Sitaram Yechury – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 04 May 2019 10:54:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sitaram Yechury – The News বাংলা https://thenewsbangla.com 32 32 রামায়ণ মহাভারতের অপব্যাখ্যা করায় সীতারামের বিরুদ্ধে এফআইআর দায়ের রামদেবের https://thenewsbangla.com/baba-ramdev-files-fir-against-sitaram-yechury-for-derogatory-remarks-against-hindus/ Sat, 04 May 2019 10:49:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12336 রামায়ণ ও মহাভারতের অপব্যাখ্যা করে হিন্দুদের অপমান করায়; সীতারামের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যোগগুরু রামদেব। শনিবার রামদেব জানান; তিনি এবং আরও কয়েকজন সাধু সন্ন্যাসী মিলে সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। যাতে এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে; কেউ হিন্দুদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে না পারে।

শনিবার হরিদ্বারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবা রামদেব বলেন; সমগ্র হিন্দু সম্প্রদায়ের কাছে সীতারাম ইয়েচুরির ক্ষমা চাওয়া উচিৎ। তিনি আরও বলেন; এই সিপিএম নেতা মহাকাব্য রামায়ণ ও মহাভারতের অপব্যাখ্যা করেছেন। একই সঙ্গে হাজার বছরের বৈদিক সভ্যতা; ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির অপমান করেছেন।

এই নিয়ে আরও পড়ুনঃ রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির

বাবা রামদেব বলেন রামায়ণ ও মহাভারত আমাদের সৌহার্দ্য; ভালোবাসা; ঐক্যবদ্ধতা; অহিংসা ও সুবিচারের শিক্ষা দেয়। শান্তি স্থাপন ও সকলে মিলেমিশে থাকার শিক্ষা রামায়ণ; গীতা; মহাভারত সহ বহু হিন্দু ধর্মগ্রন্থে বহুবার উল্লিখিত হয়েছে বলে মন্তব্য করেন রামদেব।

রামদেব আরও বলেন; ধর্মযুদ্ধ হয় দুষ্টের দমন ও শিষ্টের পালন করার জন্য। ধর্মযুদ্ধ হয় সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। এরপরেই ইয়েচুরির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন; ইয়েচুরি ইসলাম বা খ্রিষ্টধর্মের দোষ খুঁজে পান না। যদি রামায়ণ ও মহাভারত নিয়ে সমস্যা থাকে; তবে সীতারাম ইয়েচুরির উচিৎ তার নাম পাল্টে ফেলা।

এই নিয়ে আরও পড়ুনঃ হিন্দুদের অপমানের জেরে সীতারামের নাম পাল্টে ফেলতে বলল শিবসেনা

সাংবাদিক সম্মেলনের পরেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে; সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বেরিয়ে যান রামদেব। ভোটের মধ্যে রামদেবের এফআইআর; বেশ বিপদে ফেলল সীতারাম ইয়েচুরিকে

গোরক্ষা বাহিনী প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানা করতে গিয়ে ভোপালের নির্বাচনী জনসভা থেকে হিন্দুদের অপমান করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এমনটাই দাবী ছিল গেরুয়া শিবিরের অভিযোগ।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

রামায়ণ মহাভারতই প্রমাণ করে; হিন্দুরাও হিংস্র হতে পারে। বৃহস্পতিবার হিন্দুদের সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বাম নেতা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এরপর বিজেপি ও শিবসেনা থেকে শুরু করে; বিভিন্ন অরাজনৈতিক হিন্দু সংগঠন থেকেও বাম নেতার এই মন্তব্যের তীব্র নিন্দা করা হয়েছে। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।

]]>
হিন্দুদের অপমানের জেরে সীতারামের নাম পাল্টে ফেলতে বলল শিবসেনা https://thenewsbangla.com/shiv-sena-asked-sitaram-yechury-to-change-his-name-after-humiliation-of-the-hindus/ Sat, 04 May 2019 06:28:32 +0000 https://www.thenewsbangla.com/?p=12315 গোরক্ষা বাহিনী প্রসঙ্গে; রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানা করেছিলেন সীতারাম ইয়েচুরি। এরপরেই অভিযোগ ওঠে ভোপালের নির্বাচনী জনসভা থেকে হিন্দুদের অপমান করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

ভোপালের সভায় সীতারাম ইয়েচুরি মন্তব্য করেন; রামায়ণ মহাভারতই প্রমাণ করে হিন্দুরাও হিংস্র হতে পারে। বৃহস্পতিবার হিন্দুদের সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন এই বাম নেতা। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের দায়ে ইয়েচুরিকে এবার নাম পাল্টে ফেলার পরামর্শ দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

আরও পড়ুনঃরামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির

গতকাল মধ্যপ্রদেশের ভোপালে সীতারাম ইয়েচুরি বলেন; রামায়ণ ও মহাভারত যুদ্ধের কাহিনী ও হিংস্রতায় পরিপূর্ণ। একজন সংঘ প্রচারক রামায়ণ ও মহাভারতকে মহাকাব্য বলে আখ্যা দেন এবং দাবি করেন হিন্দুরা হিংস্র নয়। এই ধর্ম যেখানে হিংসাকে প্রশ্রয় দেয়; সেখানে হিন্দুরা হিংস্র নয়; এটা বলা কতটা যুক্তিযুক্ত; প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

এরই পরিপ্রেক্ষিতে ইয়েচুরির বিরুদ্ধে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন; মহাভারত এর বিষয়বস্তু হচ্ছে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়; মন্দের বিরুদ্ধে ভালোর জয়। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় জওয়ানরা প্রত্যাঘাত করলে কি জওয়ানদের হিংস্র আখ্যা দেওয়া হবে; প্রশ্ন তোলেন তিনি।

হিন্দুধর্ম নিয়ে আপত্তি থাকলে সীতারাম ইয়েচুরি যেন নিজের নাম পাল্টে নেন; এমনই পরামর্শ দেন তিনি। গতকালই বাম নেতার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল বিজেপি। কিসের ভিত্তিতে হিন্দুদের মত শান্তিপ্রিয় সম্প্রদায়কে এক ছাতার নিচে নামিয়ে হিংস্র বলা হচ্ছে; তা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় গতিহারা ফণী, হুগলি, বর্ধমান নদিয়া হয়ে ভোরে প্রবেশ করল বাংলাদেশে

রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য; যা সারা বিশ্বে সমাদৃত; সেই মহাকাব্যের অপব্যাখ্যা করছে সিপিএম। এমনই অভিযোগ তোলা হয় বিজেপি র তরফে। হিন্দুদের অপমান করেই সিপিএম নিজেদের সেক্যুলার প্রমান করতে চায় বলে বিজেপির তরফে বলা হয়। তবে সব অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছে সিপিএম।

]]>
রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ, মন্তব্য সীতারাম ইয়েচুরির https://thenewsbangla.com/ramayana-mahabharata-proves-that-hindus-are-violent-claims-sitaram-yechury/ Fri, 03 May 2019 09:22:43 +0000 https://www.thenewsbangla.com/?p=12254 রামায়ণ মহাভারতেই রয়েছে হিন্দুদের হিংস্রতার প্রমাণ; মন্তব্য সীতারাম ইয়েচুরির। আর এই মন্তব্যের জেরেই বিজেপির তরফ থেকে তুমুল সমালোচনা; করা হয়েছে সিপিএমের সাধারণ সম্পাদকের।

গোরক্ষা বাহিনী প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে নিশানা করতে গিয়ে; ভোপালের নির্বাচনী জনসভা থেকে হিন্দুদের অপমান করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। রামায়ণ মহাভারতই প্রমাণ করে; হিন্দুরাও হিংস্র হতে পারে; বৃহস্পতিবার হিন্দুদের সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেন এই বাম নেতা

আরও পড়ুনঃ ঢুকে পড়ল ফণী, বাংলা জুড়ে বৃষ্টি শুরু, সন্ধায় শুরু হবে প্রবল ঘূর্ণিঝড় ও তুমুল বৃষ্টি

গতকাল মধ্যপ্রদেশের ভোপালে সীতারাম ইয়েচুরি বলেন; রামায়ণ ও মহাভারত যুদ্ধের কাহিনী ও হিংস্রতায় পরিপূর্ণ। একজন সংঘ প্রচারক রামায়ণ ও মহাভারতকে মহাকাব্য বলে আখ্যা দেন; এবং দাবি করেন হিন্দুরা হিংস্র নয়। এই ধর্ম যেখানে হিংসাকে প্রশ্রয় দেয়; সেখানে হিন্দুরা হিংস্র নয়; এটা বলা কতটা যুক্তিযুক্ত? প্রশ্ন তোলেন তিনি।

বাম নেতার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিজেপি। হিন্দুদের হিংস্র বলে দাগিয়ে দেওয়ায় সীতারাম ইয়েচুরির তীব্র নিন্দা করেছে বিজেপি। কিসের ভিত্তিতে হিন্দুদের মত শান্তিপ্রিয় সম্প্রদায়কে এক ছাতার নিচে নামিয়ে হিংস্র বলা হচ্ছে; তা নিয়ে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছে। রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্য যা সারা বিশ্বে সমাদৃত; সেই মহাকাব্যের অপব্যাখ্যা করছে সিপিএম। এমনই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুনঃ ফনীর ঝোড়ো হাওয়ায় উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা

এদিন গোরক্ষার নামে আস্ত একটি বাহিনী তৈরি করা নিয়ে; আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে তোপ দাগেন সিপিএমের এই প্রবীণ নেতা। নির্বাচনী প্রচারে আরও একবার মহাজোটের পক্ষে সওয়াল করে সিপিএম নেতা বলেন; একমাত্র মহাজোটই নরেন্দ্র মোদীকে পরাস্ত করতে পারে।

আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার মতো মহিলাদের থেকে ভদ্র পরিবারের শিশুদের দূরে রাখতে বললেন স্মৃতি

ভোপালের জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তথা ভোপাল লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং। তিনি বলেন ২০১৯ সালের ভোট শুধুমাত্র লোকসভা নির্বাচন নয়; এটা সংবিধান রক্ষার লড়াই। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন; বিজেপির কাছে দেশের সংবিধানের কোনও গুরুত্ব নেই। দেশের সংবিধানের প্রতি বিজেপির কোনও দিন আস্থা ও বিশ্বাস ছিলনা বলে তিনি মন্তব্য করেন। এই নির্বাচন কোনও মানুষে মানুষে যুদ্ধ নয়; এটা আদর্শের সাথে আদর্শের লড়াই বলে জানান তিনি।

]]>