Siliguri 19th Film Festival – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Mon, 19 Nov 2018 18:28:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Siliguri 19th Film Festival – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বাংলায় শুরু উনিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব https://thenewsbangla.com/the-19th-international-film-festival-started-in-bengal/ Mon, 19 Nov 2018 18:21:55 +0000 https://www.thenewsbangla.com/?p=2704 The News বাংলা, শিলিগুড়িঃ কলকাতার পর এবার শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘আসছে আবার শবর’ দেখিয়ে শুরু হলো শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলা সিনেমার শতবর্ষকে সামনে রেখে শুরু হলো এই চলচ্চিত্র উৎসব।

বাংলা সিনেমার শতবর্ষকে থিম করে কলকাতা চলচ্চিত্র উৎসবের পরপরই শিলিগুড়িতে শুরু হলো উনিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি সিনে সোসাইটির উদ্যোগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুচনা হয় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর প্রেক্ষাগৃহে। প্রথমদিন উদ্বোধনের পর বাংলা ছায়াছবি ‘আসছে আবার শবর’ দিয়ে শুরু হয় চলচ্চিত্র উৎসব।

Image: The News বাংলা
Image: The News বাংলা

‘আসছে আবার শবর’ সিনেমার পরিচালক অরিন্দম শীল ও অভিনেত্রী তুহিনা দাস উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব, বাংলাদেশের জুরি তসমিয়া আফরিন, সাদিয়া খাতুন ও কলকাতার জুড়ি শঙ্খ্যজিৎ বিশ্বাস ও সিনে সোসাইটির কর্মকর্তারা।

আরও পড়ুনঃ বাংলার প্রায় দর্শক শূন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এবারের শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলা সিনেমার শতবর্ষকে পাথেয় করে মোট ছয়টি বাংলা ছবি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। বাংলা সিনেমার শতবর্ষের পাশাপাশি বিশ্ব বিখ্যাত পরিচালক বার্গম্যানেরও শতবর্ষকে সম্মান জানিয়ে বার্গ ম্যানের একটি ছবিকেও এই চলচ্চিত্র উৎসবে সামিল করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘পুলিশ হত্যা মামলা’তেও বাংলার পুলিশের মুখে চুনকালি

শিলিগুড়ির সিনে সোসাইটির ২৪তম বছরে শিলিগুড়িতে তাদের উদ্যোগে আয়োজিত হল উনিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনে সোসাইটির সম্পাদক প্রদীপ নাগ জানান, যে সমস্ত সিনেমাগুলি সাধারনত প্রেক্ষাগৃহে কোনো কারনে প্রদর্শিত হয়নি অথচ উচু মানের ছবি, দেশী বিদেশী সেই সমস্ত ছায়াছবি নিয়েই এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

Image: The News বাংলা
Image: The News বাংলা

২০তারিখ থেকে ২৬তারিখ পর্যন্ত শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে শনি ও রবিবার বাদ দিয়ে দুটো করে সিনেমা দেখানো হবে। শনি ও রবিবার দেখান হবে তিনটে করে সিনেমা। এখানে ১০ টি দেশের মোট ১৭ টি সিনেমা দেখানো হবে। বিশ্ব বিখ্যাত চলচ্চিত্রকার বার্গম্যানকে শ্রদ্ধা জানিয়ে তার স্মরনে তার পরিচালনায় সুইডেনের ছবি “সাইলেন্ট” দেখান হবে ২০তারিখ।

আরও পড়ুনঃ ডিসেম্বরেই মোদী বিরোধী মহাজোট, নবান্নে জানালেন মমতা চন্দ্রবাবু

এ বছর নেপালের দুটো ছবি দেখানো হচ্ছে। তার মধ্যে একটি হল ‘ময়না’ ও অন্যটি হল ‘কে-টু। এই ‘কে-টু’ সিনেমাটি রাখার উদ্দেশ্য হিসেবে আয়োজকদের বক্তব্য,বর্তমানে এমন প্রচুর মানুষ আছেন যারা অ্যাডভেঞ্চার ভীষন পছন্দ করেন। পাহাড়ের বিভিন্ন শৃঙ্গে ভ্রমন করার জন্য উৎসাহিত করার জন্যই বিশেষ করে এই ছবিটিকে রাখা হয়েছে। স্কুল ও কলেজের ছেলেমেয়েরা যাতে ছবিটি দেখে উৎসাহিত হবার সুযোগ পায় সে কারনে রবিবার বেলা ১টার সময় ছবিটিকে রাখা হয়েছে।

Image Source: Google

গোটা চলচ্চিত্র উৎসবে বিদেশী প্রচুর ছবি থাকলেও হিন্দি ভাষার ছবি রাখা হয়েছে মাত্র দুইটি। বাংলা ও হিন্দী ভাষা ছাড়া ভারতীয় আর কোনো ভাষার ছবি এখানে রাখা হয় নি। তার কারন হিসেবে উদ্যোক্তাদের অভিযোগ, ভারতীয় সিনেমা দেখানোর জন্য অনুমোদন পাওয়ার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেয়। অথচ বিদেশী ছবির অনুমোদনের ক্ষেত্রে কোনো অসুবিধাই হয় না বলে তাদের বক্তব্য।

আরও পড়ুনঃ গরু চুরি করতে এসে দড়ির ফাঁদে আটক বাঘমামা

অরিন্দম শীল আরও জানান, এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে একটি ফিল্ম হেরিটেজ তৈরী হয়েছে, সেখানে ১০০টি বাংলা ছবি সংরক্ষন করা হবে। এছাড়া এবছর এপর্যন্ত বাংলা ছায়াছবিও ১০০টি মুক্তি পেয়েছে। যা বাংলা সিনেমার জগতে অত্যন্ত আশাব্যঞ্জক।

অন্যদিকে, পর্যটন মন্ত্রী গৌতম দেবও এত কম সংখ্যা হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। তবে আগামীতে যাতে দর্শক সংখ্যা বৃদ্ধি পায়, সে ব্যাপারে সকলকেই উদ্যোগী ভুমিকা নিতে হবে বলে তিনি বলেন। এজন্য আয়োজন সিনে সোসাইটিকে কলকাতা গিয়ে এক্সপার্টদের সাথে কথা বলতে বলেন।

]]>
বাংলার প্রায় দর্শক শূন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব https://thenewsbangla.com/international-film-festival-of-bengal-without-visitors/ Sun, 18 Nov 2018 14:31:03 +0000 https://www.thenewsbangla.com/?p=2638 The News বাংলা, শিলিগুড়িঃ নামেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তবে দর্শক প্রায় হয় না বললেই চলে। শুনতে অবাক লাগলেও সত্যি। বাংলার দর্শক শূন্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় শিলিগুড়িতে।

শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ধারে কাছেও দর্শক পাওয়া যায় না। আক্ষেপ আয়োজক সংস্থার। যদিও কলকাতার পর শিলিগুড়িই বাংলার একমাত্র শহর যেখানে বিভিন্ন ভাষাভাষির মানুষের বসবাস। সংস্কৃতিমনস্ক মানুষেরও অভাব নেই এই শহরে। প্রায় প্রতিটি পরিবারের কচিকাচারা ইংরেজী মাধ্যম স্কুলে পড়াশুনা করছে। শিক্ষিত মানুষেরও ঘাটতি নেই। প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস এ শহরে। অথচ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক হয় হাতে গোনা মাত্র আশি থেকে একশ জনই।

Image: The News বাংলা

পাশাপাশি চলচ্চিত্র উৎসবে সরকারী সাহায্য সেভাবে না পেলেও, মূলত স্পনসরশিপের অভাবকেই দায়ী করেছেন তাঁরা। সেইসঙ্গে প্রচারের আলোতে না আসার জন্যই দর্শক টানতে অসুবিধে হচ্ছে বলেই মত তাঁদের। এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টিকিটের মুল্য ২০০ টাকা হলেও শিলিগুড়িতে তা ৩০ টাকা ও ৪০ টাকাই রাখা হয়।

আরও পড়ুনঃ ‘কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল’ তুমি কার ?

অথচ মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলিতে যেমন তেমন সিনেমা এলেও ৫০০ টাকা খরচ করে হলেও সাধারন মানুষ তা দেখতে ছোটেন, অথচ হাতের সামনে সিনেমা হলে দেশ বিদেশে নামী দামী সিনেমা প্রদর্শিত হলেও দর্শক সংখ্য অতি অল্প। দুঃখ শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

সেই আক্ষেপকে সঙ্গ করেই শিলিগুড়ি সিনে সোসাইটি বিগত ১৯ বছর ধরে শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। আর্থিক প্রতিকূলতার মধ্যে থেকেও তাঁরা শিলিগুড়িবাসীদের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে বঞ্চিত রাখতে পারেন নি। মুষ্টিমেয় সদস্য সংখ্যা নিয়ে কঠিন পরিস্থিতিতেও এ ধরনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করে চলেছেন তাঁরা।

Image Source: Google

তবে আর্থিক প্রতিকূলতাকে কোনো প্রতিবন্ধকতা বলে তাদের মনেই হত না যদি দর্শকদের সাড়া পাওয়া যেত। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে প্রায় ৭০০টি আসন রয়েছে। তা পুরোপুরি ভর্তি হওয়া তো অনেক দূরের কথা, অর্ধেক সংখ্যক দর্শকেরও দেখা পাওয়া যায় না। যার অন্যতম কারন হিসেবে উন্নত সাউন্ড সিস্টেমের অভাবকেই দায়ী করছেন উদ্যোক্তারা।

তবে এত কিছুর মধ্যেও উনিশতম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় কানায় কানায় ভর্তি হবে দর্শকাসন, বলে আশাবাদী উদ্যোক্তারা। সিনে সোসাইটির সভাপতি সঞ্জীবন দত্ত রায় আক্ষেপ করে বলেন, শিলিগুড়িতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের সাড়া অত্যন্ত হতাশাব্যাঞ্জক যা শিলিগুড়ির মত সংস্কৃতি মনস্ক শহরের সাংস্কৃতিক পরিমন্ডলের মাপকাঠিতেও বেশ হতাশজনক।

আরও পড়ুনঃ ‘আন্তর্জাতিক’ ফিল্ম ফেস্টিভ্যালে কাউন্সিলরের ‘বিজ্ঞাপন’, বিক্ষোভে মুখ পুড়ল বাংলার

কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরেই শুরু হচ্ছে শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সোমবার সন্ধ্যায় অরিন্দম শীলের পরিচালনায় ‘আসছে আবার শবর’ নামে বাংলা ছবি দিয়ে শুরু হচ্ছে এই উৎসব। মুখ্য অতিথি হিসেবে থাকবেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উৎসবের উদ্বোধন করবেন ‘আসছে আবার শবর’ ছায়াছবির পরিচালক অরিন্দম শীল। ১০টি দেশের ১৭টি সিনেমা নির্বাচিত হয়েছে এই উৎসবে। ১৯ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে সিনেমাগুলি দেখানো হবে।

]]>