Siliguri Police – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 31 Dec 2018 18:23:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Siliguri Police – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিয়ের প্রলোভনে পা দিয়ে যুবতী বিক্রি হল পতিতাপল্লীতে https://thenewsbangla.com/young-woman-is-sold-in-red-light-area-by-the-temptation-of-marriage/ Mon, 31 Dec 2018 18:18:48 +0000 https://www.thenewsbangla.com/?p=5037 The News বাংলা, শিলিগুড়িঃ বিয়ের প্রলোভনে পা দিয়ে শেষ পর্যন্ত এক যুবতীর ঠাঁই হল পতিতাপল্লীতে। ওই যুবতীকে রীতিমত বিক্রি করে দেওয়া হয়। তাকে উদ্ধার করে বাড়ি ফেরাবার চেষ্টা করছে শিলিগুড়ি পুলিশ।

আরও পড়ুন: শুধুই হ্যাপি নিউ ইয়ার নয়, ১লা জানুয়ারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবও

শিলিগুড়ির পতিতাপল্লী থেকে এক ভিন রাজ্যের যুবতীকে উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি দল খালপাড়া পতিতাপল্লিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে অসমের ওই যুবতীকে। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে তার বাড়িতে পৌছে দেবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই মেয়েটির বাড়িতে।

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলার কৃষকদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী মমতা

পুলিশ সুত্রে জানা গেছে, এদিন সকালে তাদের কাছে গোপন সুত্রে খবর আসে যে, এক যুবতীকে জোর করে খালপাড়া পতিতাপল্লিতে আটকে রেখে দেহ ব্যবসার জন্য জোর করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই খালপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মীদের একটি দল খালপাড়ার পতিতাপল্লির নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

অভিযানে গিয়ে দেখা যায়, একটি বাড়িতে অসমের এক যুবতীকে বন্ধ ঘরে রেখে দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহায়তা নিয়ে যুবতীকে উদ্ধার করে খালপাড়া আউট পোস্টে নিয়ে আসে পুলিশ। উদ্ধার হওয়া যুবতী অসমের নাগরিক।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, গত দুদিন আগে অসমেরই এক যুবক ওই যুবতীকে শিলিগুড়ির খালপাড়া পতিতাপল্লীতে এক দালালের কাছে বিক্রি করে পালায়। এরপরেই জোর করে তাকে দেহ ব্যবসায় নামনোর অভিযোগ সামনে আসে। পুলিশ সুত্রে আরও জানা যায়, যুবতী অভিযোগ তুলেছে যে অসমেরই এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শিলিগুড়িতে নিয়ে আসে।

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

এরপর খালপাড়ায় ওই পতিতাপল্লীতে মোটা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়ে যায় এক দালাল ও এক ‘মাসির’ কাছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আসামে ওই যুবতীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। যুবতীর বাড়ি অসমের গোয়ালপাড়াতে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে আরও খবর, যুবতীর পরিবারের লোকজন ইতিমধ্যেই শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যুবতীর অভিযোগের ভিত্তিতে প্রতারক সেই যুবকের খোঁজ শুরু করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। যুবককে পাকড়াও করতে অসম পুলিশের সহায়তা চাওয়া হবে বলে শিলিগুড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

নতুন বছরে ওই যুবতীকে নতুন জীবন দিল শিলিগুড়ির পুলিশ। মঙ্গলবারই ওই যুবতীকে তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিন থেকেই, নতুন করে জীবন শুরু করতে পারবে সে।

]]>
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই https://thenewsbangla.com/two-arrested-on-charges-of-taking-money-use-the-name-of-binay-tamang-and-gta/ Sat, 22 Dec 2018 12:39:04 +0000 https://www.thenewsbangla.com/?p=4627 The News বাংলা, শিলিগুড়িঃ নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই। বিনয় তামাং এর নাম করে ভয় দেখিয়ে রীতিমত কার্ড ছাপিয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে। অনেকদিন থেকেই অভিযোগের পাহাড় জমা হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে।

আরও পড়ুনঃ জিএসটি কমাল মোদী সরকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে

জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। তাদের নাম রাহুল ত্রিখোর্থ্রী(২৬) ও দীপেশ ত্রীখোর্থী(৩২)। তারা কালিম্পংয়ের ঠাকুরনগরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা, জিটিএ-এর নাম ছাপানো কার্ড, কিছু মানি রিসিট ও একটি মোবাইল ফোন। শিলিগুড়ির প্রধান নগরের বাঘাযতীন কলোনী থেকে গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। শনিবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ভোটের আগে বাংলার বিখ্যাত সাংবাদমাধ্যমের সঙ্গে ‘সরকারি’ সন্ধি মমতার

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পুলিশের কাছে কয়েকমাস আগে থেকেই একের পর এক অভিযোগ আসছিল। জিটিএ চেয়ারম্যান বিনয় তামাংয়ের নাম করে নানাভাবে ভয় দেখিয়ে কেউ বা কারা টাকা আাদায় করছে। সেই খবরের সত্যতা যাচাই করতে তদন্তে নামে পুলিশ। কিন্তু চেয়ারম্যান বিনয় তামাং এই ধরনের কোন ঘটনার সাথে জড়িত নয় বলে জানতে পারে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের অন্দরেই আটকে রইল বিজেপির রথ যাত্রা

এরপরই অভিযুক্তদের ধরতে কমিশনারেটের গোয়েন্দাদের কাজে লাগানো হয়। জানা যায়, এরা বিভিন্ন অবস্থাপন্ন লোকজন যেমন ডাক্তার ও বড় ব্যবসায়ীদের কাছে ফোন করে তোলা চায়। তারা জিটিএ এর চেয়ারম্যান বিনয় তামাং পরিচয় দিয়ে এদের কাছে ফোন করে ও ভয় দেখাতে থাকে। জিটিএ এর কোন অনুষ্ঠানের নাম করে নুন্যতম ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আদায় করে থাকে এরা।

আরও পড়ুনঃ দার্জিলিং টয় ট্রেনের সান্ধ্যকালিন যাত্রায় ট্যুর প্যাকেজ

নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা
নেতার নামে তোলাবাজির অভিযোগে পাহাড়ে গ্রেফতার দুই/The News বাংলা

পাশাপাশি সেই টাকা নেওয়ার রিসিট ও অনুষ্ঠানের কার্ডও দেওয়া হয় তাদের। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী পুলিশের কাছ লিখিত অভিযোগ জানায়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শিলিগুড়ির গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে প্রধাননগরের বাঘাযতীন কলোনীতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ ৫ দিন বন্ধ ব্যাঙ্ক, উৎসবের সময় চরম সমস্যায় আমজনতা

ডিসিপি গৌরবলাল জানান, অভিযুক্তরা জেরায় স্বীকার করেছে তারা বিনয় তামাংয়ের নাম ভাঙিয়ে টাকা আদায় করত। দুজনেরই বাড়ি কালিম্পংয়ে। ডিসিপি আরও জানান, দীপেশের বিরুদ্ধে কালিম্পং থানায় ড্রাগ, চুরি, মারপিট সহ চারটি মামলা আছে। রাহুলের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ ৫ টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ ভারতে অবৈধ প্রবেশের দায়ে গ্রেফতার এক আমেরিকান নাগরিক

শিলিগুড়ি, দার্জিলিং, তরাই ও ডুয়ার্সের ব্যবসায়ী সহ ডাক্তার ও অন্যান্য প্রফেশনের ব্যক্তিদের এরা টার্গেট করত। মুল অভিযুক্ত এরা দুজনই। তবে এই কাজে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে পুলিশের অনুমান। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হলে তার পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

]]>
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয় https://thenewsbangla.com/six-youth-arrested-with-nine-mm-pistol-before-entering-coochbehar/ Fri, 07 Dec 2018 14:44:59 +0000 https://www.thenewsbangla.com/?p=3715 The News বাংলা, শিলিগুড়িঃ শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে অস্ত্র সহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, কোচবিহারের দিকে যাওয়ার সময়ই শিলিগুড়ি থেকে পুলিশ তাদের অস্ত্র সহ পাকড়াও করে। তবে কি বিজেপির ‘রথ যাত্রা’ উপলক্ষে অশান্তি ছড়াতেই এরা কোচবিহার যাচ্ছিল? অস্ত্র হাতে এরা কারা? উঠেছে প্রশ্ন।

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মুখ রক্ষা বিজেপির ‘রথ যাত্রা’র

শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব-১ গৌরব লাল সংবাদমাধ্যমকে জানান,’নিয়মিত আমরা জায়গায় জায়গায় নাকা চেকিং করি। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারও শহরের বিভিন্ন সড়কে নাকা চেকিং করার সময় বেশ কয়েকজনকে নাইন এম এম পিস্তল সহ গ্রেপ্তার করা হয়। তারা কোথায় ও কি কারনে যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত শুরু করছে পুলিশ’।

কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা

পুলিশ জানিয়েছে, নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে ১ জন, শিলিগুড়ি থানার অন্তর্গত এলাকা থেকে ২ জন, প্রধাননগর থানার অন্তর্গত এলাকা থেকে ১ জন ও বাগডোগরা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রতেক্যেই কি কোচবিহার যাচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ ‘বাংলায় রথ যাত্রা হবেই’ মমতাকে হুঁশিয়ারি অমিত শাহের

ধৃতরা হল, কাজল বর্মন, রাজু রায়, লাড্ডু রায়, দীনেশ রায়, সুরজিত রায় ও মহম্মদ জাহাঙ্গীর। ধৃতদের কাছ থেকে বেশ কয়েকটি নাইন এমএম পিস্তল ও তাজা কার্তুজ এবং একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে সুরজিতের নামে আগে থেকেই খুন সহ একাধিক অভিযোগ ছিল।

কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা
কোচবিহারে ঢোকার আগেই নাইন এমএম পিস্তল সহ গ্রেফতার ছয়/The News বাংলা

পুলিশ সুত্রে খবর, ধৃতরা সবাই কোচবিহার যাবার উদ্দেশ্য বাসে চেপে যাচ্ছিল। সে সময়ই তল্লাশী করে তাদের কাছ থেকে অস্ত্রগুলি পাওয়া যায়। গৌরবলাল বলেন, ‘ধৃতদের সাথে আরও অনেকে ছিল। তারা সবাই নাকা চেকিং করতে দেখে পালিয়ে যায়। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি ও জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ বিজেপি পুলিশ খণ্ডযুদ্ধে আহত অতিরিক্ত পুলিশ সুপার সহ ১২

অস্ত্র নিয়ে কোচবিহার কেন যাচ্ছিল এই যুবকরা? উঠেছে প্রশ্ন। তাহলে কি বিজেপির ‘রথ যাত্রা’ বা বিজেপির সভা উপলক্ষে গুলি চালিয়ে অশান্তি ছড়ানোর জন্যই কি গ্রেফতার হওয়া যুবকরা কোচবিহারের দিকে যাচ্ছিল? বড় কোন ষড়যন্ত্র কি কাজ করছিল এর পিছনে? তদন্ত শুরু করেছে পুলিশ।

কোচবিহার ‘রথ যাত্রা’ ও কলকাতা হাইকোর্টে ‘রথ যাত্রা’ নিয়ে আইনি লড়াই এর মাঝে এই গ্রেফতারের খবর নজর এড়িয়ে গেছে সবার। কিন্তু পুলিশের গ্রেফতারি এড়িয়ে এই দুষ্কৃতীরা কোচবিহারে অস্ত্র নিয়ে ঢুকে পড়লে কি হত? সত্যি কি কোচবিহারে অশান্তির জন্যই এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল? বড় ধরণের ঘটনা এড়াতে পারল বাংলা? সব কিছু খতিয়ে দেখছে শিলিগুড়ি পুলিশ।

]]>
কলগার্লের বিজ্ঞাপনের আড়ালে মানুষ লুঠের ব্যবসা https://thenewsbangla.com/people-loot-business-behind-the-call-girl-advertisement/ Sat, 24 Nov 2018 16:04:12 +0000 https://www.thenewsbangla.com/?p=3040 The News বাংলা,শিলিগুড়িঃ কলগার্লের বিজ্ঞাপনের আড়ালে ছিনতাইবাজ চক্রের পর্দা ফাঁস। ‘কল গার্ল’‌-এর বিজ্ঞাপনের ফাঁদে ছিনতাইবাজদের চক্রের পর্দা ফাঁস করল শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। শুক্রবার গভীর রাতে এমনই প্রতারনা চক্রের পাঁচ জনকে আটক করে শিলিগুড়ি পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ। ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

আরও পড়ুনঃ কালিম্পং-এ মাঝ আকাশে প্যারাগ্লাইডিং ভেঙে দুর্ঘটনায় মৃত্যু

জানা গেছে, সম্প্রতি বেশ কয়েকজন যুবক অনলাইনে বিভিন্ন কলগার্লের বিজ্ঞাপন দিচ্ছিল। সেই বিজ্ঞাপন দেখে কেউ যোগাযোগ করলে তাকে ডাকা হতো একটি নির্দিষ্ট জায়গায়। এরপর বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ওই ব্যক্তিদের মারধর করে সমস্ত টাকা ও এটিএম কার্ড লুঠ করে নেওয়া হত।

Image Source: The News বাংলা
Image Source: The News বাংলা

কিছুদিন আগে এক মণিপুরের পর্যটককে এভাবে মারধর করা হয় ও হোটেল থেকে তার টাকার ব্যাগ লুট করে নেওয়া হয়। ওই ঘটনার পর, সেই ব্যক্তি থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস।

আরও পড়ুনঃ জাতীয় সড়ক তৈরির কাজ বন্ধ রেখেই বেপাত্তা ভারপ্রাপ্ত এজেন্সি

জানা গেছে, এইভাবে বহু পর্যটককে সর্বস্বান্ত করেছে এই প্রতরক দলটি। মেয়েদের টোপ হিসাবে ব্যবহার করত এই দলটি। টোপ দেখিয়ে, লোভ দেখিয়ে পর্যটকদের নিয়ে গিয়ে সব লুঠ করে নিত।

তদন্তে নেমে একটি বাইকের নম্বর পুলিসের হাতে আসে। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই শুক্রবার ৫জনকে হাতেনাতে ধরে পুলিশ। ধৃতদের নাম তপন সরকার, দুলাল শীল, তন্ময় গাঙ্গুলি, অরবিন্দ সরকার ও শরত দেব। ধৃতরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। আরও কেউ এই চক্রে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিস। শনিবার ধৃতদের শিলিগুড়ি আদলতে তোলা হয়।

]]>
লজ্জায় ফেলে খোদ পুলিশের বাড়িতেই চোরের হানা https://thenewsbangla.com/what-a-shame-in-north-bengal-theft-in-the-police-house/ Sat, 10 Nov 2018 11:37:33 +0000 https://www.thenewsbangla.com/?p=2123 শিলিগুড়ি,১০ নভেম্বরঃ খোদ পুলিশের বাড়িতেই চোরের হানা। এক পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। ওই পুলিশ কর্মী বর্তমানে শিলিগুড়ি জংশন স্টেশনে কর্মরত। মহম্মদ রফিউল নামে ওই পুলিশ কর্মীর বাড়ি মালদায়। বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের ২৮ নম্বর ওয়ার্ডে থাকেন তিনি। ঘটনার পর শনিবার দুপুরে চুরির অভিযোগ জানিয়ে থানায় এফআইআর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The News বাংলা

মহম্মদ রফিউল জানিয়েছেন, শুক্রবার তার নাইট ডিউটি ছিল। সেইমত সন্ধ্যার পরই বাড়ি থেকে চলে যান স্টেশনে। এরপর শনিবার দুপুরে কাজ থেকে ফিরে দেখেন যে, তার ঘরের দরজার তালা ভাঙা রয়েছে। তৎক্ষনাত তিনি ঘরে ঢুকে দেখেন যে, গোটা ঘর তছনছ করা। ছড়ানো ছিটানো রয়েছে ঘরের সমস্ত কিছু। ভাঙা হয়েছে আলমারিও। তিনি জানান, এই ঘটনায় তার বেশ কয়েক হাজার টাকা ও স্বর্ণ অলঙ্কারও চুরি করে নিয়ে গেছে দুস্কৃতিরা। ইতিমধ্যেই পুলিশকে গোটা ঘটনার কথা জানিয়ে তিনি লিখিত একটি অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত কয়েক মাসেই পরপর বেশ কয়েকটি চুরি ছিনতাই এর ঘটনা ঘটল শিলিগুড়িতে। এবার পুলিশ কর্মীর কোয়ার্টারেই চুরি হওয়ায় লজ্জায় পরে গেছে শিলিগুড়ি পুলিশ। একের পর এক চুরির পিছনে কে বে কারা তা খুঁজে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় মজাই নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বলছেন, ‘বারবার বলেও কোন লাভ হয় নি। এবার পুলিশ বুঝবে বাড়িতে চুরি হয়ে সব গেলে কেমন লাগে’।

শিলিগুড়ি পুলিশ জানিয়েছে, এটা স্থানিয় কোন চোরেরই কাজ। এই ঘটনা আরও আশঙ্কিত করেছে শিলিগুড়ির বাসিন্দাদের। চুরির ভয়ে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়াই এখন অসম্ভব হয়ে গেছে। আর পুলিশ এর বাড়িতেই যদি চুরি হয় তাহলে তাদের কি হবে, প্রশ্ন শিলিগুরির বাসিন্দাদের। সোর্স মারফত চুরির তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ।

]]>