SIT – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 12 Oct 2022 12:21:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SIT – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মোমিনপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের, সিট গঠনের নির্দেশ https://thenewsbangla.com/mominpur-violence-case-calcutta-high-court-order-to-constitutes-sit-under-dgp-cp/ Wed, 12 Oct 2022 12:21:00 +0000 https://thenewsbangla.com/?p=16946 মোমিনপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় অসন্তোষ হাইকোর্টের, সিট গঠনের নির্দেশ। এদিন মোমিনপুর কাণ্ডে একটি জনস্বার্থ মামলায়, পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ধরণের কাণ্ডে কি এনআইএ আইনের ৬ নম্বর ধারা কার্যকর করেছে পুলিশ? জানতে চাইল আদালত। ঘটনার পর স্থানীয় থানা কি, রাজ্যকে রিপোর্ট পাঠিয়েছে? প্রশ্ন আদালতের। পাঠালে সেই রিপোর্ট কি কেন্দ্রকে পাঠিয়েছে রাজ্য? জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

না হলে এদিন দুপুর দু’টোর মধ্যে রিপোর্ট পাঠানোর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আদালত। কলকাতার পুলিশ কমিশনারকে এই বিষয়ে জানানোর নির্দেশ বিচারপতির। নির্দেশ কার্যকর না হলে ডেকে পাঠানো হতে পারে কলকাতা পুলিশ কমিশনারকে, জানাল হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে, এই সিট গঠন করতে হবে।

অপরাধীদের চিহ্নিত করা, অশান্তির নেপথ্যে তাদের উদ্দেশ্য কি সেটা জানা এবং এলাকায় শান্তি বজায় রাখতে পদক্ষেপ করবে সিট। বুধবার এই সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল আদালত। কলকাতা হাইকোর্ট পরিস্কার জানিয়ে দিল, এই মুহূর্তে এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই। রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের দায়িত্ব অনেকটা বাড়ানো হয়েছে।

ভিডিও ফুটেজ সংগ্রহ এবং সংরক্ষণের কাজ করতে হবে তদন্তকারি দলকে। মোমিনপুরে বহাল থাকবে পুলিশ পিকেট। এছাড়া এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে, প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন। অশান্তির জেরে কেউ যদি ঘরছাড়া হয়ে থাকেন, তাহলে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থাও করতে হবে রাজ্য সরকারকে।

]]>
বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে বিশেষ তদন্ত দল গঠন মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-formed-a-sit-to-investigate-vidyasagar-statue-case/ Thu, 16 May 2019 16:20:22 +0000 https://www.thenewsbangla.com/?p=12993 বিদ্যাসাগর মূর্তি ভাঙার তদন্তে; বিশেষ তদন্ত দল গঠন মমতার। গত মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায়; সিট গঠন করল লালবাজার। ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডিসি নর্থ দেবাশিস সরকারের নেতৃত্বে; সিট গঠন করা হয়েছে।

শুক্রবার প্রথম বৈঠকে বসতে পারে সিট৷ সিট-কে দ্রুত রিপোর্ট দিতে; নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে ৷ পুলিশের হাতে ৫০টি ভিডিও ফুটেজ এসেছে; বলেও জানান হয়েছে৷ লালবাজার সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। দোষীদের সনাক্তকরণের কাজ চলছে।

আরও পড়ুনঃ পুলিশি গাফিলতিতে দেড় মাস ধরে অকেজো বিদ্যাসাগর কলেজের সিসিটিভি

শেষ দফার ভোটের আগে বিদ্যাসাগরকে নিয়ে; জোর টানাপোড়েন শুরু হল বঙ্গ রাজনীতিতে। বিদ্যাসাগরের মূর্তি কে ভাঙল? এই লাখ টাকার প্রশ্নেই তোলপাড় রাজনীতির ময়দান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে; একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে; সোচ্চার হয়েছে তৃণমূল ও বিজেপি।

ইতিমধ্যেই দুই দলের তরফেই প্রমাণস্বরূপ; মূর্তি ভাঙচুরের ঘটনার ভিডিও সামনে আনা হয়েছে। কিন্তু কোনটা সত্যি? ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমে; বেশ কয়েকটি ভিডিওকে আলাদা করেছে পুলিশ। কী রয়েছে ওই ভিডিওগুলিতে?

আরও পড়ুনঃ ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানা এলাকা থেকে মানুষকে পালাতে হল কেন

একটি ভিডিওতে দেখা গিয়েছে, গেরুয়া পোশাক পরা একদল যুবক বিদ্যাসাগর কলেজ হস্টেলের বাইরে; বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করছে। অন্য ভিডিওতে দেখা গিয়েছে; ক্যাম্পাসের মধ্যে থাকা একদল যুবক দেওয়াল লক্ষ্য করে পাথর ছুড়ছে। সেখানে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে; যাদের হাতে বিজেপির পতাকা ও পরনে গেরুয়া পোশাক।

সব ভিডিওই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। বিদ্যাসাগর কলেজে তাণ্ডবের ঘটনায়; যে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে; তাঁরা সকলেই বিজেপি সমর্থক। সেদিনের হামলার জন্য বিজেপি বাইরের রাজ্য থেকে লোক এনেছিল; অভিযোগ করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ ভোটের আগে ফের সরিয়ে দেওয়া হল বাংলার দুই পুলিশ অফিসারকে

তবে পুলিশের তরফে জানানো হয়েছে; ধৃতরা সকলেই হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, টিটাগড়ের বাসিন্দা। ধৃত ৫৮ জনের মধ্যে ১০ জনকে; পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরও ৫০ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে।

]]>