State Govt Employees – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 20 May 2022 06:15:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg State Govt Employees – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে ৩ মাসের মধ্যে ডিএ দিতে হবে https://thenewsbangla.com/calcutta-high-court-verdict-da-has-to-be-given-within-3-months-to-state-govt-employees/ Fri, 20 May 2022 05:37:55 +0000 https://www.thenewsbangla.com/?p=15136 বড় বিপদে রাজ্য সরকার, কলকাতা হাইকোর্টের রায়ে; ৩ মাসের মধ্যে বর্ধিত ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ মামলায় আজ ঐতিহাসিক রায় দিল; হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ; পরিস্কার জানিয়ে দিন, মহার্ঘভাতা সরকারি কর্মীদের মৌলিক অধিকার। তাদের বর্ধিত হারে ডিএ দিতে হবে। এবার কি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা? এমন রায়ই দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী; বকেয়া ৩২ শতাংশ মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ২০১৬ সালে মামলা হয়। মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ; মামলায় যেতেন সরকারি কর্মীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট); রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া মিটিয়ে দিতে বলে।

আরও পড়ুনঃ সিবিআই তদন্তে জর্জরিত তৃণমূল নেতা-মন্ত্রীরা, শুভেন্দুকে নবান্নে ডাকল রাজ্য সরকার

রাজ্য সরকার সেই নির্দেশ না মেনে; কলকাতা হাইকোর্টে যায়। সেই মামলাতেই আজ রায় দেয় হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টেও হেরে গেল রাজ্য সরকার। স্যাটের নির্দেশ অনুযায়ী, বর্ধিত হারেই ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের; জানিয়ে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ গোটা বিশ্বকে উড়িয়ে দিয়ে, ভারতের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন

“টাকা নেই, তহবিল নেই এই অজুহাত আর চলবে না”; পরিস্কার জানিয়ে দিল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। আগামী তিনমাসের মধ্য়ে রাজ্য সরকারি কর্মীদের; বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পরিস্কার বলেছে; ‘মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার’। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলেই অনুমান।

তবে এই মুহূর্তে রাজ্য কোষাগার একেবারেই খালি; এমনটাই দাবি নবান্নের। বাজারে ধার কয়েক লক্ষ কোটি টাকা। এবার হাইকোর্টের রায়ে, আর্থিক ভাবে বড়সড় সংকটে পরে গেল মা মাটি মানুষের সরকার। সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার; কিন্তু সেখানে গিয়েও কোন লাভ হবে না বলেই মনে করছে আইনজীবী মহল। খেলা মেলা ভাতা দিয়ে; ইতিমধ্যেই শুন্য রাজ্যের কোষাগার। এবার বর্ধিত হারে ডিএ দিতে হবে নবান্নকে। কোথায় পাবে রাজ্য সরকার এত টাকা? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

]]>
পে কমিশনের বদলে রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস https://thenewsbangla.com/festival-bonus-for-bengal-state-govt-employees-instead-of-pay-commission/ Tue, 28 May 2019 14:23:39 +0000 https://www.thenewsbangla.com/?p=13435 ঠিক যেন নাকের বদলে নরুণ। বাংলায় এই প্রবাদটাই সত্যি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার; এমনটাই বলছে রাজ্য সরকারি কর্মীরা। পে কমিশনের বদলে; সরকারি কর্মীদের জন্য বাড়ল উৎসব বোনাস। ঈদের দিকে তাকিয়ে মুসলিম কর্মীদের; এখনই ৪ হাজার টাকা বোনাস দিচ্ছে সরকার।

আরও পড়ুনঃ ফের মেয়াদ বৃদ্ধি রাজ্য বেতন কমিশনের, হতাশ রাজ্য সরকারি কর্মীরা

ঈদের আগে রাজ্য সরকারের মুসলিম কর্মচারীদের জন্য; বোনাস ঘোষণা করল নবান্ন। উৎসবের আগে ৪,০০০ টাকা বোনাস পাবেন রাজ্যের মুসলিম কর্মচারীরা। হিন্দুরা এই উৎসব ভাতা পাবেন; দুর্গাপুজোর সময়।

আরও পড়ুনঃ বড়সড় ভাঙন তৃণমূলে, মুকুল রায়ের একধাক্কায় বাংলার ৪ পুরসভা বিজেপির দখলে

ঈদের আগে মুসলিম কর্মীদের; ৪,০০০ টাকা বোনাস ঘোষণা করে; বিজ্ঞপ্তি জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরাই; ৪ হাজার টাকা করে অতিরিক্ত পাবেন। কিন্তু তার বেশি মাইনে হলে; বোনাসের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ বিজেপির কাছে মমতাকে আরও লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বামেরাই

প্রসঙ্গত, গতবছর ৩৬০০ টাকা বোনাস পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা। এবার ৪০০ টাকা বাড়ল। ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে; ৮ হাজার টাকা অগ্রিম পাবেন। ঘোষণা করেছেন মমতা।

আরও পড়ুনঃ নেতাজীকে অখন্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দিতে উদ্যোগী মোদী সরকার

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায়; সব জায়গাতেই শাসক দলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। মনে করা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পেশে; দীর্ঘসূত্রিতা ও বকেয়া মহার্ঘ ভাতার কারণে রাজ্য সরকারের উপরে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা।

আরও পড়ুনঃ রাজীব কুমারের বিরুদ্ধে জারি হতে চলেছে অ্যারেস্ট ওয়ারেন্ট

আর পে কমিশন দিতে না পারাতেই; বোনাস বা উৎসব ভাতা দিয়ে কর্মীদের মন জয়ের চেষ্টা করছে মমতা সরকার। এমনটাই মনে করছে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি। এমনকি তৃণমূলপন্থি সরকারি কর্মীদের সংগঠনগুলিও; অখুশি রাজ্য সরকারের ভুমিকায়।

আরও পড়ুনঃ অর্জুনের দাপটে, তৃণমূলের হাত থেকে ভাটপাড়া পুরসভা কেড়ে নিল বিজেপি

রাজ্য সরকারি কর্মীদের হতাশ করে; ফের ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি হয়েছে রাজ্য পে কমিশনের। ২০১৯ এর শুরুতেই ষষ্ঠ বেতন কমিশন; কার্যকরের সম্ভাবনার কথা জানিয়েছিল রাজ্য সরকার। আপাততঃ সেই সম্ভাবনা বিশ বাও জলে।

]]>