Siliguri Safari Park – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 04 Jan 2019 15:11:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Siliguri Safari Park – The News বাংলা https://thenewsbangla.com 32 32 খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ https://thenewsbangla.com/cheetah-sachin-one-of-the-attractions-of-siliguri-safari-park-returned-self-to-his-cage/ Fri, 04 Jan 2019 15:04:11 +0000 https://www.thenewsbangla.com/?p=5251 The News বাংলা, শিলিগুড়িঃ এমনিতে সে খাঁচা বন্দী। কিন্তু তার যাওয়া আসা নিজের ইচ্ছে মত। যখন খুশি খাঁচা থেকে বেড়িয়ে যায়, যখন ইচ্ছে আসে। এমনটাই ঘটল শিলিগুড়ির বেঙ্গল সাফারির চিতা শচীনের ক্ষেত্রে। ৮৫ ঘণ্টা পরে নিজে নিজেই নিজের খাঁচায় ফিরে এল চিতাটি। যাবার সময়ও কেউ জানতে পারে নি। কখন ফিরে এল সেটাও টের পেল না কেউই। প্রশ্নের মুখে বন দফতর।

বেয়াদপ হলেও অবশেষে বাধ্য সন্তানের মত নিজের খাঁচায় ফিরে এল শিলিগুড়ি সাফারি পার্কের অন্যতম আকর্ষন চিতা বাঘ শচীন। দীর্ঘ ৮৫ ঘন্টা সাফারি পার্কের ঘন বনাঞ্চলের আনাচে কানাচে ঘুরে শেষমেশ শুক্রবার বিকাল সাড়ে চারটের পর নিজের খাঁচায় ফিরলো শচীন।

খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা 'ইচ্ছে মত', প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা
খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা

গত পয়লা জানুয়ারি ভোরে বেঙ্গল সাফারির এনক্লোজার থেকে গাছ টপকে গভীর জঙ্গলে গা ঢাকা দেয় পার্কের লেপার্ড সাফারির অন্যতম আকর্ষন শচীন। এরপর থেকে সাফারি পার্ক কর্তৃপক্ষ সহ গোটা বনদপ্তরকে নাকানি-চোবানি খাইয়ে পার্কেরই গভীর জঙ্গলেই লুকিয়ে ছিল সে। একপ্রকার অভুক্ত, অসুস্থ, ক্লান্ত হয়েই শুক্রবার ঠিক বাধ্য ছেলের মতই নিজের ঘরে ফিরে এলো সে।

আরও পড়ুনঃ বউ অদল বদল, বিকৃত যৌনাচারে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

এদিন শচীনের ফিরে আসার পর বেঙ্গল সাফারির ভারপ্রাপ্ত ডিরেক্টর রাজেন্দ্র জাকার জানান, এদিন সাড়ে চারটা নাগাদ নিজের এনক্লোজারে নিজেই ফিরে আসে শচীন। তিনি আরও জানান, চিতা বাঘটির শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। মাথার ওপর, চোখের নিচে সামান্য আঘাত রয়েছে।

শচীন ফিরে আসার পর তাকে তার প্রয়োজনীয় আহার দেওয়া হয়েছে। সামান্য ক্লান্ত, কিছুটা শান্ত হয়ে রয়েছে আপাতত। রাজেন্দ্র জাকার আরও জানান, ওই দিন লেপার্ড এনক্লোজারের একটি গাছ বেয়ে বৈদ্যুতিক ফেন্সিং টপকে পালায় সে। এরপর থেকে ৪টি কুনকি হাতি, ছটি স্কয়্যাড ও দশটি খাঁচা পেতে পার্কের গোটা তৃণভোজি অঞ্চলে চিরুনি তল্লাশি চালিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা 'ইচ্ছে মত', প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা
খাঁচা বন্দী বাঘের যাওয়া আসা ‘ইচ্ছে মত’, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ/The News বাংলা

পাশাপাশি তার ফিরে আসার আশায় তার এনক্লোজারের গেটও খোলা রাখা ছিল এই কদিন। তাকে খুঁজে পেতে কোনরকম ত্রুটি রাখে নি সংশ্লিষ্ট দপ্তর ও পার্ক কর্তৃপক্ষ। অবশেষে একপ্রকার ক্লান্ত ও অভুক্ত অবস্থাতেই নিজের শেল্টারে ফিরে আসে শচীন। কিন্তু কিভাবে পুনরায় সে নিজের শেল্টারে প্রবেশ করল তা কেউই প্রত্যক্ষ করে নি।

সম্ভবত খোলা গেট দিয়েই প্রবেশ করেছে সে। এছাড়া, যেভাবে পালিয়েছিল ঠিক সেভাবেই ফিরে আসতে পারে বলে অনুমান রাজেন্দ্র জাকারের। তিনি জানান, তাকে আগামীকাল থেকে চিকিৎসা দেওয়া হবে। বাইরে সামান্য কাটা, ছেঁড়া রয়েছে সেগুলি সেরে যাবার পথেই রয়েছে।

আরও পড়ুনঃ

ফের গরু চোর সন্দেহে খুন, এবার ‘গোরক্ষকের’ নাম মুসলিম মিঁয়া

কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

ভোরবেলায় শবরীমালা মন্দিরে ঢুকে ইতিহাস সৃষ্টি ‘মা দুর্গার’

দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

এদিন তিনি আরও জানান, এই মুহূর্তে লেপার্ড সাফারির ফেন্সিং-এর কোন পরিবর্তন করার দরকার নেই। সবটাই সঠিক এবং সিজেডের অনুমোদিত। বিদ্যুৎ সহ সমস্তটাই নিত্যদিনই পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুতরাং একটা বিক্ষিপ্ত ঘটনার জন্য এই মুহূর্তে কোন পরিবর্তন করা হচ্ছে না বলে জানান তিনি। তবে যাবার সময়ও কেউ জানতে পারে নি। কখন ফিরে এল সেটাও টের পেল না কেউই। এই বিষয়ে কিছু বলতে চান নি তিনি।

তবে এই মুহুর্তে শচীন চিতাকে খোলা খাঁচায় ছাড়া হবে কিনা তা নিয়ে দু-চার দিন পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, শনিবার থেকে সমস্ত রাইড সহ পায়ে হেঁটে বেঙ্গল সাফারিতে ঘোরা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। ক্রিকেট মাঠে শুধু শচীনকে দেখার জন্যই মাঠে আসতেন মানুষ। আর চিতা শচীনের পালিয়ে যাবার ঘটনাও এতটাই ভাইরাল হয়েছে যে, শুধু তাকে দেখতেই ভিড় বাড়ছে সাফারি পার্কে।

আরও পড়ুনঃ

EXCLUSIVE: সংখ্যালঘুদের ধর্মে সুড়সুড়ি দিয়ে প্রকাশ্যে ভারতের টাকার কালোবাজারি\

লোকসভার সঙ্গেই জম্মু কাশ্মীরে ভোট করতে প্রস্তুত মোদী সরকার

EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা https://thenewsbangla.com/elephant-cage-cameras-drone-surveillance-scarch-operations-all-fail-cheetah-is-not-found-in-3-days/ Thu, 03 Jan 2019 16:31:15 +0000 https://www.thenewsbangla.com/?p=5205 The News বাংলা, শিলিগুড়িঃ এখনও অধরা শচীন! হাতি, খাঁচা, ক্যামেরা, ড্রোন, তল্লাশি, নজরদারি, সব ব্যর্থ, উধাও চিতা বাঘ শচীন। আদৌ সে সাফারি পার্কে আছে তো? পিঠ বাঁচাতেই কি লোক দেখানো খোঁজাখুজি? পার্কে শচীনের অস্তিত্ব নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে চিতা পগারপার শোনার পর, আতঙ্কে সূর্য ডুবলেই শুনশান হয়ে যাচ্ছে গোটা এলাকা।

আরও পড়ুন: বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন

তিন দিন অতিক্রম হয়ে গেছে, এখনও নজরবন্দি পর্যন্ত হল না ‘মহারাজ’ শচীন। মঙ্গলবার ভোর থেকেই উধাও চিতা বাঘ শচীন। বৃহস্পতিবারও তার সন্ধান পাওয়া যায় নি। তিনদিন ধরে, সাফারি পার্কের তৃণভোজি অঞ্চলের বেশ কিছু জায়গায় চিতার উপস্থিতি উপলব্ধি করেছেন বলে জানিয়েছেন, পার্কে কর্মরত বনকর্মী ও আধিকারিকরা। তবে সেটাও যে কতটা সত্যি, তিন দিন পর সেই প্রশ্নও উঠে গেল।

আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন

হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

‘চিতা সাফারি পার্কেই আছে’, এই রিপোর্টের ওপর ভিত্তি করেই এখনও পর্যন্ত সবকিছু চলছে। আর সেই কারনেই বৃহস্পতিবার থেকে তল্লাশির ধরণধারণ কিছুটা পরিবর্তন করে জোর দেওয়া হয়েছে শচীনকে খাঁচা বন্দি করতে। সেইমত আরও দুই কুনকি হাতি দিয়ে তল্লাশির পাশাপাশি, এদিন সকাল হতেই ব্যবহার করা হল বিশেষ একধরনের ড্রোন।

আরও পড়ুনঃ EXCLUSIVE: নতুন বছরে সুখবর, রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন বকেয়া ডিএ

যে সব অঞ্চলে হাতি কিংবা মানুষের প্রবেশে বাধা রয়েছে, সেইসব অঞ্চলে ড্রোন উড়িয়ে চিতা বাঘটির খোঁজ জারি রাখতে চায় পার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে প্রায় তিন দিন ধরে জঙ্গলে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে হিংস্র প্রকৃতির বাঘ, কিন্তু কোন একটিও তৃণভোজি প্রানীরই নিধন হয় নি এখনও পর্যন্ত। তাহলে কি সাফারি পার্কের সীমানা ছাড়িয়েছে শচীন?

আরও পড়ুনঃ বাংলায় আবার নক্ষত্র পতন, চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক

হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা

আদৌ সে পার্কের মধ্যে আছে? তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। হাতি, খাঁচা, ক্যামেরা, ড্রোন, তল্লাশি, নজরদারি, সব ব্যর্থ। ৩ দিনেও লবডঙ্ক্যা। পাশাপাশি সাধারণ পর্যটকদেরও প্রবেশ এবং পার্কে ঘুরে বেড়াতে, একই নিয়ম বহাল রাখছে পার্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

চিতা শচীনকে ধরার জন্য গত দুদিন ধরে কুনকি হাতি দিয়ে তল্লাশি, ছটি স্কয়্যাড করে তল্লাশি, ১৫টি খাঁচা পাতা, সাফারি জুড়ে প্রায় সাতটি ট্র্যাপ ক্যামেরা বসানো, ইত্যাদি সব চেষ্টাই বিফল। বৃহস্পতিবার পার্কের ঘন বনাঞ্চলে করা হল ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশিও। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলল ড্রোন দিয়ে চিতা নজরবন্দী করার প্রয়াস। পাশাপাশি বন্দুক হাতে গাড়ি নিয়েও নজরদারি চালালেন বনকর্মীরা। রেজাল্ট সেই শূন্যই।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারিয়েট বিনোদ কুমার যাদব সাফারি পার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীদের নিয়ে প্রায় গোটা এলাকা ঘুরে দেখেন। দিনভর তল্লাশির পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিবৃতি দিয়ে পার্ক কর্তৃপক্ষ জানায় যে, ‘আজও চিতাবাঘ ধরা যায় নি। দেখাই যায় নি চিতাটিকে’।

আরও পড়ুনঃ ছেলেকে টিউশনে দিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ

সাফারি পার্ক কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে, এখনও তাঁরা চিতাবাঘটির অবস্থান সনাক্ত করতে পারেন নি। কিন্তু সিঙ্গিঝোড়া বরাবর তিনটি স্থানে তার পায়ের চিহ্ন দেখা গিয়েছে। ঘন বন এলাকা স্ক্যান করার জন্য দুটি ড্রোন ব্যবহার করা হয়েছিল। সাতটি ক্যামেরাও বসানো হয়েছে, কিন্তু চিতাবাঘের কোন গতিবিধি লক্ষ করা বা রেকর্ড করা যায় নি।

হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা

১০০ জনেরও বেশি কর্মী এই তল্লাশি অভিযানে বিভিন্ন জোন ভাগ করে বিভিন্ন এলাকায় প্যাট্রোলিং-এ নিযুক্ত করা হয়েছে। আরও ১০টি খাঁচা পায়ের চিহ্ন বরাবর রাখা হয়ছে। চারটি হাতি ঘন বন তল্লাশি করতে থাকবে। যতদিন না তাকে পাওয়া যাচ্ছে, ততদিন তল্লাশি অভিযান চলবে। তবে প্লান-বি এর এই তল্লাশি অভিযানে কতটা সাফল্য পেতে পারে সাফারি পার্ক কর্তৃপক্ষ, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

আরও পড়ুন: শীতের বাংলায় বৃষ্টি আনতে আন্দামান থেকে আসছে ঘূর্ণিঝড় ‘পাবুক’

তাদের প্রশ্ন এত হিংস্র একটি বন্য প্রানী তিন দিন ধরে উধাও। একপ্রকার অভুক্তই বলা যেতে পারে। এদিকে সাফারি পার্কের দাবী চিতা বাঘটি তৃণভোজি বনাঞ্চলেই বিচরন করছে। তার ওপর একটিও তৃণভোজি প্রানী কিংবা অন্য কোন মৃত প্রানীর দেহাবশেষ মেলেনি পার্কের কোন অঞ্চলেই।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা
হাতি খাঁচা ক্যামেরা ড্রোন তল্লাশি নজরদারি সব ব্যর্থ, ৩ দিনেও লবডঙ্ক্যা/The News বাংলা

তাহলে কি আদতে চিতা বাঘটি সাফারি পার্কেই নেই? শুধুমাত্র চাকরি বাঁচাতেই এত খোঁজাখুজি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? বাস্তবে হয়ত সাফারি পার্ক ছেড়ে মহানন্দা ওয়াল্ড লাইফ হয়ে তরাইয়ের বনাঞ্চলীয় মালভুমির পথে বহুদূর পাড়ি দিয়েছে শচীন, এমটিই ধারণা করছে বিভিন্ন মহল। এদিকে চিতা পগারপার শোনার পর আতঙ্কে সূর্য ডুবলেই শুনশান এলাকা। অন্ধকারে কেউ বেরচ্ছেন না বাড়ি ছেড়ে।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

তবুও সেদিকে আপাতত কোন কর্ণপাত না করেই চিতাকে খুঁজে পেতে কোন রকম ফাঁক-ফোঁকরই রাখতে চাইছে না পার্ক কর্তৃপক্ষ। এখন দেখার আর কতদিনই আপন মেজাজে, নিজের খেয়ালে মুক্তমনা শচীন থাকবে অবাধ বিচরণে। আর যদি আশঙ্কা সত্যি করে সাফারি পার্কের বাইরে চলে যায় চিতাটি, তাহলে কি আদৌ তার কোন সন্ধান পাওয়া যাবে? প্রশ্ন কিন্তু উঠে গেছে।

]]>
মুখ্যমন্ত্রী মমতার নামকরণ করা বাঘের মেয়ের অকালমৃত্যু https://thenewsbangla.com/the-death-of-the-tiger-girl-named-by-chief-minister-mamata-banerjee/ Tue, 30 Oct 2018 10:52:06 +0000 https://www.thenewsbangla.com/?p=1687 শিলিগুড়িঃ শীতকালিন পর্যটন মরসুম শুরু হতে না হতেই শিলিগুড়ির সাফারি পার্কে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। মৃত্যু হলো এক ব্যাঘ্র শাবকের। মৃত শাবকটির নাম ইকা। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে মৃত্যু হলো শিলার ছোট সন্তান ইকার। সাফারি পার্ক সুত্রে খবর, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল ওই শাবকটি৷ মুখ্যমন্ত্রী মমতার নামকরণ করা বাঘের মেয়ের অকালমৃত্যু হওয়ায় নড়ে চড়ে বসেছে সব মহল।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জনবহুল স্টেশনেও কি লুকিয়ে আছে বিপদ

সাফারি পার্ক সুত্রে জানা গিয়েছে, পার্কে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার শীলা চলতি বছরের গোড়ার দিকে তিনটি কন্যা শাবক প্রসব করেছিল। সেই তিন শাবকের কিকা, রিকা, ইকার মধ্যে, শীলার তৃতীয় সন্তান অর্থাৎ ইকার মৃত্যু হয় মঙ্গলবার সকালে। সুত্রের খবর, গত কয়েক দিন আগে তিনটি শাবক খেলা করছিল ক্রলের মধ্যে। সেইসময় পেছনের পায়ে চোট লাগে ইকার।

The News বাংলা

সেইসময় থেকেই একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটছিল সে। এরপর বিষয়টি লক্ষ করে পার্ক কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই ইকার চিকিৎসা শুরু করে সাফারি পার্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সাড়ে ন’টা নাগাদ ক্রলে এসে বনকর্মীরা দেখেন যে, মৃত্যু হয়েছে ইকার। এই ঘটনা চাউর হতেই সাফারি পার্কে কিছুটা শোকের আবহ তৈরী হয়। অন্যদিকে শীতকালিন পর্যটন মরসুমে একসাথে তিন, তিনটি ব্যাঘ্র শাবক দেখতে না পাওয়ায় একটা চাপা হতাশার সৃষ্টি হয় পর্যটকদের মধ্যেও।

আরও পড়ুন: বাজপেয়ীর হাতে শুরু চীনা ব্যবসা বাংলায় শেষ মোদীর আমলে

এদিকে বেঙ্গল সাফারি পার্কের গভেষক ও বায়োলজিস্ট আদিত্য মিত্র জানান, কিকা, রিকা, ইকা তিনটি শাবক একসাথে খেলতে গিয়ে ইকা পিছনের পায়ে চোট পায়। পার্কে কর্তব্যরত ডাক্তারের পাশাপাশি দার্জিলিং থেকে আরও দুজন পশু চিকিৎসককে এনেও ইকার চিকিৎসা চলে, দেওয়া হয় ব্যথা নিবারনকারী ওষুধও।

The News বাংলা

কিন্তু মঙ্গলবার আর ব্যথা সহ্য করতে না পেরে ব্যাঘ্র শাবক ইকা মারা যায়। আদিত্য মিত্র আরও জানান, সাধারণত পশুদের ক্ষেত্রে সব শেষে জন্মানো সন্তানের ইমিউন পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রকৃতির সাথে লড়াই করার ক্ষমতা একটু কমই থাকে। এক্ষেত্রেও তৃতীয় শাবকটির ইমিউন পাওয়ার কম ছিল, সেই কারনেই চোটের আঘাত সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়।

মঙ্গলবারই তার ময়নাতদন্ত করে দাহ করা হবে। যেহেতু বেঙ্গল সাফারি, সিডিউল ওয়ান থ্রিসিস অ্যাক্টের মধ্যে পড়ে, সেই কারনেই তিনজন ডাক্তারের উপস্থিতে পার্কের ল্যাবরেটরিতেই ময়নাতদন্ত করা হয়। এই অ্যাক্টের তালিকাভুক্তদের পুড়িয়ে নষ্ট করার নিয়ম নেই, তাই কবর না দিয়ে ইকাকে দাহ করা হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের দাবি ‘কলা আর বউ’

অন্যদিকে, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ জানান, কখনও তিনটি বাঘ্রশাবক একসাথে জন্মালে বাঁচে না। বিভিন্ন বাঘ বিশেষজ্ঞরা এমনটাই বলে থাকেন। তবু তিনটিকেই বাঁচানো কে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। মাঝখানে একটি বাচ্চা মরনাপন্য অবস্থায় ছিল। তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়। সাফারি পার্কের কর্মীরা ২৪ ঘন্টা তাদের নজরে রাখে। এমনকি পার্কে সার্জেনও রয়েছে। মাঝে আর একটি বাচ্চারও অবস্থা ভাল ছিল না। তাকেও চিকিৎসা করে সুস্থ করা হয়। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না।

The News বাংলা

প্রকৃতির বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় বলেই চ্যালেঞ্জে কাজ হল না, বলে আক্ষেপ করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্নেহ ও ভালবাসার ব্যাঘ্র শাবকের মৃত্যুর খবর ইতিমধ্যেই তাঁর কাছে পৌঁছালেও, সে ব্যাপারে এখনও কোনো কথা হয় নি বনমন্ত্রীর, বলে জানান তিনি।

আরও পড়ুন: রহস্যভেদ করতে সূর্যের সবচেয়ে কাছে ‘পার্কার সোলার প্রোব’

প্রসঙ্গত, উত্তরবঙ্গের পর্যটনকে চাঙ্গা করতে বেঙ্গল সাফারি পার্ক তৈরি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেইমত হাতি, চিতা, কুমির সহ অন্যান্য বন্য প্রানীর পাশাপাশি দুটি রয়েল বেঙ্গল টাইগার এই পার্কে এনে ঢেলে সাজানো হয়। তাদের মধ্যে স্ত্রী বাঘটিরই এই তিনটি কন্যা সন্তান হয়।

Image Source: Google

আর এই তিন ব্যাঘ্র কন্যার নাম রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পরামর্শ মত তিন জনের নামকরন হয় কিকা, রিকা ও ইকা। চলতি বছরের মে মাস নাগাদ সাফারি পার্কে এই তিন সন্তান প্রসব করেছিল শিলা নামে বাঘিনী। গত আগষ্ট মাসেই নামকরন করেন মুখ্যমন্ত্রী। আজ তাদের মধ্যে সর্বকনিষ্ট কন্যার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পার্ক সহ গোটা বনবিভাগে।

]]>