Special Task Force – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 16 Feb 2019 11:30:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Special Task Force – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশ্মীরে পাক হামলার পর কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত জঙ্গি https://thenewsbangla.com/special-task-force-of-kolkata-police-arrested-jamaat-ul-mujahidin-terrorist/ Sat, 16 Feb 2019 10:50:37 +0000 https://www.thenewsbangla.com/?p=6884 কাশ্মীরে ভয়ঙ্কর পাক হামলার পর এবার কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাবুঘাট থেকে গ্রেফতার করেছে ওই বাংলাদেশি জামাত জঙ্গিকে। কি কারণে ওই জেএমবি জঙ্গি এই বাংলায় এসেছিল তা তদন্ত করে দেখছে গোয়েন্দারা। বর্ধমানে খাগরাগড় বোমা বিস্ফোরণ কাণ্ডেও এই জঙ্গি জড়িত ছিল বলেই পুলিশের রিপোর্ট।

আরও পড়ুনঃ পাকিস্তানকে বয়কট করে ভারতের হাত ধরল সৌদি আরব

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে নির্দিষ্ট খবর পেয়েই শনিবার ভোরেই বাবুঘাট অঞ্চল থেকে গ্রেফতার করা হয় ওই বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গিকে। আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের ওই জঙ্গি ২০১৮ সালে বৌদ্ধ গয়া বোমা বিস্ফোরণের মাস্টার মাইন্ড বলেই জানিয়েছে কলকাতা পুলিশ। বর্ধমানে খাগরাগড় বোমা তৈরি কাণ্ডেও এই জঙ্গি জড়িত ছিল বলেই পুলিশের রিপোর্ট।

আরও পড়ুনঃ তদন্তের আগেই জঙ্গি হামলায় পাকিস্তানকে দোষী বলা ঠিক নয় বললেন মমতা

জানা গেছে, STF PS Case No. 1/2018 dated 02.02.2018 u/s 121/121A/123/125/120B IPC, 4/5 E.S Act and 18/20 U.A.P.A Act 1967 ধারায় এই জঙ্গির বিরুদ্ধে আদালতে মামলা করেছে স্পেশাল টাস্ক ফোর্স। এই আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের এই জঙ্গির বাড়ি বাংলাদেশের বারপেটা থানার চেংলিমারি পোস্ট অফিসের পানপাড়া গ্রামে। এর বাবার নাম আলিমুদ্দিন ইসলাম।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্তাকে রাজ্যপাল করে কাশ্মীরে পাক জঙ্গি নিধনে নামছে কেন্দ্র

ভোরবেলায় বাবুঘাটের কাছে এই জামাত উল মুজাহিদিন জঙ্গি কি করছিল সেটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। এই জঙ্গি ভারতের আসাম থেকে পড়াশোনা করেছে। পরে এক ট্রাক ড্রাইভারের হেল্পার হিসাবেও কাজ করেছে। বাংলাদেশি জামাত উল মুজাহিদিন জঙ্গি জাহিদুল ইসলাম ওরফে কৌসর ও আব্দুল মাজিদের সংস্পর্শে এসে সে জঙ্গি দলে নাম লেখায়।

আরও পড়ুনঃ পাক জঙ্গিদের খুঁজে বের করে মারতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিল মোদী সরকার

জামাত উল মুজাহিদিন জঙ্গি কৌসর, কালু, আদিল, হাসান, উমর, পয়গম্বর, কাদের গাজি, কৌসর এইসব জঙ্গিদের কাছে সে ট্রেনিং নেয় বলেই জানা গেছে। ২০১৮র জানুয়ারীতে এরা সবাই মিলে বৌদ্ধ গয়া যায় ও সেখানে স্থানীয় জঙ্গিদের সঙ্গে মিলে প্রথমে রেইকি করে ও তারপর বোমা বিস্ফোরণ ঘটায়। বৌদ্ধ গয়ায় বোমা বিস্ফোরণ ঘটানোর পর আরিফুল ইসলাম ওরফে আরিফ ওরফে আক্তারুল নামের ওই জঙ্গি ব্যাঙ্গালোর গিয়ে একটি ডাকাত দলে নাম লেখায়। নিজেকে লুকিয়ে রাখতেই সে এই পদ্ধতি নেয় বলেই মনে করছে গোয়েন্দারা।

আরও পড়ুনঃ দেশ জুড়ে বদলার দাবি, কাউকে ছাড়া হবে না জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বৌদ্ধ গয়ার মতই কলকাতায় রেইকি করতে এসেছিল এই জঙ্গি, মনে করছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। বৌদ্ধ গয়া বোমা বিস্ফোরণ এর আর এক পাণ্ডা কৌসরকে জেল থেকে আদালতে যাওয়ার সময় কি করে ছাড়িয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনা করেই কলকাতা এসেছিল সে। এমনটাই মনে করছে গোয়েন্দারা। এই জঙ্গির কাছ থেকে বেশ কিছু ম্যাপ ও কাগজপত্র উদ্ধার করেছে পুলিস। শনিবারই তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
চিতা বাঘ মেরে চামড়া পাচারের সময় গ্রেফতার পুলিশ অফিসারের ছেলে https://thenewsbangla.com/son-of-a-police-officer-arrested-during-the-smuggling-of-leopard-leather/ Thu, 14 Feb 2019 18:09:30 +0000 https://www.thenewsbangla.com/?p=6825 উত্তরবঙ্গে ফের চিতা বাঘের চামড়া উদ্ধার। এবার গ্রেফতার এক পুলিশ অফিসারের ছেলে। চিতা বাঘ মেরে চামড়া পাচারের দায়ে পুলিশ অফিসারের ছেলে গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তরবঙ্গে।

দার্জিলিং থেকে ভুটানে পাচারের আগেই উদ্ধার হল একটি চিতা বাঘের চামড়া। বৈকন্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায়। গোপন অভিযানে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি এলাকা থেকে চিতা বাঘের চামড়াটি উদ্ধার করে স্পেশাল টাস্কফোর্স। চিতা বাঘ মেরে চামড়া পাচারের সময় গ্রেফতার এক পুলিশ অফিসারের ছেলে।

গ্রেপ্তার করা হয় দার্জিলিংয়ের কনভেন্টে পড়াশুনা করা রীতিমত শিক্ষিত এক যুবককে। ধৃতের নাম আশিস ছেত্রী। তার বাড়ি দার্জিলিংয়ে। তার পিতা আইবিআর পুলিশ অফিসার ও বর্তমানে শিলিগুড়িতে পোস্টিং। বাবার পদের ও নামের সুযোগ নিয়ে সে এই পাচার কাজ চালাত কিনা তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স।

উত্তরবঙ্গ টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, “গোপন সূত্রে খবর পাওয়া যায় একটি চিতা বাঘের চামড়া দার্জিলিং থেকে ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানে নেমে চিতা বাঘের চামড়াটি উদ্ধার করা হয়েছে”।

তিনি আরও বলেন, “ধৃতকে জেরা করে জানা গিয়েছে দার্জিলিং এর একটি বাগান থেকে ফাঁদ পেতে চিতাবাঘটি ধরার পরে সেটিকে মারা হয়েছিল। গলায় ফাঁস লাগিয়ে বাঘটিকে হত্যা করে তার চামড়া বের করা হয়”।

চামড়াটি একটি পুর্ণ বয়স্ক পুরুষ চিতার। ভুটানে তিন লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই চামড়াটি। সঞ্জয়বাবু আরও জানান, যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে সে দার্জিলিং এর একটি কনভেন্ট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছে। তার পিতা একজন পুলিশ আধিকারিক।

পাচারকারি যুবকের পিতা সেই পুলিশ আধিকারিক বর্তমানে চাকরী সূত্রে শিলিগুড়িতে। অভিযুক্তের বিরুদ্ধে ওয়াইল্ড অ্যাক্ট ও ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ আধিকারিকের শিক্ষিত ছেলে কিভাবে পাচারকারি হল বা পাচারকারিদের সঙ্গে যুক্ত হল সেটাই খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স।

]]>
স্পেশাল টাস্ক ফোর্সের আচমকা অভিযানে আটক লক্ষ টাকার কাঠ https://thenewsbangla.com/illegal-wood-seized-in-a-surprise-operation-by-the-special-task-force/ Wed, 05 Dec 2018 16:18:30 +0000 https://www.thenewsbangla.com/?p=3562 The News বাংলা, শিলিগুড়িঃ শিলিগুড়িতে এক অবৈধ কাঠের আসবাব তৈরির কারখানায় বনদপ্তরের আচমকা হানায় আটক প্রায় ১০ লক্ষ টাকার আসবাব ও কারখানার যন্ত্রাংশ। যদিও এই অভিযানের সময় কয়েকশ স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল স্পেশাল টাস্ক ফোর্সের কর্মীদের। তারপরেও উদ্ধার হয়েছে বেশ কিছু কাঠের আসবাব ও তা তৈরি করার সরঞ্জাম। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে বনদপ্তর।

স্পেশাল টাস্ক ফোর্সের আচমকা অভিযানে আটক লক্ষ টাকার কাঠ/The News বাংলা
স্পেশাল টাস্ক ফোর্সের আচমকা অভিযানে আটক লক্ষ টাকার কাঠ/The News বাংলা

বেলাকোবার রেঞ্জ অফিসার তথা টাস্ক ফোর্সের ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে গোপন সূত্রে তাদের কাছে খবর আসছিল যে, শিবমন্দির এলাকায় কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে গেছে। সেই খবরের ভিত্তিতে বুধবার স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল শিলিগুড়ি শিবমন্দির চাউমিন বস্তি এলাকায় অভিযান চালায়।

অভিযানে বেশ কিছু বাড়ি থেকে অবৈধ কাঠের সরঞ্জাম ও বিদ্যুতিক যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এই যন্ত্রগুলি দিয়ে কাঠের সরঞ্জাম তৈরি করা হত এবং শাল কাঠ কাটা হত। বিভিন্ন জঙ্গল থেকে চোরাই ভাবে কাঠ নিয়ে এসে কাঠের সরঞ্জাম তৈরি করে বিভিন্ন জায়গায় চোরাই ভাবে পাঠানো হত।

স্পেশাল টাস্ক ফোর্সের আচমকা অভিযানে আটক লক্ষ টাকার কাঠ/The News বাংলা
স্পেশাল টাস্ক ফোর্সের আচমকা অভিযানে আটক লক্ষ টাকার কাঠ/The News বাংলা

বেলাকোবার রেঞ্জ অফিসার তথা টাস্ক ফোর্সের ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত আরও জানান, এই অভিযান চালানোর সময় প্রায় হাজাররে ওপর স্থানীয় মানুষ তাদের ঘিরে রেখে প্রতিরোধ করার চেষ্টা করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু তাদের এই অভিযান সেই বাধা দূর করে প্রায় ১০ লক্ষের বেশি মূল্যের আসবাবপত্র বাজেয়াপ্ত করে বেলাকোবা রেঞ্জ অফিসে আনতে সক্ষম হয়।

এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে বলে জানান সঞ্জয় দত্ত। জানা গেছে, এই অঞ্চল থেকে উদ্ধারকৃত কাঠগুলি তরাই, ডুয়ার্স ও পাহাড় থেকে অবৈধ চোরাচালানের মাধ্যমে এই অঞ্চলে আনা হয়েছিল। এবং তা আসবাব বানানর পর বিহার, ঝাড়খন্ড ও স্থানীয় বিভিন্ন এলাকায় বিক্রি করা হত।

]]>