Siliguri TMC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 14 Apr 2019 12:05:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Siliguri TMC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শিলিগুড়ির জনসভায় মাছি মারার অবস্থা, চিন্তায় তৃণমূল নেতৃত্ব https://thenewsbangla.com/tmc-leadership-in-deep-trouble-no-croud-support-in-siliguri/ Sun, 14 Apr 2019 11:58:33 +0000 https://www.thenewsbangla.com/?p=10807 শনিবার দার্জিলিং এর তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই এর সমর্থনে শিলিগুড়িতে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পুরো জনসভায় মাঠের যা চিত্র দেখা গেল, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। মুখ্যমন্ত্রী মঞ্চে থাকাকালীনও মাঠের খুব সামান্য অংশই দলীয় সমর্থকদের দখলে ছিল। এমনকী মুখ্যমন্ত্রী ভাসন দেওয়া অবস্থাতেই অনেককে মাঠ ত্যাগ করতে দেখা যায়, যা নিয়ে চিন্তা বেড়েছে তৃণমূলের।

মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

গতকাল শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ছিল তৃণমূলের নির্বাচনী জনসভা। উত্তরবঙ্গের ভোটের প্রচারে এক সপ্তাহের বেশি সময় ধরে অবস্থান করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গতকালের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরুপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী গৌতম দেব, লক্ষ্মীরতন শুক্লা, গায়ক ইন্দ্রনীল সেন প্রমুখ।

বিজেপিকে হারাতে সিপিএম ও কংগ্রেসের প্রতি ভোট ভাগ না করার অনুরোধ মমতার

এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে এক সপ্তাহের অধিক সময় নিয়ে অবস্থান করছেন। উত্তরবঙ্গের বাসিন্দাদের বহুদিনের বিভিন্ন দাবিদাওয়াকে হাতিয়ার করে বিগত কয়েক বছরে যথেষ্ট প্রভাব বাড়িয়েছে বিজেপি। বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় উত্তরবঙ্গ থেকে বেশ কিছু আসন বিজেপির ঝুলিতে যেতে পারে বলেও আভাস মিলেছে। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের ভোট যথেষ্ট ভাবাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মাস্টার্স না করেই এম ফিল কীভাবে, রাহুলকে প্রশ্ন জেটলির

শনিবার শিলিগুড়িতে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম ও কংগ্রেস সমর্থকদের অনুরোধ করেন, বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য। সিপিএম ও কংগ্রেসের আসন জেতার কোনও সম্ভাবনা নেই বলেও তিনি মন্তব্য করেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে হারানো সহজ হবে বলে মুখ্যমন্ত্রীর ধারণা।

শুধুই নেতাদের প্রতিশ্রুতি, কোন কাজ হয় নি, ভোট বয়কটের ডাক পুরুলিয়ায়

শাসক দলের আশঙ্কা, তৃণমূল বিরোধী ভোট বিজেপিতে যুক্ত হলে তা প্রায় শাসক দলের সাথে বিজেপির ভোট শতাংশের ফারাক অনেকটাই কমিয়ে আনতে পারে। আর সেই সম্ভাবনা থেকেই কপালে চিন্তা বেড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার ওপর এদিনের জনসভায় সেভাবে মাঠ ভরাতে সক্ষম হয়নি তৃণমূল নেতৃত্ব। তাতে চাপের পর চাপ আরও চিন্তায় ফেলবে দলকে, এমনই মতামত বিশেষজ্ঞদের।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ককে তুলে নিয়ে যাবার হুমকি বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীর

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কৃষক অসন্তোষে বিজেপির হার থেকে শিক্ষা নিল তৃণমূল https://thenewsbangla.com/bjp-lost-in-farmers-dissatisfaction-tmc-learning-from-bjps-defeat/ Fri, 14 Dec 2018 02:53:16 +0000 https://www.thenewsbangla.com/?p=4138 The News বাংলা, শিলিগুড়িঃ লোকসভা নির্বাচন আসন্ন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। বিজেপি যেভাবে রাজ্যে শক্তিশালী হয়ে উঠেছে তাতে তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম এক প্রকার উবেই গিয়েছিল। কিন্তু সম্প্রতি পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে গেছে। তা থেকে শিক্ষা নিয়ে এবার কিষান ক্ষেত মজদুর সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী হল তৃণমূল।

বিজেপির হার থেকে শিক্ষা। কিষানদের খুশি করতে এগিয়ে এল তৃণমূল। দার্জিলিং জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পুর্ণাঙ্গ কমিটি তৈরি করে দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। শিলিগুড়ি মহকুমার ব্লকগুলির কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের পু্র্নাঙ্গ জেলা কমিটি তৈরী করে কমিটির সদস্যদের নাম ঘোষনা করে দিলেন তিনি।

আরও পড়ুনঃ ‘ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করুক মোদী ও মমতা’ ঘোষণা বিচারপতির

শিলিগুড়ি মহকুমার দুটি বিধানসভার গ্রামীন এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ চাষাবাদের ওপরই নির্ভরশীল। এদিকে কেন্দ্র ও রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন সমাজিক সুরক্ষা প্রকল্প নিয়েছে। কিন্তু মধ্যস্তাকারী বা দালালরা এর মধ্যে ঢুকে পড়ায় কৃষকরা ঠিকমতো এই প্রকল্পগুলির লাভ ওঠাতে পারছে না।

আরও পড়ুনঃ তৃণমূল সরকার ঠিক করবে বিজেপি রথ যাত্রার দিন

সে কারনে পুর্নাঙ্গ জেলা কমিটি গঠন করে এই বিষয়টির ওপর জোড় দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। গৌতম দেব কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী নীতির প্রতিফলন সারা ভারতে দেখা গেছে। সেটাকে সামনে রেখে এবার থেকে কৃষকদের সমস্যা সমাধানে মনোনিবেশ করছে রাজ্য৷ সে কারনে গ্রামীন অঞ্চলে জায়গায় জায়গায় কৃষকদের সচেতনতামুলক ক্যাম্প করা হবে, ছোট ছোট সভা হবে’।

আরও পড়ুনঃ বাংলায় ২৫ টাকা কেজি পেঁয়াজ, নাসিকে দাম না পেয়ে আত্মহত্যা

শুধুমাত্র কিষান ক্ষেত মজদুর কমিটির সদস্যরাই নন, মন্ত্রী নিজেই সব জায়গায় গিয়ে মানুষের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিকে কিষান ক্ষেত মজদুর কমিটির ফাঁসিদেওয়া ব্লকের সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে ছোটন কিসকুকে। তিনি এতদিন সিপিআইএম-এর কৃষক সভার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রাক্তন বিধায়ক ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ সভাধিপতি ছিলেন।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে দুষ্কৃতীদের বোমা গুলির হামলায় মৃত তিন

সম্প্রতি ছোটন কিসকু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘বিগত দিনগুলোর কথা ভাবছি না। বিভিন্ন কারনে কৃষকদের জন্য কাজ করতে পারি নি। তবে এখন যে দায়িত্ব পেলাম তাতে দলের জেলা সভাপতির নির্দেশ অনুসারে কাজ করব’। তিনি জানান, ‘কৃষকদের জন্য অনেক প্রকল্প আছে সেগুলো যাতে কৃষকরা ঠিকমতো পায় তার চেষ্টা করব। তবে মুলত কৃষক ক্রেডিট কার্ড ও কৃষকদের পেনশান পাইয়ে দিতে ব্লক স্তরে ক্যাম্প করা হবে’।

আরও পড়ুন: টার্গেট লোকসভা, দু দিনের বাংলা সফরে সংঘ প্রধান মোহন ভগবত

৩০ ডিসেম্বর বড় আকারের জেলা সম্মেলন করা হবে কিষান ক্ষেত মজদুর দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে। সেখানে প্রায় ২ হাজার কৃষকের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেন ছোটন কিসকু। এককথায় কৃষক সংগঠনকে শক্তিশালী করে বুথ পর্যন্ত নিয়ে যেতে এখন থেকেই ঝাঁপিয়ে পড়ছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস।

]]>
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব https://thenewsbangla.com/tourism-minister-gautam-dev-welcomed-the-tourists-prime-minister-narendra-modi/ Thu, 06 Dec 2018 14:59:02 +0000 https://www.thenewsbangla.com/?p=3627 The News বাংলা, শিলিগুড়িঃ বিজেপির গনতন্ত্র বাঁচাও যাত্রার মধ্যেই ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ পর্যটন মন্ত্রী গৌতম দেবের। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। তবে, প্রধানমন্ত্রী এলে শিলিগুড়িতে তাঁকে পর্যটক হিসেবে স্বাগত জানাবেন গৌতম দেব।

আদালতের রায়ে বিজেপির ‘গনতন্ত্র বাঁচাও যাত্রা’ এখন অনিশ্চিত। প্রধানমন্ত্রীর সফরসূচী এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবার তিনি কটাক্ষ করে বলেন,’এখন শিলিগুড়ির আবওহাওয়া খুব ভাল। উনি আসছেন খুব ভাল কথা। পর্যটক হিসেবে ওনাকে স্বাগত আমাদের’। প্রধানমন্ত্রী পর্যটনে আসছেন বলে কটাক্ষ গৌতম দেবের।

আরও পড়ুন: রথ যাত্রার আগেই দিলীপ ঘোষের গাড়িতে তৃণমূলের হামলা

তবে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের উত্তরবঙ্গ সফরে আসাকে রাজনীতির চোখে দেখলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাসে একবার উত্তরবঙ্গ সফরে আসাকে তিনি মানুষে সাথে সমন্বয় রক্ষার জন্য আসেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী পাঁচ বছরে দু একবার উত্তরবঙ্গে আসেন। একটা সভা করেন, চলে যান। কিন্তু মমতা বন্দোপাধ্যায় প্রতিমাসে একবার করে উত্তরবঙ্গ সফরে আসেন।

'পর্যটক প্রধানমন্ত্রী' নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা
‘পর্যটক প্রধানমন্ত্রী’ নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন পর্যটনমন্ত্রী গৌতম দেব/The News বাংলা

আমরা ৩৬৫দিন মানুষের সাথে থাকি। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে তৃণমূল যুব কংগ্রেসের ডাকা সংহতি যাত্রায় অংশগ্রহন করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিলিগুড়ি সফর নিয়ে এভাবে নিজের মত ব্যক্ত করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

বৃহস্পতিবার বিজেপির ডাকা গনতন্ত্র বাঁচাও যাত্রার বিরুদ্ধে জনমত গঠন করতে ঠিক তার আগের দিন তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য ব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়িতেও এদিন সমস্ত ধর্মের মানুষদের একসঙ্গে নিয়ে বাঘাযতীন পার্ক থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত ‘সংহতি যাত্রা’ নামে মিছিল করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে জিতে মোদীর ‘রথ যাত্রা’ আটকালেন মমতা

এই মিছলে নেতৃত্ব দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোতে সমস্ত ধর্মের মানুষদের প্রতি সহিষ্ণুতার কথা রয়েছে। বৈচিত্র্যের মাঝে মৈত্রী ও মিলনের বার্তা নিয়েই বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন রাজ্যব্যাপি সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রা করা হয়।

আরও পড়ুন: ‘জগন্নাথের রথযাত্রা নয়, বিজেপির ফূর্তি করার রথযাত্রা’ শুভেন্দু অধিকারী

তবে এদিনের মিছিল বিজেপির রথযাত্রার পাল্টা যাত্রা নয় বলে জানান গৌতম দেব। তাঁর বক্তব্য ১৯ তারিখ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। তার আগে দেড় মাস ধরে আমরা বিভিন্ন ভাবে রাস্তায় নামছি, এদিনও রাস্তায় নামা হয়। বিজেপিকে সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে ‘রথ যাত্রা’ নামটিকে ব্যঙ্গ করে ‘মাসির বাড়ি পিসির বাড়ি যাত্রা’ নামে অভিহিত করেন তিনি।

]]>