Sayantan Basu – The News বাংলা https://thenewsbangla.com Bengali News Portal Tue, 26 Mar 2019 14:14:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://thenewsbangla.com/wp-content/uploads/2018/09/cropped-cdacf4af-1517-4a2e-9115-8796fbc7217f-32x32.jpeg Sayantan Basu – The News বাংলা https://thenewsbangla.com 32 32 পায়ে নয় বুকে গুলি চালান, বিতর্কিত বিজেপির সায়ন্তন https://thenewsbangla.com/sayantan-basu-bjp-leader-controversially-said-central-force-to-fire-on-the-chest/ Tue, 26 Mar 2019 14:03:30 +0000 https://www.thenewsbangla.com/?p=9309 বুথ দখল করতে এলে পায়ে নয় বুকে গুলি চালান। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে এই মন্তব্য করে ফের সংবাদ শিরনামে বিতর্কিত বিজেপির সায়ন্তন বসু। বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। বসিরহাটে মঙ্গলবার ভোট প্রচারের মঞ্চ থেকেই এই বিস্ফোরক ও বিতর্কিত ঘোষণা করেন সায়ন্তন। আর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে রাজ্য জুড়ে।

আরও পড়ুনঃ অভিষেকের স্ত্রীর সোনা কাণ্ড নিয়ে ক্লিনচিট দিল নির্বাচন কমিশন

“বাংলায় খুনের রাজনীতি শুরু করেছে বিজেপি”, সায়ন্তনের মন্তব্যের পর এমন কথাই জানান তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। “তৃণমূলের ভাষা শিখেই বলছে বিজেপি”, জানিয়েছেন সিপিএম নেতা সূজন চক্রবর্তী। এই ঘটনার ভিডিও কপি নিয়ে নির্বাচন কমিশনে জমা দেবে তৃণমূল কংগ্রেস ও সিপিএম, এমনটাই জানান হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে ১০০ বিধায়ক, অর্জুনের মন্তব্যে জল্পনা চরমে

নির্বাচন কমিশনের তরফ থেকেও এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হচ্ছে বসিরহাট এর নির্বাচন আধিকারিকের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠান হবে বলেই জানা গেছে।

আরও পড়ুনঃ জলপাইগুড়ি লোকসভায় বিজেপির দুজন প্রার্থী, শোরগোল বাংলায়

তবে বিজেপির তরফ থেকে পরিস্কার জানান হয়েছে, বুথ দখল করতে এলে তবেই গুলি চালানোর কথা বলা হয়েছে। বিজেপি নেতা ও বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু জানিয়েছেন, “পঞ্চায়েত ভোটে পুলিশ দিয়ে ভোট লুঠ করেছিল তৃণমূল কংগ্রেস। বুথ দখল থেকে ছাপ্পা ভোট সব করেছিল তৃণমূল। লোকসভা ভোটে বুথ দখল করতে এলে গুলি চলবে, এটাই বলা হয়েছে”।

আরও পড়ুনঃ লোকসভা রিপোর্টে গত ৫ বছরে তৃণমূল সাংসদদের পারফরম্যান্স লজ্জাজনক

তবে বিতর্ক এখানে থামছে না। এর পাশাপাশি ভোটের দিন পুলিশকে থানার মধ্যেই আটকে রাখার কথা বলেন সায়ন্তন। এই সব মন্তব্যের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল ও সিপিএম। এই মন্তব্যের জেরে বসিরহাট লোকসভার এবারের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে শো কজ করতে পারে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর, এমনটাই জানা যাচ্ছে। তবে তার আগেই সমালোচনার ঝড় বইছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুনঃ নির্বাচন কমিশনের নতুন অ্যাপ সি ভিজিল, জনতার অভিযোগে ১০০ মিনিটের মধ্যে ব্যবস্থা

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>
তৃণমূলের অনুব্রতর নকুলদানার পাল্টা বিজেপির সায়ন্ত্বনের নুন https://thenewsbangla.com/bjps-sayantan-basu-counter-attack-anubrata-mandals-nakuldana-words/ Tue, 19 Mar 2019 06:59:39 +0000 https://www.thenewsbangla.com/?p=8774 প্রথমে গুড় বাতাসা, তারপর পাচন আর এখন নকুলদানা। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি নতুন নতুন শব্দ নিয়ে বিরোধীদের প্রকাশ্যেই প্রচ্ছন্ন হুমকি দেন বারবার। এবারের ভোটেও তাঁর নতুন শব্দ নকুলদানা। এর পাল্টা এবার দিলেন বিজেপি নেতা সায়ন্ত্বন বসু। নকুলদানার উত্তরে নুন ছেটাতে বলেছেন তিনি।

আরও পড়ুনঃ ভোটের দিন ঘোষণার পরেই প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলায় এগিয়ে তৃণমূল

অনুব্রত-র নকুলদানার পাল্টা দিলেন বিজেপির সায়ন্ত্বন বসু। নুন ছেটানোর নিদান দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল ভোটারদের নকুলদানা দেওয়ার কথা বলেছিলেন। যার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিজেপি ও সিপিএম। অনুব্রত মণ্ডলের মন্তব্যের পাল্টা সায়ন্ত্বন বসু, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে নুন তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ ক্ষমতায় ফের মোদী, ভোটের আগেই জানাচ্ছে সাট্টাবাজার

সোমবার মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সায়ন্ত্বন বসু। সেখানে তিনি, গুণ্ডা বদমাইশদের রাস্তায় ফেলে পেটানোর সময় নুন ছেটানোর নিদান দেন। আর এই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ বাংলায় চার দলের লড়াই, ২০১১ র ভুল ২০১৯ এ করল না কংগ্রেস

সূত্রের খবর অনুযায়ী, গুন্ডা বদমাশদের পেটানোর সেই কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের কথা জানিয়েছেন তিনি। জেলার পুলিশ সুপারদের সমালোচনা করে তিনি বলেন, সবাই তৃণমূলের পা চাটা। তৃণমূলে যোগ দেওয়া ভারতী ঘোষ, অর্জুন সিং সম্পর্কে তার সাফাই, তৃণমূলের নির্দেশে সাধারণের ওপর অত্যাচার করেছিলেন তারা।

আরও পড়ুনঃ ভাটপাড়ায় অনাস্থা, তৃণমূল বনাম বিজেপি

বিজেপির নুন ছেটানোর নিদানের প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের চেষ্টা করছে তৃণমূল। বিজেপি নেতা সায়ন্ত্বন বসুর মন্তব্য থেকে তা পরিষ্কার, দাবি করেছেন ওই নেতা। বিষয়টি নির্বাচন কমিশনের সামনে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ চোখ মেরে শাড়ির আঁচল ফেলে প্রচার মুনমুনের, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ফলে নকুলদানা ও নুন নিয়েই আপাতত তোলপাড় রাজ্য রাজনীতি। ভোটের মুখে আর কি কি শব্দ বাংলার রাজনীতিতে আসে সেটার জন্যই এখন অপেক্ষা। তবে এই ভোট যুদ্ধ আর শব্দ যুদ্ধের রেশ বেশ মজার সঙ্গেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ মোদীর সঙ্গে সবাই চৌকিদার, অদ্ভুত প্রচার বিজেপির

আপনার মোবাইলে বা কম্পিউটারে The News বাংলা পড়তে লাইক করুন আমাদের ফেসবুক পেজ।

]]>