 17:51:55 +0000 https://www.thenewsbangla.com/?p=6942 এবার পাকিস্তানকেও কেউ জবাব দিল। রবিবার পাকিস্তানের সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বালুচিস্তানের কাছে এই আত্মঘাতী জঙ্গিহানায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৯ জন, আহত ১১ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই জানা গেছে। ঘটনার দায় স্বীকার করেছে বালোচ রাজি আজোই সাঙ্গার বা বিআরএএস নামে একটি পাক জঙ্গি সংগঠন। পাক জঙ্গিদের টার্গেটে এবার পাক সেনাই।

আরও পড়ুনঃ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা তুলে নিল মোদী সরকার

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ এর আত্মঘাতী জঙ্গি হামলার তিন দিনের মধ্যেই একই ধাঁচে পাকিস্তান সেনার উপর এই হামলা হওয়ায় শোরগোল পরে গেছে আন্তর্জাতিক মহলে। ঠিক পুলওয়ামার মতই পাকিস্তানের বালুচিস্তানে পাক সেনার গাড়ির কনভয়ের ওপরে হামলা চালাল সেই দেশের জঙ্গিরা। জঙ্গিদের তৈরি করে আর থামাতে পারছে না পাক সেনা, এমনটাই বলছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষঙ্গরা।

আরও পড়ুনঃ পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলার অনুমতি চাইল দেশের সেনা

পাক সেনা সূত্রে জানা গেছে, এই আত্মঘাতী জঙ্গিহানায় এখনও পর্যন্ত মারা গেছে ৯ জন সেনা, আহত হয়েছে ১১জন। তবে হামলার অভিঘাত দেখে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছে পাক সংবাদ মহল। পাঞ্জুর ও টারবাট শহরের মধ্যে এই হামলার ঘটনা ঘটে। চিন পাকিস্তান ইকনমিক করিডর এ এই হামলা হয়।

আরও পড়ুনঃ পরিবার সহ খুন করে আরডিএক্স দিয়ে বাড়ি উড়িয়ে দেবার হুমকি সাংসদকে

ভারতে যখন আত্মঘাতী জঙ্গিহানা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ঠিক তখনই ইরান থেকেও পাক হামলার অভিযোগ করা হয়েছিল। এদিনের পাক সেনার উপর হামলার ঘটনা স্বীকার করে বালোচ রাজি আজোই সাঙ্গার বা বিআরএএস বা ব্রাস এর মুখপাত্র বালোচ খান জানিয়েছেন, তাদের এক লড়াকু সেনা একাই পাক সেনাদের ধ্বংস করেছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা হবে জানিয়েছিলেন কাশ্মীর পুলিশের আধিকারিক

রাজনৈতিক বিশেষঙ্গরা বলছেন, পাকিস্তান জঙ্গিদের ট্রেনিং দিয়ে ফ্রাঙ্কেনস্ট্যাইন বানিয়েছে। যেটা এবার নিজেরাই সামলাতে পারছে না। তবে ভারত, ইরান ও পাকিস্তান এ আত্মঘাতি জঙ্গি হামলার ঘটনায় ব্যপক শোরগোল পরে গেছে আন্তর্জাতিক মহলে। উপমহাদেশের সংকটে আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সেনা মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, ভারতীয় কোম্পানি টাকা ঢালছে পাকিস্তানে
আরও পড়ুনঃ কাশ্মীরে আবার জঙ্গি হামলা, বিস্ফোরণে শহিদ আর্মি মেজর
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার
আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>