Security – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Wed, 19 Jun 2019 09:01:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Security – The News বাংলা https://thenewsbangla.com 32 32 ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন https://thenewsbangla.com/minor-girl-raped-in-fort-william-security-of-women-at-bengal-in-question/ Wed, 19 Jun 2019 09:01:28 +0000 https://www.thenewsbangla.com/?p=14090 এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এবার; ফোর্ট উইলিয়ামের ভেতরে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। নাবালিকা এই কন্যাটি ছিল; ফোর্ট উইলিয়ামে গ্রুপ ডি কর্মরত এক ব্যক্তির। নাবালিকার বয়স; মাত্র ১১ বছর। মেয়ের এই করূণ পরিস্থিতিতে; ভেঙে পরেছেন বাবা।

গ্রুপ ডি কর্মীর ১১ বছরের কন্যাকে; স্টাফ কোয়ার্টারের ভেতরেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে জানা যাচ্ছে। নাবালিকার বাবা ইতিমধ্যেই; ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, মঙ্গলবার সন্ধ্যে ৬ টা থেকে ৮ টা-এর মধ্যে এই ঘটনাটি ঘটে। পুলিশ নাবালিকার থেকে প্রশ্ন-উত্তরের মাধ্যমে; বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন; নিয়েছেন গোপন জবানবন্দি।

আরও পড়ুন: থানার সামনেই হেনস্থা; নিষ্ক্রিয় পুলিসের উপরে ভরসা নেই মিস ইন্ডিয়ার

এই ঘটনায় যে অভিযুক্তের নাম উঠে আসছে; তিনি হলেন সাগর মল্লিক। পুলিশ গ্রেফতার করেছেন সাগর মল্লিককে। আদালতের নির্দেশে; তাকে পুলিশ হেফাজতে রাখা হবে ২৪ জুন পর্যন্ত। সূত্রের খবর, ধর্ষিতা শিশুর কোয়ার্টারের কাছেই থাকেন সাগরের দিদি। কিছুদিনের জন্য তার বাড়িতে এসেছিল সাগর। মনে করা হচ্ছে, ঘটনার প্রভাবের সূত্রপাত তখন থেকেই।

রাতের শহরে মেয়েদের নিরাপত্তা কোথায়? উত্তর চাইছে গোটা বাংলা। আর একটি ঘটনায়, গত মঙ্গলবার রাতে; প্রাক্তন মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে হেনস্থার অভিযোগ ওঠে। কাজ সেরে; বাইপাসের পাঁচতারা হোটেল থেকে ফেরার সময়; বাইক নিয়ে তাঁর গাড়ি ধাওয়া করে কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক; গাড়ি ঘিরে চিৎকার; এমনকী কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন ঊষসী। এরপর সামনে এল; ফোর্ট উইলিয়ামে নাবালিকা ধর্ষণ এর ঘটনা।

আরও পড়ুন হাসপাতালের বিভাগীয় প্রধানের বর্ণবিদ্বেষের শিকার হয়ে প্রতিভাবান ডাক্তারের আত্মহত্যা

বাংলায় মেয়েদের নিরাপত্তা এখনও আসেনি; এমনটাই মত মহিলা কমিশনের। এভাবে চলতে থাকলে বাঙালি মহিলাদের; জীবন যাপনচিত্রে বদল ঘটবে; বলেই মনে করছেন তাঁরা। কিন্তু আর কতদিন এভাবে; প্রশ্ন উঠছে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসন কাঠামোকে আরও বেশি সক্রিয় করে তুলতে সচেষ্ট রাজ্য। বর্তমানে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শহর কলকাতার প্রাণ কেন্দ্রে যদি এই ধরণের ঘটনা ঘটে; তাহলে সেটা সমাজের পক্ষে অশনি সংকেত বলেই মনে করছেন সাধারণ মানুষ।

]]>
মানুষের ক্ষতি করে, হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নয় জানাল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/supreme-court-refuses-to-pass-order-on-security-for-doctors-in-government-hospitals/ Tue, 18 Jun 2019 10:36:56 +0000 https://www.thenewsbangla.com/?p=14043 ডাক্তার সুরক্ষার জন্য যখন তৎপর নবান্ন; লালবাজারও প্রস্তুত সুরক্ষা দিতে; তখনই উল্টো পথে হেঁটে রায় দিল সুপ্রিম কোর্ট। সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে;আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই আবেদন নাকচ করে দিল দেশের শীর্ষ আদালত।

এদিন আদালত স্পষ্ট জানিয়ে দেন; ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে; সাধারণ মানুষকে অবহেলা করা যাবে না। সুপ্রীম কোর্ট বলেন; শুধুমাত্র ডাক্তারদের দৃষ্টিকোণ থেকে নয়; পরিস্থিতিটির “সামগ্রিক দৃষ্টিভঙ্গি” মাথায় রাখতে হবে। নাগরিকদের সমস্যায় ফেলে; আদালত ডাক্তারদের সুরক্ষা দিতে পারবে না বলে জানায়। তবে তারা ডাক্তার-সুরক্ষার বিরুদ্ধে নন।

আরও পড়ুন: সংবিধানের বাইরে গিয়ে শপথে গুরুর নাম যোগ করলেন সাংসদ

বেঞ্চ জানায়; ডাক্তারদের সুরক্ষা বিষয়টি গুরুতর এবং তা নিয়ে আলোচনা প্রয়োজন।কিন্তু এই মুহূর্তে ঘটনাটি অত্যন্ত জরুরি নয়। বিচারপতি দীপক গুপ্ত ও সূর্য কান্ত জানান; ”পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে চলা ডাক্তার ও চিকিৎসাকর্মীদের কর্মবিরতির জন্যই আজ; মঙ্গলবার শুনানি দিতে রাজি হয়েছিলাম। কর্মবিরতি যখন উঠে গেছে; তখন কোন তাড়াহুড়ো নেই পিটিশন দাখিলে”।

আরও পড়ুন: কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলা, ভারতীয় সেনার হাতে নিকেশ তিন জঙ্গি

কলকাতায় এনআরএস মেডিক্যাল কলেজে; এক রোগী মৃত্যু ঘিরে শুরু হয় চিকিৎসা সংকট। মৃতের পরিবার জুনিয়ার ডাক্তারদের উপর চড়াও হয়। মাথার খুলির হাড় ভেঙ্গে দেওয়া হয়; এক জুনিয়ার ডাক্তারের। ১১ই জুন থেকে সুরক্ষার দাবীতে; কর্মবিরতি ঘোষণা করে জুনিয়ার ডাক্তাররা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর; এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা হরতাল ডাকেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তার আশ্বাস দেন।

আরও পড়ুন: লোকসভা শুরু, আশঙ্কা সত্যি করে গরহাজির মিমি ও নুসরাত

এনআরএস মেডিক্যাল কলেজের পাশে দাঁড়ায় গোটা দেশ। ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশন শুক্রবার কর্মবিরতি দিয়ে প্রতিবাদ শুরু করে। রবিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দায় তাঁরা।

মঙ্গলবার এআইএমএস-এ ডাক্তার এসোসিয়েশনের জানায়; “পশ্চিমবঙ্গের ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তে সহমত হয়ে এআইএমএসের ডাক্তরাও তাদের দায়িত্বে ফিরবেন যত তাড়াতাড়ি সম্ভব”। তাঁরা এও জানান; “আমরা আন্তরিকভাবে আশা করি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী; কেন্দ্রীয় সরকার শীঘ্রই ডাক্তারের নিরাপত্তা সম্পর্কিত একটি নতুন কেন্দ্রীয় আইন আনবে। তিনি ব্যর্থ হলে ভবিষ্যতে আবার ধর্মঘট করতে বাধ্য হব আমারা।”

]]>