South Korea – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 06 Apr 2019 06:00:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg South Korea – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ভয়ঙ্কর দাবানলে জাতীয় দুর্যোগ ঘোষণা দেশের https://thenewsbangla.com/forest-fire-in-south-korea-declared-as-national-disaster/ Sat, 06 Apr 2019 04:26:49 +0000 https://www.thenewsbangla.com/?p=10143 দক্ষিণ কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের অরণ্যে ভয়াবহ দাবানলের কারণে শুক্রবার জাতীয় দুর্যোগের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ৯০০টি অগ্নিনির্বাপক সরঞ্জাম ও ১০ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গোসেংয়ের একটি সড়কসংলগ্ন বনে আগুন লাগে। শহরটি উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রসারিত চিত্রে আগুনের শিখায় অন্ধকার রাত আলোকিত হতে এবং ভবনগুলো আগুনে পুড়তে দেখা গেছে। দিনের বেলায় পার্বত্যাঞ্চলের আকাশে ধোঁয়ার মেঘ দেখা গেছে।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, শক্তিশালী বাতাসের কারণে আগুন দ্রুত পার্বত্যাঞ্চলে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ৪০০ ঘরবাড়ি ও ৫০০ হেক্টর জমিতে আগুন ধরে গেছে। ভয়াবহ দাবানলে প্রায় ৪ হাজার ২০০ জনকে অঞ্চলটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দাবানলে একজন নিহত ও অন্তত ৩২ জন আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ পাকিস্তানে প্রতি মাসে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত হয় ২৫ হিন্দু নাবালিকা

দেশটির প্রেসিডেন্ট মুন জা-ইন গ্যাংওন প্রদেশে দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেছেন। তিনি ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মুন জা-ইন ও তার স্টাফরা হলুদ জ্যাকেট পরিহিত ছিলেন, যা দেশটির জাতীয় জরুরি পরিস্থিতির প্রতীক।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ৮৭০টির বেশি অগ্নিনির্বাপক সরঞ্জাম ও প্রায় ১০ হাজার কর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এছাড়া সামরিক বাহিনীর ৩২টি হেলিকপ্টারসহ নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ও ১৬ হাজার ৫০০ সেনা আগুন নেভাতে সহায়তা করছেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
‘যাকে পছন্দ তার সব ইচ্ছে পূরণ’ কাকে ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প https://thenewsbangla.com/trump-has-sent-a-message-of-love-to-fulfill-all-his-wish-whom-he-love/ Tue, 04 Dec 2018 12:32:25 +0000 https://www.thenewsbangla.com/?p=3498 The News বাংলা, কলকাতাঃ ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’—এমন কথা প্রেম নিবেদনেই বেশি মানায়। যে কথাটি যায় না বলা তাকে, সে কথাটি মনের মানুষকে আরেকজনের মাধ্যমে বলা হয়। আর এমন কাণ্ডই ঘটিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুনঃ খিদের জ্বালায় কান্না ভুলেছে ৫০ লাখ শিশু

কি বলা যায়, ব্যতিক্রমী ট্রাম্প। ‘তিনি তাঁকে পছন্দ করেন, তাঁর সব ইচ্ছে তিনি পূরণ করবেন’। ‘শত্রু’ বলে বিবেচিত উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে এই কথাই জানাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জন্য ভায়া হিসেবে বেছে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইনকে। বহু কাঠখড় পোড়ানোর পর ট্রাম্প-কিমের ‘প্রায় অবিশ্বাস্য’ এবং এখনও পর্যন্ত একমাত্র বৈঠকটি মুন জো-ইনের মধ্যস্থতায় হয়েছিল বলেই হয়তো বার্তা পৌঁছানোর জন্য তাঁর উপর আস্থা রেখেছেন ট্রাম্প।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেওয়ার পর গত সোমবার নিউজিল্যান্ড যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন। নিউজিল্যান্ডে তিন দিনের সফরে গেছেন তিনি। জি-২০ সম্মেলনের সময় ট্রাম্প তাঁকে এ কথা বলেছেন, বলে জানান প্রেসিডেন্ট মুন জো-ইন।

আরও পড়ুনঃ জনগণকে ‘গাধা’ বানিয়ে ‘শিক্ষাগুরু নেহেরু’র যোগ্য ছাত্র সব রাজনীতিবিদ

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের প্রথমবারের জন্য দক্ষিণ কোরিয়া সফরের কথা রয়েছে। ওই সময় দুই নেতার বৈঠকে ট্রাম্প তাঁর বার্তাটি পৌঁছে দিতে বলেছেন। মুন বলেন বার্তাটি হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ারম্যান কিমের প্রতি অনুকূল মনোভাব রয়েছে এবং তিনি তাঁকে পছন্দ করেন।

আরও পড়ুনঃ ‘গরু তাণ্ডবে’ যোগীর পুলিশের খাতায় বিজেপি-বজরং-ভিএইচপি নেতার নাম

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জো-ইন আরও বলেন,’যেমন তিনি (ট্রাম্প) আমাকে বলেছেন চেয়ারম্যান কিমকে জানাতে যে তাঁদের চুক্তির বাকি বিষয়গুলো একসঙ্গে তিনি (ট্রাম্প) বাস্তবায়ন করতে চান এবং তিনি চেয়ারম্যান কিমের ইচ্ছেগুলো পূরণ করবেন।’ আর এতেই অবাক পররাষ্ট্র বিশেষজ্ঞরা। হতবাক সাংবাদিকরাও।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হয়েছিল গত জুন মাসে সিঙ্গাপুরে। এদিকে জি-২০ সম্মেলনে অংশ নেওয়া শেষে রবিবার দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে কিমের দ্বিতীয় বৈঠক হতে পারে। এর জন্য তিনটি জায়গা বিবেচনায় আছে। কিমের সঙ্গে তাঁর সম্পর্ক অনেক ভালো বলে তিনি জানান। তিনি কিমকে যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুনঃ একদিকে মোদীর সমালোচনা অন্যদিকে অনুসরণ, মমতার ‘নিজশ্রী’

কিম ও ট্রাম্পের প্রথম বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণে তাঁরা কাজ করবেন বলে চুক্তি করেন। তবে নির্ধারিত সময়ে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে খুব কমই অগ্রগতি হয়েছে।

ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা
ভালোবাসার বার্তা দিলেন ট্রাম্প/ The News বাংলা

ট্রাম্প বারবার কিমের সঙ্গে তাঁর ভালো ব্যক্তিগত সম্পর্কের কথা বলে চলেছেন। ১৯৫০ সাল থেকে মার্কিন প্রেসিডেন্টরা যা এড়িয়ে গেছেন, এই বন্ধুত্ব তাঁকে কূটনৈতিকভাবে বিরাট সফলতা এনে দিতে পারে বলে মনে করছেন তিনি। ট্রাম্প ও কিমের বাদানুবাদের কথা গোটা বিশ্ব জানে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট এর ভালবাসার কথায় অবাক সবাই।

]]>