Smuggled the Leather – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 14 Feb 2019 18:12:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Smuggled the Leather – The News বাংলা https://thenewsbangla.com 32 32 চিতা বাঘ মেরে চামড়া পাচারের সময় গ্রেফতার পুলিশ অফিসারের ছেলে https://thenewsbangla.com/son-of-a-police-officer-arrested-during-the-smuggling-of-leopard-leather/ Thu, 14 Feb 2019 18:09:30 +0000 https://www.thenewsbangla.com/?p=6825 উত্তরবঙ্গে ফের চিতা বাঘের চামড়া উদ্ধার। এবার গ্রেফতার এক পুলিশ অফিসারের ছেলে। চিতা বাঘ মেরে চামড়া পাচারের দায়ে পুলিশ অফিসারের ছেলে গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উত্তরবঙ্গে।

দার্জিলিং থেকে ভুটানে পাচারের আগেই উদ্ধার হল একটি চিতা বাঘের চামড়া। বৈকন্ঠপুর বন বিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায়। গোপন অভিযানে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি এলাকা থেকে চিতা বাঘের চামড়াটি উদ্ধার করে স্পেশাল টাস্কফোর্স। চিতা বাঘ মেরে চামড়া পাচারের সময় গ্রেফতার এক পুলিশ অফিসারের ছেলে।

গ্রেপ্তার করা হয় দার্জিলিংয়ের কনভেন্টে পড়াশুনা করা রীতিমত শিক্ষিত এক যুবককে। ধৃতের নাম আশিস ছেত্রী। তার বাড়ি দার্জিলিংয়ে। তার পিতা আইবিআর পুলিশ অফিসার ও বর্তমানে শিলিগুড়িতে পোস্টিং। বাবার পদের ও নামের সুযোগ নিয়ে সে এই পাচার কাজ চালাত কিনা তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স।

উত্তরবঙ্গ টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, “গোপন সূত্রে খবর পাওয়া যায় একটি চিতা বাঘের চামড়া দার্জিলিং থেকে ভুটানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এই ব্যাপারে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযানে নেমে চিতা বাঘের চামড়াটি উদ্ধার করা হয়েছে”।

তিনি আরও বলেন, “ধৃতকে জেরা করে জানা গিয়েছে দার্জিলিং এর একটি বাগান থেকে ফাঁদ পেতে চিতাবাঘটি ধরার পরে সেটিকে মারা হয়েছিল। গলায় ফাঁস লাগিয়ে বাঘটিকে হত্যা করে তার চামড়া বের করা হয়”।

চামড়াটি একটি পুর্ণ বয়স্ক পুরুষ চিতার। ভুটানে তিন লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই চামড়াটি। সঞ্জয়বাবু আরও জানান, যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে সে দার্জিলিং এর একটি কনভেন্ট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করেছে। তার পিতা একজন পুলিশ আধিকারিক।

পাচারকারি যুবকের পিতা সেই পুলিশ আধিকারিক বর্তমানে চাকরী সূত্রে শিলিগুড়িতে। অভিযুক্তের বিরুদ্ধে ওয়াইল্ড অ্যাক্ট ও ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পুলিশ আধিকারিকের শিক্ষিত ছেলে কিভাবে পাচারকারি হল বা পাচারকারিদের সঙ্গে যুক্ত হল সেটাই খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স।

]]>
বনে ঢুকে চিতা মেরে মাংস খেয়ে তারপর চামড়া পাচারের আজব ঘটনা https://thenewsbangla.com/poachers-smuggled-the-leather-after-killing-and-eating-the-leoperd-meat/ Tue, 22 Jan 2019 08:56:50 +0000 https://www.thenewsbangla.com/?p=5885 ফের উত্তরবঙ্গ বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘের চামড়া। ঘটনায় পাঁচজন চোরাচালানকারিকে আটক করেছে বনদপ্তর। গত সাতদিনের মধ্য পরপর দুটি এধরনের ঘটনায় বড়সড় সাফল্য পেল বনদপ্তর। উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াটি প্রায় ১০ ফুট লম্বা।

ধৃত ৫জন অভিযুক্তই শিলিগুড়ি, জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের বাসিন্দা বলে বনদপ্তর সুত্রে জানা গেছে। সেইসঙ্গে আরও অভিযোগ, চিতাবাঘটিকে হত্যা করে তার মাংস খেয়ে তারপর চামড়াটিকে ১২ লক্ষ টাকায় নেপালে পাচারের পরিকল্পনা ছিল ওই চোরাকারবারিদের। কিন্তু পাচারের আগেই বনদপ্তরের উত্তরবঙ্গ স্পেশাল টাস্কফোর্সের বিশেষ অভিযানে উদ্ধার হয় ওই চামড়াটি, সেইসঙ্গে পাচারকারীদের গ্রেপ্তার করে তারা।

আরও পড়তে পারেনঃ ছাত্র ছাত্রীদের আন্দোলন সফল করে শিক্ষক শিল্পী পেলেন বঙ্গরত্ন

বনদপ্তরের উত্তরবঙ্গ স্পেশাল টাস্কফোর্স সুত্রে জানা গেছে, গোপন সুত্রের খবরের ভিত্তিতে রবিবার টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত একটি বিশেষ দল করে গরুমারা জঙ্গলের নেপাল সীমান্ত বরাবর একটি অভিযান চালান। সেখানেই অভিযুক্ত পাঁচ চোরাচালানকারিকে একটি ১০ ফুট দৈর্ঘের পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘের চামড়া সহ আটক করে তারা।

অভিযানের বিবরণ দিয়ে সঞ্জয় দত্ত জানান যে, সুত্র মারফত খবর পেয়েই এই চোরাচালানকারিদের সঙ্গে গোপন ভাবে যোগাযোগ করা হয়। তাদের বাগে আনতে একটি নাটকিয় মুহুর্ত তৈরি করে চামড়াটির কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দর কষাকষি করা হয়। দর কষাকষি করে মোট ১২ লক্ষ টাকায় রফা হয়।

আরও পড়তে পারেনঃ রাজ্যের হাতে টাকা নেই বাজারে ধার, তারপরেও বিধায়কদের ভাতা বাড়ছে

এরপর নির্দিষ্ট জায়গায় ঠিক করা হয়, যেখানে এসে টাকার পরিবর্তে চামড়াটি হস্তান্তর করা কথা চোরাচালানকারিদের। সেইমত টাস্কফোর্সের ৮-১০ জনের দলটি নির্দিষ্ট করা এলাকায় গা ঢাকা দিয়ে থাকে। এরপর সময় মত পাঁচটি বাইক করে চোরাচালানকারিরা বাঘের চামড়া সহ নির্দিষ্ট জায়গায় আসে। তখনই তাদের চারধার থেকে ঘিরে ধরা হয়।

এরপর বামাল সমেত তাদের আটক করা হয়। ঘটনায় তাদের কাছ থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে। যেটার মধ্যে ওই চামরাটি হলুদ মাখানো অবস্থায় রাখা ছিল। সঞ্জয়বাবু আরও জানান, চিতাটিকে সম্ভবত গত পাঁচ-সাত দিন আগেই লাটাগুড়ির গরুমারা জঙ্গলেই মারা হয়েছে।

আরও পড়তে পারেনঃ পাহাড়ে মোর্চা বিজেপির সঙ্গেই, গোপন আস্তানা থেকে বার্তা বিমল গুরুংয়ের

চামড়াটিতে এখনও কাচা রক্ত ও মাংস লেগে রয়েছে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা আরও জানিয়েছে, খুব সম্প্রতিই চিতাবাঘটিকে হত্যা করে তার মাংস গ্রামের মানুষেরা খেয়েছে। এরপর চামড়াটি নেপালে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল তারা। তার আগেই তাদের আটক করা হয়।

আরও পড়তে পারেনঃ বিজেপির সমালোচনা করে পাহাড়কে শান্ত থাকার অনুরোধ মুখ্যমন্ত্রীর

ধৃতরা হলো, বিকাশ রায়, নাগরকাটার বাসিন্দা। রঞ্জিত মোহন্ত, বাড়ি পাশ্চিম লাটাগুড়ি অঞ্চলে। সঞ্জয় অধিকারি, মোহন মুন্ডা ও কিশানগঞ্জ তামং। তারাও নাগরকাটা, লাটাগুড়ির বাসিন্দা। প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারি শিলিগুড়ির নিকট ইন্দো-নেপাল সীমান্ত পানিটাঙ্কি এলাকা থেকে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের চামড়া সহ দুই চোরাচালানকারিকে আটক করে উত্তরবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স।

আরও পড়তে পারেনঃ ব্রিগেড থেকে ফিরেই ভোলবদল, মমতা নয় রাহুলকেই প্রধানমন্ত্রী চাইলেন নেতারা

এরপর সপ্তাহ না ঘুরতে-ঘুরতেই ফের একই ঘটনার পুনারাবৃত্তি হওয়ায় স্বভাবতই চিন্তার ভাঁজ পরেছে বনদপ্তরের কপালে। বনদপ্তরের আশঙ্কা এভাবে যদি বন্যপ্রানী নিধন করা হয়, তাহলে বনজঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যাবে অচিরেই।

আরও পড়তে পারেনঃ

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>