Smriti Irani – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 26 May 2019 13:33:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Smriti Irani – The News বাংলা https://thenewsbangla.com 32 32 আপ্ত সহায়কের মৃতদেহ নিজের কাঁধে তুলে শেষকৃত্যে স্মৃতি ইরানী https://thenewsbangla.com/smriti-irani-lends-shoulder-to-mortal-remains-of-close-aide-surendra-singh/ Sun, 26 May 2019 13:33:06 +0000 https://www.thenewsbangla.com/?p=13339 আপ্তসহায়কের মৃতদেহ নিজের কাঁধে তুলে; শেষকৃত্যের উদ্দেশ্যে রওয়ানা স্মৃতির। আর সেই ছবিই ছড়িয়ে পড়ল গোটা দেশে। স্মৃতি ইরানীর এই ছবিই; রবিবার হয়ে থাকল একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী।

শনিবার গভীর রাতে নিজের বাড়িতেই; দুষ্কৃতিদের গুলিতে খুন হন স্মৃতি ইরানীর আপ্তসহায়ক ৫০ বছরের সুরেন্দ্র সিং। উত্তরপ্রদেশের আমেঠীর বরৌলিয়া গ্রামের প্রধান ছিলেন সুরেন্দ্র সিং। আমেঠীতে ভোট প্রচারে; আমেঠী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানীর; সর্বক্ষণের সঙ্গী ছিলেন তিনি।

তাঁর মৃত্যুর পর শবযাত্রীদের সঙ্গে সুরেন্দ্র সিংয়ের মৃতদেহ; নিজের কাঁধে তুলে নিয়ে শেষকৃত্যের উদ্দেশ্যে গেলেন স্মৃতি ইরানী। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল; সেই আবেগঘন মুহূর্তের ছবি।

সুরেন্দ্র সিংয়ের মৃত্যুর জন্য; পরিবারের তরফে আঙুল তোলা হয়েছে কংগ্রেসের দিকে। নিহতের পুত্র অভয় সিং জানান; তারা আততায়ীদের চোখে দেখেননি; কিন্তু নিশ্চিতভাবে তার বাবার মৃত্যুর পেছনে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

স্মৃতি ইরানীর সঙ্গে প্রচারে বেরিয়ে; তাদের এলাকা থেকে বহু মানুষের সমর্থন পেয়েছেন বলে জানান তিনি। আমেঠীতে ভোট প্রচারে; স্মৃতি ইরানীর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন এই সুরেন্দ্র সিং। আমেঠী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী; তাঁর জয়ের জন্য তাঁকেই অনেকটা কৃতিত্ব দিয়েছেন।

আমেঠীর পুলিশ সুপার রাজেশ কুমার জানিয়েছেন; এই ঘটনায় জড়িতদের ধরার জন্য বিভিন্ন সম্ভাবনার কথা মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে। নিহত সুরেন্দ্র সিংয়ের সাথে কারও কোনও পুরোনো বিবাদ রয়েছে কিনা; তাও খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক কারনে খুন কিনা; তাও তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তরপ্রদেশের ডিজিপি ওম প্রকাশ সিং জানিয়েছেন; এই ঘটনায় এখনও অবধি সন্দেহভাজন ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আর ১২ ঘন্টার মধ্যেই ঘটনার কারণ এবং কারা এই ঘটনায় জড়িত; তার সম্পূর্ণ তথ্য সামনে এসে যাবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে ট্যুইট বিবৃতিতে জানানো হয়; উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সন্ধ্যার মধ্যেই; এই তদন্ত সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। লক্ষ্ণৌয়ের ইন্সপেক্টর জেনারেলকে; এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপির তরফেও এই ঘটনার পিছনে; কংগ্রেসের দিকেই আঙুল তোলা হয়েছে। তবে কংগ্রেসের তরফ থেকে এই ঘটনায় জড়িত থাকার কথা; সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

]]>
আমেঠীতে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে https://thenewsbangla.com/smriti-irani-complains-forced-vote-conducted-by-congress-in-amethi-poll/ Mon, 06 May 2019 09:51:35 +0000 https://www.thenewsbangla.com/?p=12466 আমেঠীতে জোর করে ভোট দেওয়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে; আজ পঞ্চম দফার নির্বাচন চলাকালীন, আমেঠীর বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী এক ভোটারের অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও ট্যুইট করেন; যেখানে দেখা যায় এক বৃদ্ধা মহিলা অভিযোগ করছেন তাকে জোর করে কংগ্রেসে ভোট দেওয়ানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গৌরীগঞ্জে; এই এলাকাটি আমেঠীর একটি অংশ; যেখানে স্মৃতি ইরানী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ভিডিও ট্যুইটে আপলোড করে নির্বাচন কমিশনকে ট্যাগ করে দৃষ্টি আকর্ষণ করেছেন স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ রমজানে ভোটের সময় পরিবর্তনের দাবিকে নস্যাৎ নির্বাচন কমিশনের

স্মৃতি ইরানীর ট্যুইট করা ভিডিওতে বৃদ্ধা মহিলাকে বলতে দেখা যাচ্ছে; আমি পদ্মে ভোট দিতে এসেছিলাম; কিন্তু আমাকে জোর করে ইভিএম মেশিনে কংগ্রেসকে ভোট দেওয়ানো হয়েছে; ওনাকে একথাও বলতে শোনা যায় যে রাহুল গান্ধী বুথ ক্যাপচার করেছে।

কংগ্রেসের গড় বলে পরিচিত আমেঠীতে পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে সোমবার; আমেঠীতে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি; কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে বুথ জ্যাম করার অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে নরেন্দ্র মোদীর ডাকা বৈঠক বাতিল করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

ভোটের দিনে আমেঠীর কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর আমেঠীতে উপস্থিত না থাকাকে কেন্দ্র করেও স্মৃতি ইরানী কটাক্ষ করেন; মানুষের পাশে কোনদিনই কংগ্রেস থাকেনি এই বলেও কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানী।

গত ৫ বছরে বিজেপি এই কেন্দ্রে নিজেদের ভালোই গুছিয়ে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর। এছাড়া উত্তরপ্রদেশে সপা ও বসপার সাথেও কংগ্রেসের কোনও আসনরফা হয়নি। সেক্ষেত্রে কংগ্রেসের কোনও অঘটন ঘটে, সেরকম কোনও রিস্ক নিতে চাইছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ ব্যারাকপুরে তৃণমূল কর্মীদের সঙ্গে মারপিটে মুখ ফাটল বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের

নির্বাচন কমিশনকে ট্যাগ করে ভিডিওটি স্মৃতি ইরানী নিজের টুইটারে আপলোড করেন; নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই ট্যুইট আপলোড করে নির্বাচন কমিশনকে ট্যাগ করা হয়েছে। কংগ্রেসের তরফে জানানো হয়েছে হারের ভয়ে ভুল বকছেন স্মৃতি ইরানী।

]]>
প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে ভদ্র পরিবারের শিশুদের দূরে রাখতে বললেন স্মৃতি https://thenewsbangla.com/smriti-irani-says-cultured-families-keep-childs-away-from-priyanka-gandhi/ Fri, 03 May 2019 04:07:39 +0000 https://www.thenewsbangla.com/?p=12231 দুই দিন আগের প্রকাশিত একটি ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী; যেখানে কিছু নাবালককে প্রধানমন্ত্রীর প্রতি উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে এবং তাদের উৎসাহ দিচ্ছেন স্বয়ং কংগ্রেস সভানেত্রী প্রিয়াঙ্কা বঢরা।

ভাইরাল ওই ভিডিওটিতে বালকদের মুখে “চৌকিদার চোর হ্যায়” সহ আরও আপত্তিজনক মন্তব্য করতে শোনা যায়; বৃহস্পতিবার এই ভিডিও দেখে স্মৃতি ইরানী বলেন; ভদ্র পরিবারের বাবা মায়ের উচিৎ তাদের সন্তানকে প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে দূরে রাখা; স্মৃতি ইরানী গান্ধী নেহেরু পরিবারের শিক্ষা ও ভদ্রতা নিয়েও প্রশ্ন তোলেন।

আরও পড়ুনঃ মানুষকে বিপদে ফেলতে আসছে ফণী, ফণীর পর আসবে ঘূর্ণিঝড় বায়ু ও হিক্কা

স্মৃতি এদিন প্রিয়াঙ্কার উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন; রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ; সেটা কি প্রিয়াঙ্কার জানা নেই? কোন ধরনের শিক্ষা তিনি শিশুদের দিচ্ছেন; প্রশ্ন তোলেন স্মৃতি; তারপরেই তিনি বলেন; ভদ্র পরিবারের সন্তানকের এই ধরনের লোকেদের থেকে দূরে রাখা উচিৎ।

এই ভিডিওর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কমিশন ফর চাইল্ড রাইট নির্বাচন কমিশনকে এই ভিডিওটির বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে বলেছে; যেখানে রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করা শিশুদের প্ররোচিত করতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা বঢরাকে।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ফণী, ওড়িশার পুরী গোপালপুরে তুমুল ঝড় বৃষ্টি শুরু

উল্লেখ্য; ২০১৭ সালের ২০শে জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতি একটি আবেদনে বলা হয়েছিল; শিশুদের যাতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করা হয়; সেই বিষয়টি নজরে রাখার জন্য; এরই সাথে রাজনৈতিক দলগুলিকেও উদ্দেশ্য করে বলা হয়; শিশুদের দিয়ে রাজনৈতিক দলের প্রচার; পোস্টার বিলি; শ্লোগান দেওয়ানো যাবে না।

]]>
কালো টাকা উদ্ধার নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারকে কটাক্ষ স্মৃতির https://thenewsbangla.com/smriti-irani-said-mp-it-raids-prove-congress-govt-looted-so-much-money/ Wed, 10 Apr 2019 12:29:56 +0000 https://www.thenewsbangla.com/?p=10472 পরপর তিন দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ঘনিষ্টদের বাড়ি তল্লাশি করে উদ্ধার ২৮১ কোটি টাকা, প্রাথমিকভাবে যা দিল্লিতে রাজনৈতিক দলের ভোট প্রচারের কাজে লাগানোর কথা ছিল, এমনটাই উঠে এসেছে তদন্তে। আর এই বিষয় নিয়েই কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। এবার কংগ্রেসকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ভোটের ঠিক আগে রাফাল মামলা নিয়ে চাঞ্চল্যকর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস ক্ষমতায় এসেছে, মাত্র কয়েক মাসের মাথায় তাদের প্রভাবশালী নেতাদের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আর এখানেই মধ্যপ্রদেশ সরকারকে এক হাত নিয়েছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী স্মৃতি ইরানী। স্মৃতির কটাক্ষ, কংগ্রেস ক্ষমতায় এসেছে ছয় মাসও হয়নি, এর মধ্যেই তারা কালো টাকা জমাতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে

উল্লেখ্য, রবিবার থেকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘনিষ্ট প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি তল্লাশি চলছে। ভোপাল, ইন্দোর সহ বিভিন্ন জায়গায় হানা দিয়ে ইতিমধ্যেই মিলেছে ২৮১ কোটি টাকা, যা নিয়ে যথেষ্ঠ চাপে রয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। কমলনাথ এর পর ফেঁসে গেছেন আহমেদ প্যাটেলও। কংগ্রেসের দফতর এখন আয়কর গোয়েন্দাদের টার্গেট। আর এই নিয়েই কংগ্রেসকে কটাক্ষ করলেন স্মৃতি।

আরও পড়ুনঃ পথ হারাল মমতার হেলিকপ্টার, হতে পারত বড় বিপদ

রবিবার খুব সকালেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের একাধিক প্রাক্তন ও বর্তমান সহযোগীর বাড়িতে তল্লাশি শুরু করা হয়। তল্লাশি হয় কমলনাথের ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোর ও ভোপালের বাড়িতে এবং প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাড়িতে। কমলনাথ ঘনিষ্ঠ প্রভাবশালী এই দুই ব্যক্তির বাড়িতেই উদ্ধার হয় কয়েক কোটি অর্থ।

আরও পড়ুনঃ মোদীকে আটকে দিল নির্বাচন কমিশন, ভোটের আগে জোর ঝটকা

আয়কর দপ্তরের অফিসারেরা দুই ভাগ হয়ে তল্লাশি শুরু করেন। ১৫ জন অফিসারের একটি দল প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে তল্লাশি চালান। বাড়ির গ্যারেজ সহ সংলগ্ন আরও ৬ টি জায়গায় তল্লাশি চালানো হয়। অন্য একটি দল কমলনাথের প্রাক্তন উপদেষ্টা রাজেন্দ্র কুমার মিগলানির দিল্লির বাসভবনে তল্লাশি চালান। উল্লেখ্য, কক্কর এবং নিগলানি দুজনেই বহুদিন ধরে আয়কর দপ্তরের নজরে ছিলেন। তবে এর সবটাই ভোটের মুখে বিজেপির চক্রান্ত বলে জানিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ভোট বুথে গুন্ডাগিরি ও রিগিং রুখতে নির্বাচন কমিশন আনল বিশেষ অ্যাপ

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বারবার স্বামী বদল করেন স্মৃতি ইরানী, কুরুচিপূর্ণ আক্রমণ কংগ্রেস জোটসঙ্গীর https://thenewsbangla.com/smriti-irani-keeps-changing-husband-says-congress-ally-jaydeep-kawade/ Wed, 03 Apr 2019 06:06:04 +0000 https://www.thenewsbangla.com/?p=9805 আসন্ন লোকসভা নির্বাচনে আমেঠীতে রাহুল গান্ধীর বিপরীতে বিজেপির স্মৃতি ইরানীর নাম ঘোষনা হতেই ব্যক্তি আক্রমণের শিকার হচ্ছেন তিনি। মঙ্গলবার কংগ্রেসের জোটসঙ্গী পিপল রিপাবলিকান পার্টির নেতা জয়দীপ কাওয়াডে তাকে কুরুচিপূর্ণ নারীবিদ্বেষী মন্তব্য করেন। বারবার স্বামী বদল করেন স্মৃতি, কুরুচিপূর্ণ আক্রমন ভোট রাজনীতিতে।

আরও পড়ুনঃ বছরে ৩৪ লাখ সরকারি চাকরি, কৃষক বাজেটের প্রতিশ্রুতি কংগ্রেস ম্যানিফেস্টোতে

স্মৃতি ইরানী বারবার স্বামী বদল করেন, এমনই কুৎসিত মন্তব্য করেন ওই নেতা। এদিন তিনি বলেন, সংসদে স্মৃতি ইরানী নিতিন গড়করীর পাশে বসে অনেক কিছু পরিবর্তনের কথা বলেন, কিন্তু তার বারবার স্বামী পরিবর্তনে সুখ্যাতি আছে, এমনই মন্তব্য করেন জয়দীপ কাওয়াডে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যে ৩০ শতাংশেরও কম স্পর্শকাতর বুথ

এখানেই থেমে থাকেননি তিনি। আম্বেডকরের সংবিধান পরিবর্তন স্মৃতি ইরানীর মতো বারবার স্বামী পাল্টানোর মতো সহজ ব্যাপার নয় বলে তিনি মন্তব্য করেন।

পিপল রিপাবলিকান পার্টির সুপ্রিমো যোগেন্দ্র কাওয়াডের পুত্র জয়দীপ কাওয়াডে। মহারাষ্ট্রে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের জোটসঙ্গী এই পিপল রিপাবলিকান পার্টি।

আরও পড়ুনঃ ভোট প্রচারে হেলিকপ্টার পাচ্ছেন না মমতা, অভিযোগের তীর কেন্দ্রের দিকে

নেতার এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে, আমেঠীতে রাহুলের হার নিশ্চিত, তাই কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা এরূপ কুরুচিপূর্ণ ব্যক্তিগত আক্রমনে নেমেছে। এটাই কংগ্রেসের সংস্কৃতি বলে বিজেপি কংগ্রেসকে কটাক্ষ করে।

২০১৪ সালে অমেঠী লোকসভা কেন্দ্রে রাহুল গান্ধী বিজেপির স্মৃতি ইরানীকে মাত্র ১ লক্ষ ৭ হাজার ভোটে পরাজিত করেছিলেন। কিন্তু স্মৃতি হাল ছেড়ে দেননি। অমেঠী লোকসভা কেন্দ্রে দিনের পর দিন মানুষের সাথে থেকেছেন স্মৃতি ইরানী।

আরও পড়ুনঃ ৩.৬২ কোটির কর ফাঁকি দেওয়ায় গিলানীর দিল্লির বাড়ি সিল করল আয়কর দপ্তর

তার ফলাফল মেলে ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। অমেঠী লোকসভার অন্তর্ভুক্ত ৫টি বিধানসভার মোট প্রাপ্ত ভোটসংখ্যা কংগ্রেসের থেকে অনেক বেশি হয়। ৫ টি বিধানসভার মধ্যে ৩ টি তেই বিজেপি কংগ্রেসকে পরাজিত করে।

আরও পড়ুনঃ মোদী স্পেশাল, ব্রিগেডে আসার জন্য চারটে আস্ত ট্রেন বুক করল বিজেপি

যত ভোট এগিয়ে আসছে তত রাজনৈতিক ইস্যু ছেড়ে ব্যক্তিগত আক্রমন বাড়ছে। তবে এবার সব নজির ছাড়িয়ে গেল এই বারবার স্বামী বদল এর অভিযোগ। বিজেপির পাশাপাশি এই নিয়ে মুখ খুলেছে মহিলা কমিশনগুলিও।

আরও পড়ুনঃ জম্মু কাশ্মীরের জন্য আলাদা প্রধানমন্ত্রী, মোদী জবাব চাইলেন রাহুল ও মমতার কাছে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
রাহুল প্রিয়াঙ্কার বিরুদ্ধে অস্ত্র ও জমি কেলেঙ্কারির অভিযোগ বিজেপির https://thenewsbangla.com/rahul-and-priyanka-gandhi-accused-of-land-controversy-by-bjp/ Wed, 13 Mar 2019 12:41:53 +0000 https://www.thenewsbangla.com/?p=8340 দিল্লিতে সাংবাদিক সম্মেলনে গান্ধী পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী। জমি কেলেঙ্কারির অভিযোগে রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে আজ তোপ দাগেন তিনি।

আরও পড়ুনঃ লাস্যময়ী নুসরত ও সুন্দরী মিমিই এবার মমতার চমক

গান্ধী পরিবারকে একহাত নিয়ে তিনি বলেন, স্বাধীনতার পথ থেকে কংগ্রেস দেশবাসীকে একের পর এক দুর্নীতি উপহার দিয়েছে। দুর্নীতিকে কংগ্রেস তাদের পারিবারিক ব্যবসা বানিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। এরপরেই রাহুল, প্রিয়াঙ্কা ও রবার্ট বঢরার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ আনেন স্মৃতি ইরানী।

সাংবাদিক বৈঠকে স্মৃতি অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে রাহুল ও রবার্ট বঢরার সরাসরি যুক্ত থাকার কথা উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত বিষয়ে সঞ্জয় ভান্ডারী গোয়েন্দাদের নজরে রয়েছেন, যার বিরুদ্ধে ইউপিএ আমলেও অস্ত্র ব্যবসায় দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ সমস্ত তর্জন গর্জন সার, তৃণমূলের বাতিল সাংসদকে দলে নিয়ে মুখ রক্ষা মুকুলের

স্মৃতি ইরানী আরও বলেন, অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারীর সাথে গান্ধী পরিবারের সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক কারনে নয়, বরং এর সাথে গান্ধী পরিবারের সকল সদস্যদের অর্থনৈতিক এবং তাদের ব্যক্তিগত স্বার্থও জড়িত।

সম্প্রতি রাফাল নিয়ে বিতর্কে জড়িয়েছে কেন্দ্র সরকার। রাহুল গান্ধী এখনও তার সকল জনসভায় রাফাল নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বাকযুদ্ধ জারি রেখেছেন। রাফাল ইস্যুতে রাহুলকে এক হাত নিয়ে বলেন, সঞ্জয় ভান্ডারীর সংস্থা রাফাল সংক্রান্ত চুক্তিতে সুবিধা করতে পারেনি। তাই রাহুল চেষ্টা করছেন, রাফাল চুক্তিকে যেনতেন প্রকারেন ভেস্তে দেওয়া।

আরও পড়ুনঃ প্রচুর চমক, রাজ্যের ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের ৪২জন প্রার্থী কে কে

সঞ্জয় ভান্ডারীর সাথে সিসি থাম্পি ও পহওয়ার সাথেও রাহুলের জমি সংক্রান্ত বেআইনী লেনদেনের অভিযোগ তোলেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, রাহুল গান্ধী পহওয়ার কাছ থেকে একটি জমি কিনেছেন। পহওয়া, রবার্ট বঢরার কাছেও মহেশনগরে একটি জমি বিক্রি করেন। প্রিয়াঙ্কা গান্ধীও এই জমি ক্রয়ের সাথে সরাসরি যুক্ত এবং অভিযোগ যে, প্রিয়াঙ্কা একই জমি পহওয়ার কাছে বেশি দামে বিক্রি করেন।

আরও পড়ুনঃ মিছিল মিটিং করতে মমতার পুলিশ প্রশাসন আর আটকাতে পারবে না বিজেপিকে

স্মৃতি অভিযোগ করেন, ইতিমধ্যেই প্রমানিত হয়েছে এই ইস্যুতে পহওয়া ও সিসি থাম্পির কাছ থেকে বিপুল পরিমানে অর্থ নিয়েছেন। সিসি থাম্পিও সঞ্জয় ভান্ডারীর সাথে বঢরার চুক্তি সংক্রান্ত তদন্তে অনেকদিন ধরেই গোয়েন্দাদের নজরদারিতে রয়েছেন।

যদিও স্মৃতি ইরানীর সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে কংগ্রেস। ভোটের মুখে দল ও গান্ধী পরিবারকে বদনাম করতেই এটা বিজেপির চক্রান্ত বলে জানান হয়েছে কংগ্রেসের তরফ থেকে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>