SC – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Fri, 10 May 2019 06:52:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg SC – The News বাংলা https://thenewsbangla.com 32 32 তেজ বাহাদুরের ভোটে লড়ার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট https://thenewsbangla.com/sc-dismisses-ex-army-tej-bahadur-yadavs-plea-in-varanasi-against-modi/ Fri, 10 May 2019 06:49:06 +0000 https://www.thenewsbangla.com/?p=12655 আগেই মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন; নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা করে ভোটে লড়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বরখাস্ত সেনা জওয়ান তেজ বাহাদুর যাদব; অবশেষে সুপ্রিম কোর্টও তার ভোটে লড়ার আবেদন খারিজ করে দিয়েছে।

৬ই মে উত্তরপ্রদেশের বারানসীর সমাজবাদী পার্টির প্রার্থী তেজ বাহাদুর যাদব নির্বাচন কমিশন এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়; বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে থাকা বেঞ্চ জানিয়ে দেয়; নির্বাচনে লড়ার যোগ্যতাসম্পন্ন নন তেজ বাহাদুর।

দুই বছর আগে সেনা জওয়ানদের খারাপ কোয়ালিটির খাবার পরিবেশনের অভিযোগ তুলে শিরোনামে এসেছিলেন তেজবাহাদুর; সেনার শৃঙ্খলা না মানার অভিযোগে ২০১৭ সালেই চাকুরী থেকে বরখাস্ত করা হয় তাকে; বিধিভঙ্গকারী হিসেবে বরখাস্ত হয়েছিলেন; ফলে তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

সেক্ষেত্রে চাকুরী থেকে বরখাস্ত হবার ৫ বছরের মধ্যে নির্বাচনে তিনি লড়তে পারবেন না বলে জানানো হয়েছে। যদি কোন ব্যক্তি ভারত সরকারের অধীনে বা কোনও রাজ্য সরকার এর অধীনে চাকরী করে; আর তাঁকে যদি তাকে দুর্নীতি করার জন্য বা আনুগত্য প্রদর্শন না করার জন্য বরখাস্ত করা হয়; এমন কোন ব্যাক্তির নমিনেশন গ্রাহ্য করা হবে না; এটাই নিয়ম।

১৭ তম লোকসভা নির্বাচনে সপা প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তেজবাহাদুর; প্রথম বার মনোনয়নে বরখাস্ত সেনা হিসেবে নিজেকে উল্লেখ করলেও দ্বিতীয় বারের মনোনয়নে তা উল্লেখ করেননি তিনি।

প্রার্থী হিসেবে লড়তে হলে নো অবজেকশনের শংসাপত্র দরকার; যা ছিলনা তেজ বাহাদুর এর। তা সত্ত্বেও ভোটে লড়ার দাবিতে সুপ্রিম কোর্টে দরবার করেছিলেন তিনি; অবশেষে তার আবেদনকে নস্যাৎ করলো সুপ্রিম কোর্ট।

এর আগেই তেজ বাহাদুরকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে ঘিরে তোলপাড় হয় রাজনীতি; সদ্য প্রকাশিত একটি ভিডিওতে এই সেনা জওয়ানকে বলতে শোনা যায়; ৫০ কোটি টাকা পেলেই নরেন্দ্র মোদীকে তিনি হত্যা করবেন।

ভিডিওটি অন্তত দুই বছরের পুরোনো বলে জানিয়েছেন তেজবাহাদুর; কিন্তু হঠাৎ ভোটের মুখে এই ভিডিও প্রকাশ করার পেছনে বিজেপির চক্রান্ত দেখছেন তিনি; ভিডিও প্রকাশ্যে আসতেই এই ভিডিওকে হাতিয়ার করেছে বিজেপি। বিজেপির বক্তব্য; মোদীকে হত্যা করতে একজন অপরাধীকেও প্রার্থী করতে বিরোধীরা পিছুপা হচ্ছে না।

]]>
সুপ্রিম কোর্টের নির্দেশে ভবিষ্যতের ভূতকে ২০ লক্ষ টাকা জরিমানা দেবে মমতা সরকার https://thenewsbangla.com/sc-orders-mamata-banerjee-govt-to-give-20-lakhs-to-bhobishyoter-bhut-as-fine/ Thu, 11 Apr 2019 06:14:58 +0000 https://www.thenewsbangla.com/?p=10584 বারে বারে ভবিষ্যতের ভূতেরা ধাক্কা দিয়ে যাচ্ছে রাজ্য সরকারকে। এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ ছবির প্রদর্শন চালু করাতে বাধ্য হয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল ভবিষ্যতের ভূত বন্ধ করার ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে দিতে হবে ২০ লক্ষ টাকা জরিমানা।

LIVE: সারাদিন কি হচ্ছে বাংলার ভোটে, দেখে নিন প্রথম দফার ভোটের সব ঘটনা

ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন কোন ভাবেই বন্ধ করা যাবে না আগেই জানিয়ে দিয়ে ছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়ে এমনই নির্দেশ দিয়ে ছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মত, ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন শুরু হয়ে ছিল রাজ্যের সিনেমা হলগুলোতে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিল এতদিন ছবি বন্ধের ক্ষতিপূরণ হিসাবে রাজ্যকে ২০ লক্ষ টাকা দিতে হবে ভবিষ্যতের ভূতকে।

আরও পড়ুনঃ রাজ্যের উপর ভরসা করে ডুবল ভারতের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী না থাকায় সন্ত্রাস

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব ভবিষ্যতের ভূতকে দিয়ে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। রাজ্য সরকারকে পাঠানো নোটিশে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি কে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে মিমির বিজ্ঞাপনে মুখ ঢাকল যাদবপুর

ভবিষ্যতের ভূত ছবিটি ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার পরে আচমকা একদিনের মধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভবিষ্যতের ভূত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। ছবিটি মুক্তির কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক বলেছিলেন প্রথম ছবি ‘ভূতের ভবিষ্যৎ’-এর সিক্যুয়েল একেবারেই নয় এই ছবিটি। এই ছবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয়কে ভূতেদের মুখে সংলাপের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। আর সম্ভবত তার জন্যই এবার তাঁকে বিপাকে পড়তে হয়েছিল বলে ধারণা।

আরও পড়ুনঃ ভোটের ‘দাওয়াই’ দেওয়ার বেনজির হুমকি রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের

১৫ ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাবার পরে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ সিনেমাটি ১৬ তারিখেই শহরের সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স গুলিতে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবিষয়ে পরিচালক অভিযোগ করেছিলেন,ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ মমতার ফোনের পরই ৫ টি বুথে পুনরায় নির্বাচন চাইলেন রবীন্দ্রনাথ ঘোষ

সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরে রিলিজ হওয়ার সিনেমাটি স্যোশাল মিডিয়ায় যথেষ্ট প্রশংসিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি বিকেলে দর্শকরা ছবিটি দেখতে গেলে তাঁদের প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ জানিয়ে দেন, সিনেমাটি উঠে গিয়েছে। আবার কোথাও কোথাও দর্শকদের শুনতে হয়ে, প্রযুক্তিগত সমস্যার কারণে সিনেমার প্রদর্শন বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ রিগিং বন্ধ করে শান্তিপূর্ণ ভোট করাতে ৬টি বিশেষ অ্যাপস আনল নির্বাচন কমিশন

বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, সেন্সর বোর্ড কেন এধরণের সিনেমাকে ছাড়পত্র দিল? আর একবার ফিল্ম সেন্সর বোর্ড ছাড়পত্র দেবার পর কোন অধিকারে পুলিশ ফিল্ম নিয়ে জানতে চায়? অন্য দিকে, ‘ভবিষ্যতের ভূত’ প্রেক্ষাগৃহে ফেরানোর দাবিতে প্রতিবাদ মিছিলে শামিল হন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেনের মতো বিশিষ্টজন। ছবি প্রদর্শন বন্ধ রাখার প্রতিবাদে সোচ্চার হয় সোশ্যাল মিডিয়াও।

আরও পড়ুনঃ নাসিরুদ্দিনের পাল্টা এবার মোদী সরকারের সমর্থনে সাক্ষর করলেন ৯০৭ জন বুদ্ধিজীবী

এদিকে ছবির পরিচালক অনীক দত্ত সংবাদমাধ্যমকে জানান, ছবিটি সিবিএফসি-র ছাড়পত্র পেয়েছে বলে সমস্যা হওয়ার কোনও কারণ নেই। তার পরও ছবিটি কী কারণে হল থেকে সরানো হল, তা নিয়ে তাঁকে প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশে আবারও মুখ পুড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। প্রশ্ন একটাই, কেন মানুষের করের টাকা থেকে মমতা সরকারের ভুল এর গুনাগার দিতে হবে?

আরও পড়ুনঃ কলকাতা নয় কোচবিহার থেকে ভোট মনিটরিং করবেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
আরও পড়ুনঃ আশ্চর্য কাণ্ড, ভোট শুরু হতেই কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিবেক দুবে

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের

]]>
ফের লজ্জার অন্ধকারে সিবিআই, চরম অপমানের শাস্তি সিবিআই প্রধানকে https://thenewsbangla.com/nageswara-rao-ex-cbi-interim-chief-convicts-of-contempt-of-court-by-sc/ Tue, 12 Feb 2019 07:06:19 +0000 https://www.thenewsbangla.com/?p=6713 ফের চূড়ান্ত লজ্জা সিবিআই এর। ফের লজ্জার অন্ধকারে সিবিআই, অপমানের শাস্তি প্রাক্তন সিবিআই প্রধানকে। মোদী ঘনিষ্ঠ আইপিএস নাগেশ্বর রাওকে আদালত অবমাননার জেরে মঙ্গলবার সারাদিন আদালতের এক কোনে বসে থাকতে হবে। যতক্ষণ না সুপ্রিম কোর্টের কাজ শেষ হচ্ছে। সঙ্গে ১ লাখ টাকার জরিমানা। দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বেঞ্চ এই অপমানজনক নির্দেশ দিয়েছে।

আরও পড়ুনঃ হোটেলে ভয়াবহ আগুন, জীবন্ত দগ্ধ ১৫, লাফ মেরে মৃত আরও ২

“যান আদালতের কাজ শেষ না হওয়া পর্যন্ত এক কোনে দাঁড়িয়ে থাকুন”, ঠিক এই ভাষাতেই প্রাক্তন অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাওকে অপমান করল দেশের শীর্ষ আদালত। সঙ্গে আদালত অবমাননার দায়ে ১ লাখ টাকার জরিমানা করা হয়েছে তাঁকে। বিহারের মুজাফফরপুর হোম কাণ্ডে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। সেই অভিযোগ প্রমাণ হওয়ায় আগেই ক্ষমা চান প্রাক্তন অন্তর্বর্তী সিবিআই প্রধান নাগেশ্বর রাও। কিন্তু ক্ষুব্ধ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁকে মঙ্গলবার এই অপমানজনক শাস্তি শোনান।

আরও পড়ুনঃ ধর্মতলায় আন্দোলনের অধিকার শুধু মমতার, বাকি সবার জন্য নিষিদ্ধ

৫ দিন আগেই সুপ্রিম কোর্টের তীব্র ক্ষোভের মুখে পড়েন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা নাগেশ্বর রাও। অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার পর তিনিই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর দায়িত্ব অস্থায়ী ভাবে হাতে নিয়েছিলেন। গত বৃহস্পতিবারই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, “আদালতের নির্দেশ অমান্য করে সিবিআই আধিকারিককে বদলি করে আদালত অবমাননার অপরাধ করেছেন নাগেশ্বর রাও”।

আরও পড়ুনঃ রাহুলকে সরিয়ে লোকসভা ভোটে মোদী বিরোধী মুখ প্রিয়াঙ্কাই

ক্ষুব্ধ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আদালত অবমাননার নোটিস জারি করে রাওকে এজলাসে তলব করেন। আজ মঙ্গলবার হাজিরা দিতে হত তাঁকে। বিচারপতি গগৈ গত বৃহস্পতিবারই বলেন, “আইন হল আপনার একমাত্র বস। কোনও রাজনৈতিক নেতা নয়। অন্যের কথায় হলফনামা দেবেন না”। তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গগৈ সিবিআইয়ের আইনজীবীকে রাঘবচারুলুকে বলেন, “সিবিআই আধিকারিকরা আমাদের নির্দেশ নিয়ে খেলা করেছেন। এটা আদালত আবমাননার সামিল। এখন একমাত্র ভগবানই আপনাদের সাহায্য করতে পারবেন”।

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে হত্যা মামলা থেকে মুক্তি নরেন্দ্র মোদীর

আজই আদালতে হাজির হয়ে নাগেশ্বর রাও জানান, কেন তিনি শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করে বিহারের মুজফ্‌ফরপুরে অনাথ আশ্রম সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্বে থাকা আধিকারিক এ কে শর্মাকে বদলি করেছেন। রাওয়ের ব্যাখ্যায় বিচারপতিরা সন্তুষ্ট না হওয়ায় এবার বেশ বড়সড় ও অপমানজনক শাস্তির মুখে পড়লেন তিনি।

আরও পড়ুনঃ রথী মহারথীদের নাম লেখা ১২ পাতার গোপন চিঠি সিবিআইকে দিলেন কুণাল ঘোষ

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিষয়টিতে রাও যথেষ্ট ব্যাকফুটেই ছিলেন। তাঁর স্বল্প সময়ের কার্যকালে হওয়া ৪০ জন আধিকারিকের বদলিতে এত বড় সমস্যা হয়নি, যা এবার তৈরি হল। শীর্ষ আদালতের রোষানলে তৈরি আইনি জটিলতা নাগেশ্বর রাওয়ের সার্ভিস কেরিয়ারে কালো দাগ লাগিয়ে দিল বলেই মনে করছেন আইনজীবীরা।

আরও পড়ুনঃ পাকিস্তান চিনের চিন্তা বাড়িয়ে ভারতীয় সেনার হাতে এল ভয়ঙ্কর চিনুক হেলিকপ্টার

আইনজীবীরা মনে করছেন, ‘সিবিআই প্রধান হিসেবে তাঁর কার্যকালে গৃহীত বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে এমনিতেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে। নোটিসও জারি হয়েছে তাঁর বিরুদ্ধে। অন্তর্বর্তী সিবিআই প্রধান হিসেবে তাঁর নিয়োগের বিরোধিতা করেও মামলা চলছে। এমন অবস্থায় আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় নিশ্চিতভাবেই বড় সমস্যায় পড়লেন তিনি’৷

আরও পড়ুনঃ মমতার ধর্ণায় বসা পুলিশ অফিসারদের কড়া শাস্তি দিতে চলেছে মোদী সরকার

রাওয়ের মতোই মুজফ্ফপুরের হোমে হওয়া যৌন অত্যাচারের মামলায় এদিন শীর্ষ আদালতের রোষানলে পড়ে বিহার সরকারও। ক্ষুব্ধ প্রধান বিচারপতি বিহার থেকে এই মামলা দিল্লিতে সরিয়ে আনার নির্দেশ দেন। বলেন, “যথেষ্ট হয়েছে। শিশুদের ভবিষ্যত নিয়ে ছেলেখেলা চলতে পারে না। বিচারের স্বার্থরক্ষার জন্যই বিহারের বাইরে মামলার বিচারপর্ব নিয়ে যাওয়া হবে”। বিচারপতি গগৈয়ের নির্দেশ, ছমাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া।

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>