Slums Fire at Dunlop – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 12 Feb 2019 08:48:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Slums Fire at Dunlop – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ডানলপে ভয়াবহ আগুন, লেলিহান আগুনের গ্রাসে সব https://thenewsbangla.com/devastating-fire-at-dunlop-the-flaming-fire-burns-slums-near-rail-area/ Tue, 12 Feb 2019 07:55:13 +0000 https://www.thenewsbangla.com/?p=6723 ডানলপে ভয়াবহ আগুন, লেলিহান আগুনের গ্রাসে সব। রেল লাইন লাগোয়া বস্তিতে আগুন লেগেছে বলে জানা গেছে। পুরোপুরি জ্বলে ছারখার হয়ে যাচ্ছে পুরো বস্তি এলাকা। বন্ধ আছে ট্রেন চলাচল। ঘটনাস্থলে ইতিমধ্যেই ৬টি দমকল ইঞ্জিন গেছে আগুন নেভানোর জন্য। বস্তির মধ্যে কেউ আটকে আছে কিনা তা দেখছে দমকল বাহিনী।

আরও পড়ুনঃ ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে

এর জেরে বন্ধ ডানকুনি দমদম রেল চলাচল ব্যহত। পুড়ে গেছে প্রায় কয়েকশ বস্তি ঘর। বস্তির আগুন ছড়িয়ে পরেছে পাশের দুটি ফ্লাট বাড়িতেও। পুরো বস্তি খালি করা হয়েছে দমকল বাহিনীর তরফ থেকে। খালি করা হয়েছে আশে পাশের সব ফ্লাট বিল্ডিংও। দমকলের আরও এঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আগুন আয়ত্ত্বে আনার চেষ্টা চলছে। তবে এখনও হতাহতের কোন খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে বলে জানিয়েছেন বস্তিবাসিরা।

আরও পড়ুনঃ হোটেলে ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১৫, লাফ মেরে মৃত আরও ২

তবে আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল বাহিনী। কোন একটি বস্তির ঘরে একটি গ্যাস সিলিন্ডার ফাটে ফলে আগুন এর প্রকোপ আরও বেড়ে যায় বলেই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দমকল বাহিনী এসে আগুন ছড়িয়ে পরা থেকে রক্ষা করে আশেপাশের বাড়ি ও ফ্লাটগুলিকে।

আরও পড়ুনঃ ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ

এর জেরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যহত হয়েছে। বিশাল জ্যাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। শেষ পর্যন্ত দমকল বাহিনীর ১০টি এঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সর্বস্ব হারিয়েছেন বস্তিবাসিরা। অনেকেই কিছুই বের করে আনতে পারেননি। আগুনে পুড়ে গেছে সব কিছুই। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে এসেছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার
আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার
আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ
আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>