SEBI – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 28 Jun 2022 08:19:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SEBI – The News বাংলা https://thenewsbangla.com 32 32 সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য, বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট https://thenewsbangla.com/saradha-depositors-calcutta-high-court-took-major-initiative-to-return-money-to-saradha-depositors/ Tue, 28 Jun 2022 08:18:39 +0000 https://www.thenewsbangla.com/?p=15742 সারদার আমানতকারীদের টাকা ফেরানোর জন্য; বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। সারদা চিটফান্ডে টাকা রেখেছিলেন যারা; এবার ফেরত পাবেন। সারদা চিটফান্ড সংস্থার আমানতকারীদের আনা একাধিক মামলায়; সোমবার রাজ্য সরকার এবং সিবিআই, সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে; একযোগে টাকা ফেরানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ। ফের আশার আলো দেখছেন; সারদায় টাকা লাগানো বাংলার সাধারণ মানুষ।

উচ্চ আদালতের নির্দেশ, বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে; প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের কমিটির কাছে জমা করতে হবে; ইডি, সেবি, সিবিআইকে। এরপর কমিটিকে সেই টাকা আমানতকারীদের; ফেরানোর উদ্যোগ নিতে হবে। সারদা মামলায়, আইনজীবী শুভাশিস চক্রবর্তী আবেদন করেছিলেন; কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্য সরকারের কাছে সারদার মোট ১৫০০ কোটি টাকা রয়েছে। সেই টাকা যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয়; সারদায় আমানতকারীদের।

আরও পড়ুনঃ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশানি বন্ধে কড়া রাজ্য

সেবি, সিবিআই, ইডি এবং রাজ্যের উদ্দেশ্যে আদালতের নির্দেশ; সারদার বিক্রি হওয়া সম্পত্তির অর্থ অবিলম্বে প্রাক্তন বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বাধীন এক সদস্য-র কমিটির কাছে জমা করতে হবে। যে সম্পত্তিগুলো এখনও বিক্রি হয়নি; তাও অবিলম্বে তুলে দিতে হবে এক সদস্যের কমিটির হাতে। আমানত ফেরতের প্রকল্প অনুযায়ী এই কমিটিই; অমানতকারীদের টাকা ফেরাতে উদ্যোগ নেবে বলেও স্পষ্ট করে দিয়েছে; বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ রাজ্যপালের কাছে তৃণমূল প্রতিনিধি দল, ‘আবদার’ শুনে হতবাক ধনকড়

এছাড়াও সেবির হাতে থাকা তিনটি সম্পত্তি, অবিলম্বে নিলাম করে; সেখান থেকে উদ্ধার হওয়া টাকাও, এই কমিটির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। রাজ্য সরকার নিযুক্ত শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর, কলকাতা হাইকোর্টের এই নির্দেশে; সারদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত পাবার নতুন আশা জাগল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, সারদার উদ্ধার হওয়া প্রায় ১৪০ কোটি টাকা; এখনও রাজ্য সরকারের হাতে রয়েছে। সেবি, সিবিআই, ইডি-র হাতেও; প্রায় ১২০০-১৩০০ কোটি টাকা রয়েছে। সবমিলিয়ে প্রায় ১৫০০ কোটি টাকা; আমানতকারীদের ফেরাতে হবে। দীর্ঘ জটিলতা কাটিয়ে সেই টাকা এবার; পাওয়া যাবে বলে আশা আমানতকারীদের।

]]>