Sharad Pawar – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 22 Jun 2022 03:37:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sharad Pawar – The News বাংলা https://thenewsbangla.com 32 32 মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি, শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে https://thenewsbangla.com/bjp-forming-govt-in-maharashtra-eknath-shinde-uddhav-thackeray-disagreement-continue/ Wed, 22 Jun 2022 03:36:24 +0000 https://www.thenewsbangla.com/?p=15633 মহারাষ্ট্রে সরকার গড়ছে বিজেপি; শিবসেনা বি’দ্রোহী বিধায়করা পৌঁছে গেলেন মহারাষ্ট্র থেকে অসমে। টালমাটাল মহারাষ্ট্র সরকার। একঝাঁক বি’দ্রোহী বিধায়ককে নিয়ে, বেমালুম গায়েব হয়ে গেলেন; শিবসেনার বর্ষীয়ান নেতা ও রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে। দলবদলের জল্পনা যখন তুঙ্গে; ঠিক তখনই বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাতে ঘাঁটি গাড়েন বিক্ষুব্ধ শিবসৈনিকরা। দিনভর চলে জারি টানটান নাটক; এরপর বি’দ্রোহী শিবসনিক বিধায়করা পৌঁছে গেলেন বিজেপি শাসিত অসমের গুয়াহাটিতে।

রাজনৈতিক মহলের বক্তব্য, এমন ঘটনা যে ঘটতে পারে; তার আঁচ বিধান পরিষদের নির্বাচনেই স্পষ্ট হয়ে গিয়েছিল। ক্রস-ভোটিংয়ের জেরে বড়সড় ধাক্কা খেয়েছিল; শিবসেনার নেতৃত্বাধীন মহারাষ্ট্রের শাসক জোট মহা বিকাশ আগাড়ি। কিন্তু মঙ্গলবার আর বুধবার যা ঘটল, তারপর মহারাষ্ট্রে বড়সড় রদবদল স্রেফ সময়ের অপেক্ষা; বলেই ধারণা রাজনৈতিক মহলের।

আরও পড়ুনঃ দেশের পরবর্তী রাষ্ট্রপতি আদিবাসী নেত্রী দ্রৌপদী, রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী ঘোষণা

বি’দ্রোহী একনাথ শিণ্ডে; শিবসেনার সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন। সূত্রের খবর, দলে তাঁর গুরুত্ব কমে যাওয়া নিয়ে; বহুদিন ধরে অসন্তুষ্ট ছিলেন থানের অঘোষিত ‘রাজা’। শিবসেনায় সঞ্জয় রাউতের গুরুত্ব বাড়াটাও; তাঁর ক্ষোভের অন্যতম কারণ। শিণ্ডের শিবিরের দাবি, তাঁর সঙ্গে অন্তত ২২ জন শিবসেনা বিধায়ক আছেন; আরও জনা পাঁচেক কংগ্রেস বিধায়ক তাঁর শিবিরে যোগ দেবেন। সবাই বিজেপি যোগ দিলে; মহারাষ্ট্রে একক সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গড়বে বিজেপিই।

আরও পড়ুনঃ প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা

একনাথ শিণ্ডের বিদ্রোহের পরে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মঙ্গলবারই; দলের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তাতে শিবসেনার বিধায়কদের; একটা বড় অংশই অনুপস্থিত ছিল। ফলে চিন্তার ভাঁজ আরও বাড়ে শিবসেনা শিবিরে। তাতে আত’ঙ্কিত না হয়ে, পাল্টা শিণ্ডের বিরুদ্ধে; পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ঠাকরে। বি’দ্রোহী নেতাকে বিধানসভায় দলের পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে; তার জায়গায় অজয় চৌধুরীকে করেছেন।

শিণ্ডে আবার পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, “আমরা শিবসৈনিক, বাল ঠাকরের অনুগামী। উনি আমাদের হিন্দুত্ব শিখিয়েছেন। ঠাকরের আদর্শ আমাদের কখনও প্রতারণার মাধ্যমে; ক্ষমতায় আসতে শেখায়নি”। মহারাষ্ট্র বিধানসভায় আসনসংখ্যা ২৮৮; কিন্তু শিবসেনার বিধায়ক রমেশ লতকের মৃত্যু হওয়ায় সংখ্যাটি এখন ২৮৭। ফলে এই মুহূর্তে আস্থা ভোট হলে; ক্ষমতায় ফিরতে শাসকজোটকে ১৪৪টি আসন জিততে হবে।

]]>
প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে দাঁড় করালেন মমতা ও বিরোধীরা https://thenewsbangla.com/former-bjp-leader-stand-against-bjp-presidential-election-mamata-banerjee-and-opposition-decided/ Tue, 21 Jun 2022 14:37:16 +0000 https://www.thenewsbangla.com/?p=15612 প্রাক্তন বিজেপি নেতাকেই বিজেপির বিরুদ্ধে; দাঁড় করালেন মমতা ও বিরোধীরা। একসময়ে ছিলেন বিজেপির দাপুটে নেতা। অটল বিহারী বাজপেয়ি মন্ত্রিসভাতেও; গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বাজপেয়ী মন্ত্রিসভায় অর্থমন্ত্রকের পাশাপাশি; সামলেছেন প্রতিরক্ষামন্ত্রকও। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর; রাজনৈতিক সন্ন্যাসে পাঠিয়ে দেওয়া হয় যশবন্ত সিনহাকে। যার জেরে মোদী-শাহ জুটির উপর রীতিমতো ক্ষুব্ধ হন; প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তারপরেই বিজেপি ত্যাগ করেন। সেই প্রাক্তন বিজেপি নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করলেন; মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

শরদ পাওয়ার, ফারুখ আবদুল্লাহ ও গোপালকৃষ্ণ গান্ধী, তিনজনেই মমতার অনুরোধ ফিরিয়ে দেবার পরে; হাতে ছিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহাই। সেই যশবন্ত সিনহাই এবার রাষ্ট্রপতি নির্বাচনে; বিজেপি বিরোধী প্রার্থী। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরেই তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির পদে; ইস্তফা দিলেন যশোবন্ত। দিল্লিতে ১৮টি বিরোধীদলের বৈঠকে; গৃহীত হল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত। যশবন্ত সিন্হাকে সমর্থন আপ-টিআরএসের; দাবি শরদ পাওয়ারের।

আরও পড়ুনঃ মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে

আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেবেন যশোবন্ত সিনহা। এদিন ১৮টি বিরোধীদলের বৈঠকে যোগ দিল; ওয়েইসির ‘মিম’, কংগ্রেস, তৃণমূল, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি। রাষ্ট্রপতি ভোটে পদপ্রার্থী নিয়ে বৈঠকে এসপি, ডিএমকে, আরএসপি। “সম্মানীয় ব্যক্তি, নিশ্চিতভাবে মহান দেশের মূল্যবোধকে তুলে ধরবেন”; যশবন্ত সিনহার নামে সিলমোহর পড়ার পরেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও; তিনি লেখেন, “এর চেয়ে আর ভাল কেউ প্রার্থী হতে পারতেন না”।

আরও পড়ুনঃ শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত

২০১৯ লোকসভার আগে থেকেই; মোদী-শাহ জুটিকে হারাতে রীতিমতো কোমর বেঁধে নামেন যশবন্ত সিনহা। উনিশের লোকসভা ভোটের আগে; মমতার তৃণমূলের হয়ে রাজ্যে ভোটপ্রচারও করেছেন তিনি। স্পষ্ট জানিয়েছিলেন, “২০১৯-এর লোকসভা নির্বাচনে; আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই”। সেই যশবন্ত-কেই এবার বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি বিরোধীরা।

একসময় ছিলেন অটলবিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ। আর এখন বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে; মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের পছন্দ। মতাদর্শগত দিক থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েও; নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেরেছেন যশবন্ত সিনহা।

]]>
মহারাষ্ট্রে ভাঙছে শিবসেনা, সরকার গড়বে বিজেপি, ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে গুজরাতে https://thenewsbangla.com/shiv-sena-is-breaking-up-in-maharashtra-bjp-will-form-the-govt-uddhav-thackeray-meeting/ Tue, 21 Jun 2022 08:12:19 +0000 https://www.thenewsbangla.com/?p=15602 মহারাষ্ট্রে কি ভাঙছে শিবসেনা; সরকার গড়বে বিজেপি? ২০ বিধায়ক নিয়ে ‘ভ্যানিশ’ মন্ত্রী শিন্ডে; এখন গুজরাতে। ২০১৯ বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পায় ১০৬টি; শিবসেনা পায় ৫৬টি; এনসিপি পায় ৪৪টি ও কংগ্রেস পায় ৪৪টি আসন। সরকার গড়ে শিবসেনা-বিজেপি জোট। এবার সেই জোটেই বড় ভাঙন। এবার কি একাই সরকার গড়বে বিজেপি? কিন্তু কিভাবে? একাধিক ‘উধাও’ হয়ে যাওয়া শিবসেনা বিধায়ক; কি বিজেপিতে যোগ দিচ্ছেন? উঠে গেছে প্রশ্ন। সব নিয়েই চরম ডামাডোল মহারাষ্ট্রে।

শিবসেনার প্রবীণ নেতা ও মন্ত্রী একনাথ শিন্ডে; দলের বিরুদ্ধে বি’দ্রোহী মনোভাব নিয়েছেন। দলের প্রায় ২০ জন বিধায়ককে নিয়ে; মহারাষ্ট্র ছেড়ে তিনি গুজরাতের সুরাটে পৌঁছে গেছেন তিনি। মঙ্গলবার দুপুর ২টার দিকে; একটি সাংবাদিক সম্মেলন করবেন তিনি। এই সব বিধায়ক কি বিজেপিতে যোগ দেবেন; সংখ্যাগরিষ্ঠ দল বিজেপি কি এবার সরকার গড়বে? এটাই এখন প্রশ্ন দেশ জুড়ে।

আরও পড়ুন; ‘অগ্নিবীর’ নিয়োগ শুরু, সেনার তিন প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

অন্যদিকে, শিবসেনা প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও; বেশ অ্যাকশন মুডে রয়েছেন। এদিন দুপুরে জোটের বৈঠক ডেকেছেন তিনি। এদিকে, বিভক্তির আশঙ্কায় কংগ্রেসও; তাদের সমস্ত বিধায়ককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। বিজেপির বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচার’ অভিযোগ করছে বিরোধীরা।

আরও পড়ুন; সংঘ পরিবারের নির্দেশেই বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী, আনুষ্ঠানিক ঘোষণা সময়ের অপেক্ষা

সোমবার মহারাষ্ট্র বিধান পরিষদের নির্বাচনে, শিবসেনার বিধায়কদের বিরুদ্ধে; ক্রস ভোটিংয়ের অভিযোগের পরই বিধায়কদের নিয়ে ‘গা-ঢাকা’ দিয়েছেন শিন্ডে। ওই বিধায়করা গুজরাতের সুরাতের একটি হোটেলে রয়েছেন বলে সূত্রের খবর। এমএলসি নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক আলোড়ন তীব্র হয়েছে। রাজ্যের উধ্বব ঠাকরে-শরদ পাওয়ারের এমভিএ সরকার জোর ধাক্কা খেয়েছে। এই ২০ জন বিধায়কই ক্রস ভোটিংয়ে অংশ নিয়েছেন; বলে সন্দেহ করা হচ্ছে।

শিবসেনায় বিদ্রোহের আশঙ্কায়; মঙ্গলবার বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন না সঞ্জয় রাউত। এই বৈঠক ডেকেছিলেন শরদ পাওয়ার। অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১২টায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। এতে সব বিধায়ককে উপস্থিত থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে কি শিবসেনা সরকার ভেঙে যাবে? শিবসেনা বিধায়করা যোগ দেবেন গেরুয়া শিবিরে? সরকার গড়বে বিজেপি? এই সব প্রশ্নেই এখন উ’ত্তাল গোটা দেশ।

]]>
শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন, ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত https://thenewsbangla.com/sharad-pawar-farooq-abdullah-gopalkrishna-gandhi-none-agree-mamata-banerjee-proposed-as-presidential-candidate/ Tue, 21 Jun 2022 04:18:28 +0000 https://www.thenewsbangla.com/?p=15577 শরদ, ফারুখ, গোপাল, মমতার অনুরোধেও কেউ রাজি নন; ভরসা এখন তৃণমূল নেতা যশবন্ত। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুখ আবদুল্লা। না, কেউই রাজি হচ্ছেন না রাষ্ট্রপতি পদে লড়তে। রাষ্ট্রপতি নির্বাচনে কারা প্রার্থী হবেন; তা নিয়ে রাজধানীতে উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী ১৮ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি নির্বাচন; কিন্তু এখনও পর্যন্ত কোনপক্ষই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এরমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হওয়ার নিয়ে, অনিচ্ছা প্রকাশ করে সরে দাঁড়ালেন; পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। তার আগে বিরোধী শিবিরের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন; এনসিপি প্রধান শরদ পাওয়ার এবং জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ। এবার সেই তালিকায় যুক্ত হল; গোপালকৃষ্ণ গান্ধীর নাম।

গত মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী ঠিক করতে দিল্লিতে, দেশের ২২টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে; বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অবিজেপি রাজ্যের ৮জন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে শরদ পাওয়ারের নাম; বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়। কিন্তু বৈঠক শেষে মমতা নিজেই জানান, শরদ পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন; তিনি প্রার্থী হতে ইচ্ছুক নন।

আরও পড়ুনঃ “অগ্নিবীরদের নিয়োগ করব আমার কোম্পানিতে”, দেশজোড়া বিতর্কের মধ্যেই ঘোষণা শিল্পপতির

তারপরই তৃণমূল সূত্রে জানা যায়, পাওয়ার রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন মমতা। গত শনিবার ফারুখ আবদুল্লাও; নিজের নাম সরিয়ে নেন। তারপরে সবার নজর ছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রের উপরেই। কিন্তু এবার তিনিও নিজের নাম সরিয়ে নেওয়ায়; অকূল পাথারে বিরোধীরা।

রাষ্ট্রপতি পদে প্রার্থী খুঁজতে; গা উজাড় হওয়ার জোগাড়। কে হবেন বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী? দিল্লিতে মঙ্গলবার বৈঠকে বসছে; কংগ্রেস, বাম, আপ, তৃণমূল সহ একাধিক দলের। ওই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে জন্য; বিরোধী দলের পদপ্রার্থীর নামে শিলমোহর পড়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবিত সকলেই; একে একে সরে দাঁড়ানোয় সমস্যায় বিরোধী শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমানে তৃণমূল নেতা যশবন্ত সিনহার নাম; প্রস্তাব করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার এই প্রার্থীকে রাষ্ট্রপতি পদে লড়াইয়ে; বিজেপি বিরোধী সবদল মেনে নেয় কিনা, সেটাই এখন দেখার।

]]>
রাষ্ট্রপতি পদে গান্ধীর পাশাপাশি আবদুল্লার নাম প্রস্তাব মমতার https://thenewsbangla.com/mamata-banerjee-proposed-gopalkrishna-gandhi-farooq-abdullah-name-for-president-election/ Wed, 15 Jun 2022 15:44:51 +0000 https://www.thenewsbangla.com/?p=15479 সবাইকে চমকে দিয়ে, রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর পাশাপাশি; ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার দিল্লির কনস্টিটিউশন হলে বিরোধীদের বৈঠক শেষে, আরএসপি-র এনকে প্রেমচন্দ্রন জানান; “রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গাঁধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে ভারতের রাষ্ট্রপতি পদে, ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করায় অবাক বিজেপি।

সূত্রের খবর, এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য; গোপালকৃষ্ণের সঙ্গে বিরোধী শিবিরের কয়েকজন নেতা ফোনে কথা বলেছেন। বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য; তাঁকে অনুরোধ করা হয়েছে। বিরোধী নেতাদের একাংশের অনুরোধে, প্রাথমিক ভাবে; গাঁধী-পৌত্র ‘ইতিবাচক’ সাড়া দিয়েছেন বলে জানা গিয়েছে। বিরোধী শিবিরের একাংশে দাবি, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে ‘সম্মত’ হলে; গোপালকৃষ্ণকেই সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে।

গোপালকৃষ্ণ গান্ধী রাজি না হলে; ফারুখ আব্দুল্লাকেই বিকল্প হিসাবে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ব্যপারে, অনেকেই রাজি নন; কারণ কাশ্মীরে সংখ্যা’লঘু হি’ন্দুদের উপর অ’ত্যাচা’রে ফারুখ আবদুল্লার বড় হাত ছিল বলে মনে করেন অনেকেই। বর্ষীয়ান নেতা তথা এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, রাজি না হওয়ায়; রাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ মোদীর ‘আচ্ছে দিন’ কি আসছে, ভারত ঢুকছে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে

ওই দুইজন হলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা; ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। এই দুজনের সঙ্গে কথা বলে; শিগগিরই চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। বিরোধী শিবিরের পরবর্তী বৈঠক থেকেই; আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে; বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসেছিলেন দেশের প্রধান বিরোধী দলগুলির শীর্ষ নেতারা।

বৈঠকের উদ্যোক্তা ছিলেন; তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় ঘন্টার বেশি সময় ধরে; চলে এই বৈঠক। সূত্রের খবর, বৈঠকে রাষ্ট্রপতি পদে শরদ পওয়ারের নাম; প্রস্তাব করেন তৃণমূল সুপ্রিমো। যদিও সক্রিয় রাজনীতিতেই তিনি থাকতে চান বলে জানিয়ে; ওই প্রস্তাব ফেরান শরদ পওয়ার। তারপরেই বিকল্প প্রার্থী হিসেবে; গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুখ আবদুল্লার নাম প্রস্তাব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফারুখ আবদুল্লাহর নাম মমতা প্রস্তাব করলেও; অনেকেই এই নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

]]>
নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ https://thenewsbangla.com/sharad-pawar-not-agree-mamata-banerjee-wants-gopalkrishna-gandhi-as-presidential-candidate/ Wed, 15 Jun 2022 05:24:44 +0000 https://www.thenewsbangla.com/?p=15454 নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মমতার বাজি গোপালকৃষ্ণ। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের; প্রার্থী হচ্ছেন না শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার দৌড় থেকে; নিজেকে সরিয়ে নিয়েছেন এনসিপি সুপ্রিমো। সোমবার মহারাষ্ট্রের মন্ত্রীদের বৈঠকে পাওয়ার জানিয়েছেন; তিনি বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বুধবার দিল্লিতে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। তার আগেই পওয়ারের এই ঘোষণা; বিরোধী শিবিরের জন্য কিছুটা হলেও ধাক্কা। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে; চেষ্টা চলছে বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীকে রাজি করানোর।

এই প্রস্তাবে না বলেননি গোপালকৃষ্ণ গান্ধী। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিরোধীদের প্রস্তাব ভাবনা-চিন্তা করে দেখতে; সময় চেয়েছেন গোপালকৃষ্ণ। বুধবারই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন; বলে জানিয়েছেন তিনি। রাজি হলে, সর্বসম্মতিতে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন গোপালকৃষ্ণ; কারণ এর আগেই উপরাষ্ট্রপতি পদে; সর্বসম্মতি পেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ “চলুন বাংলায় বুলডোজার সরকার গড়ি, ডান্ডা মেরে আবর্জনা সরাবে”

শরদ পওয়ার এই মুহূর্তে বিরোধী শিবিরের; সবচেয়ে বর্ষীয়ান নেতা। প্রায় সব প্রথমসারির বিরোধী নেতার সঙ্গেই; সুসম্পর্ক রয়েছে এনসিপি সুপ্রিমোর। তিনি প্রার্থী হলে সব বিরোধী দলকে; একছাতার তলায় আনার কাজটা অনেকটাই সহজ হত। কংগ্রেসের তরফেও পওয়ারকে; প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও; পওয়ার প্রার্থী হলে আপত্তি করতেন না। পওয়ারের নামে আপত্তি ছিল না; তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরেরও। তাতেই পওয়ারের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা; জোরাল হচ্ছিল। কিন্তু এনসিপি প্রধান নিজেই নিজেকে সরিয়ে নিলেন।

পাওয়ার না করে দেবার পর, মমতার উদ্যোগেই; গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসে। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত; বাংলার রাজ্যপাল ছিলেন ৭৭ বছরের গোপালকৃষ্ণ। দীর্ঘদিন আমলাও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কার মতো দেশে; ভারতের হাইকমিশনারও নিযুক্ত ছিলেন। এখন তিনি রাজি হন কিনা; সেটাই এখন দেখার।

আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন; ভোটগণনা ২১ জুলাই। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ; শেষ হচ্ছে ২৪ জুলাই। তার আগেই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখনও পর্যন্ত শাসক দল বিজেপিও; প্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারেনি। কোন দুই ব্যক্তির মধ্যে দেশের রাষ্ট্রপতি পদের জন্য লড়াই হয়; সেটা দেখার অপেক্ষাতেই গোটা দেশ।

]]>
এনসিপির বোতাম টিপলেই ভোট পাচ্ছে বিজেপি, দাবি শরদ পাওয়ারের https://thenewsbangla.com/sharad-pawar-complaint-bjp-hacked-evms-in-lok-sabha-election-2019/ Fri, 10 May 2019 07:39:45 +0000 https://www.thenewsbangla.com/?p=12667 ইভিএম নিয়ে অভিযোগ বহুদিনের; বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একাধিক বার ইভিএম নিয়ে অভিযোগ এনেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলি; ইভিএমের পরিবর্তে পুনরায় ব্যালট পেপারে ভোট করানোর দাবি জানিয়েছেন তারা; যদিও ব্যালট নিয়ে ওঠা অভিযোগ বরাবরই খারিজ হয়ে গেছে।

এবার সেই একই অভিযোগ আনলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পাওয়ার; বৃহস্পতিবার তিনি দাবি করেন; তিনি নিজেই একবার একটি অভিজ্ঞতার সম্মুখীন হন; যেখানে নিজের দলীয় প্রতীকে ভোট দিলেও ভোট বিজেপি পাচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

তিনি বলেন; ইভিএম নিয়ে তিনি ওয়াকিবহাল; তাকে গুজরাট ও হায়েদ্রাবাদে ইভিএম পরীক্ষা করার জন্য ডাকা হয়েছিল বলে জানান তিনি; সেখানে তাকে বোতাম টিকে ইভিএম পরীক্ষা করতে বলা হয়; এরপরেই তিনি তার দলীয় প্রতীক চিহ্নের বোতামে প্রেস করেন; কিন্তু লক্ষ্য করেন; সেই ভোট গিয়ে যোগ হচ্ছে বিজেপিতে; এমনই অভিজ্ঞতার কথা জানান তিনি।

যদিও সব ইভিএম মেশিনেই এই ধরনের কারচুপি হচ্ছে না; সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন; পাওয়ারের দাবিকে সমর্থন জানিয়ে অন্যান্য বিজেপি বিরোধী দল গুলোও জানিয়েছে; চাইলেই ইভিএম মেশিনের রেজাল্ট ওলট পালট করা সম্ভব।

আরও পড়ুন গাড়িতে নগদ লক্ষাধিক টাকা সহ পুলিশের হাতে আটক ভারতী ঘোষ

শরদ পাওয়ার সহ আরও ২০টি রাজনৈতিক দল গত ৮ই এপ্রিল ইভিএমের কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়; কিন্তু তাদের দাবিকে নস্যাৎ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় কোন ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে না সুপ্রিম কোর্ট।

]]>