speculation – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 29 Mar 2019 14:05:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg speculation – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন, শুরু জল্পনা https://thenewsbangla.com/arjun-singh-bjp-in-the-house-of-6-time-cpm-mp-starting-speculation/ Fri, 29 Mar 2019 14:05:39 +0000 https://www.thenewsbangla.com/?p=9465 ৬ বারের জয়ী সিপিএম সাংসদের বাড়িতে অর্জুন শুরু জল্পনা। ভোটের মুখে শুক্রবার দাপুটে বাম নেতা তড়িৎ বরণ তোপদার এর বাড়িতে সদ্য তৃণমূল ত্যাগি বিজেপি নেতা অর্জুন সিংহ। আর তারপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি আইনুল হক, খগেন মুর্মু ও মাফুজা খাতুন এর মত বাম ছেড়ে রামের দিকে আরও এক কমরেড? উঠে গেছে প্রশ্ন।

তড়িৎ তোপদার, সিপিএমের ৬ বারের জয়ী সিপিএম সাংসদ এবং সিপিএমের এক সময়ের ব্যারাকপুরের হেভিওয়েট নেতা। তারই সাথে সাক্ষাৎ করলেন সদ্য তৃণমূল ত্যাগী বিধায়ক তথা ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।

তড়িৎ তোপদারের বাড়িতে গিয়ে প্রাক্তন এই সিপিএম সাংসদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অর্জুন সিং। আর তারপরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। একদা ভিন্ন রাজনৈতিক মেরুতে থাকা দুই হেভিওয়েটের সাক্ষাৎকারে নানা অংক কষাও শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সাক্ষাৎকারের বিষয়টি দুই নেতাই স্বীকার করে নিয়েছেন। তবে এতে রাজনৈতিক হিসেব নিকেশ না করাই উচিৎ বলে জানিয়েছেন দুজনেই। তড়িৎ তোপদার ব্যারাকপুরের দীর্ঘদিনের সাংসদ ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি। সেই কারণেই তাঁর কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, এমনটাই জানিয়েছেন অর্জুন সিং নিজেই।

এদিকে রাজনৈতিক আলোচনা হলেও, সেখানে কোন উদ্দেশ্য খুঁজতে যাওয়া উচিৎ নয় বলেই জানিয়েছেন তড়িৎ তোপদার। শুধুমাত্র দীর্ঘদিনের সাংসদের আশীর্বাদ নিতেই অর্জুন সিং তাঁর বাড়িতে গিয়েছিলেন বলে তিনি জানান। এর সঙ্গে তাঁর বিজেপিতে যাওয়ার কোন প্রশ্নই নেই বলে জানিয়েছেন এই বাম নেতা।

একদা দুই মেরুতে থাকা দুই নেতা যাই বলুন, এই সাক্ষাৎকার নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমেই বাড়ছে। যেভাবে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের পরিমান বাড়ছে, তাতে এই জল্পনা স্বাভাবিক।

উল্লেখ্য, সিপিএমের প্রাক্তন বিধায়ক খগেন মুর্মু সিপিএম ছেড়ে বিজেপির টিকিটে উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন। সিপিএমেরই অন্য এক প্রাক্তন বিধায়ক মাফুজা খাতুন বিজেপির টিকিটে লড়ছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। আর বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়ার সম্ভাবনা আছে আর এক প্রাক্তন কমরেড আইনুল হকের।

তাই, রাজনৈতিক মহলের মতে তড়িৎ তোপদার বিজেপিতে যোগ দিলে সেটা এই সময়ে আর আশ্চর্যের আর কিছু হবে না। অর্জুন সিং এর তরফ থেকে এই প্রস্তাব দেওয়ায় হয়েছে বলেই খবর। তবে স্বয়ং তড়িৎ তোপদার এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন।

]]>
সব জল্পনা উড়িয়ে দিয়ে দুদিন পর মমতার ধর্না মঞ্চে অভিষেক https://thenewsbangla.com/abhishek-banerjee-on-mamata-dharna-stage-after-two-days-blowing-up-the-speculation/ Tue, 05 Feb 2019 10:11:30 +0000 https://www.thenewsbangla.com/?p=6456 সবাই আছেন শুধু তিনি ছিলেন না। রবিবার থেকে রাজ্যে যা ঘটেছে তা বাংলার সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে দেশের সর্বত্র। সিবিআই বনাম মমতা লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা দেশ। কিন্তু মমতার ধর্ণা মঞ্চে ২ দিন ধরেই দেখা যায় নি দলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়েই উঠেছিল প্রশ্ন। চলছিল রাজনৈতিক জল্পনা। শেষ পর্যন্ত আন্দোলনের ২দিন পর মঙ্গলবার বিকালে ধর্না মঞ্চে হাজির ‘ভাইপো’ অভিষেক।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

২০০৬-তে একটানা ২৬ দিন মেট্রো চ্যানেলে আমরণ অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সবসময় তাঁর পাশে ছিলেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই রাজনীতির মঞ্চে উত্থান হয় তাঁর। কিন্তু এ বার, কোথায় তিনি? বেমালুম উধাও ছিলেন। আর এই নিয়েই উঠেছিল প্রশ্নের ঝড়। সব জল্পনা থামিয়ে মঙ্গলবার বিকালে মমতার আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসে বসেছেন নেতা নেত্রীদের সঙ্গে পিছনের সারিতে।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

রবিবার থেকে সর্বভারতীয় জাতীয় রাজনীতির একেবারে শীর্ষে বাংলা৷ পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার প্রতিবাদে ধর্মতলায় ধর্ণায় বসেছেন মমতা। ছোট বড় সব তৃণমূল নেতাই হাজির দিদির সত্যগ্রহে। শুধু তিনি ছিলেন না। আসছেন একের পর এক কেন্দ্রীয় নেতা। শুধু তাঁর দেখা ছিল না। পিসির ভাইপো কি সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই ধর্না মঞ্চ এড়িয়ে যাচ্ছেন। উঠছিল প্রশ্ন।

আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

রবিবার থেকে শুরু মমতার ধর্ণায় ও সিবিআইয়ের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে একেবারে গরহজির ছিলেন তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ণায় ভাইপো অভিষেকের এই অনুপস্থিতির বিষয়টি প্রথম নজরে আনেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “আতঙ্কে ভুগছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝতে পারছেন, বিপদ বাড়ছে”। তাই সিবিআই এর বিরুদ্ধে লড়াই থেকে নিজেকে কৌশলে সরিয়ে নিয়েছেন অভিষেক। আপাতত সেই বিতর্কে জল ঢাললেন অভিষেক।

আরও পড়ুনঃ তথ্যপ্রমাণ নষ্টের প্রমাণ পেলে পুলিশ কমিশনারকে উচিত শিক্ষা দেওয়া হবে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

সববিষয়ে দ্বিমত হলেও, অধীর চৌধুরির এই বক্তব্যকে আবার সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “এই বক্তব্যের জন্যই সম্ভবত প্রথমবার প্রকাশ্যে আমি অধীর চৌধুরির প্রশংসা করছি”। রবিবার থেকে একবারও নেত্রীর পাশে দেখা যায়নি তাঁকে। যেখানে ছোট-বড় তৃণমূলের সমস্ত নেতা উপস্থিত রয়েছেন। এমনকী বিরোধী দলের নেতারা এসেছেন বা আসছেন৷ আর এই নিয়েই শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। শেষমেশ ধর্না মঞ্চে উঠে সব বিতর্ক চাপা দিলেন তিনি।

আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে

ধর্নায় ‘পিসি’র পাশে ছিলেন না ‘ভাইপো’। কিন্তু, ‘মাসি’র পাশে এবার প্রথম থেকেই রয়েছেন ‘মুন্নি’৷ মমতার বোনের এই মেয়েকে ঘিরেই এবার চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে। ২০০৬ এর ধর্না মঞ্চ থেকেই ‘অভিষেক’ হয়েছিল ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ২০১৯ এর ধর্না মঞ্চ থেকে বোনঝি ‘মুন্নি’র উত্থানের শুরু কি না, তা ঘিরেই উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে তৃণমূলের নিচুতলার কর্মী-সমর্থক মহলেও। তারাও বুঝতে পারছিলেন না, মমতার এতবড় আন্দোলনে অভিষেক নেই কেন? তারাও এবার স্বস্তি পেলেন।

আরও পড়ুনঃ সম্পর্কের খাতিরে চাকরি দুর্নীতি, রাজ্যের দফতরে কর্মীদের মুখরোচক গল্প

এর আগেও পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন না তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন শোনা যায়, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যুব তৃণমূল কংগ্রেসের সভাকে ঘিরে কোনও বিষয়কে ঘিরেই মমতা-অভিষেকের মন কষাকষি হয়েছিল। তাই বর্ধিত কোর কমিটির বৈঠক এড়িয়ে গিয়েছিলেন অভিষেক।

আরও পড়ুনঃ ভারত হাতে পাচ্ছে বিজয় মালিয়াকে, ভোটের আগে বড় জয় মোদী সরকারের

এর আগে ২০১৬ সালে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও ‘বয়কট’ করেছিলেন অভিষেক। তাঁর পছন্দ মতো মন্ত্রিসভা গঠন হয়নি বলেই তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না বলে জল্পনা হয়েছিল তখন। এবারের ধর্না মঞ্চে দুদিন ধরে না আসার কারণ কি? ফলে ধর্না মঞ্চে অভিষেক এলেও, এই নিয়েই চলছে জোর আলোচনা।

]]>
বিজেপি না তৃণমূল, পাহাড়ে মোর্চার জোট নিয়ে জল্পনা তুঙ্গে https://thenewsbangla.com/bjp-or-trinamool-the-coalition-candidate-of-the-darjeeling-hill-on-the-speculation/ Mon, 07 Jan 2019 14:31:07 +0000 https://www.thenewsbangla.com/?p=5277 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ দার্জিলিং-এ প্রার্থী কে? জোটই বা কাদের মধ্যে হবে? বিজেপি-মোর্চা জোট? না তৃণমূল-মোর্চার জোট? সব নিয়ে পাহাড়ে লোকসভা ভোট ও জোট নিয়ে জল্পনা তুঙ্গে।

পাহাড়ে এখন দুটি গোর্খা জনমুক্তি মোর্চা। একটি বিনয় তামাং পন্থি মোর্চা ও অন্যটি বিমল গুরুং পন্থি মোর্চা। বিনয় তামাং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে, বিমল গুরুং পন্থি মোর্চার সঙ্গে জোট হচ্ছে বিজেপির। তবে বিমল গুরুং সহ বিমল গুরুং পন্থি মোর্চার সব নেতাই এখন পাহাড় ছেড়ে পালিয়েছেন।

ফলে এই মুহূর্তে বিমল গুরুং পন্থি মোর্চার অস্তিত্বই নেই। কিন্তু বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোটের প্রার্থী কে? তৃণমূল কংগ্রেসের না মোর্চার, সেটাই এখন প্রশ্ন।

এবার পাহাড় সহ গোটা জেলা থেকেই বিজেপিকে গোড়া থেকে উৎখাত করতে বিনয় তামাং পন্থি গোর্খা জনমুক্তি মোর্চার সাথে জোট করেই দল জিততে চায় বলে একপ্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক সাংগঠনিক বৈঠকে যোগ দিতে সমতলে এসে বিমল গুরুং সহ বিজেপিকে একহাত নেয় বিনয় তামাংও।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

শিলিগুড়ির পিন্টেল ভিলেজে এক সাংবাদিক বৈঠকে, বিমল গুরুং সহ বিজেপিকে একযোগে আক্রমণ শানান বিনয় তামাং। তিনি বিমল গুরুংকে মুর্খ, বোকা সহ একাধিকভাবে আক্রমন করেন। পাশাপাশি বিজেপিও পাহাড়ের মানুষকে ভাঁওতা দিয়েছে বলে অভিযোগ তোলেন। সেইসঙ্গে তিনি একপ্রকার হুমকির সুরেই জানিয়ে দেন যে, তাদের আর্শিবাদ ছাড়া পাহাড়ে কারোর জেতা সম্ভব নয়। এবং আসন্ন নির্বাচনে জোট করেই ভোটে লড়বে মোর্চা বলেই জানিয়ে দেন তিনি।

কিন্তু সেক্ষেত্রে কে বা কাদের ক্যন্ডিডেট লড়বে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেন নি তিনি৷ এরপরই শিলিগুড়িতে দলীয় এক সন্মেলনে এসে পাহাড়ের প্রার্থী প্রসঙ্গে জোট করেই তৃণমূল কংগ্রেসই প্রার্থী দিচ্ছে বলে একপ্রকার ইঙ্গিত দিলেন গৌতম দেব। এদিন তিনি আরও বলেন, গোটা রাজ্যের ৪২টি আসনেই ঘাসফুলের ক্যান্ডিডেট থাকবে।

তিনি আরও দাবি করেন, ‘পাহাড়ে ঘাসফুল ক্যান্ডিডেটই জিতবে এবং পার্লামেন্টে তৃণমূল ক্যান্ডিডেট খুব ভালো সংখ্যায় দিল্লিতে যাবে। এটা আমাদের করতেই হবে। আমরা এটা করবই। ডু অর ডাই অবস্থা আমাদের। হয় মরবো নাহলে আমরা দিল্লিতে যাবো’।

গৌতম দেবের এই বক্তব্যের পেক্ষিতে স্বাভাবিক ভাবেই স্পষ্ট যে এবার দার্জিলিং-এর আসনে বিনয় তামাং পন্থি মোর্চা ও তৃণমূল জোট করেই বিমল গুরুং পন্থি মোর্চা ও বিজেপির জোটকে হারাতে চাইছে। এখন দ্বিখন্ডিত মোর্চার সিংহ ভাগ বিজেপি, তৃণমূল না মোর্চা, কোন দলের প্রার্থীতে আগ্রহী সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুনঃ

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>