Soumitra Khan – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 24 May 2022 15:17:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Soumitra Khan – The News বাংলা https://thenewsbangla.com 32 32 “ভাইপো তৃণমূল ছাড়লে তবেই যাব”, সপাটে জল্পনা ওড়ালেন বিজেপি নেতা https://thenewsbangla.com/saumitra-khan-said-i-will-leave-bjp-only-if-nephew-leaves-tmc/ Tue, 24 May 2022 15:15:43 +0000 https://www.thenewsbangla.com/?p=15200 “ভাইপো তৃণমূল ছাড়লে তবেই যাব”; সপাটে জল্পনা ওড়ালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। সৌমিত্রও কি এবার অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূলে ফিরবেন? এই নিয়ে মঙ্গলবার সকাল থেকেই; জোর জল্পনা চলছিল বাংলার রাজনীতিতে। বিকেলে সেই জল্পনার জবাব দিলেন; বিজেপি সাংসদ সৌমিত্র।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন; “ভাইপো যেদিন তৃণমূল ছাড়বে; সেদিন দলে ফেরার কথা ভাবব”। অর্জুন সিংয়ের হাত ধরে কি তিনি ফের তৃণমূলে ফিরবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সৌমিত্র খাঁ পরিস্কার বলেন; “অর্জুনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো; কিন্তু, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক সম্পর্ক এক নয়। চতুর শেয়ালের হাত ধরে; আমি পাঁঠাবলী হব না। আমি চতুর শেয়ালের পতন দেখতে চাই। ভাইপো বন্দ্যোপাধ্যায় যেদিন তৃণমূল থেকে সরবেন; সেদিন তৃণমূল নিয়ে ভাবব”।

গেরুয়া শিবির সূত্রে খবর, অর্জুন সিং দল ছাড়ার পরে; তাঁর যা দায়িত্ব ছিল, তা এবার দেওয়া হল সৌমিত্র খাঁকে। দলের শ্রমিক সংগঠনের দায়িত্বও; দেওয়া হয়েছে সৌমিত্রকে। সাংবাদিক বৈঠকে বিজেপি সাংসদ বলেন; “একটা আলোচনা চলছে; সুকান্তদা এবং শুভেন্দুদা এরপর যা বলবেন, সেই অনুযায়ী কাজ করব”।

আরও পড়ুনঃ ম্যাজিক, তেলের দাম কমল অথচ মানুষ তা দেখতে পাচ্ছে না

তৃণমূলে সৌমিত্র খাঁর পদ খোয়া গিয়েছিল; অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানে। তাঁকে সরিয়ে অভিষেককে; তৃণমূল যুবার দায়িত্বে বসানো হয়। সেই ক্ষোভ সম্ভবত এখনও ভুলতে পারেননি; বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ। একুশের বিধানসভা ভোটে রাজ্যে বিজেপির ফলাফল আশানুরূপ না হওয়ায়; তাঁর গতিবিধিও বিশেষ ভাল ঠেকছিল না। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়া; রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক এড়িয়ে, দলের আরেক নেতা মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ; এ সবই আগেও জল্পনা উসকে দিয়েছিল যে; তিনি বোধহয় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলের দিকে পা বাড়িয়ে রাখছেন।

কিন্তু সেবারও সেই সব গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়ে, সৌমিত্র খাঁ স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন; “যেদিন অভিষেক আসবে বিজেপিতে; সেদিন আমি যাব তৃণমূলে”। এবারও অনেকটা একই কথা বললেন; সৌমিত্র খাঁ। এদিন অর্জুন সিং বলেন, “সৌমিত্র আমার ভাই, তাড়াতাড়ি কিছু বলা ঠিক নয়; ওয়েট অ্যান্ড সি, অনেকে তৃণমূলে আসবে, এটা বলতে পারি”। তারপরেই সৌমিত্র খাঁকে নিয়ে শুরু হয় জোর জল্পনা।

]]>
বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি, অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র https://thenewsbangla.com/soumitra-counters-abhishek-i-dnt-send-my-wife-abroad-for-gold-smuggling/ Wed, 17 Apr 2019 09:04:03 +0000 https://www.thenewsbangla.com/?p=11010 বৌ বিতর্কে এবার অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র। “পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”। এভাবেই সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। “বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি”, এবার অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র।

আরও পড়ুনঃ বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক

গত সোমবার বাঁকুড়ার জয়পুরের গোকুলনগর ফুটবল মাঠে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে তীব্র ভাষায় আক্রমণ করেন। অভিষেক বলেন, এলাকার সাংসদ কোন কাজ করেন নি। তিনি সরাসরি বলেন, “পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”।

ঠিক কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে নিনঃ

বুধবার এই নিয়ে অভিষেককে পাল্টা দিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অভিষেককে বিমানবন্দরে সোনা কাণ্ডের খোঁচা দিয়ে বললেন, “আমি বউকে সোনা পাচার করতে বিদেশে পাঠাই নি”। আর এরপরেই ফের শুরু বিজেপি তৃণমূল তরজা।

অভিষেককে পাল্টা দিলেন সৌমিত্র খাঁ। ঠিক কি বললেন তিনি, শুনে নিনঃ

আর এই নিয়েই ফের বিতর্কের ঝড় গোটা বাঁকুড়া জুড়ে। বিজেপির তরফ থেকে অভিষেককে ‘অসভ্য’ বলা হয়েছিল তাঁর মন্তব্যের পর। এবার ঠিক সেই কথাটাই বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। হারার ভয়েই ভুল বকছে সৌমিত্র, বলেছে তৃণমূল।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মেরে এলাকা থেকে তাড়ানোর ফতেয়া তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর

সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে অভিষেক সেদিন আরও বলেন, “যারা শ্বশুর বাড়িতে থাকে, তারা বৌ আর শ্বশুর বাড়িতেই থাক। শ্যামল সাঁতরা আগামী পাঁচ বছরের জন্য দিল্লীতে যাক”। এবার সেই নিয়েই অভিষেককে পাল্টা দিতে আসরে নামলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সেদিন বলেছিলেন, “যে জীবনে রাজনীতি করেনি সে অসভ্যতা ছাড়া আর কি করবে”।

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে ভারতী ঘোষের বাড়িতে মমতার পুলিশ

সেদিন তৃণমূলের তরফ থেকে পাল্টা বলা হয়েছিল, “সত্য বলেছেন অভিষেক”। আর সেই নিয়েই উত্তপ্ত ছিল বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এবার সেই বৌ বিতর্কে সৌমিত্র খাঁ এর পাল্টা দেবার পর বিজেপির তরফ থেকে বলা হয়েছে “সত্য বলেছেন সৌমিত্র”। তবে এই নিয়ে জোর রাজনৈতিক তরজা জেলা জুড়ে।

আরও পড়ুনঃ বাংলায় ভোটে দুই দুর্গা, দুই পুরুষের লড়াইয়ে প্রচারে দাপট দেখাচ্ছেন দুই নারী
আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-has-given-some-relief-to-bishnupur-bjp-candidate-soumitra-khan/ Fri, 12 Apr 2019 09:52:28 +0000 https://www.thenewsbangla.com/?p=10688 শুধু মনোনয়ন জমা দিতে ১ দিনের জন্য বাঁকুড়ায় ঢুকতে পারবেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঁকুড়ার জেলাশাসক দফতরে আগামী ১৬ই এপ্রিল মনোনয়ন জমা দেবেন তিনি। আর বিষ্ণুপুরে ঢুকতেও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে অনুমতি নিতে হবে বাঁকুড়ার জেলাশাসকের কাছ থেকে। কিন্তু এর বেশি স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। বহাল থাকল কলকাতা হাই কোর্টের রায়।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফা ভোটে আরও ২৫ কোম্পানি সশস্ত্র বাহিনী আসছে বাংলায়

সুপ্রিম কোর্ট এর নির্দেশের পর কি বললেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁঃ

আরও ৩ সপ্তাহ বাঁকুড়ায় ঢুকতে পারবেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সৌমিত্রর বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল। এর ফলে বেকায়দায় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে মাত্র ১ টি বিধানসভায় প্রচার করতে পারছেন সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় লোকসভা নির্বাচনের আগে কীভাবে তিনি প্রচার করবেন, তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। অন্যদিকে, সৌমিত্র খাঁকে নিয়ে হাইকোর্টের এই রায়ের পরই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুক্রবার এই মামলাতেই রায় দেয় দেশের শীর্ষ আদালত। ‌সম্প্রতি, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র খাঁ। তিনি এবারের বিষ্ণপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। চলতি বছরের প্রথম দিকেই একটি বিস্ফোরক অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর বিরুদ্ধে বড়জোড়া থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়।

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা
বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট/The News বাংলা

সম্পর্কে সৌমিত্রর পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি ‘দাদা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ‘দাদা’ সৌমিত্র, পিসতুতো ভাই প্রশান্ত মণ্ডলকে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে মোটা টাকা নেন। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষকতার চাকরি দেওয়া হবে বলে ওই যুবককে আশ্বাস দেওয়া হয় বলেও অভিযোগ। কিন্তু, দুবছর কেটে গেলেও চাকরি পাননি প্রশান্ত। টাকাও ফেরত পাননি বলে অভিযোগ।

আরও পড়ুনঃ অভিনন্দনের ছবি ব্যবহার করে বন্ধ হোক ভোট প্রচার দাবি সেনাকর্তাদের

এরপরই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলায় তাঁর বাঁকুড়া জেলাতে ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়। ভোট প্রচারের জন্য বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ফের হাইকোর্টের দারস্থ হলে, বাঁকুড়া জেলায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়িয়ে দেয় আদালত।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতি মতো ১০০ ভারতীয় বন্দীকে মুক্তি দিল পাকিস্তান

তবে এই সঙ্গে বালি চুরিতে মদত এবং অস্ত্র মামলায় আগাম জামিন মিলেছে সৌমিত্রর। তবে বাঁকুড়ায় ঢুকতে না পারলে সৌমিত্র খাঁ কীভাবে প্রচার করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ সেনার পোশাকে বুথে রাজ্য পুলিশ কর্মী, গাদা বন্দুক নিয়েই ধরা পরে গেলেন

নিজের কেন্দ্র বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়া জেলাতেই ঢোকার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সৌমিত্র খাঁ। তাঁর বাঁকুড়া প্রবেশের ওপরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞার উপরেই দেশের । সেই রায়ের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। সেখানেই মাত্র ১ দিন মনোনয়ন জমা দেবার জন্য ছাড় পেলেন দেশের শীর্ষ আদালতের তরফ থেকে।

আরও পড়ুনঃ জঙ্গি ঘাঁটিতে ফের হামলার পরিকল্পনা করছে ভারত, ভয়ে কাঁপছে পাকিস্তান
আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিজেপি প্রার্থী বালি ও বৌ নিয়ে পড়েছিলেন, বাঁকুড়ায় ‘অশালিন’ অভিষেক https://thenewsbangla.com/abhishek-banerjee-against-soumitra-khan-bjp-candidate-is-busy-with-sand-and-wife/ Mon, 08 Apr 2019 14:45:29 +0000 https://www.thenewsbangla.com/?p=10299 “পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”। এভাবেই সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়েই বিতর্কের ঝড় গোটা বাঁকুড়া জুড়ে। বিজেপির তরফ থেকে অভিষেককে ‘অসভ্য’ বলা হয়েছে।

আরও পড়ুনঃ প্রচারে এলে লাশ ফিরবে, বামফ্রন্ট প্রার্থীর গাড়ি আটকে খুনের হুমকির অভিযোগ

সোমবার বাঁকুড়ার জয়পুরের গোকুলনগর ফুটবল মাঠে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল যুবার সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সদ্য তৃণমূল ত্যাগী, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে তীব্র ভাষায় আক্রমণ করলেন।

আরও পড়ুনঃ কেন গ্রেফতার করা হবে না, রাজীব কুমারকে নোটিশ সুপ্রিম কোর্টের

অভিষেক বলেন, “পাঁচ বছর উনি কিছুই করেননি। বালি আর বৌ নিয়ে পড়েছিল”। তিনি আরও বলেন, বিজেপি প্রার্থী করেছে এমন একজনকে যাকে তৃণমূল ডাস্টবিনে ফেলে দিয়েছে। সেই নোংরা, উচ্ছিষ্ট আর ছাইপাঁশকে তারা প্রার্থী করেছে বলেও তাঁর দাবী।

আরও পড়ুনঃ সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট বন্ধ করে দেবার হুমকি লকেটের

একই সঙ্গে সৌমিত্র খাঁ কে কটাক্ষ করে তিনি আরও বলেন, “যারা শ্বশুর বাড়িতে থাকে, তারা বৌ আর শ্বশুর বাড়িতেই থাক। শ্যামল সাঁতরা আগামী পাঁচ বছরের জন্য দিল্লীতে যাক”।

ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনে নিনঃ

এদিনের সভায় সিপিএম, বিজেপি, কংগ্রেসের জামানাত বাজেয়াপ্ত করার আবেদন জানিয়ে অভিষেক বলেন, “শ্যামল সাঁতরাকে ভোট দেওয়া মানেই সেই ভোট আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন”। জয় শ্রীরাম নিয়েও এদিন কটাক্ষ করেন অভিষেক।

আরও পড়ুনঃ বিজেপির নির্বাচনী ইস্তাহারে কাশ্মীরের ৩৭০ এবং ৩৫ এ নং ধারা বিলোপের প্রতিশ্রুতি

তবে এরপরেই অভিষেককে পাল্টা দিতে আসরে নামেন বিজেপি নেতারা। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেছেন, “যে জীবনে রাজনীতি করেনি সে অসভ্যতা ছাড়া আর কি করবে”। তৃণমূলের তরফ থেকে পাল্টা বলা হয়েছে, “সত্য বলেছেন অভিষেক”। আর এই নিয়েই আপাতত উত্তপ্ত বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র।

আরও পড়ুনঃ ঘোড়া গাধা খচ্চর বিতর্কের পর গরুর গাড়িতে প্রচার, বিরোধী মতে মরার গাড়িতে তৃণমূল

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>