Student Suicide – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 09 Mar 2019 04:42:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Student Suicide – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পরীক্ষা হলে পোশাক খুলে তল্লাশি, আতঙ্কে ছাত্রীর আত্মহত্যা https://thenewsbangla.com/strip-searching-in-examination-hall-scares-student-commits-suicide/ Sat, 09 Mar 2019 03:52:32 +0000 https://www.thenewsbangla.com/?p=7871 দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা চলাকালীন তিন সহপাঠীর পোশাক খুলে তল্লাশি করেছিলেন পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক। নিজের সঙ্গেও ওই ঘটনা ঘটার আতঙ্কে আত্মহত্যা করেছে এক ছাত্রী। এই অভিযোগ উঠেছে ছত্তিসগড়ের জশপুরের পান্ডরপাঠে।

আরও পড়ুনঃ ফাঁসি হওয়া জঙ্গি পুত্রের ভারতের সেরা ডাক্তার হবার স্বপ্ন

গত ১ মার্চ বোর্ডের পরীক্ষা শুরুর আগে দুই ছাত্রী এবং এক ছাত্রকে আলাদা কক্ষে ডেকে নিয়ে নকল খুঁজতে তাদের পোশাক খুলে তল্লাশি করেন পরিদর্শক। এতে আতঙ্কিত হয়ে পড়ে ১৬ বছরের ওই ছাত্রী-সহ বাকি পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ মোদীর নয়া প্রকল্পে দিল্লি থেকে মুম্বাই সড়কপথে মাত্র ১২ ঘন্টায়

ওই ছাত্রীর ভাইয়ের অভিযোগ, সেদিন বাড়ি ফিরেই ভাইকে সে বলেছিল, তার সঙ্গেও ওই ধরনের ঘটনা ঘটলে সে আত্মহত্যা করবে। সেসময় বোনকে শান্ত থাকতে এবং মন দিয়ে পরীক্ষা দিতে পরামর্শ দিলেও যুবকের অভিযোগ, তার বোনের আতঙ্ক আর লজ্জা কাটেনি।

আরও পড়ুনঃ টিভি চ্যানেল দেখা নিয়ে ভুল বোঝাচ্ছে কেবল অপারেটররা

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে ফের পোশাক খুলে শরীর তল্লাশি করা হতে পারে এমন আতঙ্ক থেকেই বাড়ি থেকে উধাও হয়ে যায় ওই ছাত্রী। সকালে বাড়ির পাশে জঙ্গলের একটি গাছে তার দেহ ঝুলতে দেখেন স্থানিয়রা। এরপর পুলিশের কাছে ছাত্রীর পরিবার ওই পরীক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুনঃ মরে গিয়েও তৃণমূল বিজেপির হাত থেকে রেহাই পেলেন না বড়মা

পান্ডরপাঠ স্কুলের প্রধান শিক্ষক অভিযোগে বলেছেন, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে ফ্লাইং স্কোয়াডের পরিদর্শকরা স্কুলে প্রবেশ করেন। ওই তিন ছাত্র-ছাত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তাদের অন্য কক্ষে নিয়ে যান পরিদর্শকরা। এরপর তল্লাশির জায়গা খুঁজতে গিয়ে স্কুলের বিভিন্ন কক্ষে ঢোকে দলটি। ফলে প্রায় দুই ঘণ্টা পরীক্ষার সময় অতিবাহিত হয়।

আরও পড়ুনঃ ভারতীয় ক্রিকেটারদের মাথায় ভারতীয় সেনার টুপি

এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানিয় পুলিশ। জশপুরের জেলা প্রশাসক নীলেশ ক্ষীরসাগর ছাত্র-ছাত্রীদের আতঙ্কিত না হতে পরামর্শ দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

তবে তল্লাশির নামে পোশাক খুলে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ক্ষুব্ধ গোটা এলাকা। তারা এই ঘটনায় দোষীদের চরম শাস্তি চেয়েছেন। তবে ওই পরীক্ষকের তরফ থেকে সবকিছুই অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুনঃ ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হল মোদীর ১০০ কোটির বাংলো

তল্লাশি হলেও ছাত্রীদের জন্য কেন মহিলা আধিকারিক থাকবে না? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শোরগোল পরে গেছে গোটা রাজ্যে। রাজ্য সরকার এই নিয়ে তদন্ত শুরু করেছে। লোকসভা ভোটের আগে এটাই ইস্যু করছে বিরোধীরা।

আরও পড়ুনঃবৈশাখীর হাত ধরে বিজেপিতে শোভন, জল্পনা তুঙ্গে
আরও পড়ুনঃ দেশ বা সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জেল
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী কিষান যোজনায় দারিদ্র্যের পরিমান কমবে ২০ শতাংশ
আরও পড়ুনঃ রাফায়েল যুদ্ধবিমান সংক্রান্ত সব নথি চুরি হয়ে গিয়েছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ইন্টারনেটে আত্মহত্যা নিয়ে পড়াশোনা করে আত্মঘাতী ছাত্র https://thenewsbangla.com/student-commits-suicide-after-studying-suicide-on-the-internet/ Sat, 08 Dec 2018 05:46:21 +0000 https://www.thenewsbangla.com/?p=3741 The News বাংলা, কলকাতাঃ এও সম্ভব?! কেউ আত্মহত্যা নিয়েও পড়াশোনা করতে পারে?! এ যেন বাংলা ফিল্ম হেমলক সোসাইটির বাস্তব রুপ। তেমনটাই ঘটেছে খাস কলকাতায়।

ইন্টারনেটে আত্মহত্যা নিয়ে পড়াশোনা করে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা কিশোরের। এক বছর আগে ‘ব্লু হোয়েল’ খেলতে গিয়েও হাতের শিরা কেটেছিল সে। তখন পুলিশের সহায়তায় তাকে বাঁচানো গেলেও এবার আর বাঁচানো যায় নি।

আরও পড়ুনঃ মেঝেতে খেলছে ভাইবোন, মাথার উপর ঝুলছে বাবা মা

আত্মঘাতী যুবকের নাম অর্কপ্রভ বসু। পাঠভবন স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র ছিল সে। বাড়ি পাটুলি এলাকায়। তার বাবা ইন্ডিয়ান অয়েলের কর্মী। মা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করেন। দিদি আইনজীবী।

ছোটোবেলা থেকেই পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না সে। ক্লাস ইলেভেনে দুবছর ধরে পড়ার পরেও এবার ভালো রেজ়াল্ট হয়নি তার। তারপর থেকেই আরও মানসিক অবসাদের মধ্যে ছিল সে।

আরও পড়ুনঃ কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়

আত্মহত্যার সময় বাড়িতে অর্ক ও তাদের পরিচারিকা ছিলেন শুধু। কোনও আওয়াজ না পেয়ে বাড়ির পরিচারিকা তার খোঁজ শুরু করে। অনেকবার দরজা ধাক্কা দেওয়ার পরও দরজা না খোলায় তিনি ফ্ল্যাটের দারোয়ানকে ডেকে আনেন। তখনই জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় তারা। পাটুলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ নামায়।

পাটুলি থানার পুলিশ জানিয়েছে, আত্মহত্যার সময় তার ল্যাপটপে আত্মহত্যা সংক্রান্ত একটি পেজ খোলা ছিল। দেহটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেহের ময়নাতদন্ত করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য অর্কর মোবাইল ও ল্যাপটপ নিয়ে গেছে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

পড়শিদের বক্তব্য, বছর খানেক আগেও এক বার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই ছাত্র। সে বারও কোনও খেলা দেখে হাতের শিরা কাটে সে। তখন সময়মতো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ায় বাঁচানো গিয়েছিল অর্কপ্রভকে।

তবে গতবার ছেলের ‘আত্মহত্যার চেষ্টার’ কথা অস্বীকার করেছেন তার মা। শুক্রবার কাবেরীদেবী বলেন,’ও নিয়মিতই ওষুধ খেত। চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হত। অবসাদ থেকে যে এ রকম ঘটনা ঘটতে পারে, আমরা ভাবতে পারিনি’।

আরও পড়ুনঃ আরও সাজিয়ে তোলা হবে বাঙালির প্রিয় দিঘা সমুদ্রসৈকতকে

তার চিকিৎসক সৌরভ দাস বলেন,’বছর খানেক আগে প্রথম আমার কাছে চিকিৎসার জন্য আনা হয় অর্কপ্রভকে। এর মধ্যে ওষুধে বেশ খানিকটা উন্নতিও হয়েছিল ওর মানসিক অবস্থার। এত বড় ঘটনা যে ঘটতে পারে, তা অনুমান করা যায়নি। ফের পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ধাক্কাটাই হয়তো সামলাতে পারেনি ও’।

আরও পড়ুনঃ দীপিকা কি গর্ভবতী? রণবীরের সন্তানের মা হবেন দীপিকা?

এইভাবে ইন্টারনেটে আত্মহত্যা নিয়ে পড়াশোনা করে তারপর আত্মহত্যার ঘটনা খুবই আস্বাভিক। ইন্টারনেটে আত্মহত্যার নানান পদ্ধতি নিয়ে গবেষণার চিহ্নও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তবে মনবিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেটে আত্মহত্যা নিয়ে পড়াশোনা করে তারপর আত্মহত্যার ঘটনা এটা শুনতে খুবই আস্বাভিক হলেও এই ধরণের ঘটনা বিশ্ব জুড়েই বাড়ছে। ভারত এবং বাংলাও তার ব্যতিক্রম নয়। এই ধরণের ঘটনা বাড়ছে বলেই জানিয়েছেন তাঁরা।

]]>