shiva – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 26 Mar 2019 08:23:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg shiva – The News বাংলা https://thenewsbangla.com 32 32 বিষ পান করে নিজেকে শিবের অবতার প্রমাণ করুন, রাহুলকে চ্যালেঞ্জ মন্ত্রীর https://thenewsbangla.com/bjp-minister-challenged-rahul-gandhi-to-prove-to-be-shivas-incarnation-by-drinking-poison/ Tue, 26 Mar 2019 08:22:28 +0000 https://www.thenewsbangla.com/?p=9266 ভোট যতই এগিয়ে আসছে, ততই বিজেপির হিন্দুত্বের তাসকে ভোঁতা করতে প্রতিযোগিতায় নেমেছে কংগ্রেস। ইতিমধ্যেই তিন তালাকের পক্ষ নেওয়া বা প্রতিবেশী দেশের অত্যাচারিত হিন্দুদের নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করে বিজেপির কাছে হিন্দুবিরোধী তকমা পেয়েছে কংগ্রেস। সেই তকমাকে নস্যাৎ করতেই তৎপর তারা। এবার কংগ্রেস সভাপতি রাহুল কে শিবের অবতার বলে দেখাল কংগ্রেস। আর তাই নিয়েই এবার কটাক্ষ বিজেপির।

স্কুল সার্ভিস নিয়ে আরও পড়ুনঃ খোলা রাস্তায় বসে মমতার ঘেরাটোপ অনশনের রেকর্ড ভাঙল স্কুল সার্ভিস উত্তীর্ণরা

হিন্দুদরদী প্রমান করতে সব পক্ষই আসন্ন লোকসভা নির্বাচনে সংখ্যাগুরু ভোটারদের কাছে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলে ধরতে চাইছে। সেদিক মাথায় রেখে বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে কংগ্রেস সমর্থকরা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা বঢরাকে হিন্দু দেব দেবীদের অবতার হিসেবে তুলে ধরতেও পিছপা হচ্ছেন না কংগ্রেস কর্মী সমর্থকরা। এই নিয়ে পোস্টার ছাপিয়ে কোথাও দেখান হচ্ছে রাহুল গান্ধী মহাদেব শিবের অবতার, আবার কোথাও প্রিয়াঙ্কা বঢরাকে মা দুর্গার অবতার হিসেবে দেখানো হচ্ছে।

আরও পড়ুনঃ দেনার দায়ে ফের আত্মহত্যা বাংলার আলু চাষির

আর এতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এক হাত নিলেন গুজরাটের উপজাতি উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গণপত বাসভ। বিষ পান করে নিজেকে ভগবান শিবের অবতার প্রমান করার নিদান দিলেন এই মন্ত্রী৷ আর তারপরেই জমে উঠেছে তর্ক বিতর্ক।

আরও পড়ুনঃ নিজের স্ত্রী ও সোনা কাণ্ডে মুখ খুললেন অভিষেক

সোমবার সুরাটের বরদৌলির একটি জনসভায় বলেন, শিবের অবতার হিসেবে রাহুল গান্ধীকে স্বীকার করে নেওয়া যেতে পারে, যদি তিনি ৫০০ গ্রাম বিষ পান করে নিজেকে সুস্থ প্রমাণ করতে পারেন। আর কংগ্রেস সভাপতিকে বিষ খেতে বলে যেন আগুনে ঘি ঢাললেন বিজেপি মন্ত্রী।

আরও পড়ুনঃ বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করা হোক, নির্বাচন কমিশনে অভিষেক

গণপতি বাসভ জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “কংগ্রেস সমর্থকরা রাহুল গান্ধীকে শিবের অবতার হিসেবে দাবি করছেন। ভগবান শিব মানব জাতি রক্ষার্থে নিজের কন্ঠে বিষ ধারণ করেছিলেন”। এরপরেই তিনি রাহুল গান্ধীকে ৫০০ গ্রাম বিষ পানের করানোর জন্য কংগ্রেস কর্মীদের উদ্যোগী হতে বলেন। বিষ পানের পর যদি রাহুল সুস্থ থাকেন, তবে তাকে শিবের অবতার হিসেবে মেনে নেবেন বলে তিনি জানান।

আরও পড়ুনঃ বাবুল সুপ্রিয়র প্রার্থীপদ বাতিল করা হোক, নির্বাচন কমিশনে অভিষেক

এই বক্তব্যের কড়া নিন্দা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। গুজরাট প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মনীষ দোশী বলেন, একজন মন্ত্রীয় এরূপ মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক। এটাই বিজেপি নেতাদের চরিত্রের বহিঃপ্রকাশ বলে তিনি প্রতিক্রিয়া জানান। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত জেনেই হতাশাজনক পরিস্থিতি থেকেই বিজেপি নেতারা ব্যক্তি আক্রমণে নেমেছেন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই শুনবে স্কুল সার্ভিস কেলেঙ্কারির ঘটনা

তবে রাম ও রাম মন্দিরকে ছেড়ে, কংগ্রেস বিজেপি লড়াই এখন শিব পার্বতীকে নিয়ে। ভোটের বাজারে যা বেশ মজাই দিচ্ছে আম জনতাকে। দেব দেবীরা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারেন সেটাই এখন দেখার।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
কেন মা কালীর পায়ের নিচে বাবা মহাদেব https://thenewsbangla.com/why-is-god-mahadev-under-the-feet-of-goddess-kali/ Thu, 08 Nov 2018 11:55:22 +0000 https://www.thenewsbangla.com/?p=2045 The News বাংলা: মা কালী হলেন একজন হিন্দু দেবী। তাঁর অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় কালীপূজা করে থাকে। তন্ত্র অনুসারে, কালী দশমহাবিদ্যা নামে পরিচিত দশজন প্রধান তান্ত্রিক দেবীর প্রথম। কিন্তু মা কালীর পায়ের নীচে শিব কেন ?

শাক্ত মতে, কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়। পুরাণ ও তন্ত্র সাহিত্যে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। এগুলি হল: দক্ষিণাকালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, শ্মশানকালী, মহাকালী, রক্ষাকালী ইত্যাদি।

কিন্তু, মা কালীর পদতলে শিব কেন?

Image Source: Google

পুরাণে আছে, অসুর কূলের আক্রমনের ফলে সঙ্কটে পরে দেবতারা। তাঁদের তাঁড়িয়ে স্বর্গরাজ্যের অধিকার নেওয়ার চেষ্টা করেছিল অসুররা। অসুরদের প্রধান ছিলেন রক্তবীজ। ব্রহ্মার বরে রক্তবীজের একফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল আরো হাজার রক্তবীজ।

আরও পড়ুনঃ জেনে নিন সিদ্ধপুরুষ ‘জয় বাবা লোকনাথ’ এর অজানা কাহিনী

একফোঁটা রক্ত ভূমিতে পড়লেই আর্বিভূত হচ্ছিল অসুর বাহিনী। অসুর নিধন করতে অবর্তীণ হোন দেবী দূর্গা। সব অসুর নিহত হলেও বেঁচে থাকেন রক্তবীজ। কিন্তু সেই যুদ্ধেও ব্রহ্মার বরে অপরাজেয় থাকেন রক্তবীজ। এই অবস্থায় দূর্গার ভীষণ ক্রোধে তাঁর দুই ভ্রু এর মাঝখান থেকে জন্ম নেন দেবী কালী।

Image Source: Google

কালীর ভয়াল দৃষ্টিতেই নিহত হয় বহু অসুর। এরপর দেবীর চিৎকারে প্রাণহানি হয় আরও অনেক অসুরের। রক্তবরণ লকলকে জিব বের করে কালী গ্রাস করে নেন হাতিও ঘোড়া সওয়ার অসুর বাহিনীকে। তারপরেও টিকে থাকেন রক্তবীজ। এই অবস্থায় দেবী কালী তাঁকে অস্ত্রে বিদ্ধ করে তাঁর রক্ত পান করতে থাকেন।

আরও পড়ুনঃ নরকঙ্কালের খুলি সাজিয়ে জাগ্রত মহাশ্মশান কালীর পুজো

রক্তবীজের একফোঁটা রক্তও যাতে ভূমিতে না পড়ে সেই কারনে রক্তবীজের দেহ শূণ্যে তুলে নেন দেবী কালী। এই অবস্থায় রক্তবীজের দেহের সবটুকু রক্তপান করেন দেবী কালী। শেষ বিন্দু রক্ত পান করার পর নিথর রক্তশূণ্য রক্তবীজের দেহ ছুড়ে ফেলে দেন মাতা কালী।

Image Source: Google

আকণ্ঠ রক্ত পান করে বিজয়নৃত্য শুরু করেন মাতা কালী। নিহত অসুরের হাত দিয়ে তিনি কোমড়বন্ধনী এবং মাথা দিয়ে মালিকা বানিয়ে পরিধান করেন। কালীর উন্মাদিনী নাচ দেখে প্রমোদ গোনেন দেবতারা। কারণ এই নাচে আসন্ন হচ্ছিল সৃষ্টির লয়।

পৃথিবীকে ধ্বংশের হাত থেকে বাঁচাবার জন্য দেবতারা শিবের শরণাগত হলেন। শিবের একাধিক মৌখিক অনুরোধ শুনতে পাননি মাতা কালী। কারন তখন তিনি উন্মাদিনী মত নেচে চলেছেন। আর কোনও উপায় না দেখে নৃত্যরতা কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে দিলেন মহাদেব।

Image Source: Google

এরপরই চৈতন্য হয় মা কালীর। থেমে যায় নাচ। পায়ের নিচে স্বামীকে দেখে লজ্জায় জিভ কাটেন দেবী কালী। এই পৌরাণিক কাহিনী অবলম্বন করেই যুগ যুগ ধরেই পূজিত হয়ে আসছে মায়ের এই প্রতিমা। দূর্গার পাশে শিবকে নানা ভাবে দেথা যায়।

আরও পড়ুনঃ অজানা কাহিনির আড়ালে সিদ্ধপিঠ তারাপীঠের তারা মা

তার মধ্যে হরগৌরী রূপ বিখ্যাত। মাতা কালীর সঙ্গে শিব থাকলে তাঁর জায়গা সবসময় দেবীর পদযুগলের নিচে। এই বিগ্রহে কালীর ডান পা যদি এগিয়ে থাকে তবে তিনি দক্ষিণা কালী। আবার বাম পা এগিয়ে থাকলে তা মায়ের বামা ক্ষ্যাপা রূপ।

]]>