Siliguri Bengal Safari – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Thu, 03 Jan 2019 06:25:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Siliguri Bengal Safari – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন https://thenewsbangla.com/elephants-are-unable-to-find-tiger-drone-in-the-northern-jungle-safari/ Thu, 03 Jan 2019 06:20:43 +0000 https://www.thenewsbangla.com/?p=5169 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ সম্পূর্ণ ব্যর্থ পোষা কুনকি হাতিরা। ২ দিন পরেও এখনও অধরা চিতাবাঘ শচীন! তাকে ধরতে সম্ভবত ড্রোন উড়তে পারে বেঙ্গল সাফারিতে।

আরও পড়ুন: টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন

৪৮ ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরও এখন নজরবন্দি পর্যন্ত হল না চিতা বাঘ শচীন। কিন্তু সাফারি পার্কের তৃণভোজি অঞ্চলের বেশ কিছু জায়গায় বাছাধনের উপস্থিতি উপলব্ধি করেছেন পার্কে কর্মরত বনকর্মী ও আধিকারিকরা। তার ওপরই ভিত্তি করে এখনও পর্যন্ত সে সাফারি পার্কের সীমানার মধ্যেই আছে বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

তবে বৃহস্পতিবার থেকে তল্লাশির ধরণ কিছুটা পরিবর্তন করে জোর দেওয়া হবে মহারাজকে খাঁচা বন্দি করতে। সেইমত আরও দুই কুনকি হাতি দিয়ে তল্লাশির পাশাপাশি ব্যবহার করা হতে পারে ড্রোন। যেসব অঞ্চলে হাতি কিংবা মানুষের প্রবেশে বাধা রয়েছে সেইসব অঞ্চলে ড্রোন উড়িয়ে চিতা বাঘটির খোঁজ জারি রাখতে চায় পার্ক কতৃপক্ষ। পাশাপাশি সাধারণ পর্যটকদেরও জন্য গত বুধবারের ন্যায় বৃহস্পতিবারও প্রবেশ এবং পার্কে ঘুরে বেড়াতে একই নিয়ম বহাল রাখছে পার্ক।

আরও পড়ুন: ‘রাম’কে ছেড়ে আসা লক্ষণকে ‘হাতে’ নিয়ে বাংলায় তুলকালাম

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

বন্যপ্রানীর সহজাত স্বভাবে আপতত মুক্ত শচীন। আর নেই খাঁচার ভেতরে গন্ডির কাটাতার ও বিদ্যুৎবাহিত চার দেওয়ালের বন্দী দশা। তাই ঘুরে বেরাচ্ছে আপন মনে। “ধরা তো দেবো না” ঠিক এমনটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে খোস মেজাজি শচীন। পক্ষান্তরে পার্ক কর্তৃপক্ষও নিজেদের সিদ্ধান্তে অবিচল, “তোমাকে তো খাঁচা বন্দি করবোই বাছাধন”।

আরও পড়ুন: ছেলেকে টিউশনে দিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণ

বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা
বাঘ খুঁজতে ব্যর্থ হাতি, উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন/The News বাংলা

তাই যেনতেন প্রকারনে সাফারি পার্কের অন্যতম আকর্ষন শচীন নামে চিতা বাঘটিকে ধরতে কোন চেষ্টারই ত্রুটি রাখতে নারাজ পার্ক কর্তৃপক্ষ।
তবে শচীনের পলায়নের পর গত দুদিন ধরে কুনকি হাতি দিয়ে তল্লাশি, ছটি স্কয়্যাড করে তল্লাশি, ১৫ টি খাঁচা পাতা, সাফারি জুড়ে প্রায় সাতটি ট্র্যাপ ক্যামেরা বসানো ইত্যাদি চেষ্টা সব বিফলে।

আরও পড়ুন: কংগ্রেস ছেড়ে মমতার ‘মহানায়িকা’ এবার মোদীর বক্স অফিসে

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এবার পার্ক কর্তৃপক্ষ এর নতুন করে সিদ্ধান্ত, অন্যান্য তল্লাশির পাশাপাশি পার্কের ঘন বনাঞ্চলে ব্যবহার করা হতে পারে ড্রোন ক্যামেরা। পাশাপাশি বন্দুক হাতেও নজরদারিতে থাকবে বনকর্মীরা। বুধবারই রাজ্য জু অথরিটির মেম্বার সেক্রেটারিয়েট বিনোদ কুমার যাদব সাফারি পার্কের ভারপ্রাপ্ত ডিরেক্টর সহ অন্যান্য আধিকারিক ও বনকর্মীদের নিয়ে প্রায় গোটা এলাকা ঘুরে দেখেন।

আরও পড়ুন: নারী ঢোকায় ‘অপিবত্র’ শবরীমালা, ‘শুদ্ধ’ করার জন্য বন্ধ মন্দির

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এরপরই বিনোদ কুমার যাদব জানান, চিতাবাঘটির খোঁজে বৃহস্পতিবার বেঙ্গল সাফারিতে ড্রোন ব্যবহার করা হতে পারে। তবে এই প্লান-বি তল্লাশি অভিযানে কতটা সাফল্য পেতে পারে সাফারি পার্ক কর্তৃপক্ষ, তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ প্রকাশ করেছে বিভিন্ন মহল।

আরও পড়ুনঃ দেশপ্রেম বাড়াতে স্কুলের রোল কলে এবার ‘জয় হিন্দ’ ও ‘জয় ভারত’

তবুও শচীন বাছাধনকে খুঁজে পেতে কোন রকম ফাঁক-ফোঁকর রাখতে চাইছে না পার্ক কর্তৃপক্ষ। এখন দেখার আর কত দিনই আপন মেজাজে, নিজের খেয়ালে মুক্ত মনা শচীন থাকবে অবাধ বিচরণে। আপাতত হাতিরা ব্যর্থ হওয়ায় উত্তরের জঙ্গল সাফারিতে উড়বে ড্রোন।

]]>
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন https://thenewsbangla.com/sachin-disappeared-for-two-days-administration-think-of-danger/ Wed, 02 Jan 2019 17:35:21 +0000 https://www.thenewsbangla.com/?p=5137 কৃষ্ণা দাস, The News বাংলা, শিলিগুড়িঃ ৪৮ ঘন্টা পার হয়ে গেলেও ‘শচীন’ অধরা। গত মঙ্গলবার কাকভোরে শিলিগুড়ি সাফারি পার্কের এনক্লোজার থেকে বেড়িয়ে পরেছে শচীন নামের চিতা বাঘ। ইলেকট্রিক ফেন্সিং লাগানো সত্বেও গাছ বেয়ে পগারপার চিতা বাঘ শচীন। এরপর থেকে পার্কেরই ভিতরে আনাচে কানাচে খোঁজাখুজির পর, এখনও পর্যন্ত তার দেখা মিললেও ধরা সম্ভব হয় নি চিতাটিকে। একদিকে উদ্বেগ, অন্যদিকে আতঙ্কেই দিন কাটছে পার্ক কর্তৃপক্ষ এর। অন্যদিকে অন্য একটি পুরুষ চিতা বাঘ সৌরভকেও রাখা হয়ে বিশেষ নজরদারিতে।

আরও পড়ুন: নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

গত মঙ্গলবার থেকেই দুটি কুনকি হাতি দিয়ে চিরুনি তল্লাশির পাশাপাশি ১৫টি খাঁচা পাতাও হয়েছে পার্কের তৃণভোজি প্রানীদের বনানঞ্চলে। বুধবার ভোর হতেই ফের পার্ক কতৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন ও বনদপ্তরের কর্মীরা নেমে পরে শচীনকে খুঁজতে। আনা হয়েছে আরও দুটি কুনকি হাতি। মোট ছটি স্কয়্যাডে ভাগ হয়ে বনকর্মীরা প্রতিটি গাছে, ঝোপেঝাড়ে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: শুধুই হ্যাপি নিউ ইয়ার নয়, ১লা জানুয়ারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবও

তার দেখা মিললেও বারবারই লাফিয়ে পালিয়েছে, বলেই পার্ক সুত্রে জানা গেছে। ঠিক কোন অঞ্চলে চিতাবাঘটির অবস্থান রয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছে না তারা। তবে বাছাধনকে পাকড়াও করতে সবরকম ব্যবস্থাই গ্রহন করেছে সাফারি পার্ক। পার্ক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার নতুন কিছু পদ্ধতি অবলম্বন করা হবে।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

তার মধ্যে আরও কুনকি হাতি এনে গোটা সাফারি পার্ককে ঘিরে কম্বিং অপারেশনের ধাঁচে অভিযান কিংবা বাঘটির দেখা মিললেই তাকে প্রয়োজনে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হতে পারে। আর তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করেছে পার্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পার্কের দুটি কুনকি হাতির পাশাপাশি বুধবার বিকেলে জলদাপাড়া থেকে আরও দুটি কুনকি হাতি আনা হয়েছে। রয়েছে চিকিৎসকদের একটি দলও।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

পাশাপাশি শচীনের অন্য এক সঙ্গী সৌরভের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। তাকে ক্লোজ এনক্লোজারে নিয়ে আসা হয়েছে। এদিকে গত মঙ্গলবারের পর বুধবার পর্যটক ও সাধারণের প্রবেশের নিয়মে কিছুটা শিথিল করা হলেও, এদিন পার্কে সাধারণের জন্য সমস্ত রাইড বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলার কৃষকদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী মমতা

পাশাপাশি পায়ে হেঁটে পার্কের যত্রতত্র ঘোরাঘুরির ওপর নিষেধ গতদিনের মতই বহাল রাখছে পার্ক কর্তৃপক্ষ। শুধুমাত্র চালু থাকবে কার সাফারিই। বন্ধ থাকবে এলিফ্যান্ট সাফারিও। এদিকে বাঘটি অন্যকোন তৃণভোজি প্রানীকে ক্ষতি করতে পারে বলে যেমন ভয় রয়েছে পার্ক কর্তৃপক্ষ এর, তেমনই এই ছোটাছুটিতে চিতার নিজেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে তারা। সুতরাং বৃহস্পতিবার শচীনের তল্লাশিতে আরও বেশি করে জোর দেওয়া হচ্ছে বলে শিলিগুড়ি সাফারি পার্ক সুত্রে খবর।

টানা ২ দিন ধরে সন্ধান নেই 'শচীনের', বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা
টানা ২ দিন ধরে সন্ধান নেই ‘শচীনের’, বিপদ চিন্তায় প্রশাসন/The News বাংলা

এদিকে জু এর তরফ থেকে এক আধিকারিক অসিম চাকি জানিয়েছেন, ‘বুধবার বেলা থেকে সর্বসাধারনের জন্য পার্কের কম্বো সাফারি খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তল্লাশি অভিযানও চালানো হচ্ছে। শুধুমাত্র জু অংশের লেপার্ড সাফারি বন্ধ রাখা হয়েছে। বাকি হরিণ, কুমির, রয়েল বেঙ্গল, পাখিদের অংশটা খোলা রাখা হয়েছে’।

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

তিনি আরও জানান, ‘মোটা দশটা বাস চালানো হচ্ছে। কিন্তু কোন পা-এ হেঁটে নয় সাফারি নয় এখন। সবটাই বাসে করে। তবে চিতাটি এখনও পর্যন্ত পার্কেই রয়েছে। কারণ বেরোবার কোন সম্ভবনাই নেই। তিনি আরও দাবি করেন, এই পার্কে খাবারের কোন অভাব নেই। শুধুমাত্র বন্য প্রানী তার নিজস্ব স্বভাবেই পালাতে চেষ্টা করেছে’।

]]>
নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে https://thenewsbangla.com/a-leopard-left-the-bengal-safari-enclosure-on-the-first-day-of-the-new-year/ Tue, 01 Jan 2019 08:02:32 +0000 https://www.thenewsbangla.com/?p=5053 The News বাংলা, শিলিগুড়ি: উধাও একটি জলজ্যান্ত লেপার্ড। শিলিগুড়ির বেঙ্গল সাফারি এনক্লোজার থেকে বেরিয়ে গেল একটি লেপার্ড বা চিতাবাঘ। স্থানীয় সূত্রে পাওয়া এমন খবরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এইমুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে বেঙ্গল সাফারি। সমস্ত দর্শকদের বের করে দেওয়া হয়েছে সাফারি থেকে। বাঘের আতঙ্কে মাটি নতুন বছরের প্রথম দিন। খাঁচা থেকে পালিয়ে যাওয়া চিতাটির নাম শচিন।

আরও পড়ুন: শুধুই হ্যাপি নিউ ইয়ার নয়, ১লা জানুয়ারী ঠাকুর শ্রী রামকৃষ্ণের কল্পতরু উৎসবও

নববর্ষের সকালে শিলিগুড়ির বেঙ্গল সাফারি এনক্লোজার থেকে চিতাবাঘ বেরিয়ে যাওয়ার ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে। জানা গেছে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। যদিও সাফারি পার্ক কর্তৃপক্ষ এখনও কিছু বলছে না এব্যাপারে। পার্কে ঘুরতে যাওয়া পর্যটকেরা জানান, “ভেতরে আপাতত ঢুকতে দেওয়া হচ্ছেনা। আমরাও শুনলাম চিতাবাঘ বেরিয়ে গেছে”।

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলার কৃষকদের জন্য ‘কল্পতরু’ মুখ্যমন্ত্রী মমতা

নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে/The News বাংলা
নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে/The News বাংলা

আরও পড়ুনঃ শেখ হাসিনাকে প্রথম অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়

এ বছরের জুলাই মাসে শিলিগুড়ির অদূরে বেঙ্গল সাফারিতে শুরু হয় লেপার্ড সাফারি। পর্যটন মন্ত্রী গৌতম দেব ও বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন এই সাফারির উদ্বোধন করেন। জুনেই রসিক বিল ও খয়েরবাড়ি থেকে মোট চারটি চিতাবাঘ নিয়ে আসা হয় বেঙ্গল সাফারিতে।

আরও পড়ুন: বিয়ের প্রলোভনে পা দিয়ে যুবতী বিক্রি হল পতিতাপল্লীতে

এ ছাড়াও গত জুনেই আলিপুর চিড়ায়াখানা থেকে তিনটি কুমীর আনা হয়। এবার থেকে হরিণ, কুমীর ছাড়াও চিতাবাঘ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বেঙ্গল সাফারিকে ঢেলে সাজাতে আরও পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ অবিশ্বাস্য জয়, ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসনে জিতে ফের ক্ষমতায় শেখ হাসিনা

নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে/The News বাংলা
নতুন বছরের প্রথম দিনেই চিতা বাঘ দেখতে গিয়ে বড় বিপদের সামনে/The News বাংলা

আরও পড়ুন: ১১ বছর পর দার্জিলিং কালিম্পঙে তুষারপাতে বেড়ানোর আনন্দ দ্বিগুন

ভারতে প্রথম বেঙ্গল সাফারিতেই লেপার্ড সাফারি চালু হয়েছিল। মুখ্যমন্ত্রীর ইচ্ছেতেই বেঙ্গল সাফারি পার্ক চালু করা হয়েছিল। দিনদিন বেঙ্গল সাফারিতে আসা দর্শকের সংখ্যা বাড়ছে। গত আর্থিক বছরে ২ কোটি টাকা এখান থেকে আয় হয়েছে। জুন জুলাই দুমাসেই ৫৬ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভূমিকম্পে তাসের ঘরের মত ভেঙে পড়বে সল্টলেক নিউটাউনের বাড়িঘর

২০ হেক্টর জমির উপরে তৈরি হয়েছে এই লেপার্ড সাফারি। দর্শকরা যাতে ভালমতো চিতাবাঘ দেখতে পারেন সে জন্য তাদের এনক্লোজারে রাখা হয়েছে। মোট চারটি চিতাবাঘের মধ্যে দুটি পুরুষ ও অন্য দুটি মেয়ে। ছেলেদের নাম রাখা হয় সচিন, সৌরভ আর মেয়েদের নাম রাখা হয় শীতল ও কাজল।

আরও পড়ুনঃ EXCLUSIVE: ৫৫ নম্বরের পরীক্ষায় পরীক্ষার্থীকে ৫৯ দিয়ে এসএসসি-র নতুন কীর্তি

নববর্ষ উপলক্ষ্যে প্রচুর ভিড় হয়েছিল সাফারি পার্কে। তবে লেপার্ড বেরিয়ে যাওয়ায় আপাতত বন্ধ বেঙ্গল সাফারি। চিতা বেড়িয়ে পরায় আপাতত বাইরে নতুন বছরে আনন্দ করতে যাওয়া মানুষজন। চিতা বাঘের আতঙ্কে মাটি নতুন বছরের প্রথম দিন।

তবে, সাফারিতে পশু পাখি দেখা বন্ধ হলেও মানুষ জানতে চাইছে, নতুন বছরের প্রথম দিনে খাঁচা থেকে কে পালাল। কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সচিন, সৌরভ না শীতল, কাজল? শেষ পর্যন্ত জানা যায় পালিয়েছে ‘শচিন’। তবে এই ‘শচিন’ একটি পুরুষ লেপার্ড।

]]>