Sixth Phase Polls – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 13 May 2019 09:58:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sixth Phase Polls – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ষষ্ঠ দফার মধ্যেই বিজেপি পেয়ে গেছে ৩০০ আসন, প্রকাশ জাভাদেকর https://thenewsbangla.com/bjp-has-got-300-loksabha-seats-till-sixth-phase-polls-said-prakash-javadekar/ Sun, 12 May 2019 16:09:10 +0000 https://www.thenewsbangla.com/?p=12835 ষষ্ঠ দফার ভোট শেষেই বিজেপি পেয়ে গেছে ৩০০ আসন; এনডিএ পেয়ে গেছে ৩৫০ আসন। ষষ্ঠ দফা ভোটের শেষে; দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে; এমন দাবিই করলেন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা ও দলের মুখপাত্র প্রকাশ জাভাদেকর। আর এই এত বড় দাবি শুনে চমকে গেছেন দেশের তাবড় নেতারা।

১৯৭৭ সালের মত নির্দিষ্ট লক্ষ্যে ২০১৯ সালে লোকসভা ভোট দিচ্ছে ভারতের আমজনতা; এদিন দাবি করেন বিজেপি নেতা ও দলের মুখপাত্র প্রকাশ জাভাদেকর। তিনি বলেন, ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর গদি থেকে সরাতে ভোট দিয়েছিল ভারতের আমজনতা। বলেন প্রকাশ জাভাদেকর।

আরও পড়ুনঃ ভোট সেলফিতে ভারতের বদলে প্যারাগুয়ের পতাকা, বিতর্কে রবার্ট বঢরা

আর ২০১৯ এ নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আনতে ভোট দিচ্ছে ভারতের সাধারণ মানুষ। এমনটাই দাবী করেন প্রকাশ জাভাদেকর। তবে ষষ্ঠ দফার মধ্যেই বিজেপি একাই ৩০০ আসন ও এনডিএ জোট ৩৫০ আসন; এই দাবিকে বাড়াবাড়ি বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা

সপ্তম দফায় ডিভিডেন্ট পেতেই এরবড় দাবী করেছেন প্রকাশ জাভাদেকর; এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার সাংবাদিক সম্মেলনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন প্রকাশ জাভাদেকর। বলেন ষষ্ঠ দফায় ভোটে বাংলা ৪৬০ টি বড় ঘটনা ঘটেছে; যা ভারতের কোথাও হয়নি।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম বলায় গলার নলি কাটার হুমকি দিলেন তৃণমূল নেতা

হারার ভয়েই মাথা খারাপ হয়েছে মমতার; বলছেন প্রকাশ জাভাদেকর। তবে বিজেপি নেতার এই দাবী যে অন্তস্বারশুন্য; এমনটাই বলেছেন কংগ্রেস নেতারা। হারার ভয়ে বিজেপি নেতার মাথা খারাপ হয়ে গেছে; দাবি তৃণমূল নেতাদের। সপ্তম দফার ভোটে সুবিধা পেতেই প্রকাশ জাভাদেকর এই পন্থা নিয়েছেন; আরও অভিযোগ কংগ্রেসের।

আরও পড়ুনঃ আসানসোল থেকে দলবল নিয়ে ভোট করাতে পুরুলিয়ায় জিতেন্দ্র তেওয়ারি

তবে বিরোধীরা যে যাই বলুন; শেষ দফা ভোটের আগে যে ভারত জুড়ে দলিয় কর্মীদের উৎসাহ বাড়ালেন প্রকাশ জাভাদেকর; এমনটাই মনে করছে দিল্লির রাজনৈতিক মহল। তবে প্রকাশ জাভাদেকর এর বক্তব্য; এই ঘোষণায় রবিবার হইচই পড়ে গেছে রাজধানী দিল্লির রাজনৈতিক মহল।

]]>
পড়তে হবে বুলেটপ্রুফ জ্যাকেট, এড়াতে হবে মাটিতে পুঁতে রাখা ল্যান্ডমাইন https://thenewsbangla.com/central-force-have-to-wear-bulletproof-jacket-avoid-landmine-on-sixth-phase-polls/ Fri, 10 May 2019 12:44:20 +0000 https://www.thenewsbangla.com/?p=12674 পড়তে হবে বুলেটপ্রুফ জ্যাকেট; এড়াতে হবে IED বা ইম্প্রসিভ এক্সপ্লসিভ ডিভাইজ। জঙ্গলমহলে বাড়তি সতর্ক থাকার নির্দেশ কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের পরে মাওবাদীদের গেরিলা আক্রমনে; মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালক সহ ১৬ জন জওয়ান শহিদ হন। IED বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়; সেনা জওয়ানদের গাড়িতে।

পরের দিনই ছত্তিশগড়ের সুকমায়; মাওবাদীরা গ্রামে ঢুকে পুলিশের গুপ্তচর সন্দেহে দুজনকে খুন করে। এইসব ঘটনার পর; আর ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। আর তাই জঙ্গলমহলে ডিউটি করতে যাওয়া; কেন্দ্রীয় বাহিনী সদস্যদের দেওয়া হল বিশেষ নির্দেশ। ইতিমধ্যেই কোম্পানি কমান্ডারদের কাছে সেই নির্দেশিকা পৌঁছেছে। প্রতিটি জওয়ানকে সেই নির্দেশিকা বুঝিয়ে দিতে বলা হয়েছে।

প্রতিবারের মতো এবারও; নির্বাচন বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা। অতীত বলছে ছত্তিশগড়, মহারাষ্ট্রের মতো বেশ কিছু জায়গায়; নির্বাচনের সময় নাশকতা চালিয়েছে তারা। তাই এবার এই রাজ্যের জঙ্গলমহলে বাড়তি সতর্কতা। কমিশন সূত্রে খবর; অন্য সাতটি কেন্দ্রে ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলেও; ঝাড়গ্রামে সব বুথেই থাকবে বাহিনী।

শুধু ঝাড়গ্রাম লোকসভায়; মোতায়েন করা হচ্ছে ১১৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। অতীতে বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহল এলাকায় মাও সক্রিয়তা থাকলেও; কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই জেলাকে মাও মুক্ত ঘোষণা করেছে। তবে ঝাড়গ্রাম এখনো মাওবাদীদের রেড করিডর। সেই সূত্রেই বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে; দেওয়া হয়েছে বিশেষ নির্দেশিকা।

নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে; কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কালভার্ট এবং যেসব জায়গায় IED প্ল্যান্ট করা যেতে পারে; সেই সব জায়গায় ভালো করে তল্লাশি চালানোর পর; সেই পথে এগোবে। ভালো করে পরীক্ষা করার আগে কোনভাবেই যেন ঝুঁকি না নেওয়া হয়।

নির্বাচনের ডিউটি করার সময়; অবশ্যই বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরতে হবে। অতীতে দেখা গেছে ভোট কর্মীরা; ভোট শেষে ফেরার সময় আক্রমণের শিকার হয়েছেন। ভোট শেষে ফেরার পথে; সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

যে কোন ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হলে দ্রুত রিটার্নিং অফিসার; কন্ট্রোল রুম এবং সিনিয়ার পুলিশ অফিসারদের জানাতে হবে। কুইক রেসপন্স টিম এবং কুইক অ্যাকশান টিমের সদস্যদের; যে কোন ধরনের অভিযোগ উঠলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

]]>