Sixth Phase Poll – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 12 May 2019 04:54:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sixth Phase Poll – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ষষ্ঠ দফা ভোটের মধ্যেই রহস্যজনক মৃত্যু ২ রাজনৈতিক কর্মীর, বিজেপি তৃণমূল সংঘর্ষ https://thenewsbangla.com/two-political-workers-murdered-in-bengal-vote-before-sixth-phase-poll/ Sun, 12 May 2019 04:52:27 +0000 https://www.thenewsbangla.com/?p=12775 ভোটের আগের রাতেই বিজেপি কর্মীকে; পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর। নিহত বিজেপি কর্মীর নাম রামিন সিং। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের।

যদিও এই অভিযোগ মানতে নারাজ পুলিশও। পুলিশ জানিয়েছে; মৃগী রোগী ছিলেন রামিন সিং। মৃগীতেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই দাবি তৃণমূলেরও। মৃগীতেই আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর; মন্তব্যের পর অবশ্য তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ সাতসকালে ভোটের বুথে কেঁদে ফেললেন ভারতী, উড়ে গেল পায়ের নখ

ভোটের আগের রাতে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরে কাঁথিও। উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। মৃতের নাম সুধাকর মাইতি। তিনি মারিশদার বাসিন্দা। তবে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী; নিজে এটিকে দুর্ঘটনা বলেছেন।

মারিশদা থানার গ্রামের বাসিন্দা সুধাকর মাইতি; শনিবার রাত সাড়ে ১১ টার পর বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে; তিনি কাঁথি মহকুমা হাসপাতালে; এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁকে ফোনে পাওয়া যায়নি; তাঁর আর কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায়; পুলিশের দারস্থ হয় পরিবার।

আরও পড়ুনঃ ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন

রাত দুটো নাগাদ পুলিশ সুধাকর মাইতিকে; রক্তাক্ত অবস্থায় কাঁথির অযোধ্যাপুর ও ফুলেশ্বরের মাঝে কালভার্ট-এর কাছ থেকে উদ্ধার করে। কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে; তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সুধাকর মাইতি আগে বামফ্রন্টের সক্রিয় কর্মী থাকলেও; বর্তমানে তিনি ছিলেন তৃণমূল কর্মী। পরিবারের দাবি তাঁকে কেউ অতর্কিতে; পিছন থেকে হামলা করে খুন করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটাকে দুর্ঘটনা বলেছে পুলিশ।

এদিকে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়; উত্তপ্ত হয়ে উঠল ভগবানপুর। অভিযোগ, বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ দুই বিজেপি কর্মীর নাম; অনন্ত গুছাইত(৫০) ও রণজিৎ মাইতি(২৮)৷ এখানেও অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দুই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ষষ্ঠ দফার ভোটের; আগের রাতেই উত্তপ্ত হয়ে উঠল বাংলা।

]]>
ষষ্ঠ দফায় ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কমিশন https://thenewsbangla.com/central-forces-not-in-100-percent-booths-in-sixth-phase-poll-in-bengal/ Sat, 11 May 2019 14:38:38 +0000 https://www.thenewsbangla.com/?p=12746 ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনিতেও হল না। আর তাই, রবিবার বাংলার ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; প্রায় ৯৪ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর; রাজ্যের মাওবাদী এলাকায় বিশেষ নজর দেওয়া হচ্ছে; তাই অন্যান্য সব জায়গায় ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর এই নিয়ে উদ্বেগ বিরোধী দলগুলির।

ষষ্ঠ দফা নির্বাচনে মোট ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথে মোতায়েন করা হবে; আগেই জানিয়েছে নির্বাচন কমিশন। মোট ৭৭০ কোম্পানি কাজ করছে ষষ্ঠ দফার ভোটে।

আরও পড়ুনঃ অন্তঃসত্ত্বা মহিলার ছদ্মবেশে আত্মঘাতী হামলা হতে পারে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে

একনজরে দেখে নেওয়া যাক; কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে। বাহিনী বিন্যাস হয়েছে; ঠিক এই ভাবেই। বাঁকুড়া ১৪৫ কোম্পানি; ঝাড়গ্রাম ১১৪ কোম্পানি; পশ্চিম মেদিনীপুর ১৭৪ কোম্পানি; পূর্ব বর্ধমান ১১ কোম্পানি; পূর্ব মেদিনীপুর ১৯০ কোম্পানি; পুরুলিয়া ১০৯ কোম্পানি।

ষষ্ঠ দফা নির্বাচনে কোথায় কত অফিসার থাকছে; দেখে নিন একনজরে। এবারের ভোটে মাওবাদী এলাকায়; বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন।

তমলুক এ মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
কাঁথি তে মাইক্রো অবজারভার ৫৬০; ভিডিও ক্যামেরা ১৭৫; সিসিটিভি ৩৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০৭০।
ঘাটাল এ মাইক্রো অবজারভার ৭২২; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৭১২; ওয়েব কাস্টিং ২৯৯; মোট ১৭৫৮।
ঝাড়গ্রাম এ মাইক্রো অবজারভার ৪৬০; ভিডিও ক্যামেরা ৫৭; সিসিটিভি ২৫৮; ওয়েব কাস্টিং ২৬৯; মোট ১০৪৪।

মেদিনীপুর এ মাইক্রো অবজারভার ৬৪৭; ভিডিও ক্যামেরা ২৫; সিসিটিভি ৪৭২; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১৪৪৪।
পুরুলিয়া তে মাইক্রো অবজারভার ৩৮০; ভিডিও ক্যামেরা ১০৩; সিসিটিভি ৬৬; ওয়েব কাস্টিং ২৮০; মোট ৮২৯।
বাঁকুড়া তে মাইক্রো অবজারভার ৪০০; ভিডিও ক্যামেরা ২১০; সিসিটিভি ১০৫; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১০১৫।
বিষ্ণুপুর এ মাইক্রো অবজারভার ৪১৭; ভিডিও ক্যামেরা ২৪৬; সিসিটিভি ১৩৮; ওয়েব কাস্টিং ৩০০; মোট ১১০১;

তবে শেষ পর্যন্ত সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী; জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে প্রায় ৯৪ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার; প্রতিশ্রুতি পালনে ব্যর্থ নির্বাচন কমিশন।

]]>
ষষ্ঠ দফা ভোটের আগেই বিদায় নিলেন বাংলার নির্বাচন কমিশনার https://thenewsbangla.com/election-commissioner-of-bengal-took-leave-before-the-sixth-phase-poll/ Tue, 07 May 2019 15:17:15 +0000 https://www.thenewsbangla.com/?p=12549 মঙ্গলবারই ছিল কর্মক্ষেত্রে তাঁর শেষ দিন। রাজ্যের নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নিলেন; অমরেন্দ্র কুমার সিং। তাঁর জায়গায় কে আসবেন; তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তবে রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হতে পারেন; পঞ্চায়েত দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে কর্মরত সৌরভ দাস। একটি সূত্র জানাচ্ছে এমনই খবর।

নিয়মানুযায়ী রাজ্য নির্বাচন কমিশনারের পদে; কোনও ব্যক্তি সর্বোচ্চ ৬ বছর থাকতে পারেন। অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। ২০১৫ সালের ১৪ অক্টোবর; রাজ্য নির্বাচন কমিশনারের পদে যোগ দেন অমরেন্দ্র কুমার সিং। তখন তার বয়স ছিল ৬১। মঙ্গলবার তাঁর বয়স ৬৫ বছর সম্পূর্ণ হল। সেই হিসেবেই মঙ্গলবারই; তাঁর নির্বাচন কমিশনার হিসেবে শেষ দিন।

আরও পড়ুনঃ রামমন্দির তৈরি করতে না পারায় মোদীকে তোপ মমতার

১৯৮২ ব্যাচের আইএএস অমরেন্দ্র কুমার সিং; ২০১৪ সালের মে মাসে ভূমি সংস্কার কমিশনারের পদ থেকে অবসর নেন। বিরোধীদের অভিযোগ, তিনি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের লোক হওয়ায়; তাঁকে নজিরবিহীন ভাবে ওই পদে আরও এক বছরের বেশি সময় পুনর্নিয়োগ করে রাখা হয়।

২০১৫ সালের অগাস্ট মাসে ওই পদ থেকে অব্যাহতি পান; মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ এই অফিসার। সেই সময় তাঁকে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব; তাঁকে দেওয়ার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সময় তিন পুরসভার নির্বাচনে বিতর্কের জেরে সরে যান; তৎকালীন রাজ্যের নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়।

আরও পড়ুনঃ ফনী দুর্গতদের সাহায্যে ১ কোটি টাকা দান করলেন অক্ষয় কুমার

তাঁর পরিবর্তে অস্থায়ী নির্বাচন কমিশনার হিসেবে; দায়িত্ব পেয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে তাঁর জায়গায় স্থায়ী দায়িত্ব পান অমরেন্দ্র। তবে গত পঞ্চায়েত নির্বাচনে অমরেন্দ্র ভূমিকা নিয়ে; রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিরোধী দলগুলো কমিশনের ভূমিকা নিয়ে; ছুঁড়ে দিয়েছিল তীব্র কটাক্ষ।

এমনকি তাকে নাকি ধমকে; পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ এক নোটিফিকেশন বাতিল করতে বাধ্য করে শাসক দল; এমন অভিযোগও উঠেছিল। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়ে যায় রাজ্যের নির্বাচন কমিশনার হিসেবে তার কর্মজীবন।

আরও পড়ুনঃ দেশের সেরা কলকাতার লা মার্টিনিয়র ফর বয়েজ এর দেবাঙ্গ কুমার আগরওয়াল

এদিকে শোনা যাচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া; সৌরভ দাসকে পরবর্তী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হতে পারে। প্রাক্তন আইএএস সৌরভ দাস; গত বছর ৩১ মার্চ অবসর নিয়েছেন। তাঁকে নিয়োগ করা হলে ২০২৩ সাল পর্যন্ত কাজ চালাতে পারবেন সৌরভ; এমনটাই জানা যাচ্ছে।

]]>