Shatrughan Sinha – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Sun, 28 Apr 2019 14:27:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Shatrughan Sinha – The News বাংলা https://thenewsbangla.com 32 32 শত্রুঘ্নকে সমর্থন করে এবার জিন্নাহকে স্বাধীনতা সংগ্রামী বললেন এনসিপি নেতা https://thenewsbangla.com/ncp-leader-majeed-memon-praises-jinnah-supporting-shatrughan-sinha/ Sun, 28 Apr 2019 14:13:26 +0000 https://www.thenewsbangla.com/?p=11853 শত্রুঘ্ন সিনহার বিতর্কিত মন্তব্যের এক দিন কাটতেই শত্রুঘ্নকে সমর্থন করে জিন্নাহর প্রশংসায় পঞ্চমুখ হলেন এনসিপি নেতা মাজিদ মেনন। রবিবার বিজেপিকেই উল্টে কটাক্ষ করেন এই নেতা। মাজিদ মেনন জানান, পাকিস্তানের প্রতিষ্ঠাতা আলী জিন্নাহর ভারতের স্বাধীনতা সংগ্রামেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, অমিত শাহের মনে রাখা উচিৎ, দুদিন আগেও শত্রুঘ্ন সিনহা বিজেপির সাথেই ছিলেন। যদি তিনি কোনও রাষ্ট্রদোহী মন্তব্য করে থাকেন, সেটা তিনি বিজেপির থেকেই তাহলে শিখেছেন বলে জানান তিনি। এরপরেই তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে জিন্নাহর উল্লেখযোগ্য ভূমিকা ছিল, কিন্তু শুধুমাত্র মুসলিম হবার কারনেই বিজেপি জিন্নাহকে নিয়ে মিথ্যা প্রচার করছে এবং শত্রুঘ্নকে দেশদ্রোহী তকমা দিচ্ছে।

আরও পড়ুনঃ বিজেপিকে হারাতে গুন্ডাদেরও ভোট দিন, বিতর্কিত মন্তব্য আপ প্রার্থীর

গতকালই জিন্নাহকে স্বাধীনতা সংগ্রামী বলে বিতর্কে আসেন শত্রুঘ্ন সিনহা। তিনি দলত্যাগী বিজেপির প্রাক্তন সাংসদ। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাদের সাথে জুড়ে দেন আলী জিন্নাহর নাম। আর তাতেই শুরু হয় বিতর্ক।

শুধু জিন্নাহ নয়, স্বাধীনতা আন্দোলনে ইন্দিরা থেকে রাহুল গান্ধী, সকলেরই নাম উল্লেখ করেন তিনি। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের পুত্র নকুল নাথ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নকুল নাথের হয়েই প্রচারে অংশ নিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সেখানেই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর চেয়ে মুখ্যমন্ত্রীর ক্ষমতা বেশি, দাবি মমতার

শত্রুঘ্ন সিনহা বলেন, প্যাটেল থেকে নেহেরু, গান্ধী থেকে জিন্নাহ, ইন্দিরা থেকে রাহুল; সকলেরই দেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আর সেই কারনেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি। তারপরেই মোক্ষম অস্ত্র পেয়ে তার মন্তব্যের বিরোধিতা করে আসরে নামে বিজেপি। তার ওই মন্তব্যের ব্যাখ্যাও দাবি করেছে বিজেপি।

আরও পড়ুনঃ মমতার তোষণ নীতির জন্য বাংলায় আসছে ভয়ঙ্কর ইসলামিক স্টেট জঙ্গিরা

গত বছরই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়। পাকিস্তানের স্রষ্টা জিন্নাহ ছবি বিশ্ববিদ্যালয় থেকে খুলে ফেলার দাবি তোলেন বিজেপি সাংসদ সতীশ গৌতম। তারপরেই ছবি সরানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়।

আর এবার সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নেতা তথা পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যে অস্বস্তি কংগ্রেস শিবিরে। স্বাভাবিকভাবেই কংগ্রেস প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করতে ছাড়ছে না বিজেপি। আর এরপরেই ফের তরজা শুরু বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

]]>
রাহুল গান্ধী ও আলি জিন্নাহকে স্বাধীনতা সংগ্রামী বলে বিতর্কে শত্রুঘ্ন https://thenewsbangla.com/ali-jinnah-rahul-gandhi-contributed-to-independence-says-shatrughan-sinha/ Sat, 27 Apr 2019 14:39:06 +0000 https://www.thenewsbangla.com/?p=11784 বারবার বিতর্কিত মন্তব্য করে খবরে এসেছেন তিনি। এরপর দলত্যাগ করে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। কিন্তু বিতর্ক তাকে ত্যাগ করতে পারছে না। তিনি দলত্যাগী বিজেপির প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতাদের সাথে জুড়ে দেন আলী জিন্নাহর নাম। সঙ্গে রাহুল গান্ধীর নামও। আর তাতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুনঃ অন্যান্য নেতাদের কুর্তা ও মিষ্টি না পাঠানোয় মমতার ওপর ক্ষুব্ধ কংগ্রেস নেতা

শুধু আলি জিন্নাহ নয়, স্বাধীনতা আন্দোলনে ইন্দিরা থেকে রাহুল গান্ধী, সকলেরই নামই উল্লেখ করেন তিনি। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের পুত্র নকুল নাথ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নকুল নাথের হয়েই প্রচারে অংশ নিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। সেখানেই বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি।

আরও পড়ুনঃ নুড়ি পাথর ভরা মাটির মিষ্টি খাইয়ে মোদীর দাঁত ভাঙবেন, মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

শত্রুঘ্ন সিনহা বলেন, প্যাটেল থেকে নেহেরু, গান্ধী থেকে জিন্নাহ, ইন্দিরা থেকে রাহুল; সকলেরই দেশের স্বাধীনতা সংগ্রাম ও উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আর সেই কারনেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান তিনি। তারপরেই মোক্ষম অস্ত্র পেয়ে তার মন্তব্যের বিরোধিতা করে আসরে নামে বিজেপি। তার ওই মন্তব্যের ব্যাখ্যাও দাবি করেছে বিজেপি।

আরও পড়ুনঃ একের পর এক মিথ্যা বলে গোটা বাংলাকে আশঙ্কায় রাখার শাস্তি কি পাবেন অর্ণব অনিশা

গত বছরই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়। পাকিস্তানের স্রষ্টা জিন্নাহ ছবি বিশ্ববিদ্যালয় থেকে খুলে ফেলার দাবি তোলেন বিজেপি সাংসদ সতীশ গৌতম। তারপরেই ছবি সরানো নিয়ে ব্যাপক বিতর্ক হয়। আর এবার সদ্য কংগ্রেসে যোগ দেওয়া নেতা তথা পাটনা সাহিব লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার এই মন্তব্যে অস্বস্তি কংগ্রেস শিবিরে।

আরও পড়ুনঃ শীঘ্রই আসছি ইনশাল্লাহ, বাংলায় পোস্টার ভয়ঙ্কর ইসলামিক স্টেটের

স্বাভাবিকভাবেই কংগ্রেস প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করতে ছাড়ছে না বিজেপি। আলি জিন্নহার পাশাপাশি রাহুল গান্ধীকেও স্বাধীনতা সংগ্রামী বলে আবার বিতর্কে শত্রুঘ্ন সিনহা। এরপরেই শুরু হয়েছে জোর বিতর্ক। ভোটের মধ্যে দলকে রীতিমত গাড্ডায় ফেললেন তিনি।

]]>
ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু https://thenewsbangla.com/lok-sabha-elections-2019-shatrughan-sinha-joins-congress-ahead-of-lok-sabha-polls/ Sat, 06 Apr 2019 07:55:43 +0000 https://www.thenewsbangla.com/?p=10159 ভোটের টিকিট না পেয়ে মোদীকে ছেড়ে রাহুলের হাত ধরলেন বিহারীবাবু। লোকসভা নির্বাচনের মুখে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিজেপির শত্রুঘ্ন সিনহা। দাঁড়াবেন পাটনা সাহিব কেন্দ্র থেকেই।

আরও পড়ুনঃ হেলিকপ্টার দুর্নীতিতে আহমেদ প্যাটেলের নাম, সনিয়া রাহুলকে তুলধোনা নরেন্দ্র মোদীর

অভিনয়ের পাট চুকিয়ে অনেক আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। দুই মেয়াদে লোকসভা নির্বাচনে নির্বাচিতও হয়েছেন বর্তমান দেশের ক্ষমতাসীন দল বিজেপি থেকে। তবে বিজেপির সঙ্গে দীর্ঘ এই সম্পর্ক এবার ছিন্ন করলেন শত্রুঘ্ন সিনহা। টুইট করে জানিয়েও দিয়েছিলেন, বিজেপিতে আর থাকছেন না। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে লোকসভা ভোটের ঠিক আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক সময়ের শক্তিমান এই অভিনেতা।

আরও পড়ুনঃ সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় উচ্চবর্ণের জন্য অতিরিক্ত ২% কর চাপাচ্ছে সমাজবাদী পার্টি

বিজেপি ছেড়ে শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দিচ্ছেন, এমন খবর বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। গতকালই বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে দুজনে একসঙ্গে ছবি তোলার পর সব সংশয় মুছে যায়। এরপর তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন দল পরিবর্তনের খবর। শনিবার কংগ্রেস দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ‘হাতে’ যোগ দিলেন দুবারের এই সাংসদ।

আরও পড়ুনঃ ধাক্কা খেল মোদী সরকার, পাকিস্তানের কোন এফ ১৬ বিমান ধ্বংস হয় নি জানাল আমেরিকা

কংগ্রেসে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বললেন, “দুঃখের সঙ্গে বিজেপি থেকে বিদায় নিচ্ছি। সনিয়া ও রাহুল গান্ধীর মত প্রগতিশীল নেতৃত্বের ছায়ায় আসছি”। কংগ্রেসে যোগ দেবার পর, বিজেপিতে যোগ্য নেতাদের সম্মান দেওয়া হয় না বলেই জানিয়েছেন তিনি। নাম উল্লেখ না করলেও তিনি মোদীর তুমুল সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভায় মুসলিম লীগের পতাকা, ভাইরাস বলে কটাক্ষ যোগীর

শুক্রবার প্রচারসভায় শত্রুঘ্ন সিনহার ভূয়সী প্রশংসা করেছেন রাহুল গান্ধী। এদিনের যোগদান পর্ব শেষে সাংবাদিকদের শত্রুঘ্ন বলেন, “বিজেপিতে আমি সব আক্রমণ ও সমালোচনা সম্মানের সঙ্গে সামলেছি। ওখানে মোদী ও অমিত শাহের একনায়কতন্ত্র চলছে”। তিনি আরও বলেন, “আডবানী থেকে শুরু করে মুরলি মনোহর যোশী কারোর সম্মান নেই ওখানে।

আরও পড়ুনঃ ক্ষমতায় এলেই চৌকিদার মোদীকে জেলে ভরার ঘোষণা রাহুলের

বিহারের পাটনা সাহিব আসন থেকে ২০০৯ ও ২০১৪—এই দুই মেয়াদে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে দুইবারই নির্বাচিত হয়েছিলেন ৭২ বছর বয়সী এই অভিনেতা তথা রাজনীতিবিদ। এবার ওই আসনেই তিনি হাত চিহ্ন নিয়ে লড়বেন।

আরও পড়ুনঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে ইডির চার্জশিটে সনিয়া ঘনিষ্ঠ আহমেদ প্যাটেল

খবরে উঠে এসেছেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। না! কংগ্রেসে তিনি যোগে দেননি। তবে আপাতত যা খবর উত্তরপ্রদেশের লখনউ আসনে বিজেপির রাজনাথ সিংয়ের বিরুদ্ধে ভোট ময়দানে নামতে চলেছেন শত্রুঘ্নর স্ত্রী পুনম। উত্তর প্রদেশের বুকে বিজেপির রথ রুখতে মায়াবতীর বিএসপির সঙ্গে জোট বেঁধেছে অখিলেশের সপা। বুয়া ভাতিজার জোটে ঠিক হয়, লখনউ কেন্দ্রটিতে লড়বে সমাজবাদী পার্টি।

আরও পড়ুনঃ চিত্র পরিচালক ও লেখকদের পর ঘৃণার রাজনীতি নিয়ে সরব দেশের সেরা বিজ্ঞানীরা

আর সেই সমাজবাদী পার্টির টিকিটে লখনউ থেকে সম্ভবত লড়তে চলেছেন শক্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। স্বামী কংগ্রেসে যোগ দিলেও পুনম সমাজবাদী পার্টি থেকে ভোট ময়দানে লড়বেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ কলকাতার পুলিশ কমিশনার বদল, মমতা ঘনিষ্ঠ অফিসারদের ভোট থেকে দূরে রাখা হল

গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল যে, পাটনা সাহিবের সাংসদ কংগ্রেস যোগ দেবেন। ক্রমাগত নরেন্দ্র মোদী সরকারের সমালোচনার কারণে এবার ‘শটগান’কে লোকসভা ভোটের টিকিট দেয়নি বিজেপি। তাঁর কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তিনি ও শত্রঘ্ন দুজনেই কায়স্থ। পাটনা সাহিবে এই জাতের ভোটার সংখ্যাই বেশি।

আরও পড়ুনঃ ঘৃণার রাজনীতির বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন জানালেন দেশের ২০০ জন লেখক

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
সম্পত্তি বৃদ্ধির তালিকার শীর্ষে বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহা https://thenewsbangla.com/shatrughan-sinha-is-top-in-adr-report-of-142-percent-hike-in-assets-of-153-mps-in-5-years/ Wed, 20 Mar 2019 13:55:26 +0000 https://www.thenewsbangla.com/?p=8919 সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই নতুন মনোনয়ন পত্রে প্রার্থীর স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমান জানান দিতে হচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এলো অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এর একটি রিপোর্ট, যাকে ঘিরে বাড়ছে বিতর্ক।

আরও পড়ুনঃ সন্তানকে চৌকিদার বানাতে চাইলে মোদীকে ভোট দিন, কটাক্ষ কেজরীওয়ালের

এডিআর বা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (ADR) গত ৫ বছরে সাংসদদের সম্পত্তির পরিমান বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যার জেরে শুরু হয়েছে বিতর্ক। এডিআরের রিপোর্টে বলা হয়েছে, গত ৫ বছরে ১৫৩ জন সাংসদের সম্পত্তির পরিমান বেড়েছে ১৪২% হারে। সার্বিকভাবে সাংসদদের সম্পত্তি বৃদ্ধির পরিমান গড়ে ১৩.৩২ কোটি টাকা।

আরও পড়ুনঃ বিজেপিকে বয়কট করতে জনসাধারণের প্র‍তি অনুরোধ মাওবাদীদের

উল্লেখযোগ্য ভাবে সম্পত্তি বৃদ্ধির তালিকায় সবার প্রথমে নাম রয়েছে সদ্য বিজেপি থেকে বহিষ্কৃত এবং বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহার নাম। ২০০৯ সালে শত্রুঘ্ন সিনহার দেখানো হিসেব অনুযায়ী তার সম্পত্তির পরিমান ছিল ১৫ কোটি টাকা, যা ৫ বছর পরে এই মুহূর্তে এক লাফে তা বেড়ে হয়েছে ১৫১ কোটি টাকা, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনঃ ভোটের মুখে কংগ্রেসের চমক, রাজ্যে বড়সড় ভাঙন বিজেপিতে

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে এই সাংসদের গড় সম্পদ ৫ দশমিক ৫০ কোটি ছিল। যার গড় দ্বিগুণ বেড়ে হয়েছে ১৩.৩২ কোটি টাকা।
বিজেপির এমপি শত্রুঘন সিংহের সম্পত্তি বেড়েছে 778 শতাংশ। ২০০৯ সালে তার সম্পত্তি প্রায় ১৫ কোটি টাকা ছিল। ২০১৪ সালে এই পরিমাণে ১৩১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে প্রত্যহ ফেসিয়াল ও চুল রং করেন মায়াবতী, দাবি বিধায়কের

এর আগে প্রায়শই বিহারের এই সাংসদকে অসহিষ্ণুতা বা দুর্নীতি ইস্যুতে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়া সাংসদের এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধিতে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে।

সম্পত্তি বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেডি সাংসদ পিনাকী চন্দ্র, যার সম্পত্তির পরিমান ১০৭ কোটি থেকে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকা। তৃতীয় স্থানে এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের সম্পত্তির পরিমান ৫১ কোটি থেকে বেড়ে হয়েছে ১১৩ কোটি টাকা।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু https://thenewsbangla.com/biharibabu-shatrughan-sinha-vs-babul-supriyo-in-bengal-for-bihari-vote/ Mon, 21 Jan 2019 04:15:05 +0000 https://www.thenewsbangla.com/?p=5840 রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে বিভিন্ন দলের নেতা-কর্মী, প্রত্যেকেরই ধারণা বাংলার আসানসোলে এবার বাবুল বনাম শত্রুঘ্ন। এবার গায়ক বনাম নায়ক। আসানসোল মানেই বিহারী সংখ্যাধিক্য। আর বিহারীবাবুর মাধ্যমেই সেই ভোটকে নিজেদের পকেটে পুরতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

আরও পড়তে পারেনঃ মার্চেই শুরুতেই ভারতে লোকসভা ভোটের ঘোষণা

কিন্তু বর্তমানে বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা কি আদৌ তৃণমূলে কংগ্রেসে যোগ দিতে চলেছেন? বিজেপি ছেড়ে তিনি কি ২০১৯-এ তৃণমূলের হয়ে প্রার্থী হতে চলেছেন পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে? মূলত এই দুটি প্রশ্নের উত্তর খোঁজা শুরু করেছেন সাধারণ মানুষও।

বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা

গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ২০১৪ লোকসভা নির্বাচনে আসানসোলে তৃণমূল প্রার্থী দোলা সেন হেরে গিয়েছিলেন বলেই মনে করে মমতার দল। আসানসোল কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জিতে চমকে দিয়েছিলেন বাবুল। জল্পনা সত্যি হলে আগামী লোকসভা নির্বাচনে দুই তারকার সম্মুখ সমরের সাক্ষী থাকতে পারে আসানসোল।

আরও পড়তে পারেনঃ

বাংলায় ক্ষোভ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়াচ্ছে মোদী সরকার

ভোটের আগে মানুষের মুখে হাসি ফোটাবে মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট

মহাজোটের ব্রিগেডে যোগ দিয়েই তিনি বিজেপির চক্ষুশূল। বর্তমানে পটনা সাহিব কেন্দ্রের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা ব্রিগেডের মঞ্চ থেকে বলেছিলেন, সবার আগে তিনি দেশের মানুষের ভাল চান। সেই কারণেই বিজেপি-তে থেকেও তিনি মোদী সরকারের বিরুদ্ধে অপ্রিয় প্রশ্ন তুলছেন। রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে তিনিও রাফায়েল ডিল নিয়ে প্রশ্ন তুলেছেন। চৌকিদার চোর বলেছেন। এর জেরে দল থেকে বহিষ্কার করা হতে পারে বিহারীবাবুকে।

আরও পড়তে পারেনঃ অমিত শাহর হেলিকপ্টারকে লাল পতাকা মমতার, গ্রিন সিগন্যাল বামের

বেশ কয়েকদিন ধরেই নয়াদিল্লির রাজনীতিতে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে একটি রাজনৈতিক জল্পনা চলছে। রাজধানীতেও এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শত্রুঘ্ন সিনহা নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই প্রাক্তন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে।

তৃণমূলে এই ধরনের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত একমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে থাকলেও দলের কেউ কেউ চাইছেন, শত্রুঘ্নকে হিন্দিভাষী অধ্যুষিত আসানসোলে বিজেপির বাবুলের বিরুদ্ধে প্রার্থী করলে মন্দ হয় না। তবে এ বিষয়ে যে কোনো স্থির সিদ্ধান্ত গৃহীত হয়নি তা আগেই জানানো হয়েছিল। ব্রিগেডের পর সবাই নিশ্চিত আসানসোলে এবার বাবুল বনাম শত্রুঘ্ন।

বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা
বিহারী ভোট ধরতে বাংলায় বাবুলের বিরুদ্ধে বিহারীবাবু/The News বাংলা

তবে শত্রুঘ্ন নিজে কী করবেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তৃণমূল তাঁকে প্রস্তাব দিলেও তিনি বাংলা থেকে লড়বেন, নাকি লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বীর সঙ্গে হাত মিলিয়ে ফের বিহার থেকেই ভোটে লড়বেন, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে অভিনেতা সাংসদ এখনও কিছুই বলেননি।

আরও পড়ুনঃ

নীরেন্দ্রনাথ, দিবেন্দ্যুর পর বাংলাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেলেন অতীন

শ্রীজাত হেনস্থা ঘটনায় বাংলার বুদ্ধিজীবিদের মুখোশ খুললেন তসলিমা

আসানসোলে এখন শত্রুঘ্নের নাম শোনা গেলেও এত দিন শহরের মেয়র জিতেন্দ্র তেওয়ারির নাম তৃণমূলের প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিল। কিন্তু বাবুলের তারকা ইমেজের কথা মাথায় রেখেই সম্প্রতি শত্রুঘ্নের নাম তৃণমূল নেত্রী ভেবে রেখেছেন বলে সূত্রের খবর। তাঁর উপরে আসানসোলে বিহারী এবং হিন্দীভাষী ভোটারও প্রচুর। সবদিক ভেবেই তাই আসানসোল পুনরুদ্ধারে মমতার বাজি হতে পারেন ‘বিহারীবাবু’।

আর এই বিষয়ে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট নতুন করে ইন্ধন জুগিয়েছে। এই জল্পনাকেই যেন আরও উসকে দিয়ে ব্রিগেডের পরেই শত্রুঘ্নকে টুইটারে আক্রমণ শানান বাবুল সুপ্রিয়। বলা ভাল, শত্রুঘ্নর মুখে জনপ্রিয় সংলাপ দিয়েই তাঁকে আক্রমণ করেছেন বাবুল। টুইটারে শত্রুঘ্নকে ‘খামোশ’ থাকার পরামর্শ দিয়েছেন বাবুল।

আরও পড়ুনঃ

এত কাণ্ডের পরেও ফের পাঁচটি কুকুরছানাকে পিটিয়ে মারা হল বাংলায়

দাউদ ইব্রাহিমকে হত্যার পরিকল্পনা করায় ডি কোম্পানির হাতে পাকিস্তানে খুন

ব্রিগেডে মোদীকে আক্রমণ করে শত্রুঘ্ন এর মন্ত্যব্য এর পরেই টুইটারে শত্রুঘ্নকে উদ্দেশ করে বাবুল পালটা প্রশ্ন করেছেন, ‘দেশের জন্য অনেক কিছু তো বললেন, কিন্তু দেশের জন্য আপনি এতদিনে কী করেছেন? তাই আপনি চুপ (‘খামোশ’) থাকলেই ভাল’।

আসানসোলে দুই তারকার ভোটের লড়াই কি শুরু হয়ে গেল? শনিবার মমতার ব্রিগেড সমাবেশ থেকে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিংহ। তৃণমূলের অন্দরেও কিছু দিন ধরেই জল্পনা, আগামী লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে পারেন বিজেপি-র এই তারকা সাংসদ। ব্রিগেডে শত্রুঘ্নর গলায় মমতার ভূয়সী প্রশংসার পরে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

জল্পনার মধ্যেই আসানসোলের মানুষ ইতিমধ্যেই মেতে উঠেছেন দুই তারকার লড়াই নিয়ে। আসানসোলের আড্ডা, বৈঠকে এখন একটাই মুখরোচক আলোচনা, ‘আগামী ভোট উৎসবে গায়ক বনাম নায়কের লড়াই’।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

আরও পড়ুনঃ

ব্যর্থ মহাজোটে ত্রিমুখী লড়াই, উত্তরপ্রদেশে একা লড়বে কংগ্রেস

বাংলায় দুর্গা পুজো বন্ধ করার চক্রান্ত করছে মোদীর বিজেপি, মারাত্মক অভিযোগ মমতার

মমতার বাছাইয়ে কারা হবেন বাংলার ৪২টি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী

মোদীর প্রকল্পে আর টাকা দেবেন না মমতা, কেন্দ্র রাজ্য সম্পর্ক তলানিতে

একদিনে বহিষ্কৃত দুই তৃণমূল সাংসদ, দিদিকে ছেড়ে মোদীর দলে আর কে কে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>