Shot Dead – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sat, 04 May 2019 18:58:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Shot Dead – The News বাংলা https://thenewsbangla.com 32 32 কাশ্মীরের অনন্তনাগে বিজেপি নেতাকে গুলি করে মারল জঙ্গিরা https://thenewsbangla.com/jk-bjp-leader-gul-mohammed-mir-shot-dead-at-kashmir-by-militants/ Sat, 04 May 2019 18:23:28 +0000 https://www.thenewsbangla.com/?p=12376 বিজেপি নেতা গুল মহম্মদ মীর-কে গুলি করে মারল জঙ্গিরা; কাশ্মীরের অনন্তনাগের নওগাঁও এলাকায় এই ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আলতাফ ঠাকুর একথা জানিয়েছেন।

বিশাল নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে রয়েছে; চিরুনি তল্লাশি চালানো হচ্ছে নওগাঁও এলাকায়; জানা গেছে; তিনজন জঙ্গি তাঁর বাড়ির কাছে এসে অস্ত্র দেখিয়ে তাঁর গাড়ির চাবি চায়। তিনি গাড়ির চাবি দিয়েও দেন।

আরও পড়ুনঃ জয় শ্রী রাম শুনে গাড়ি থেকে নেমে তাড়া করলেন মমতা

চাবি নিয়ে গাড়ি চালিয়ে চলে যাবার সময় তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায়; হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত বছর ২২ শে আগস্ট প্রকাশ্যে বিজেপি নেতা সাবির আহমেদ ভাটকে গুলি করে খুন করে জঙ্গিরা। এর আগেও কাশ্মীরে বারবার জঙ্গি হামলার মুখে পড়েছেন বিজেপি নেতারা।

আরও পড়ুনঃ কলকাতাকে ফণীর হাত থেকে বাঁচাল কলকাতা নিজেই, রহস্য গরম

গত বছরের নভেম্বরে; জম্মুর কিশতওয়ারের বিজেপির রাজ্য সভাপতি অনিল পরিহার ও তাঁর ভাই অজিত পরিহারকে গুলি করে মারে জঙ্গিরা। প্রকাশ্যে আচমকা তাদের ওপর গুলি চালায় ২ জঙ্গি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করা হয়।

কাশ্মীরে বিজেপি নেতা খুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন ও নিন্দা জানিয়েছেন; বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বলেছেন; “দেশের যুব সম্প্রদায়ই পারবে সঠিক ভবিষ্যতের পথ বাছাই করতে। আর সন্ত্রাসবাদী কার্যকলাপ বেশিদিন টিকবে না”।

]]>
বাস থেকে নামিয়ে পাক সেনাদের মাথায় গুলি করল অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা https://thenewsbangla.com/pakistan-navy-personnel-14-passengers-shot-dead-by-unidentified-gunmen/ Thu, 18 Apr 2019 12:58:55 +0000 https://www.thenewsbangla.com/?p=11145 পাকিস্তানের বালুচিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ জনকে গুলি করে হত্যা করল মুখোশধারী বন্দুকবাজরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে দলটি হামলা চালিয়েছে, তারা পাক সেনার পোশাক পরে ছিল। ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমেলে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বালোচ গোষ্ঠীদের সশস্ত্র বাহিনীর জোট।

আরও পড়ুনঃ ফিরদৌসের পর গাজী নূরকে বাংলাদেশ ফেরত পাঠাল ভারত সরকার

পাকিস্তানের বালুচিস্তানের প্রদেশের একটি রাস্তায় বাস থেকে নামিয়ে অন্তত ১৪ যাত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। বৃহস্পতিবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের ওরমারা এলাকার মাকরান উপকূলীয় রাস্তায় ঘটনাটি ঘটেছে। হতাহতদের দেহ পরীক্ষার সময় পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মুসা বলেন, তারা সবাই গুলিবিদ্ধ হয়েছে। বেশিরভাগেরই মাথার পিছনে গুলি করা হয়েছে।

আরও পড়ুনঃ পয়সা দিয়ে আনা হয় সেলিব্রিটিদের, বিদেশি অভিনেতা প্রসঙ্গে বেফাঁস কল্যাণ

আঞ্চলিক স্বরাষ্ট্র সচিব হায়দার আলী এএফপি নিউজ এজেন্সিকে জানান, হামলা চালানোর আগে হামলাকারীরা আধা সামরিক বাহিনীর পোশাক পরেছিল এবং গুলি বর্ষণের আগে যাত্রীদের বাস থেকে নামতে বাধ্য করা হয়। বেছে বেছে ১৬ জনকে নামিয়ে নিয়ে যাওয়া হয় যার মধ্যে পাক সেনা কর্মীরাও ছিলেন।

আরও পড়ুনঃ তৃণমূলের হয়ে প্রচার করে ভারতের কালো তালিকায় বাংলাদেশী অভিনেতা ফিরদৌস

পাকিস্তানের সংবাদসংস্থা ডন জানিয়েছে, সেনা পোশাক পরা প্রায় ১৫ থেকে ২০ জন অজ্ঞাত বন্দুকধারীর একটি দল করাচী থেকে গওয়াদরগামী পাঁচ থেকে ছয়টি বাস থামায়। বুজি টপ এলাকায় বন্দুকধারীরা একটি বাস থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে। তারপর ১৬ জন যাত্রীকে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। এদের মধ্যে দুই যাত্রী কোনোরকমে রক্ষা পেয়ে পালিয়ে গিয়ে নিকটবর্তী আধাসামরিক বাহিনীর চেকপোস্টে খবর দেন।

আরও পড়ুনঃ নিজেদের অফিসে সহকর্মীদের হত্যার খবর প্রকাশ করে পুলিৎজার পুরস্কার

বাসে যাত্রীরা করাচী থেকে মাকরান উপকূলীয় মহাসড়ক ধরে বন্দর নগরী গাওয়াদারে যাচ্ছিলেন। গাওয়াদার জেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ শাওয়ানি জানান, এটি একটি নির্জন জায়গা। এটি ওরমারার নিকটতম শহর থেকে ৬০ কিলোমিটার এবং গাওয়াদার থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পড়ুনঃ ইচ্ছে থাকলে সহজেই পরিবার নিয়ে আপনিও যেতে পারেন মহাকাশ ভ্রমণে

স্থানীয় কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি। তখনও পর্যন্ত নিহতদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এদের মধ্যে পাক নেভির অফিসার আছে বলে জানা গেছে। ২০১৫ সালেও বেলুচিস্তানের মাসটুং এলাকায় একই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই সময় সশস্ত্র ব্যক্তিরা করাচিগামী দুটি বাসের প্রায় ২৪ জন যাত্রীকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে অন্তত ১৯ জনকে গুলি করে হত্যা করেছিল।

আরও পড়ুনঃ ন্যাটো সহযোগীদের সমান মর্যাদা পাবে ভারত, সেনার হাতে আসবে আধুনিক অস্ত্র

বৃহস্পতিবার ভোরে পাকিস্তানের করাচি থেকে বালুচিস্তানের গাওয়াদারে দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। মাকরান কোস্টাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ওরমারা শহরের কাছে বাসটিকে থামায় মুখোশধারী জঙ্গিরা। তাদের পরনে ছিল পাক সেনার পোশাক। বাসটিকে থামিয়ে যাত্রীদের নামিয়ে এনে গুলি করে তারা।

আরও পড়ুনঃ ভোট বাজারে ফের খবরের শীর্ষে অনিল আম্বানি ও ফ্রান্সের রাফাল চুক্তি

বালোচ বিচ্ছিন্নতাবাদীদের সশস্ত্র সংগঠন ‘বালোচ রাজি আজোই সঙ্গার’ তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘বেছে বেছে পাক সেনা এবং পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্যদের আমরা হত্যা করেছি। পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পরেই হত্যা করা হয়েছে’।

আরও পড়ুনঃ মোদীকে ভোট দিতে চাকুরী ছেড়ে ভারতে এলেন এই প্রবাসী ভারতীয়

পাক স্বরাষ্ট্রসচিব হায়দর আলি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘হামলাকারীরা সংখ্যায় ছিল প্রায় ২০ জন। ওরা প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কোরের-এর পোশাক পরেছিল। মৃতেরা সবাই পাক নাগরিক। এখনও পর্যন্ত জানতে পেরেছি, মৃতদের মধ্যে এক জন পাক সেনা এবং এক জন পাক উপকূলরক্ষী বাহিনীর সদস্য’।

আরও পড়ুনঃ তৃণমূলের প্রচার করায় ফেরদৌসকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের

বালুচিস্তানের গাওয়াদার শহরের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানিয়েছেন, ‘বুলেটের আঘাতেই সকলের মৃত্যু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই মাথায় পিছনে গুলি করা হয়েছে’। পাক সরকারের তরফে জানানো হয়েছে, বন্দুকধারী হামলাবাজদের ধরতে তদন্ত শুরু হয়েছে। যদিও হামলার পরই তারা ঘটনাস্থল ছেড়ে পালায় বলে জানিয়েছে পাক সরকার। বিবৃতি দিয়ে ঘটনার কড়া নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় তরুণীকে গুলি করে হত্যা https://thenewsbangla.com/rape-survivor-shot-dead-allegedly-for-not-withdrawing-case-in-gurgaon/ Sun, 20 Jan 2019 06:44:05 +0000 https://www.thenewsbangla.com/?p=5824 প্রথমে ধর্ষণ ও তারপর সেই ধর্ষণ মামলা প্রত্যাহার না করায় গুলি করে খুন। ভয়ংকর কাণ্ডটি ঘটেছে হরিয়ানার গুরগাঁওয়ে। তাঁরই ধর্ষণ মামলায় শুক্রবার গুরগাঁও আদালতে ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার কথা ছিল। তার আগেই তাঁকে পৃথিবী থেকেই সরিয়ে দিল ধর্ষণকারী। প্রশাসন ও আইন-কানুন নিয়েই উঠে গেছে প্রশ্ন।

আরও পড়তে পারেনঃ বিপদ এড়াতে ভেজাল দুধ কিভাবে চিনবেন জেনে নিন

গুরগাঁওয়ে এক ব্যক্তি তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা প্রত্যাহার করে নিতে রাজি না হওয়ায় অভিযোগকারী তরুণীকে জোর করে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে। অভিযুক্ত স্বন্দীপ কুমার ওই তরুণীকে ধর্ষণ করেছে বলেই অভিযোগ করে অভিযোগ করে ওই মহিলা ও তাঁর পরিবার। গুরগাঁও আদালতে ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার আগেই তাকে গুলি করে খুন করা হল।

আরও পড়তে পারেনঃ পৃথিবী জুড়ে কমছে শিশু, চরম সমস্যায় বিশ্ব সমাজ

পুলিশ জানিয়েছে, নিহত তরুণী ২০১৭ সালের মার্চে অভিযুক্ত স্বন্দীপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। একই নাইট ক্লাবে ওই তরুণী নাচত এবং স্বন্দীপ বাউন্সার এর কাজ করত। চার বছর ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু স্বন্দীপের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন ওই তরুণী।

ধর্ষণ মামলা দায়ের হবার পরেই, শুরু থেকেই স্বন্দীপ ধর্ষণ মামলা প্রত্যাহার করার জন্য তরুণীকে চাপ দিত বলে দাবি করেন তারা মা। বারবার হুমকিও দেওয়া হয়। শুক্রবার গুরগাঁও আদালতে ওই তরুণীর জবানবন্দি রেকর্ড করার কথা ছিল।

আরও পড়তে পারেনঃ মানুষের হাসপাতালে এত কুকুর বেড়াল কেন? দায় এড়াতে পারে না প্রশাসন

আদালতে জবানবন্দি দিতে তারা করনাল থেকে গুরগাঁও এসেছেন বলেও জানান তরুণীর মা। তার মাত্র কয়েক ঘন্টা আগে অভিযুক্ত স্বন্দীপ কুমার তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় বলে দাবি করেন নিহত তরুণীর মা। তারপর থেকেই ওই তরুণীর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়তে পারেনঃ অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের

নিহত তরুণীর মায়ের অভিযোগ, “শুক্রবার ভোররাতের দিকে স্বন্দীপ কুমার আমাদের নাথুপুরের বাড়িতে আসে এবং আমার মেয়ের সঙ্গে তার গাড়িতে কয়েক মিনিট একা কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করে। মেয়ে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে সে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। কয়েক ঘণ্টা পর ভোর ৬টার দিকে সে ফোনে আমাদের মামলা তুলে নিতে বলে, নতুবা মেয়েকে হত্যার হুমকি দেয়”।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

শুক্রবার পথচারীরা খুশবু চকে, গুরগাঁও-ফরিদাবাদ সড়কের পাশে এক তরুণীর গুলি লাগা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মৃতদেহের পরিচয় সনাক্ত করে। চার চারটি গুলি করে খুন করা হয়েছে ওই মহিলাকে।

গুরগাঁও পুলিশ জানায়, ২০১৭ সালের মার্চে তরুণীর অভিযোগের ভিত্তিতে তারা স্বন্দীপকে গ্রেফতার করেছিল। পরে সে জামিনে বেরিয়ে আসে। তরুণীর মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা স্বন্দীপের বিরুদ্ধে এখন হত্যা মামলা দায়ের করেছি। পলাতক স্বন্দীপের বাড়ি ফরিদাবাদের তিগাঁওয়ে। পুলিশ তাকে খুঁজছে।

ধর্ষণকারী ধর্ষণ করেও মুক্ত থেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করল অভিযোগকারী তরুণীকে। ভারতীয় বিচার ব্যবস্থা ও প্রশাসনের লজ্জার দিন বলেই এই ঘটনাকে মনে করা হচ্ছে।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়

অস্ট্রেলিয়ার মাটিতে জোড়া ইতিহাস ‘বিরাট’ ভারতের

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>