sonia gandhi – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 07 Jun 2022 08:12:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg sonia gandhi – The News বাংলা https://thenewsbangla.com 32 32 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে, ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস https://thenewsbangla.com/yogi-adityanath-bjp-fear-congress-not-contest-lok-sabha-bypolls-on-rampur-azamgarh-seats/ Tue, 07 Jun 2022 08:11:33 +0000 https://www.thenewsbangla.com/?p=15293 উত্তরপ্রদেশে যোগীর বিজেপির ভয়ে; ভোটের লড়াই থেকেই পালাল কংগ্রেস। হ্যাঁ, গল্প হলেও সত্যি। উত্তরপ্রদেশে দুটি লোকসভা উপনির্বাচন থেকে; এবার নিজেদের সরিয়ে নিল সনিয়া-রাহুলের কংগ্রেস। দল যে প্রতিদ্বন্দ্বিতা করছে না; তা জানিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ রাজ্য কংগ্রেসের সহ সভাপতি যোগেশ দীক্ষিত। রাজ্য বিধানসভা নির্বাচনের ভরাডুবি ফলকেই, সাফাই হিসেবে তুলে ধরেছেন; প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি। তবে, কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; রাজ্য ছাড়িয়ে দেশের রাজধানীতে শুরু হয়েছে জোর আলোড়ন।

উত্তরপ্রদেশের রামপুর ও আজমপড় লোকসভা আসনের উপনির্বাচন; কিন্তু ভোটের ময়দান থেকে না লড়েই পালিয়েই গেল কংগ্রেস। লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত; সোমবার উত্তরপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল। ভোটের লড়াই থেকে সরে আসার পিছনে; গত বিধানসভা নির্বাচনের ভরাডুবিকে কারণ হিসেবে দেখিয়েছেন হাত শিবির। কংগ্রেস সূত্রে খবর, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত পিছনে রয়েছে; দুই কেন্দ্রে দলের সাংগঠনিক দুর্বলতা।

কংগ্রেসের এই সিদ্ধান্তকে ঘিরে; ইতিমধ্যে জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। সিদ্ধান্তের পিছনে উত্তরপ্রদেশ কংগ্রেসের ভেঙে যাওয়া সংগঠন ও যোগ্য নেতৃত্বের অভাবকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে; উত্তরপ্রদেশে লড়েছিল কংগ্রেস। নির্বাচনে মাত্র ২.৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। এই অবস্থায় লোকসভা উপনির্বাচন লড়লে; কংগ্রেসকে আরও লজ্জার মুখে পড়ত হত বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ইতিহাসে প্রথমবার ভারতের কোন ভাষায় লেখা উপন্যাস পেল বুকার পুরস্কার

যদিও অন্য একটি অংশের মতে; ২০২৪ সালেই লোকসভা ভোট। উত্তরপ্রদেশের মতো রাজ্যে লড়তে গেলে; আঞ্চলিক দলের লেজুর ধরা ছাড়া কংগ্রেসের গতি নেই। সেক্ষেত্রে সোনিয়ার প্রথম পছন্দ অখিলেশ যাদব। তাই লোকসভা উপনির্বাচনে না লড়ার সিদ্ধান্ত ঘোষণার মধ্যে; সমাজবাদী পার্টিকে বন্ধুত্বের বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তাছাড়া সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। রামপুড় ও আজমগড়ে বিরোধীরা জিতলে; রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় ধাক্কা খাবে মোদী সরকার। সম্মিলিত বিরোধী জোটের স্বার্থে; কংগ্রেসের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত বলেও মনে করা হচ্ছে। তবে নির্বাচনে না লড়ার পিছনে, নেতারা যতই সাফাই দেওয়ার চেষ্টা করুন না কেন; কংগ্রেসের ইতিহাসে পালিয়ে যাবার ঘটনা এই প্রথম। যা নিয়ে দেশ জুড়ে জোরদার প্রচার শুরু করেছে বিজেপি।

]]>
টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা, চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা https://thenewsbangla.com/visa-to-chinese-citizens-in-exchange-for-money-p-chidambaram-son-karti-faces-cbi-interrogation/ Thu, 26 May 2022 08:21:17 +0000 https://www.thenewsbangla.com/?p=15240 টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা; চিদম্বরমের ছেলে কার্তি-কে সিবিআই জেরা। এর আগে, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়; নাম জড়িয়েছিল বাপ-বেটার। এবার টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা! চিদম্বরমের ছেলে কার্তি-কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। বেআইনি ভিসা মামলায় আরও বিপাকে; কংগ্রেস নেতা পি চিদম্বরমের ছেলে তথা সাংসদ কার্তি চিদম্বরম। বৃহস্পতিবার সকাল থেকেই, কার্তি চিদম্বরম-কে; জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিক-রা।

টাকার বিনিময়ে চিনা নাগরিকদের ভিসা দেওয়ার অভিযোগে; কার্তি-কে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মত, বৃহস্পতিবার সকালেই সিবিআই দফতরে যান কার্তি। সিবিআই সূত্রের খবর, চিদম্বরম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে; ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, চিদম্বরম কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ২০১১ সালে; পঞ্জাবে বেদান্ত গোষ্ঠীর একটি প্রকল্পে কাজের জন্য, ২৬৩ জন চিনা নাগরিককে টাকার বিনিময়ে; ভারতের ভিসা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর ছেলে কার্তি।

আরও পড়ুনঃ কাশ্মীরি পণ্ডিতের পরে, ল’স্কর জ’ঙ্গিদের গু’লিতে নি’হত জনপ্রিয় অভিনেত্রী

সিবিআই সূত্রের খবর, ৫০ লক্ষ টাকার বিনিময়ে; ২৫০ জন চিনা নাগরিককে বেআইনি-ভাবে ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে কার্তি চিদম্বরমের বিরুদ্ধে। যার জেরে গত সপ্তাহে দিল্লি, মুম্বই, চেন্নাই ও তামিলনাড়ুতে; চিদম্বরমের বাড়ি ও কার্যালয়ে জোরদার তল্লাশি চালিয়েছে সিবিআই।

শুধু তাই নয় কার্তির ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী এস ভাস্কররামনকে; ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের দাবি, ভাস্কররামনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই; কার্তি-কে তলব করা হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করা হতে পারে। কার্তির ঘনিষ্ঠ সহযোগী ভাস্কররামনের মাধ্যমেই; বেআইনি ভাবে টাকার লেনদেন হয়েছিল বলে সিবিআইয়ের দাবি। ইউরোপ সফর থেকে ভারতে ফিরেই; বৃহস্পতিবার সিবিআই দফতরে যান তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ।

যদিও কংগ্রেস সাংসদের সাফ কথা, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে; তিনি জড়িত নন। এদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার সময় তিনি স্পষ্ট বলে দেন; “আমি জীবনে একজন চিনা নাগরিককেও; ভিসা পাইয়ে দিতে সাহায্য করিনি। আমার বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে”। কার্তির অভিযোগ, স্রেফ রাজনৈতিকভাবে বিরোধী বলেই; এজেন্সি দিয়ে তাঁকে হেনস্তা করা হচ্ছে। পি চিদম্বরম এবং কার্তি চিদম্বরম, দুজনেই এর আগে গ্রেফতার হয়েছিলেন; আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায়।

]]>
কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া, ঠাঁই পেলেন না রাহুল https://thenewsbangla.com/sonia-formed-a-task-force-for-congress-rahul-did-not-get-a-place/ Tue, 24 May 2022 13:39:17 +0000 https://www.thenewsbangla.com/?p=15194 কংগ্রেসের হাল ফেরাতে ‘টাস্ক ফোর্স’ গড়লেন সনিয়া গান্ধী; কিন্তু সেখানে ঠাঁই পেলেন না রাহুল গান্ধী। কংগ্রেসের হাল ফেরাতে তিন কমিটি গড়লেন সনিয়া; কিন্তু টাস্ক ফোর্সে ঠাঁই পেলেন না রাহুল! উদয়পুরে কংগ্রেসের সদ্যসমাপ্ত চিন্তন শিবিরের সিদ্ধান্ত মেনে; ২০২৪ লোকসভা ভোটের আগেই, কংগ্রেসের হাল ফেরানোর পথ খুঁজতে নয়া টাস্ক ফোর্স গড়লেন সভানেত্রী সনিয়া গাঁধী। একের পর এক ভোটে হারতে হারতে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া কংগ্রেসকে ঘুরে দাঁড়ানোর দিশা নির্দেশ দিতে; গত সপ্তাহেই রাজস্থানের উদয়পুরে তিন দিনের চিন্তন শিবির করেছিল কংগ্রেস। তাৎপর্যপূর্ণ ভাবে আট সদস্যের সেই টাস্ক ফোর্সে কিন্তু; ঠাঁই হল না দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর।

মাঝে আর মাত্র একটি বছর, তাই আগামী লোকসভা ভোটের কৌশল নির্ধারণের উদ্দেশ্যে; আট সদস্যের টাস্ক ফোর্স গড়লেন সনিয়া গান্ধী। সেই টাস্ক ফোর্সে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের প্রাক্তন সহযোগী সুনীল কানুগোলু; রয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী, পি চিদম্বরম, মুকুল ওয়াসনিক, জয়রাম রমেশ, অজয় মাকেন, রণদীপ সিংহ সুরজেওয়ালা ও কেসি বেণুগোপাল। অদ্ভুত ভাবে এই কমিটিতে রাখা হয়নি; রাহুল গান্ধীকে।

আরও পড়ুনঃ একবারে ৫ বছরের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা, ‘এরিয়ার’ নিয়ে বিজ্ঞপ্তি জারি প্রশাসনের

টাস্ক ফোর্সের পাশাপাশি মঙ্গলবার রাজনৈতিক বিষয়ক কমিটি এবং আগামী ২ অক্টোবরের কাশ্মীর থেকে কন্যাকুমারী; ‘ভারত জোড়ো যাত্রা’ সমন্বয় কমিটিও গড়েছেন সনিয়া। রাজনৈতিক বিষয়ক কমিটিতে আছেন রাহুল; পাশাপাশি রয়েছেন কং‌গ্রেসের অন্দরে বিক্ষুদ্ধ হিসেবে পরিচিত গুলাম নবি আজাদ এবং আনন্দ শর্মা।

প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা বহুদূর এগিয়েছিল; কিন্তু শেষপর্যন্ত সেই চুক্তি চূড়ান্ত হয়নি। দীর্ঘদিন আলোচনার পরও; পিকে কংগ্রেসে যোগদান করেননি; কংগ্রেসের পরামর্শদাতা হিসাবেও; কাজ করছেন না। অগত্যা বিকল্প এক ভোটকুশলীকে; বড় দায়িত্ব দিল সোনিয়ার দল। তিনি সুনীল কানুগোলু; বয়স চল্লিশেরও কম। প্রচারে থাকতে পছন্দ করেন না; এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁর দেখা মেলে না। তবে প্রচারবিমুখ এই তরুণ ভোটকুশলীর; অতীত রেকর্ড বেশ ঈর্ষনীয়।

২০১৪-তে বিজেপির রণকৌশল তৈরির টিমে ছিলেন সুনীল; ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও তাঁর রণকৌশলেই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসেন। সুনীল কানুগোলু দীর্ঘদিন প্রশান্ত কিশোরের সহযোগী হিসাবে কাজ করেছেন। প্রশান্তের পরিবর্তে সুনীল কিভাবে কাজ করেন; সেটাই এখন দেখার।

]]>
রাহুলকে সরিয়ে ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-takes-initiative-for-upa-government-instead-of-rahul-gandhi/ Fri, 17 May 2019 09:25:26 +0000 https://www.thenewsbangla.com/?p=13018 মাঝে আর একটি মাত্র দিন; সপ্তম দফা নির্বাচনের মাধ্যমে সমাপ্ত হবে সপ্তদশ লোকসভা নির্বাচন; তারপর ২৩শে মে সেই মাহেন্দ্রক্ষণ; ভাগ্য নির্ধারিত হবে আগামী ৫ বছরের জন্য কাদের হাতে যেতে চলেছে কেন্দ্রের ক্ষমতা। তার আগেই রাহুলকে সরিয়ে; ইউপিএ মহাজোট সরকার গঠনে আসরে নামলেন সনিয়া নিজেই।

ভোটের ফলপ্রকাশের আগেই মোদী বিরোধী দলগুলোকে নিয়ে; ইউপিএ মহাজোট গঠনের তোড়জোড় শুরু করে দিল কংগ্রেস। সরকার গড়তে দলের হাল ধরলেন সনিয়া গান্ধী। এবার লোকসভা নির্বাচনে আগাগোড়াই ফ্রন্ট সাইডে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

আরও পড়ুনঃ মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ মানসিকতার, বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

দলের প্রচার থেকে বিভিন্ন সম্মেলনে দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল মূলত তারই হাতে; বিগত ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে গোবলয়ের ৩ রাজ্যে বিজেপিকে ধাক্কা দেবার পরে রাহুলের দায়িত্বও অনেক বেড়ে যায়; হাতে গোনা নির্বাচনী সভা ছাড়া সনিয়া গান্ধীকে এবার সেভাবে প্রচারে দেখা যায়নি।

কিন্তু গত কয়েকমাসেই কংগ্রেসের অবস্থারও পরিবর্তন হয়েছে; দলের বিরুদ্ধে তোপ দেগে দলের মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী ছাড়াও বহু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন বিজেপিতে; বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসে মাত্র ১০ দিনে কৃষিঋন মকুব করার কথা বললেও ক্ষমতায় এসে কৃষকদের কোনও দিশার আলো দেখাতে পারেনি কংগ্রেস।

আরও পড়ুনঃ যে কোন মুহূর্তে গ্রেফতার হবেন রাজীব কুমার

এদিকে আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের; এই অবস্থায় কংগ্রেসের অবস্থা কিছুটা ব্যাকফুটে আন্দাজ করেই মহাজোটকে নিয়েই সরকার গড়তে মরিয়া কংগ্রেস; রাহুলকে সরিয়ে তাই ব্যাটন হাতে নিলেন সনিয়া।

জোট গঠনে ইউপিএ এবং র বাইরে থাকা দলগুলোর সঙ্গেও কথা বলা হচ্ছে। গতকালই কংগ্রেসের তরফে গুলাম নবী আজাদ জানিয়েছেন; কংগ্রেসের থেকেই প্রধানমন্ত্রী হবেন এরকম কোনও ব্যাপার নেই। তেলেঙ্গানায় টিআরএস এবং অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের সাথে তিনি কথা বলেছেন।

আরও পড়ুনঃ বেকারদের ড্রাইভিং, চুল কাটার ট্রেনিং নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী

এদিকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে কথা বলেছেন জোটের ব্যাপারে। ইউপিএ মহাজোটের সম্ভাবনা উজ্জ্বল হলে; সবার আগে তারাই সরকার গড়ার দাবি জানাবেন বলেই সনিয়ার নেতৃত্বে এই তৎপরতা। কাদের ভাগ্যে শিকে ছেড়ে; তার জন্য অপেক্ষা ২৩শে মে পর্যন্ত।

]]>
সনিয়া গান্ধীর থেকে মোদীকে দেশপ্রেম শিখতে বললেন সিধু https://thenewsbangla.com/narendra-modi-should-learn-patriotism-from-sonia-gandhi-says-navjot-singh-sidhu/ Tue, 30 Apr 2019 04:15:23 +0000 https://www.thenewsbangla.com/?p=11987 সনিয়া গান্ধীর থেকে মোদীকে দেশপ্রেম শিখতে বললেন সিধু। আর এই নিয়েই সরগরম গোটা দেশ। তরজা শুরু হয়েছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। দেশপ্রেম? তাও আবার সনীয়ার কাছ থেকে? উড়িয়ে দিয়েছে বিজেপি। সিধুর সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস।

আগামী ৬ই মে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। তার আগে সোমবার উত্তরপ্রদেশে সনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে জনসভা করলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। জনসভায় সনিয়ার হয়ে বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, সনিয়া গান্ধীর থেকে নরেন্দ্র মোদীর দেশপ্রেম শেখা উচিৎ।

আরও পড়ুনঃ তৃণমূলের ৪০ জন বিধায়ক আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখেন, বললেন মোদী

সিধু বলেন, নরেন্দ্র মোদীর মুখে দেশপ্রেমের কথা মানায় না। মোদীর দেশপ্রেম লোক দেখানো এবং মিথ্যা ভনিতা ছাড়া কিছুই নয়। মোদীর আসল প্রেম শিল্পপতিদের জন্য বলে মন্তব্য করেন তিনি। গত ৫ বছরে নরেন্দ্র মোদী শিল্পপতিদের হাতের পুতুলে পরিনত হয়েছে বলে মন্তব্য করেন সিধু।

সত্যিকারের দেশপ্রেমী হলে তার সনিয়া গান্ধীর থেকে অনেক কিছু শেখা উচিৎ বলে জানান তিনি। সনিয়ার উন্নয়ন দেখে মোদী লজ্জা পাবে তাই মোদী মুখ খুলতে পারছেন না বলে জানান তিনি।

আরও পড়ুনঃ বীরভূমের নানুরে তৃণমূলের গুন্ডাবাহিনীকে লাঠি হাতে পাল্টা দিলেন গ্রামের মহিলারাই

এদিন নির্বাচনী জনসভায় তিনি রাহুল গান্ধীর পক্ষেও বলেন, নিশ্চিতভাবেই আমেঠীর আসনে রাহুল গান্ধী জয়লাভ করবেন। সারা দেশের মানুষের আশীর্বাদ রাহুলজী, প্রিয়াঙ্কাজী ও সনিয়াজীর সাথে রয়েছে বলে তিনি আশাপ্রকাশ করেন।

রাহুল গান্ধীর আসনে কংগ্রেসের জয় এতটাই নিশ্চিত যে, রাহুল গান্ধী হেরে গেলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন বলে সিধু এদিনের জনসভায় প্রতিজ্ঞা করেন। বিজেপি এই শুনে বলেছে, যাক আশা করি সিধু এবার কথা রেখে রাজনীতি ছাড়বেন, কারণ রাহুলের আমেঠিতে হার নিশ্চিত।

উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচন চলছে মোট ৭ দফায়। ৮০ আসন বিশিষ্ট লোকসভা আসনে বিজেপি বিরোধী জোটে সামিল হয়েছে সপা, বসপা এবং আরএলডি। কংগ্রেস সমস্ত আসনেই আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপির বিরুদ্ধে।

]]>
নির্বাচনী ইস্তাহারে রাহুলের ছোট ছবি ব্যবহার করায় চটে লাল সনিয়া https://thenewsbangla.com/sonia-gandhi-angry-on-seeing-rahul-gandhis-small-picture-in-manifesto/ Thu, 04 Apr 2019 01:29:33 +0000 https://www.thenewsbangla.com/?p=9912 কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির ছোট ও অস্পষ্ট ছবি বসানো, আর তাতেই রাগ ও বিরক্তি প্রকাশ করলেন সনিয়া গান্ধী। ২রা এপ্রিল প্রকাশিত হয় কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার। বিষয়টি লক্ষ্য করার পর সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দিতেও অস্বীকার করেন সনিয়া গান্ধী।

আরও পড়ুনঃ দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর

এআইসিসির রিসার্চ কমিটির প্রধান রাজীব গৌড়াকেও এই বিষয়ে সনিয়ার প্রশ্নের সম্মুখীন হতে হয়। সূত্রের খবর, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে রাহুল গান্ধী এবং কংগ্রেসের নির্বাচনী প্রতীকের ছবি বড় করে ছাপা থাকবে, এমনই প্রত্যাশা ছিল সনিয়া গান্ধীর। সনিয়া গান্ধী চেয়েছিলেন, রাহুলের সাথে মহাত্মা গান্ধী ও কংগ্রেসের নির্বাচনী প্রতীকের ছবি বড় করে ছাপা থাকবে।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

নির্বাচনী ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে রাহুল, সনিয়া ছাড়াও পি চিদাম্বরম, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন। যখন কংগ্রেসের রনদীপ সূরজেওয়ালা প্রশ্নোত্তর পর্বের জন্য ফাইল খোলেন, তখন প্রশ্নের উত্তর দিতে সনিয়া গান্ধীকে অপ্রস্তুত অবস্থায় এবং অনীহা প্রকাশ করতে দেখা যায়।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

২রা এপ্রিল মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে ন্যায় স্কীমের মাধ্যমে বছরে ৫ কোটি পরিবারকে ৭২ হাজার টাকা প্রদানের পূর্ব প্রতিশ্রুতি লিপিবদ্ধ হয়। আফস্পা আইনের সংশোধন করারও প্রতিশ্রুতি দেওয়া হয় কংগ্রেসের ইস্তাহারে। আরও বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। তবে ইস্তেহারের হাল দেখে চটেছেন সনিয়া।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর https://thenewsbangla.com/monarchy-rule-has-ruined-india-for-55-years-now-ruining-bengal-says-modi/ Wed, 03 Apr 2019 12:20:02 +0000 https://www.thenewsbangla.com/?p=9874 দিল্লিতে গান্ধী ও বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবারতন্ত্রকে ব্রিগেডে খোঁচা মোদীর। বুধবার উত্তরবঙ্গে শিলিগুড়ি দিয়ে বাংলায় ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। দুপুরে শিলিগুড়িতে জনসভা করে বিকালে ব্রিগেডে এলেন মোদী। সনিয়া এবং রাহুল গান্ধী এবং মমতা এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কটাক্ষ করে পরিবারতন্ত্র চালানোর কথা বলেন মোদী।

পরিবারতন্ত্রের একটা তীর চালিয়ে একসঙ্গে দুই পরিবারকে নিশানা করলেন নরেন্দ্র মোদী। বললেন, ৫৫ বছর ধরে গান্ধী পরিবার যেমন দেশের সবরকম উন্নতির বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক তেমনই শুরু হয়েছে বাংলায়। পিসি এবং ভাইপো মিলে শেষ করছে বাংলার মত সুন্দর এক রাজ্যের উন্নতির দিকগুলো।

জনসভায় কি বলছেন নরেন্দ্র মোদী, পড়ুনঃ

১. নরেন্দ্র মোদী ‘ভারত মাতা কি জয়’ বলে শুরু করলেন সভা।
২. সকল কে বাংলায় জিজ্ঞাসা করলেন, কেমন আছে সবাই?
৩. বাংলার কবিতা বিখ্যাত। নজরুল থেকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ থেকে ক্ষুদিরাম বোস সকলেই দেশের জন্য অনেক লড়েছেন। আমরাও লড়বো দেশের জন্য, আমাদের মত করে।
৪. ব্রিগেডে কখন কোন সমাবেশে এত লোক একত্র হয়নি।

আরও পড়ুনঃ বাংলায় উন্নতিতে বাধা ‘স্পীডব্রেকার’ মমতা, কটাক্ষ মোদীর

৫. ভারতে এখন যা হচ্ছে, তা এক সময় স্বপ্ন ছিল। ডিজিটাল ইন্ডিয়া হোক বা কলকাতা থেকে বেনারস অবধি গঙ্গা প্রজেক্ট সবই হয়েছে আপনাদের আশীর্বাদে। বিজেপির প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন, এতা তার জন্যই সম্ভব হয়েছে। এসব আগে কেউ ভাবতেও পারেনি।
৬. বিজেপির কাজের রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আজ আমি।
৭. সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক করার ক্ষমতা ভারতের আগেও ছিল তবে আগের সরকারের সাহস ছিল না জঙ্গিদের মুকাবিলা করার।
৮. সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রশ্ন যারা তুলেছে, তারা দেশের শত্রু। আমাদের শত্রু। তারা আমাদের দেশের সেনাবাহীনিকে নিরাশ করেছে।

আরও পড়ুনঃ বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর

৯. মমতার রাজনীতির ভীত নড়ে গেছে। ব্রিগেডের ভীর তারই প্রমাণ।
১০. মহাকাশে ভারতীয় বিজ্ঞানিদের জয়জয়কার হওয়া সত্ত্বেও তাদের দিকে প্রশ্ন তুলেছে দেশের কিছু শত্রুর।
১১. কিছু বছর আগেও ‘মোদী হাটাও’, ‘মোদী হাটাও’ রব উঠেছিল। কেন? কি করেছি আমি? কোন পাপ করেছি আমি? যদি গরীব মানুষদের শৌচালয় বানিয়ে দেওয়া পাপ হয়, তবে আমি পাপ করেছি। যদি সবার বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়া পাপ হয় তাহলে পাপ করেছি আমি, এবং এই পাপ করে আমি দারুন গর্ব বোধ করি।
১২. বাংলায়ে আর গুন্ডাগিরি চলবে না। আমি এবং আপনারা মিলে এক নতুন বাংলা তৈরি করব। ২০১৪ সালে আপনাদের ভোটের কারনে আমরা নতুন ভারত তৈরি করেছিলাম। এই বার, আরও ভালো একটা দেশ তৈরি করব আমরা।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

১৩. স্বামি বিবেকানন্দের স্বপ্নের ভারত আমরা এখন তৈরি করতে পারি। আমাদের দেশে কিছুর অভাব নেই, কিন্তু ৫৫সালের পরিবারতন্ত্র সব শেষ করে দিয়েছে।
১৪. বাংলাও আজ সেই পরিবারতন্ত্রের শিকার হচ্ছে। পিসি-ভাইপো মিলে রাজ্যটাকে শেষ করতে চলেছে।
১৫. বাংলায় আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছি। এখানকার রামকৃষ্ণ মিশন থেকে আমি শক্তি পেয়েছি। দেশের ভালো করার কথা ভেবেছি। আর যতক্ষণ আমি সেটা না করছি, আমি শান্তিতে বসব না।
১৬. আগামি ৫ বছর সবাই মিলে চলুন দেশের বিকাশের কথা ভাবি। গরীবদের উত্থানের কথা ভাবি। বাংলা স্বপ্নের চৌকিদারি করতে হবে আমাদের।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

১৭. আপনাদের সুরক্ষা আমার দায়িত্ব। আপনাদের এই চৌকিদার আপনাদের স্বপ্নপূরণ করার দায়িত্ব নিতে পারে, যদি সুযোগ দেওয়া হয়।
১৮. আগামি দিনে দেশের উন্নতি দেখার জন্য, ২০১৪ সালের মত আবারও বিজেপিকে ভোটে জেতাতে হবে।
১৯. বাংলার মত এতো সুন্দর একটা রাজ্যে কোন ভাবেই পরিবারতন্ত্রের কারণে শেষ হয়ে যেতে পারে না।
২০. ‘ভারত মাতা কি জয়’ বলেই শেষ করলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

শিলিগুড়ি এবং ব্রিগেডে একই দিনে সভা করলেন বিজেপির নরেন্দ্র মোদী। শিলিগুড়ি সভাতে সরাসরি মমতাকে কটাক্ষ করলেও কলকাতার সভায় পরিবারতন্ত্ররের তীর ছুড়ে দিল্লি এবং বাংলা দুইকেই কটাক্ষ করেন মোদী। বাংলার উন্নতির পথে তৃণমূল কি ভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা বোঝাতে একটা সুযোগও ছাড়েননি নরেন্দ্র মোদী।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সনিয়ার মতোই নাচনেওয়ালি স্বপ্না চৌধুরী, রাহুলের উচিৎ তাকে বিয়ে করা, মন্তব্য বিধায়কের https://thenewsbangla.com/bjp-mla-says-sapna-chaudhary-a-dancer-like-sonia-gandhi-asks-rahul-gandhi-to-marry-sapna/ Sun, 24 Mar 2019 14:47:43 +0000 https://www.thenewsbangla.com/?p=9155 “সনিয়ার মতোই নাচনেওয়ালী স্বপ্না চৌধুরী, রাহুলের উচিৎ তাকে বিয়ে করা”, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। আর এই বিতর্কিত মন্তব্যের জেরেই দেশ জুড়ে শুরু হয়েছে হইচই। ফের কথার লড়াই শুরু হয়েছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

আবারও মহিলাদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। মঞ্চ কাঁপানো নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর সাথে সনিয়া গান্ধীকে টেনে এনে রাহুল গান্ধীকে স্বপ্না চৌধুরীকে বিবাহের পরামর্শও দিলেন এই বিধায়ক। আর তাতেই নিন্দায় সরব হয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ রাহুলের জেতা নিয়ে সংশয় আমেঠীতে, সম্মান রাখতে লড়তে পারেন দক্ষিনের এই কেন্দ্র থেকে

গতকালই কংগ্রেসে যোগ দেন ভারত কাঁপানো নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরী। উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির প্রধান রাজ বব্বরের উপস্থিতিতে তিনি কংগ্রেসে যোগ দেন। উত্তরপ্রদেশের মথুরা লোকসভা আসনে বিজেপির হেমা মালিনীর বিরুদ্ধেও কংগ্রেসের টিকিটে স্বপ্না লড়তে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ ইন্ডিয়ান আর্মি অফিসারদের কম্যান্ডো ট্রেনিং দিচ্ছেন এক নারী

স্বপ্না চৌধুরী কংগ্রেসে যোগ দিতেই তাকে ঘিরে কটাক্ষ ছূড়ে দেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। রাহুলকে আক্রমণ করে তিনি বলেন, রাহুল গান্ধী তার বাবার পদাঙ্ক অনুসরণ করছেন। তিনি বলেন, ইটালিতে থাকাকালীন সনিয়া গান্ধী নেচে মঞ্চ কাঁপাতেন, যা আকৃষ্ট করে রাজীব গান্ধীকে। রাহুল গান্ধীও একই সংস্কৃতি বহন করছেন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ পাকিস্তানে দুই হিন্দু নাবালিকাকে শ্লীলতাহানি ও জোরপূর্বক মুসলিম ধর্মান্তর

শুধু এখানেই থেমে থাকেননি ওই বিজেপি বিধায়ক। সনিয়া গান্ধীকে স্বপ্না চৌধুরীর সাথে তুলনার সাথে সাথে বাবার দেখানো পথ অনুসরণ করে রাহুল গান্ধীকে পরামর্শ দেন স্বপ্না চৌধুরীকে বিবাহ করার জন্য। একই সাথে তিনি বলেন, শ্বাশুড়ি ও বউমা একই পেশা ও সংস্কৃতি বহন করবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার।

আরও পড়ুনঃ মুক্তির আগেই বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক

এর সঙ্গেই তিনি মন্তব্য করেন, নরেন্দ্র মোদীর মতো চরিত্রবান এবং ইমানদার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মঞ্চ কাঁপানো ডান্সারদের দেশবাসী কিছুতেই গ্রহণ করবে না। কটাক্ষের সুরে তিনি বলেন, রাহুল গান্ধী আর রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভরসা করতে না পেরে এখন মঞ্চ কাঁপানো ডান্সারদের ওপর ভরসা করতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ ধামাচাপার দেওয়ার চেষ্টা বিফলে, অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে এফআইআর শুল্ক দফতরের

বিজেপি বিধায়কের এরূপ মন্তব্যে শুরু হয়েছে সমালোচনা। শুধু এবারই নয়, এর আগেও এবাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন এই বিজেপি বিধায়ক। কিছুদিন আগেই তিনি বিএসপি সুপ্রিমো মায়াবতীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। নিজেকে যুবতী দেখাতে মায়াবতী প্রতিদিন ফেসিয়াল ও চুল রঙ করান বলে তিনি মন্তব্য করেছিলেন৷ তাতেও বিস্তর সমালোচনা হয়েছিল।

আরও পড়ুনঃ নরেন্দ্র মোদী সরকারের চাপে লন্ডনে গ্রেফতার ব্যাঙ্ক কেলেঙ্কারির খলনায়ক নীরব মোদী

আর এই মন্তব্যের পর বিজেপি একহাত নিয়েছেন কংগ্রেস নেতারা। “এটাই বিজেপির চরিত্র”, বলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তবে এটা ব্যক্তিগত মত বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তবে ভোটের বাজারে এই নিয়ে তুলকালাম দেশের রাজনীতিতে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী https://thenewsbangla.com/priyanka-gandhi-drops-robert-vadra-to-ed-office-big-signal-to-politics/ Wed, 06 Feb 2019 11:50:16 +0000 https://www.thenewsbangla.com/?p=6508 বুধবার থেকেই প্রিয়াঙ্কা গান্ধীর ভোটের প্রচার শুরু করার কথা। আর এদিনই প্রথমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জেরার সামনাসমনি হতে রবার্ট বঢরা সঙ্গে করে নিয়ে এলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও। দুর্নীতিতে অভিযুক্ত স্বামীকেও কি কংগ্রেসে আনছেন প্রিয়াঙ্কা গান্ধী? উঠেছে প্রশ্ন। আর এই নিয়েই দেশ জুড়ে কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে বিজেপি। অন্যদিকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কথা বলেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার পুলিশ কর্তাদের বারবার তলব গোয়েন্দাদের

প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে নিয়ে সকাল থেকেই শুরু হয়ে যায় বিতর্ক। নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতর ২৪, আকবর রোডের বাইরে টাঙিয়ে দেওয়া হয় বেশ কিছু পোস্টার। সেগুলিতে রাহুল-প্রিয়ঙ্কার ছবির সঙ্গেই ছিল রবার্ট বঢরার ছবিও। ফলে সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এবার কংগ্রেসে পদ পেতে চলেছেন প্রিয়ঙ্কার স্বামীও! বুধবার দুপুরের পর তড়িঘড়ি সেই পোস্টারগুলি সরিয়ে দেওয়া হয়।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

বঢরার সংস্থা স্কাইলাইট হসপিটালিটির বিরুদ্ধে বিকানিরে বেআইনি ভাবে জমি হাত বদল করার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত একবছর ধরেই তাঁকে একাধিকবার সমন পাঠিয়েছিল ইডি। বঢরা তাঁর প্রতিনিধিকে পাঠিয়েছিলেন ইডি দফতরে।

আরও পড়ুনঃ নতুন যুদ্ধ, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে মমতার দুই অফিসারকে ডেকে পাঠাল ইডি

তারপরে গত বছরেই ইডি অফিসারেরা দিল্লিতে বঢরার সুখদেব বিহারের অফিসে হানা দেন। অভিযোগ করা হয়, ইডি-র অফিসারদের কাছে তল্লাশির নির্দেশও ছিল না। বেআইনি ভাবে তাঁরা তালা ভেঙে ঢোকেন। সব কেবিনের তালা ভেঙে দেওয়া হয়। আইনজীবীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে কর্মীদেরও আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ সারদা চিটফান্ডে সর্বহারাদের দেখেই কি তাড়াতাড়ি ধর্ণা শেষ করলেন মমতা

ফের বুধবার ইডি দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়েছিল রবার্ট বঢরাকে। কিন্তু এই প্রথমবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী স্বামীকে ইডি দফতর অব্দি ছাড়তে আসেন। যা নিয়ে রাজধানীর রাজনীতিতে চলছে জোর জল্পনা। তাহলে কি প্রিয়াঙ্কা কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েই স্বামীকে ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক ছত্রছায়ায় আনার চেষ্টা করছেন।

দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা
দুর্নীতিতে অভিযুক্ত স্বামীর হাত ধরে ইডি অফিসে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী/The News বাংলা

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, “লোকসভা ভোটে নিশ্চিত হার দেখে বঢরার রবার্ট বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নজর ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। ইডি, সিবিআই ও আয়কর দফতরকে ক্রীতদাস হিসেবে কাজে লাগাচ্ছেন মোদী”।

আরও পড়ুনঃ সারদা চিটফাণ্ড মামলায় রাজীবকে জেরা করতে কি কি প্রশ্ন সাজাচ্ছে সিবিআই

সরকারি ভাবে এই বিষয়ে কিছু না-জানালেও, ইডি সূত্রের দাবি, রবার্ট বঢরা সহ এই দূর্নীতিতে জড়িত তিন জনের মধ্যে গাঁধী পরিবারের জামাই বঢরার সংস্থার সঙ্গে যুক্ত দুই ব্যক্তিও রয়েছেন। ইডি-র সন্দেহ, এই তিনজনই একটি প্রতিরক্ষা চুক্তিতে কমিশন বা ঘুষ নিয়ে সেই অর্থে দেশে বিদেশে সম্পত্তি কিনেছেন।

আরও পড়ুনঃ উঠল বিজেপি বিরোধী সত্যাগ্রহ ধর্ণা, ধর্মতলার ধর্ণা প্রধানমন্ত্রী করতে পারবে মমতাকে

প্রশ্ন উঠেছে, রাহুল গাঁধী যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাফায়েল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তুলছেন, তখন তাঁর আত্মীয়ের বিরুদ্ধেই প্রতিরক্ষা চুক্তিতে ঘুষ নেওয়ার অভিযোগ সাজাতে চাইছে কেন্দ্র? কোন প্রতিরক্ষা চুক্তি, সন্দেহভাজনদের পরিচয় কী, কোথায় জমি কেনা হয়েছে, তার কিছুই অবশ্য ইডি জানায়নি।

আরও পড়ুনঃ সিবিআই জেরা থেকে পালাতে পারবেন না রাজীব কুমার, মমতা বললেন ‘নৈতিক জয়’

অন্যদিকে সরিয়ে নেওয়া হলেও রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে রবার্ট বঢরার ছবি পোস্টারে দিয়ে কি কংগ্রেস পুরো বিষয়টাতেই এবার রাজনীতির রঙ লাগানর চেষ্টা করছে? সেই কারণেই কি ইডি অফিসে অভিযুক্ত স্বামীকে ছাড়তে গেলেন প্রিয়াঙ্কা? নাকি এবার প্রিয়াঙ্কার পাশাপাশি কংগ্রেসে আসতে চলেছেন রবার্ট বঢরারও। এই প্রশ্নই এখন রাজধানীর রাজনীতিতে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ সারদা কাণ্ডে পুলিশ কমিশনারকে সিবিআই জেরা কবে, তা নিয়েও লড়াই তুঙ্গে
আরও পড়ুনঃ মমতার নির্দেশে সিবিআই অফিসারদের আটক করে বাংলার আইপিএসরা বিপদে
আরও পড়ুনঃ রাজীব কুমারকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
আরও পড়ুনঃ অদ্ভুত জেল যেখান থেকে আর বাড়ি ফিরতে চায় না কয়েদিরা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ https://thenewsbangla.com/100-crore-income-tax-notice-to-sonia-rahul-gandhi-in-ajl-case/ Wed, 09 Jan 2019 04:26:13 +0000 https://www.thenewsbangla.com/?p=5338 The News বাংলা: প্রায় ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন ‘মা ছেলে’ মিলে, আয়কর দফতরের হিসাব এমনই। আর সেই কারনেই সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ দিল আয়কর দফতর।

২০১১-১২ আর্থিক বর্ষে হিসাবে সোনিয়া গান্ধীর আয় ১৫৫.৪১ কোটি টাকা ও রাহুলের আয় ১৫৪.৯৬ কোটি টাকা। কিন্তু তাঁরা কেউই সেই আয়ের তুলনায় আয়কর দেন নি বলেই জানা গেছে আয়কর সূত্রে। এর জন্যই তাঁদের ইনকাম ট্যাক্স থেকে নোটিশ দেওয়া হয়েছে।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

একনজরে আয়কর দফতরের হিসাবঃ

. আয়কর দফতরের মতে, ২০১১-১২ আর্থিক বর্ষে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর আয় যথাক্রমে ১৫৫.৪১ কোটি ও ১৫৪.৯৬ কোটি। এই আয় থেকে আয়কর দেন নি দুজনেই।
. ২০১১-১২ আর্থিক বছরে রাহুল গান্ধী আয় দেখিয়েছেন মাত্র ৬৮.১২ লাখ টাকা।
. আয়কর দফতরের মতে সোনিয়া রাহুলের আয়কর ফাঁকির পরিমান ১০০ কোটি টাকা।

আরও পড়ুনঃ

গুরুবারে শুরু অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ শেষ লড়াই

বাংলায় রাস্তায় বিজেপির রথ চলবে কিনা ঠিক হবে আগামী মঙ্গলবার

উচ্চবর্ণের গরীব হিন্দুদের জন্য সংরক্ষণ মোদীর, দেশ জুড়ে বিতর্ক

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

আয়কর দফতরের মতে, রাহুল গান্ধী মাত্র ৬৮.১২ লাখ টাকা আয় দেখিয়ে তার উপর ট্যাক্স দিয়েছেন। যেটা আসল আয়ের তুলনায় কিছুই না। পুরোপুরি আয়কর ছাড় তারা কি করে পেলেন, প্রশ্ন আয়কর দফতরের।

এদিকে ন্যাশনাল হেরাল্ড মামলাতেও অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর। দিল্লি হাইকোর্টের রায়ের পর নতুন করে এই মামলায় বিপাকে পড়েন কংগ্রেসের দুই শীর্ষ নেতা।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

২০১১-১২ অর্থবর্ষে সোনিয়া-রাহুলদের আয়কর তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্তের বিরুদ্ধে দুই সাংসদ আবেদন করেছিলেন দিল্লি হাইকোর্ট এ। সেই আবেদনও খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। রাহুল-সোনিয়াদের আয়কর সংক্রান্ত তথ্য পুনরায় খতিয়ে দেখতে আপাতত আর কোনও বাধা ছিল না আয়কর দপ্তরের। আদালতের এই রায়ের পরই গান্ধী পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রর দাবি, “রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী দুজনেই কর-চোর। সনিয়ার দশ জনপথের বাড়িটি আসলে দুর্নীতির কেন্দ্রস্থল”। সম্বিত পাত্রের অভিযোগ, “কংগ্রেস আগে থেকেই জানত কর-ফাঁকি মামলায় বিপদে পড়তে চলেছেন গান্ধী পরিবারের সদস্যরা। আর তাই নজর ঘোরাতে রাফায়েল নাটক করছেন তাঁরা”।

সম্বিত পাত্র আরও অভিযোগ করেন, “গান্ধী পরিবার ট্যাক্স-চুরির সঙ্গে যুক্ত এবং গোটা দেশকে তাঁরা মিথ্যে কথা বলেছে”। বিজেপি মুখপাত্র আরও বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এবং তাঁর আমলের অর্থমন্ত্রী পি চিদম্বরমের একটাই কাজ ছিল, মা এবং ছেলেকে রক্ষা করা। প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে জবাব দিতে হবে কেন রাহুল-সোনিয়াকে তাঁরা কর ফাঁকি দিতে সাহায্য করলেন?”।

ন্যাশনাল হেরাল্ড তথা ইয়ং ইন্ডিয়া মামলা বেশ কিছুদিন ধরেই কংগ্রেস নেতৃত্বের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে যে সংস্থাটি কংগ্রেস মুখপত্র ন্যাশনাল হেরাল্ড চালানোর দায়িত্ব নিয়েছে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সেই সংস্থাটির ডিরেক্টর।

সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা
সোনিয়া রাহুলকে ১০০ কোটি টাকা আয়কর ফাঁকি দেওয়ার নোটিশ/The News বাংলা

সংস্থাটি ২০১১-১২ অর্থবর্ষে মোট রোজগারের তুলনায় অনেক কম রোজগার দেখিয়েছে বলে অভিযোগ ওঠে। আয়কর দপ্তর সেসময়ের সংস্থাটির আয়ব্যয়ের হিসেব পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে আবেদন করেছিলেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

বিজেপির অভিযোগ, ইয়ং ইন্ডিয়া নামের ওই সংস্থাটি অন্তত ৫ হাজার কোটির সম্পত্তি গোপন করেছে। ওই সংস্থাটিতে শুধু রাহুল গান্ধীর শেয়ার রয়েছে ১৫৪ কোটি টাকার। অথচ, রাহুল দেখিয়েছেন মাত্র ৬৮ লক্ষ টাকার শেয়ার। এই মামলায় সোনিয়া রাহুলের হয়ে লড়ছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।

আরও পড়ুনঃ

Exclusive: লোকসভা ভোটের আগে মমতার পুলিশে ব্যপক রদবদল, ১২০ অফিসার বদলি

বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

হিন্দুত্ববাদীদের নিশানা করতে মসজিদে পাথর ছুঁড়ে অশান্তি সৃষ্টির চেষ্টা, ধৃত সিপিএম নেতা

ভোটের আগে সিবিআই মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল মোদী সরকার

আয়কর দফতরের মতে প্রায় ৩০০ কোটি টাকার মত আয় পুরোপুরি গোপন করেছেন সোনিয়া রাহুল। এবং প্রায় ১০০ কোটি টাকা আয়কর দেন নি। এই কারণেই মা ছেলেকে নোটিশ পাঠিয়েছেন তারা।

দিল্লি হাইকোর্ট ইতিমধ্যেই গান্ধী পরিবারকে আদালতে হাজির হয়ে আয়কর ফাইল নিয়ে এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত আয়কর দফতরকেও নির্দেশ দিয়েছে যে একটা কাউন্টার এফিডেভিট আদালতে জমা দিতে। আয়কর মামলার পরবর্তী শুনানী আগামী ২৯ জানুয়ারী।

তবে এই নিয়েও উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা। লোকসভা ভোটের আগে এটা মোদী সরকারের চক্রান্ত বলেই অভিযোগ কংগ্রেসের। অন্যদিকে লোকসভার আগে বড় ইস্যু পেয়ে ইতিমধ্যেই সোনিয়া রাহুলকে ‘কর চোর’ বলে অভিহিত করেছে বিজেপি। লোকসভা ভোটে এখন লড়াই ‘চৌকিদার চোর’ বনাম ‘মা-বেটা চোর’, বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>