SP-BSP alliance – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 04 Jun 2019 04:45:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SP-BSP alliance – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিধানসভা ভোটের আগেই ভাইপোর হাত ছাড়লেন পিসি https://thenewsbangla.com/mayawati-akhilesh-sp-bsp-alliance-end-mayawati-fights-alone-assembly/ Tue, 04 Jun 2019 04:45:56 +0000 https://www.thenewsbangla.com/?p=13517 বিধানসভা উপনির্বাচনের আগেই; ভাইপোর হাত ছাড়লেন পিসি। লোকসভা ভোট মিটতে না মিটতেই; উত্তরপ্রদেশে প্রশ্নের মুখে বিরোধী মহাজোটের ভবিষ্যৎ। রাজ্যের ১১ বিধানসভা উপনির্বাচনে একাই লড়তে চলেছে; মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)। সোমবার দলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন; বিএসপি নেত্রী মায়াবতী। মহাজোটের ওপরে তাঁর আর আস্থা নেই বলেও জানিয়েছেন।

লোকসভা ভোটে অনেক আশা জাগিয়েও; উত্তরপ্রদেশে বিজেপিকে কোনও চ্যালেঞ্জই ছুঁড়তে পারেনি মায়াবতী-অখিলেশ জোট। বিজেপিকে রুখতে অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদলকে (আরএলডি)কে নিয়ে; ‘মহাগঠবন্ধন’ হয়েছিল বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টির (সপা)।

কিন্তু নির্বাচনের ফলাফল বেরনোর পর দেখা গেল; মুখ থুবড়ে পড়েছে তিনদলের জোট। রাজ্যের ৮০টি লোকসভা আসনের ৬২টি পেয়েছে বিজেপি; ২০১৪-র প্রাপ্ত আসন থেকে মাত্র ৯টি কম। তাদের জোটসঙ্গী আপনা দল জিতেছে ২টি আসনে; মহাগঠবন্ধন পেয়েছে মাত্র ১৫টি আসন।

মহাগঠবন্ধন গঠন করে বিজেপিকে রুখতে গিয়ে; ভোটে বেশি লোকসান হয়েছে ২০১৭ অবধি; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকা অখিলেশের। তাঁর স্ত্রী ডিম্পল যাদব; দুই আত্মীয় অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও নিজেদের আসন খুইয়েছেন। ২০১৪-য় শূন্য থেকে এবার ১০-এ পৌঁছেছে মায়াবতীর দল; কিন্তু সপা যে ৫-এ ছিল, সেখানেই রয়েছে এবারও।

এই প্রেক্ষাপটে এককালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থেকে মিত্র হয়ে ওঠা; মায়াবতী, অখিলেশের জোট কি এবার ভেঙে যেতে বসেছে? তেমনই ইঙ্গিত মিলল মায়াবতীর কথায়। লোকসভা ভোটে জোটের বিপর্যয়ের ফলে; এই জোটে আস্থা হারিয়েছেন মায়াবতী।

বৈঠকে বিএসপি নেত্রীকে বলেন; “এই জোট কোনও কাজের নয়। একটাও যাদব ভোট আমাদের দিকে আসেনি; কিন্তু আমাদের ভোট ওদের (সমাজবাদী পার্টি) পক্ষে গিয়েছে। যেখানে মুসলিমরা সপাকে দু-হাত ভরে ভোট দিয়েছে; একমাত্র সেখানেই ওরা জিতেছে। এমনকী অখিলেশ যাদবের পরিবারের সদস্যরাই; যাদব ভোট পাননি”। যে কারণে ১১ বিধানসভা আসনের উপনির্বাচনে; একাই লড়ার পথে বিএসপি।

গত জানুয়ারিতে মহাগঠবন্ধন তৈরির সময়; ২০২২-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন মাথায় রেখে; জোট বহাল থাকবে বলে জানিয়েছিলেন সপা প্রধান অখিলেশ। রাজনৈতিক মহলের ব্যাখ্যা ছিল, মায়াবতীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, পরিস্থিতি তৈরি হলে; তাঁকে সমর্থন করবেন অখিলেশ। পাল্টা বসপা নেত্রী রাজ্য বিধানসভা ভোটে ও মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অখিলেশের পাশে থাকবেন। যদিও সেই প্রত্যাশা বিন্দুমাত্র বাস্তবায়িত হওয়ার দিকে এগোয়নি।

]]>
ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস https://thenewsbangla.com/congress-president-rahul-gandhi-said-party-will-fight-up-elections-alone/ Sun, 13 Jan 2019 06:08:20 +0000 https://www.thenewsbangla.com/?p=5553 The News বাংলা: কংগ্রেস একা লড়বে উত্তরপ্রদেশে। লোকসভা ভোটে উত্তরপ্রদেশের সব আসনেই একা লড়বে কংগ্রেস, দুবাই থেকে জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শেষ হয়ে গেল লোকসভা আসনের দিক দিয়ে ভারতের সব চেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে মহাজোটের সব সম্ভাবনা।

আরও পড়ুনঃ ‘ত্রিশূলে কনডম’, অসমের শিলচরে হিন্দুত্ত্ববাদী বিক্ষোভের মুখে কবি শ্রীজাত

শনিবারই উত্তরপ্রদেশে জোট বেঁধে পথ চলার ঘোষণা করে দেয় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। মায়াবতী ও অখিলেশ যাদব কংগ্রেসকে না নিয়ে নিজেরাই ভোট পূর্ববর্তী জোটের কথা ঘোষণা করে দেয়। ফলে উত্তরপ্রদেশে মহাজোট বাস্তবায়িত হচ্ছে না। এরপরেই দুবাই থেকে কংগ্রেস সভাপতি জানিয়ে দিলেন উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস।

কংগ্রেসকে বাদ দিয়েই উত্তরপ্রদেশে ২০১৯ সালের লোকসভার ভোটের জোট ঘোষণা করে দিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী। ৮০টি আসনের মধ্যে ৩৮টি করে আসনে লড়বে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি। রায়বেরিলি এবং আমেঠি এই ২টি আসন ছেড়ে রাখা হয়েছে রাহুল এবং সোনিয়ার জন্য। অন্য ২টি আসন অখিলেশ-মায়াবতী ছেড়েছেন অন্যান্যদের জন্য।

অখিলেশ এবং মায়াবতীর এই জোট জল্পনা অনেকদিন আগে থেকেই চলছিল। শনিবার তা ঘোষণা হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশে ধাক্কা খেল কংগ্রেস ও কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। তবে মহাজোটের অন্যতম উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য এই জোটকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান মার্কিন প্রেসিডেন্টের পদে এক হিন্দু নারী

ভারতের কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

ভারতীয় সেনাবাহিনীতে ‘ভাবনার বিপ্লব’ ভাবনা কস্তুরীর হাত ধরে

সপা-বসপা জোট শুধু মাত্র দুটি আসন ছেড়ে দিয়েছে কংগ্রেসের জন্য। বোঝাই যাচ্ছিল অন্ততঃ উত্তরপ্রদেশের মাটিতে এই মহাজোট হচ্ছে না। কারণ মাত্র ২টি সিটের এই অপমান সহ্য করা কংগ্রেসের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে এই জোটের পরে বিজেপি সভাপতি অমিত শাহ কড়া আক্রমণ শানান বিরোধীদের। জানালেন আগেরবারের চেয়ে উত্তরপ্রদেশে বেশি আসনে জয় পাবে গেরুয়া শিবির। সপা-বিএসপির এই জোটকে অমিত শাহ কটাক্ষ করে বলেছিলেন বিজেপির ভয়ে ‘বুয়া-ভাতিজা’ জোট গড়ছেন।

জোট নিয়ে লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদব ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। সাংবাদিকদের উদ্দেশে দুজনেরই বার্তা, সপা ও বসপার জোট ঘুম উড়িয়ে দেবে অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

আরও পড়ুনঃ

জেলাশাসকের স্ত্রী কাণ্ডে অপসারিত পুলিশ অফিসার পেলেন ‘মুখ্যমন্ত্রী সাহসী পুরস্কার’

সিবিআই থেকে দমকলে বদলি, প্রতিবাদে চাকরি ছাড়লেন আইপিএস

১৯৯৩ সালে উত্তরপ্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বসপা। তখন উত্তরপ্রদেশে সরকার গড়েছিল এই জোট। সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিংহ যাদব।

পাশাপাশি, কংগ্রেস সঙ্গ ত্যাগ করা নিয়ে মায়াবতীর উক্তি, কংগ্রেসের সঙ্গে জোট গড়ে তাঁদের কোনও লাভ নেই। কংগ্রেস বা বিজেপি মুদ্রার এপিঠ-ওপিঠ। যেই ক্ষমতায় আসুক মানুষকে নিরাশ হতে হয়। যদিও পূর্ব ঘোষণার মতো রায়বেরিলি এবং আমেঠির কংগ্রেস দুর্গে তাঁরা কোনও প্রার্থী দিচ্ছেন না বলেই ঘোষণা করেন অখিলেশ-মায়াবতী।

আরও পড়ুনঃ

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

আয়কর দফতরের নোটিশ, মাথায় হাত কলকাতার পুজো উদ্যোক্তাদের

এদিকে দুবাই থেকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে একাই লড়বে কংগ্রেস। ৮০টি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। ফলে মহাজোট হল না উত্তরপ্রদেশে। যদিও অখিলেশ-মায়াবতীর জোটের সমালোচনা করেন নি কংগ্রেস সভাপতি। ফলে ফল ভাল হলে ভোট পরবর্তী জোটের রাস্তাও খুলে রাখলেন রাহুল, বলে মনে করছে রাজনৈতিক মহল।

এর ফলে ত্রিমুখী লড়াই হবে উত্তরপ্রদেশে। বিরোধী ভোট ভাগ হওয়ার ফলে সুবিধা পাবে বিজেপিই। উত্তরপ্রদেশে যেটা হল না সেই মহাজোট কি আদৌ কোন রাজ্যে হবে? উঠে গেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ

Exclusive: জাতীয় সংগীত এর অপেক্ষা না করেই মঞ্চ ছেড়ে বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>