LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা
কোচবিহার কেন্দ্র নিয়ে বাড়তি নজর কমিশনের। ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর রয়েছে কোচবিহারে। আলিপুরদুয়ারের স্পর্শকাতর বুথ প্রায় ৩৫০ টি। কিন্তু কোচবিহার নিয়ে এখনও ধোঁয়াশায় কমিশন। কোচবিহারে ২০১০ টি বুথের মধ্যে ১০৬০ টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি ৯৫০ টি বুথে থাকছে রাজ্যের সশস্ত্রবাহিনী। আর বৃহস্পতিবার ভোটের দিন সারাদিন কোচবিহারে থাকবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। কোচবিহারে থেকেই ভোট মনিটরিং করবেন তিনি। এমনটাই ঠিক ছিল।
আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের
প্রথম দফার নির্বাচনের জন্য নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বুধবার বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনে। সিইও আরিজ আফতাবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্তা, আইজি বিএসএফ ও এডিজি আর্মড ফোর্স। মূলত প্রস্তুতির সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি উঠে আসে। ঠিক হয়, ৪৫ কোম্পানির পাশাপাশি আরও দুই অর্থাৎ মোট ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে কোচবিহারে।
আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা
আর মাত্র ২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে আলিপুরদুয়ারে। রাজ্যের মাত্র ২ টি আসনে বৃহস্পতিবার ভোট নেওয়া হচ্ছে। বাহিনী কিভাবে মুভমেন্ট করবে, প্রতি ঘটনার পদক্ষেপ কিভাবে নেবে তা নিয়ে আলোচনা হয়েছে বুধবারের বৈঠকে। কি কি ঠিক হয়েছিল বৈঠকে? দেখে নি একনজরে ঠিক কি কি সিদ্ধান্ত হয়েছিল বুধবারের শেষমুহুর্তের নিরাপত্তা বৈঠকে।
আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর
কি কি সিদ্ধান্ত হয়েছিল বুধবারের শেষমুহুর্তের নিরাপত্তা বৈঠকে:
* এখনো পর্যন্ত মোট ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দুই কেন্দ্রে নির্বাচনে মোতায়েন থাকবে।
* প্রতি বুথে কমপক্ষে চারজন জোয়ান থাকবেন।
* স্ট্রং রুমের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন সেখানে নিরাপত্তার দায়িত্বে।
* পাশাপাশি একজন ইন্সপেক্টর তিনজন সাব ইন্সপেক্টর সহ ২৮ জনের রাজ্য পুলিশের দল থাকছে নিরাপত্তার দায়িত্বে।
আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন
* বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী।
* প্রায় প্রতিটি বুথে ওয়েব কাস্টিং করার নির্দেশ।
* বুথের বাইরে ভোটারদের লাইন মেন্টেন করার জন্য লাঠিধারী পুলিশ এর ব্যবস্থা করা হয়েছে।
* নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হবে
আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী
কোন ধরণের অশান্তি বরদাস্ত করা হবে না বলেই কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। সমস্ত বিষয়ের রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবেকে। ঠিক হয়েছে, কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। ফলে কোচবিহারকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন সেটা বলাই যায়।
আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ
কিন্তু সেই বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ভোট শুরু হতেই সবাইকে অবাক করে কোচবিহার থেকে ভোট মনিটরিং ছেড়ে কলকাতা ফিরলেন। কেন? সবার প্রশ্ন একটাই। শাসক দল তৃণমূলের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সবার প্রশ্ন একটাই। কেন? কেন তিনি ভোট ছেড়ে কলকাতায় ফিরলেন? বাহিনী ঠিক ঠাক মোতায়েন হয়েছে, জানান হয়েছে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের তরফ থেকে।
আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
]]>আরও পড়ুনঃ রমজানের রোজা পালন করে ভোটারদের পাশে থাকবেন, নির্বাচনী প্রচারে জানালেন মিমি
রবিবার বাংলায় এসে পৌঁছান বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। সোমবার সন্ধ্যায় আইজী সিআরপিএফ, ডিজি বিএসএফ সহ বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন বিবেক দূবে। আগামীকাল মঙ্গলবার সকালে নবান্নে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় বিশেষ পর্যবেক্ষক বিবেক ডুবে।
আরও পড়ুনঃ দলের প্রার্থীকে জেতালেই পুরষ্কার সোনার গহনা, বিদেশ ভ্রমনের টিকিট
এ রাজ্যে বিরোধীদের পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে ‘রাজ্যের সমস্ত বুথ স্পর্শকাতর’, এটা ঠিক নয় বলেই জানান বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। রাজ্যে কিছু বুথ আছে যেগুলি স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলি ওপর নজরদারি বাড়ানো হবে বলেই সোমবার জানান তিনি।
আরও পড়ুনঃ মমতার চ্যালেঞ্জ গ্রহণ করলেন মোদী, একমঞ্চে সামনাসামনি বিতর্কে বসছেন মমতা-মোদী
বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অনেক অফিসারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে। যদি স্পেসিফিকভাবে কোন পুলিশ অফিসার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা নির্বাচনের সঙ্গে যুক্ত কোন অফিসারের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে তবে তা নির্দিষ্টভাবে কমিশনকে জানালে কমিশন বিষয়টি নিয়ে খতিয়ে দেখবে বলে জানালেন বিবেকবাবু।
আরও পড়ুনঃ ২৩ মে নয়, ভোটের ফল পিছতে পারে আরও ৬ দিন জানাল নির্বাচন কমিশন
উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে বেশকিছু ‘সেনসিটিভ বুথ’ চিহ্নিত করা হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই সমস্ত স্থানে কেন্দ্রীয় বাহিনী ঠিকভাবে পাঠান বা রুট মার্চ করা হচ্ছে না। মানুষ নাকি ভয় পাচ্ছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য আগামীকাল মঙ্গলবার দুপুরের বিমানে উত্তরবঙ্গ যাচ্ছেন বিবেক দুবে।
আরও পড়ুনঃ জীবনের শেষ ভোটটা এবার দিতে চান শিবপূজন
সমগ্র দেশে প্রায় ৯২ কোটি ভোটার পৃথিবীর এই বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দান করবেন। এত মানুষের ভোটদান প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে যা যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন রয়েছে তার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন, জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
আরও পড়ুনঃ পাক জঙ্গিদের সাহায্যকারি দেশের বিশ্বাসঘাতকদের খুঁজতে ৮ সদ্যসের গোয়েন্দা দল
“বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে, অধিকাংশ সরকারি আধিকারিক বিশেষ করে পুলিশ আধিকারিকরা পক্ষপাত দুষ্ট তা সঠিক নয়। সব জায়গাতেই কিছু খারাপ মানুষ থাকে, তা বলে সবাই খারাপ হতে পারেন না”। এই ভাষাতেই এবার বিরোধীদের বললেন বিবেক দুবে।
আরও পড়ুনঃ ওয়াইনাদে চরমপন্থী মুসলিম সংগঠনের সাথে হাত মিলিয়েছে রাহুল, অভিযোগ সিপিএমের
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে আরও বলেন যে, “রাজ্যে যথেষ্ট কম্পিটেনট অফিসার রয়েছেন, যারা প্রতিটি মুহূর্তে পরিস্থিতির ওপর নির্বাচন কমিশনের নির্দেশ মত নজরদারি চালাচ্ছেন এবং যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল প্রবলেমেটিক স্টেট বলেই প্রথম থেকেই নির্বাচন কমিশন ৭ দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, বলে পরিস্কার জানিয়ে দিলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।
আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।
]]>