Subhas Chandra Bose – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 May 2019 05:54:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Subhas Chandra Bose – The News বাংলা https://thenewsbangla.com 32 32 নেতাজীকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে উদ্যোগী মোদী সরকার https://thenewsbangla.com/modi-recognition-netaji-subhas-chandra-bose-was-first-pm-of-india/ Tue, 28 May 2019 05:54:53 +0000 https://www.thenewsbangla.com/?p=13421 দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে; কেন্দ্রে ক্ষমতায় এসেছে মোদী সরকার। আগামী ৩০শে মে প্রধানমন্ত্রী সহ; নতুন মন্ত্রীসভার শপথ গ্রহন অনুষ্ঠান। কিন্তু তার আগেই বাঙালি আবেগকে কাজে লাগিয়ে; নেতাজী সুভাষ চন্দ্র বসুকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে উদ্যোগী হল মোদী সরকার।

বিষয়টি নিয়ে অনেকদিন ধরে ভাবনা চিন্তা হলেও; নতুন মন্ত্রীসভা গঠিত হলেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। একই সাথে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী এবং তাঁর মতবাদে চালিত; আজাদ হিন্দ ফৌজের ভূমিকাকে মর্যাদা দিয়ে প্রতি বছর ২১শে অক্টোবর দিনটিকে; আজাদ হিন্দ দিবস পালন করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মুকুলের হাত ধরে এবার বড়সড় ভাঙন তৃণমূলে, কে কে আসছেন বিজেপিতে

১৯৪৩ সালের ২১শে অক্টোবর সিঙ্গাপুরে; অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়। নেতাজী সুভাষ চন্দ্র বসু ছিলেন; এই অস্থায়ী ভারত সরকারের সর্বাধিনায়ক ও রাষ্ট্রপ্রধান। জার্মানি; জাপান; ইতালি; ক্রোয়েশিয়া; থাইল্যান্ড; ব্রম্মদেশ; মাঞ্চুকুও; ফিলিপাইন সহ মোট ৯টি দেশ এই সরকারকে স্বীকৃতিও দেয়।

তাই অখন্ড ভারতের প্রথম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নেতাজীকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে এই ৯টি রাষ্ট্রের সহযোগিতা চাইতে পারে ভারত সরকার। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর মোদী সরকারের উদ্যোগে; আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস আইল্যান্ডের নাম বদলে রাখা হয় নেতাজী সুভাষচন্দ্র বসু আইল্যান্ড; নীল আইল্যান্ডের নাম শহিদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নাম বদলে রাখা হয় স্বরাজ দ্বীপ।

আরও পড়ুনঃ EXCLUSIVE: গ্রেফতারি থেকে বাঁচতে মমতার হাত ছেড়ে যোগীর দারস্থ রাজীব কুমার

১৯৪৩ সালের ৩০ শে ডিসেম্বর পোর্ট ব্লেয়ারে প্রথমবার; জতীয় পতাকা তুলেছিলেন নেতাজী। সেই ঘটনার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে; সুভাষচন্দ্র বসুর সম্মানে এই নাম পরিবর্তন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন; জাপান আন্দামান নিকোবর দীপপুঞ্জ দখল করে। পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য দ্বীপপুঞ্জের অধিকার; নেতাজীর নেতৃত্বাধীন আজান্দ হিন্দ সরকারের হাতে তুলে দেয় জাপান।

তারপরেই আন্দামান ও নিকোবর দ্বীপের নাম; শহিদ ও স্বরাজ দ্বীপ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নেতাজী। নেতাজীর ইচ্ছাকে সম্মান জানাতেই; গত বছর নাম বদলের এই সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে; নেতাজীকে সম্মান জানাতে উদ্যোগী হল মোদী সরকার।

]]>
বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজির সঙ্গেই সেরা বাঙালি প্রতিভা মমতা https://thenewsbangla.com/vidyasagar-vivekananda-netaji-along-with-mamata-are-the-famous-bengali-legends/ Thu, 07 Mar 2019 09:50:38 +0000 https://www.thenewsbangla.com/?p=7756 মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। তা সে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিই হোক বা তাঁর নিজের মুখমণ্ডলের ছবিই হোক। শহর মোড়া বিজ্ঞাপণের যে দিয়েই তাকাবেন সব জায়গায় চোখে পড়বে একগাল হাসি ভরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। আর এবার রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, মধুসূদন ও নেতাজির এর সঙ্গেই একাসনে সেরা বাঙালি প্রতিভা মমতা।

ঋষি অরবিন্দ, সত্যজিত রায়, অমর্ত্য সেন, কিশোর কুমার, সৌরভ গাঙ্গুলি সহ আরও অনেককে টপকে এবার সেরা বাঙালি প্রতিভার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। সল্ট লেক সেক্টর ফাইভে এমন একটি পোস্টারে হইচই পরে গেছে গোটা রাজ্যে। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ছবি।

আরও পড়ুনঃ পাকিস্তানি চায়ের বিজ্ঞাপনের ভাইরাল ছবিতেও ভারতীয় পাইলট অভিনন্দন

মুখের আমি, মুখের তুমি, মুখ দিয়েই যায় চেনা। হোক না সেটা ল্যাম্প পোস্ট থেকে শুরু করে বাড়ির দেওয়াল, বাস স্টপ বা নন্দন চত্বর। সর্বত্র তাঁরই হাসিমুখের ছবি। মনিষীদের বাণীর পাশেও হাসি হাসি মুখে বিরাজমান বাংলা মুখ্যমন্ত্রী। এবার আবার সেই ছবি নিয়েই শুরু বিতর্কের, শুরু ব্যঙ্গ বিদ্রুপ থেকে রসিকতা।

সম্প্রতি সল্ট লেক সেক্টর ৫ এ লাগানো হয়েছে একটি পোস্টার আর তাতে লেখা ফেমাস বেঙ্গলি লেজেন্ড। সেই ছবিতে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষ চন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ, নজরুল ইসলাম, জগদীশ চন্দ্র বসু সহ আরও ১৩জন মনীষীদের সঙ্গে ছবি স্বয়ং মাননীয়া মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নানা জায়গায় সমালোচনা, নিন্দা ছাড়াও চলছে বিদ্রুপ ও হাসির রোল। যদিও ছবি নিয়ে এই ধরণের ব্যাপারে ধীরে ধীরে গা সওয়াও হয়ে গিয়েছে রাজ্যবাসীর।

এমনকি কয়েক মাস আগে শিক্ষা দফতরের নয়া নির্দেশিকা অনুযায়ী এবার রাজ্যের প্রতিটি স্কুলেও শোভা পেতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি। সম্প্রতি রাজ্যের প্রতিটি সরকারি ও সরকার অনুমোদিত স্কুলে এক নতুন নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

আরও পড়ুনঃ পরের সার্জিক্যাল স্ট্রাইকে বিমানে বেঁধে নিয়ে যাওয়া হবে বিরোধীদের

সেখানে বলা হয়েছে, স্কুলের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে এমন জায়গায় টাঙাতে হবে মুখ্যমন্ত্রীর ব্যানার। শুধু তাই নয়, যে ব্যানার টাঙাতে হবে তার সফট কপিও স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর। তবে উপর মহলের এহেন নির্দেশে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন কিছু কিছু স্কুল কর্তৃপক্ষ। কিন্তু চাকরি বাঁচিয়ে রাখাই এখন বড় কাজ তাই কোন কথা নেই।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে উর্দু গেট উড়িয়ে দিল যোগী সরকার

উল্লেখ্য, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষ্যে মুখ্যমন্ত্রীর ছবিতে নন্দন চত্ত্বর মুড়ে ফেলার পর গোটা রাজ্য জুড়ে উঠেছিল বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল মমতা বিরোধী একের পর এক পোস্টে। কোথাও বা বলা হয়েছিল সত্যজিত্‍, ঋত্বিক ঘটকের মতো একাধিক নামি পরিচালককে উড়িয়ে দিয়ে সিনেমার পিঠস্থান মমতার ছবিতে ভরিয়ে দেওয়া এক নিম্ন রুচির পরিচয়।

আরও পড়ুনঃ মোদীকে হত্যা কর, কংগ্রেস নেতার প্রকাশ্য নির্দেশ

কেউ আবার জানিয়েছিলেন, মমতা ব্যানারে নিজের মুখ দেখতে খুব ভালোবাসেন তাই এই ব্যানার। সবকিছুর পর এবার সেরা বাঙালি প্রতিভাতেও মুখ্যমন্ত্রী মমতাকে তত্‍পর হল ‘দিদির ভাইরা’। আর তাই, সেরা বাঙালি প্রতিভার তালিকায় এবার মমতাও। মমতার কোন ভাই তাঁকে খুশি করার ১৪ জন সেরা বাঙালি প্রতিভায় তাঁর ছবি রাখলেন সেটাই এখন প্রশ্ন। তবে সেই ভাইকে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই ‘পোস্টারশ্রী’ পুরস্কারও দিয়ে দিয়েছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ভারতবাসীকে নেতাজীর মৃত্যুদিন জানাল বাংলার পুরসভা https://thenewsbangla.com/a-municipality-of-bengal-told-india-the-date-of-death-of-netaji-subhas-chandra-bose/ Tue, 20 Nov 2018 08:01:07 +0000 https://www.thenewsbangla.com/?p=2740 The News বাংলা, এগরা: শেষ পর্যন্ত জানা গেল, নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু তারিখ। ভারতবাসীকে নেতাজীর মৃত্যুর তারিখ জানাতে পারল এই বাংলারই একটি পুরসভা। পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা জানিয়ে দিয়েছে, ঠিক কবে মারা যান নেতাজী সুভাষচন্দ্র বসু। এতগুলো কেন্দ্রীয় সরকার এত তদন্তের পরও যেটা জানাতে পারে নি, সেটা জানাল মমতার বাংলার একটি পুরসভা।

The News বাংলা Exclusive
Image : The News বাংলা Exclusive

১৮.০৮.১৯৪৫। গোটা বিশ্ব যে তারিখটা গত ৭৩ বছর ধরে খুঁজে আসছে, সেটাই এবার জানিয়ে দিল পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা। এগরা পুরসভায় নেতাজীর যে ছবি
রাখা রয়েছে তাতে রয়েছে নেতাজীর মৃত্যুর এই তারিখ। বিভিন্ন বাসস্ট্যান্ডে নেতাজীর যে ছবি লাগিয়েছে পুরসভা, তাতেও নেতাজীর ছবির সঙ্গে মৃত্যু দিন লেখা হয়েছে ১৮.০৮.১৯৪৫।

আরও পড়ুনঃ ‘পুলিশ হত্যা মামলা’তেও বাংলার পুলিশের মুখে চুনকালি

কি ভাবে, কেন, নেতাজীর মৃত্যু দিন সাল তারিখ সহ মানুষের সামনে নিয়ে এল পুরসভা, উঠেছে প্রশ্ন। নেতাজীর মত ব্যক্তিত্বকে নিয়ে কিভাবে ছেলেখেলা করল পুরসভা, প্রশ্ন উঠেছে। নেতাজীর এই মৃত্যুদিন কোথা থেকে পেল তারা, কোন প্রশ্নেরই এখন কোন উত্তর নেই।

The News বাংলা Exclusive
Image: The News বাংলা Exclusive

তাঁর অন্তর্ধান বিতর্ক স্বাধীনতার এত বছর পরেও বন্ধ হয় নি। কিভাবে সুভাষচন্দ্র বসু মারা গেলেন বা কিভাবে তিনি উধাও হয়ে গেলেন সেই নিয়ে অনেক বিতর্ক আছে। জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্ম তাঁরই কিনা তা নিয়েও রয়েছে অনেক বিতর্ক।

সেই বিতর্ক না জেনেই খুব সহজেই পুরসভা সব ছবিতে ও বাস স্ট্যান্ডে লাগিয়ে দিল নেতাজীর মৃতু দিনের তারিখ। আর এই নিয়েই ক্ষুব্ধ হয়েছে এগরার সাধারণ মানুষ। বিষয়টা চোখে পড়তেই প্রতিবাদে পথে নেমেছেন নেতাজী প্রেমীরা। প্রতিবাদ জানিয়েছে আজাদ হিন্দ পরিষদও।

আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে রাতভর ডিজে-নাচা-গানা নীরব পুলিশ

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা। ‘বেসরকারি সংস্থা যাদের নেতাজী ব্যানার তৈরি করতে দেওয়া হয়েছিল, তারাই ভুলটা করেছে’ সাফাই এগরা পুরসভার চেয়ারম্যানের। যাদের টেন্ডার দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, এগরা পুরসভার চেয়ারম্যান শঙ্কর বেরা।

The News বাংলা Exclusive
The News বাংলা Exclusive

তবে এই বিতর্কের মধ্যেই রসিকতায় মেতেছেন এগরার বাসিন্দারা। যাক, শেষ পর্যন্ত কেউ তো নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু দিন জানাতে পারল! আর সেটা করে দেখাল আমাদের বাংলারই একটি পুরসভা।

]]>
স্বীকৃতি না রাজনৈতিক ফায়দা, নেতাজীকে নিয়ে বিতর্কে মোদী https://thenewsbangla.com/recognition-or-political-advantages-modi-in-the-debate-about-netaji/ Mon, 22 Oct 2018 07:32:31 +0000 https://www.thenewsbangla.com/?p=1280 বিশেষ রিপোর্ট : নেতাজী সুভাষচন্দ্র বসুর অস্থায়ী আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে রীতি ভেঙে লালকেল্লায় এই বছর দ্বিতীয়বার জাতীয় পতাকা তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়েই এখন তুমুল বিতর্ক গোটা দেশ জুড়ে। স্বীকৃতি প্রদান না নেতাজীকে সামনে রেখেই লোকসভা ভোটে বাংলা সহ ভারতে আসন বাড়াতে চাইছে মোদীর বিজেপি ?

সুভাষচন্দ্র বসুর অস্থায়ী আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে লালকেল্লায় এই বছর দ্বিতীয়বার জাতীয় পতাকা তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ হিন্দ বাহিনীর পুরোনো সদস্যরা। উল্লেখ্য, আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পুর্তি অনুষ্ঠানে লালকেল্লার মাথায় তেরঙ্গা উঠুক, এমন দাবি করেছিলেন নেতাজী সুভাষচন্দ্র বোসের প্রপৌত্র বিজেপি নেতা চন্দ্রকুমার বোস। তাঁর এই আবেদন মেনে নিয়ে গত রবিবার দেশের সর্বত্র অস্থায়ী আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর-পূর্তি ঘটা করে পালনের সিদ্ধান্ত নেয় বিজেপি সরকার।

লোকসভা ভোটের দোরগোড়ায় বিজেপির এই ‘নেতাজী-প্রেমে’ অবশ্য রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা। রবিবার লালকেল্লায় পতাকা উত্তোলন করে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্য বলেন, ‘নেতাজী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সব ভারতীয় সমান সুযোগ পাবেন। এমন একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ তাঁর নিজের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে গর্ববোধ করবেন। তাঁর সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি’।

আর এখানেই সমালোচনা বিরোধীদের। বিরোধীদের মতে বিজেপির লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ। ২০১৯ এ লোকসভা ভোটে বাংলায় আসন বাড়াতে চাইছে গেরুয়া শিবির। তাই এবার নেতাজী সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে এগোতে চাইছে বিজেপি। বাঙালির নেতাজী আবেগে সুড়সুড়ি দিয়ে ভোট বাড়াতে চাইছে বিজেপি, অভিযোগ বিরোধীদের।

রবিবার, আজাদ হিন্দ ফৌজের ৭৫ তম প্রতিষ্ঠাদিবসে একটি সংগ্রহশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সংগ্রহশালায় রয়েছে নেতাজী সুভাষচন্দ্র বসুর ব্যবহৃত নানা সামগ্রী।

এছাড়াও ৩০ ডিসেম্বর পোর্টব্লেয়ার যাবেন প্রধানমন্ত্রী মোদী। ১৯৪৩ সালে এই দিনেই ভারতীয় ভূখণ্ডে প্রথম স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন নেতাজী। আজাদ হিন্দ ফৌজের সেই পতাকা উত্তোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে আন্দামান যাবেন মোদী। সেখানে তেরঙ্গা পতাকা তুলবেন তিনি।

ভারত ভূখণ্ডে প্রথম পতাকা উত্তোলনের স্মৃতিতে ১৫০ ফুট উঁচু পতাকা তুলবেন মোদী। সঙ্গে নেতাজীর স্মরণে একটি ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন তিনি। এর পর সেলুলার জেলে যাবেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বাঙালিদের মনে নেতাজী নিয়ে আবেগ বিলক্ষণ জানে বিজেপির থিংক ট্যাঙ্ক। তাই নেতাজীকে হাতিয়ার করে ২০১৯ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করেছে তারা।

তবে, এই নিয়ে সব সমালোচনা উড়িয়ে দিয়েছে বিজেপি নেতারা। তাঁরা জানিয়েছেন, ‘নেতাজীকে সম্মান দেওয়া নিয়ে যারা সমালোচনা করছেন তাঁরা আগে কোনদিন ভারতের এই মহান সন্তানকে শ্রদ্ধা জানান নি’। এখন নরেন্দ্র মোদী সরকার নেতাজীর সেই অবদানকে স্বীকৃতি দিচ্ছে তাই এত সমালোচনা’।

সব মিলিয়ে নেতাজীকে নিয়ে ফের বিতর্কে কেন্দ্রীয় সরকার। কংগ্রেসের পর এবার নেতাজী বিতর্কে মোদী সরকারও। লোকসভা ভোটের আগে ফের দেশ জুড়ে নেতাজী চর্চা।

]]>